User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘চক্রলীন’ বইটি রিজাল কবীর এর লেখা একটি ভৌতিক উপন্যাস । লেখক তার জীবনের একদম ছোটকাল থেকেই লেখালেখি শুরু করেছেন । তিনি ঢাকা শহরেই ছোট থেকে বেড়ে উঠেছেন । এম আই এস টি থেকে তড়িৎকৌশলে ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে এক বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন । কাজের ফাকে ফাকে তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যেতে চান । তার লেখা চক্রলীন বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আসমা আরা বেগম প্রচ্ছদ করেছেন সজিব খান । লেখক এর লেখা প্রথম মৌলিক বই এই ভৌতক উপন্যাস টি । বইয়ের চরিত্র এর মধ্যে রয়েছে তুহিন , জয়া ও ম্যারিসা সহ আরো অনেকে। মাটিতে হাঁটু গেড়ে বসলো ম্যারিসা। চোখ বন্ধ করে প্রার্থনার ভঙ্গিতে বললো,সেভ আস, স্যাটান। সেভ ইয়োর সারভেন্ট। স্রষ্টার বিপরীত এক শক্তির আরাধনা ইউরোপীয়দের নিধন অভিযানেই শেষ হয়ে যায়নি। শতাব্দীর পর শতাব্দীতে উপাসকরা ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ক্রোধ আর প্রতিশোধের আগুন পুঁজি করে তারা খুঁজে পেয়েছে উপাসনার অর্ঘ্য। খুব গোপনে , খুব সাবধানে অবচেতনকে গ্রাস করে নেয় এই কালো চক্র আর তাড়া করে বেড়ায় শিকারকে। তুহিন হয়তো জয়ার লাখ লাখ স্কেচ করেই জীবনটা কাটিয়ে দিতে পারতো,কিন্তু ওদের অজান্তেই অপেক্ষা করছিল এক প্রাচীন অন্ধকার।তুহিন আর জয়া কি মুক্তি পাবে এই ভয়াল থাবা থেকে? অসাধারন কাহিনী ও রোমাঞ্চকর বর্ননা যে কোন পাঠক কে শিহরিত করে তুলতে পারবে তা বলা যায় । অসাধারন এ রোমাঞ্চকর ভৌতিক বইটি সকলের নিকটই ভালো লাগবে তা বলা যায় ।