User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘শওকত ওসমানের উপন্যাস বিষয় ও শিল্পরুপ’ বইটি আহমেদ মাওলা এর লেখা প্রখ্যাত সাহত্যিক শওকত ওসমান এর নানান বিষয় নিয়ে লেখা একটি বই । বইটির লেখক আহমেদ মাওলা এর জন্ম ১৯৭১ সালের ৪ মে চট্রগ্রামে । তার পৈত্রিক নিবাস ফেনীর দাগনভুইআ উপজেলার দেবরামপুর গ্রামে । ছোটবেলা তার জীবন কেটেছে গ্রামেই । চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছেন । তিনি ২০০৫ সালে পি এইচ ডি ডিগ্রি লাভ করেন । বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন । তার লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় ন্যাশনাল পাবলিকেশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক এইচ এম ইব্রাহিম খলিল । প্রচ্ছদ করেছেন মশিউর রহমান । শওকত ওসমান একজন অতি পরিচিত ব্যক্তি আমাদের দেশের সাহিত্য জগতে । তার জন্ম জানুয়ারি ২, ১৯১৭ সালে । তিনি বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। তাঁর পৈতৃক নাম শেখ আজিজুর রহমান । নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী । তার লেখালেখি ও তার দর্শন এখনো মানুষ এর জন্য অনেক কিছু শেখার মত রয়েছে । তিনি বাঙ্গালি জাতী কে বুঝেছিলেন , দুইবার দুইটি যুদ্ধের মাধ্যমে বাঙ্গালীদের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভের পরে তার মনে হয়েছে যে পৃথিবীতে কোন বাধাই প্রকৃত বাধা নয় , সকল বাধাই জয় করা সম্ভব । শওকত ওসমানের জীবন জিজ্ঞাসা , দার্শনিক কৌতুহল ও সমাজতান্ত্রিক অন্বেসা আর সকল বাঙ্গালী মুসলমান লেখকদের মত নয় । পর্যবেক্ষক ক্ষমতা , সেক্যুলার মানস ও বিশ্লেষনী মনোদৃষ্টি তার লেখা কে অনন্যতা দান করেছে । এই মহান শওকত ওসমানের উপন্যাসের বিষয় , ভাষা ও অন্যান্য আনুষাঙ্গিক অনেক বিষয় নিয়ে লেখা এই বইটি , যা পাঠকদের সামনে নিয়ে আসবে এক অনন্য শওকত ওসমান কে । অসাধারন এ বইটি সকলের নিকটই চমৎকার লাগবে ।