User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘চোরাকুঠি’ বইটি একটি ছোটগল্পের বই যার লেখক এমরান হোসেন । লেখকের জন্ম ১৫ অক্টোবর ১৯৯১ সালে নওগাঁ জেলার মহাদেবপুর থানায়। লেখকের বাবা আয়েন উদ্দীন একজন ক্ষুদ্র ব্যবসায়ী আর মা রেহেনা পারভীন একজন গৃহিনী। গ্রাম থেকে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ শেষে থানা সদরের সরকারি কলেজে শেষ করেন উচ্চ মাধ্যমিক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্মাতক পাশ করেন ২০১৪ সালের ডিসেম্বরে। তার লেখা চোরাকুঠি বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় ।বইটি প্রকাশিত হয় দি ড্যফডিল পাবলিকেশন্স প্রকাশনী থেকে । প্রচ্ছদ করেছেন ফারহানা মৌ । চ্ছোটগল্প আমাদের বাংলা সাহিত্যের একটি বিশাল অংশ দখল করে আছে । ছোট গল্পের পাঠক এর সংখ্যা প্রচুর । এই বইটি একটি ছোটগল্পের বই , নাম চোরাকুঠি। চোরাকুঠি বইটি হচ্ছে একগুচ্ছ ছোটগল্পের পসরা। শেষ হয়েছে অনেক গল্পই যেমনভাবে শেষ হবার কথা ছিল ঠিক তার উল্টাভাবে। রবি ঠাকুরের ছোটগল্পের সঙ্গাকে অবাধ্য করেই ফ্রেমে বাধা প্রতিটা গল্প। সাহিত্য সেখানে আছড়ে পড়েছে। “চোরাবালি” “সম্পদ দাদার মাষ্টারি” “শ্যামা মেয়ে” অসম্ভব রকম ব্যতিক্রমভাবে গড়ে ওঠেছে, কখন যে শেষ হয়ে যায় টের পাওয়ার জো নেই। “মীরা”। খুব সাধারণভাবে বলা যায় চমৎকার একটা চরিত্র। ভাইবোনের খুনসুঁটি, আল্লাদ, জেদ, আবদার কি নেই “মীরা” চরিত্রে। প্রেমের গল্প। বেশ কয়টা, যার প্রতিটায় হতে পারত বিশাল উপন্যাস। ছোট গল্পের ছাটে সেগুলো সাবলীলভাবে খাপ খেয়ে গেছে। গ্রামের কিশোর জীবন, সফলতার গল্প, পীড়িত সংসারের গল্প সবকিছুর দেখা মিলে খানিক পর পর। “বেড়াজাল”। এই একটা গল্প নিয়েই অনেক অনেক কিছু বলা যায়। রবীন্দ্র সাহিত্য মিশে মনের ভাবনাগুলোকে ভাষাহীনভাবে ফুটে তুলেছে। সবমিলিয়ে “চোরাকুঠি” সত্যিকার অর্থে একগুচ্ছ ছোটগল্পের সমাহার। চোরাকুঠি । চমৎকার কিছু ছোটগল্প পাওয়া যাবে এমরান হোসেন এর চোরাকুঠি বইটি তে ।