User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ঘুরে এলাম সোনারগাঁ’ বইটি শামসুদ্দোহা চৌধুরী এর লেখা সোনারগাঁ শহর কে নিয়ে লেখা একটি বই । শামসুদ্দোহা চৌধুরীরর জন্ম সোনারগাঁওয়ের মোগরাপাড়ায় । জন্ম ১৮ই মার্চ ১৯৫৫ সাল। ব্যক্তিগত জীবনে ছিলেন ব্যাংকার। সোনারগাঁ এর পাশেই তার আবাস স্থল , তিনি তার আবাসস্থল এর আশেপাশে সম্ভবত এমন কোন স্থান নেই যেখানে ভ্রমন করেন নি । তিনি তার কর্মক্ষেত্রের পাশাপাশি বাংলা সাহিত্যে রেখেছেন অবদান , লিখেছেন গল্প উপন্যাস ও শিশু কিশোর সাহিত্য । বর্তমানে অবসর জীবন যাপন করছেন । পেয়েছেন পরিবেশ সাংবাদিকতা পুরস্কার, কয়েকটি সাংস্কৃতিক সংঘটনও তাকে বিভিন্ন সময়ে সন্মাননা প্রদান করেছে। তার লেখা ঘুরে এলাম সোনারগাঁ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আসমা আরা বেগম । প্রচ্ছদ করেছেন অরূপ মান্দি । বাংলার ইতিহাস লিখতে হলে সোনারগাঁওয়ের কথা আসবেই। প্রায় তিনশত বৎসর সোনরগাঁও বাংলার রাজধানী ছিল(১৩০০ খৃষ্টাব্দ হতে ১৬১০ খৃষ্টাব্দ) কখনো পূর্নাঙ্গ রাজধানী কখনোবা প্রাদেশিক রাজধানী হিসেবে সোনারগাঁও বাংলার ইতিহাসে ঠাঁই পেয়েছে । এখন সেই ইতিহাসের কিছু নেই। টিকে আছে কিছু মসজিদ, সমাধি, দিঘি, সমাধি, প্রাচীন ঘাট, জরাজীর্ন কিছু ভবন, পাথরের কিছু লিপি, মন্দির এবং রাজপথ। সোনারগাঁওয়ের ইতিহাস নিয়ে লেখা হয়েছে প্রচুর। সোনারগাঁও বিষয়ক ছোটদের তেমন বই নেই। সোনারগাঁও ভ্রমনের ফাঁকে ফাঁকে ছোটদের জন্যে ইতিহাসের কিছু টুকিটাকি ঘটনা তুলে আনা হয়েছে “ঘুরে এলাম সোনারগাঁও” গ্রন্থে। সহজ সাধারন ভাষায় শিশু কিশোরপোযোগি বইটি লিখেছেন শামসুদ্দোহা চৌধুরী। ঢাকার খুব কাছেই সোনারগাঁ অবস্থিত , যারা সোনারগাঁ ঘুরে আসতে চান , তাদের জন্য অসাধারন হবে এই ঘুরে এলাম সোনারগাঁ বইটি ।