User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘জীবনের অর্থই না’ মোঃ মাসুদ রানা এর লেখা একটি বই । লেখক মোঃ মাসুদ রানা এর জন্ম ১৯৭৪ সালের ১৫ ডিসেম্বর । তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে জন্মগ্রহন করেন । পৈত্রিক সুত্রে তার গ্রাম খানেপুর কান্দি , যা নয়নশ্রী ইউনিয়নে । ১৯৯০ সালে তিনি ঢাকা কলেজিয়েট হাই স্কুল থেকে এস এস সি ও ১৯৯২ সালে কবি নজরুল সরকারী কলেজ থেকে এইচ এস সি ও পরবর্তীতে ১৯৯৪ সালে সরকারী শহিদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বি এ পাস করেন । তিনি ঢাকা মহানগর ল কলেজে অধ্যায়ন শুরু করেন । আইন পেশায় নিজেকে নিয়জিত করে জজ কোর্টে ল প্র্যাক্টিস শুরু করেন ।পরবর্তীতে এই পেশা তার মন মত না হওয়ায় তা ত্যাগ করেন । পরবর্তীতে ব্যবসা শুরু করেন । জীবনের অর্থই না তার লেখা দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় বাংলার কবিতা প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আহসান আল আজাদ । প্রচ্ছদ ডিজাইন করেছেন রাজিব রায় । কবিতা বাংলা সাহিত্যের একটি প্রাচীনতম শাখা । কবিতা ছাড়া বাংলা সাহিত্য চিন্তাও করা যায় না । লেখক স্কুল জীবন থেকেই সাহিত্য কে একড়ে ধরেছেন । তার মতে সাহিত্য ইশ্বর প্রদত্ত । বাকিটা লেখকের মেধা ও শ্রম । ইচ্ছা করলেই কবিতা লেখা যায় না । লেখক একজন কবি । তিনি তার লেখা অনেকগুলো কবিতা নিয়ে সাজিয়েছেন তার এ বইটি । আবেগ, প্রতিবাদ , হাসি কান্না সকল কিছু নিয়েই সাজানো হয়েছে কবিতার এ বইটি । অসাধারন সব কবিতাগুলো সকল শ্রেনীর পাঠকের নিকটই গ্রহনযোগ্য হবে তা বলা যায় ।