User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘প্রবাসে প্রিয়জন’ বইটি লেখক সাকিল চৌধুরী এর লেখা একটি সমকালীন উপন্যাসের বই । লেখক সাকিল চৌধুরী এর জন্ম ১৯৬২ সালে । তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এর ভবানীপুর গ্রামে জন্মগ্রহন করেন । লেখক পেশায় একজন ব্যাংকার । লেখাপড়া করেছেন ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর । লেখক তার পেশার পাশাপাশি লেখালেখি ছাড়াও মানবাধিকার সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন । ঘুরে বেড়ানো শখ, দেশের ভেতরে ছাড়াও দেশের বাইরে অনেক স্থানে ঘুরাঘুরি করেছেন । ঢাকাতেই বসবাস করেন লেখক । তার লেখা অন্যান্য গ্রন্থসমুহ হচ্ছে অপরুপ ইউরোপ, ডারিয়া ও কলম্বাসের দেশে । প্রবাসে প্রিয়জন বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অনন্যা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মনিরুল হক । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । লেখক দেশের বাইরে অনেক ঘুরাঘুরি করেছেন । লিখেছেন তার নিজের অভিজ্ঞতা থেকে অনেক ভ্রমন কাহিনী । প্রবাসে প্রিয়জন বইটিও ভ্রমনকাহিণী বিষয়ক একটি বই । লেখক এর ইউরোপ অনেক ভালো লাগে , এই জন্যই হয়ত তার ইউরোপের প্রতি টান সবসময়ই কাজ করে । এই বইটি তার ইউরোপের ঘুরাঘুরি নিয়ে লেখা একটি বই । বইটি তে ইউরোপ মহাদেশের দেশ ইতালী ও তার সাথে স্পেন ও নেদারল্যান্ড এর ঘুরাঘুরি নিয়ে লেখা লিখেছেন । ইতালী ও এর রাজধানী ভেনিস নিয়ে তিনি লিখেছেন , ভ্রমন কাহিনী পিপাসু পাঠকদের জন্য । আমাদের দেশে থ্রিলার ও রোমান্টিক উপন্যাসের মত ভ্রমন কাহিনী এর পাঠকদের সংখ্যা নেহাতই কম নয় । কিন্তু ভ্রমন কাহিণী নিয়ে লেখালেখি তেমন হয় না । লেখক তার ভ্রমন এর কাহিণী পাঠকদের জন্য লিখে যাচ্ছেন একের পর এক । এই বইটি পাঠকদের ইটালি, স্পেন ও নেদারল্যান্ড সম্পর্কে জানতে সাহায্য করবে ।