User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘রবীন্দ্রনাথের মোটরগাড়ি’ বইটি কবি ও সাংবাদিক ফখরে আলম এর লেখা একটি বই । ফখরে আলম একজন কবি ও সাংবাদিক ।তিনি ১৯৬১ সালের ২১ জুন জন্মগ্রহন করেন । হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি । তিনি সাপ্তাহিক রোববার পত্রিকার প্রতিবেদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন । এর পরে তিনি আজকের কাগজ , ভোরের কাগজ , বাংলাবাজার পত্রিকা , মানবজমিন , জনকন্ঠ , আমাদের সময় , যায়যায়দিন এ বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন । বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি পদে দায়িত্ব পালন করেছেন । সাংবাদিকতায় তিনি অর্জন করেছেন অনেক পুরষ্কার । সাংবাদিকতার পাশাপাশি তার কবিতা চর্চা চলে । তিনি কবিতা লিখতে পছন্দ করেন । অনেক কবিতা লেখার পাশাপাশি তিনি অনেক গ্রন্থ ও লিখেছেন । তার লেখা রবীন্দ্রনাথের মোটরগাড়ি বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় বিদ্যাপ্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মজিবর রহমান খোকা । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । লেখক সাংবাদিকতার পেশায় থাকার কারনে অনেক বিষয়ে খবর লিখেছেন । খবর সংগ্রহ করতে গিয়ে নানান ঘটনা শুনেছেন । এসব ঘটনা নিয়ে লিখেছেন ফিচার । ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রকাশিত এই সকল ফিচার নিয়েই প্রকাশিত হয়েছে এই বইটি । ফিচারগুলো প্রকাশ হওয়ার সময়ে পাঠকনন্দিত হয়েছিল , এখন ও পাঠকদের নিকট ভালো লাগবে তা আশা করা যায় । যশোরের বেজপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পিয়ন গোলাপ খালা । গোলাপের খুশবু ছড়ীয়ে নিজের সকল সম্পদ তিনি অন্যকে দান করেছেন , তাকে নিয়ে লিখেছেন এই বই তে । ভারতের শান্তিনিকেতন এ গিয়েছেন , দেখেছেন রবীন্দ্রনাথের মোটরগাড়ি । এই মোটরগাড়ি নিয়ে লিখেছেন ,যার নামেই মুলত এই বইয়ের নামকরন করা হয়েছে । এছাড়াও এইরকম আরো কিছু গল্প স্থান পেয়েছে এই বইটি তে যা পাঠকদের নিকট অনেক ভালো লাগবে তা আশা করা যায় ।