User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাঝে মাঝে মনে হয় এই লেখাটা আমার জন্যই লিখেছেন,আমি যেটা বলতে পারছিনা তিনিই আমার মনের কথাটা প্রকাশ করে দিচ্ছেন, আমি পরিচিতজনদের প্রায় সময় বলি কালের লিখনের লেখায় ম্যাজিক আছে। পড়লেই মনে হবে লেখাটা আপনার জন্য লিখেছেন। কবির প্রতিটা শব্দ আমাকে স্পর্শ করে। বইপ্রেমী যারা আছেন তাদেরকে বলবো কালের লিখনের একটি বই কিনুন।
Was this review helpful to you?
or
‘নির্মল জবাব’ বই টি হান্নান হামিদ এর লেখা একটি বই । দাদা আব্দুল হামিদের আদরের ধন হান্নান হামিদ। লেখক নাম কালের লিখন । জন্ম- আগস্ট ১৯৮৪ সালে , জন্মগ্রহন করেন জামালপুর জেলায় । বসবাস করেন ঢাকা শহরে । কালের লিখন একাধারে একজন কবি, লেখক, গল্পকার, গবেষক, সম্পাদক, সংকলক, গীতিকার, পুঁথিকার, শিশু সাহিত্যিক, শিল্প-সাহিত্য সমালোচক, আত্মতাত্ত্বিক দার্শনিক, লোকসাহিত্য ও লালন গবেষক। বহুমাত্রিক এ লেখকের লেখা বইয়ের সংখ্যা পঞ্চাশ এর অধিক । তার লেখা নির্মল জবাব বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় । বইটি প্রকাশিত হয় বাংলার কবিতা প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আহসান আল আজাদ । প্রচ্ছদ করেছেন আইউব আল আমিন । নির্মল জবাব বইটি নামের মতই আক্ষরিক অর্থেই নির্মল জবাব । ছোট ছোট প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্নের সাবলীল কাব্যিক জবাবই হচ্ছে এই নির্মল জবাব সিরিজ । প্রতিটি কবিতাতেই আছে আধুনিকতার ছোয়া । এর সাথে আছে গভীর জীবনবোধের ছাপ। বইটি পড়ার সময়ে পাঠকের মনে হবে কবি যেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুজে বেরানোর মতোই খুজেছেন কিছু প্রশ্নের উত্তর । বইয়ের সকল প্রশ্নই আমাদের জীবনের সাথে পুরোপুরিভাবে সঙ্গতিপুর্ন ও অনেক বেশী ব্যবহার্য । এইরকম জীবনের সাথে সঙ্গতিপুর্ন অজস্র বিষয় নিয়ে লেখা কবিতাগুলোই এই বই এর মুল প্রতিপাদ্য বিষয় । বইয়ের প্রতিটি কবিতার নাম দেওয়া হয়েছে কবিতার বিষয়বস্তু এর উপর ভিত্তি করে। যার মনের মধ্যে প্রশ্ন আছে ও যার জানার ইচ্ছা আছে এই বইটি তাদের জন্যই সত্যিই অসাধারন । অনন্য ধরনের এই কবিতার বইটি সকলেরই ভালো লাগবে।