User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ভগবান কেমন আছ’ বইটি রবীন্দ্র গোপ এর লেখা একটি বই । লেখক এর জন্ম ১৯৫১ সালের ৫ নবেম্বর । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন । তিনি মহান মুক্তিযুদ্ধের একজন গর্বিত মুক্তিযোদ্ধা । স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কবিতা পাঠের মাধ্যমে তার কবিতাঙ্গনে পা রাখা । তিনি তার জীবনে নানান সময়ে নানান নির্যাতন এর শিকার হয়েছেন লেখালেখির জন্য । রাজনৈতিক চক্রাজালে তিনি ১৯৯১ সালে ঘরছাড়া হয়েছেন । তার লেখা ভগবান কেমন আছ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় আলেয়া বুক ডিপো প্রকাশনী থেকে এবং এর প্রকাশক কাওছার আহমেদ । প্রচ্ছদ করেছেন আজাদ সরকার । ‘পথের ধুলো বলত, এসো একদিন তোমার পায়ে জড়াই/ পা সরাতাম, কষ্ট পেত, বলত তোমার পা যে বড় শ্রদ্ধামাখা’ একজন মুক্তিযোদ্ধার পায়ের বিবরণ দিয়েছেন কবি রবীন্দ্র গোপ তার ‘ভগবান কেমন আছো’ কাব্যগ্রন্থের ‘পায়ের ধুলো’ কবিতায়। কবির প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। তন্মধ্যে উল্লেখযোগ্য বই- মুজিব আমার অন্তরে বাহিরে, পতাকায় রক্তের দাগ, যুদ্ধ জয়ের গল্প, ছাগলের হাসি ও পাউরুটি, নিষিদ্ধ স্বর্গ, জলকণা, মুক্তি যুদ্ধ পথে পথে, আগুনের ফুল, ভগবান কেমন আছ, পেরেক বিদ্ধ প্রজাপতি, বত্রিশের সিঁড়ি, জয়বাংলা, ত্রিশলক্ষ সূর্যের কবিতা, চিবুকে ঈশ্বর, সুন্দর একাকি থাকতে নেই, চিবুকে ঈশ্বর, একশ এক প্রেমের কবিতা, ১০০ নির্বাচিত কবিতা, শ্রেষ্ঠ কবিতা, কবিতা সমগ্র- ইত্যাদি।এই বইটি তে স্থান পেয়েছে কবির লেখা ৪৮ টি কবিতা । সবগুলো কবিতাই আপন গুনে ভরপুর । অসাধারন কিছু কবিতা পড়তে চাইলে পড়তে হবে অসাধারন এ বইটি ।
Was this review helpful to you?
or
‘পথের ধুলো বলত, এসো একদিন তোমার পায়ে জড়াই/ পা সরাতাম, কষ্ট পেত, বলত তোমার পা যে বড় শ্রদ্ধামাখা’ একজন মুক্তিযোদ্ধার পায়ের বিবরণ দিয়েছেন কবি রবীন্দ্র গোপ তার ‘ভগবান কেমন আছো’ কাব্যগ্রন্থের ‘পায়ের ধুলো’ কবিতায়। কবি রবীন্দ্র গোপ। জন্ম ১৯৫১ সালের ৫ নভেম্বর ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার অরুয়াইলের জয়নগরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় মনে করেন তিনি। ‘জয় বাংলা’য় জীবনের কর্মযজ্ঞের শুরু। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তেজোদীপ্ত কবিতা পাঠের মধ্য দিয়েই কবিতাঙ্গনে পা ফেলেন কবি রবীন্দ্র গোপ। বৈপ্লবিক চেতনায় ভাস্বর এ কবি লেখার জন্য জীবনে বহুবার নির্যাতনের শিকারে পরিণত হয়েছেন। কবিতাকে ভালোবেসে জীবনের ভালোবাসা থেকে বঞ্চিত একজন মানুষ। সত্যকে প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি এক শব্দ সৈনিক। কবির প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। তন্মধ্যে উল্লেখযোগ্য বই- মুজিব আমার অন্তরে বাহিরে, পতাকায় রক্তের দাগ, যুদ্ধ জয়ের গল্প, ছাগলের হাসি ও পাউরুটি, নিষিদ্ধ স্বর্গ, জলকণা, মুক্তি যুদ্ধ পথে পথে, আগুনের ফুল, ভগবান কেমন আছ, পেরেক বিদ্ধ প্রজাপতি, বত্রিশের সিঁড়ি, জয়বাংলা, ত্রিশলক্ষ সূর্যের কবিতা, চিবুকে ঈশ্বর, সুন্দর একাকি থাকতে নেই, চিবুকে ঈশ্বর, একশ এক প্রেমের কবিতা, ১০০ নির্বাচিত কবিতা, শ্রেষ্ঠ কবিতা, কবিতা সমগ্র- ইত্যাদি। আলেয়া বুক ডিপো থেকে প্রকাশিত ‘ভগবান কেমন আছো’ কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে মোট ৪৮টি কবিতা। দুর্বল সবল মিলিয়ে সবগুলো কবিতাই আলাদা বিশিষ্ট বহন করে। বিশেষভাবে উল্লেখযোগ্য কবিতাগুলো হল- এই কি আমার স্বাধীনতা, নদী নাইয়রে যায়, গার্মেন্টস পাখিরা, মার্চের পঙক্তিমালা, বুলেটবিদ্ধ মানচিত্র, একলা ঠোটে নদী, সবুজ পৃথিবীটা আমার, আঁধারের নগ্ন কাঁচ, মৃত্যু একটু দাঁড়াও আর বইয়ের নাম কবিতা ভগবান কেমন আছ। কবিতাগুলোর নামকরণের বিষয়টি বিশেষ উল্লেখযোগ্য।