User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ধান এবং সাধারন কিছু কথাবার্তা’ বইটি কৃষিবিজ্ঞানী জীবন কৃষ্ণ বিশ্বাস এর লেখা একটি বই । তিনি বাংলাদেশের ধান গবেষনা ইন্সটিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা থেকে মহাপরিচালক পর্যন্ত প্রত্যেকটি পদে দায়িত্ব পালন করেছেন । তিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন । স্নতোকত্তর ডিগ্রি অর্জন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে । আন্তর্জাতিক ধান গবেষনা ইন্সটিটিউট এর স্কলার হিসেবে পি এইচ ডি প্রাপ্ত হন সেন্ট্রাল লুজন স্টেটস ইউনিভার্সিটি এবং IIRI থেকে । জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের Post PhD গবেষনা সম্পাদন করেন । তিনি উদ্ভিদ শরীরতত্ত্ববিদ হিসেবে ৩৩ বছরের বেশী সময় ধরে ধান নিয়ে কাজ করেছেন । তিনি এছাড়াও বিভন্ন পেশাজীবী সংগঠনের সদস্য । কৃষি গবেষনা ফাউন্ডেশনের বোর্ড অব ডীরেক্টরস এবং জেনারেল বডির সাবেক সদস্য । উচ্চশিক্ষা , প্রশিক্ষন এবং ওয়ার্কশপে অংশগ্রহনের জন্য একাধিকবার থাইল্যান্ড , ভিয়েতনাম , ইন্দোনেশিয়া , ভারত , জার্মান , রোয়ান্ডা , চীন ও হংকং ভ্রমন করেছেন , অভিজ্ঞতার ঝুলি ভারী করেছেন । লেখক বাংলাতে লেখালেখিতে অভুস্ত , তবে ইংরেজীতে লেখালেখি ও করেন। তার লেখালেখির স্বীকৃতিস্বরুপ পেয়েছেন অনেক অর্জন , ব্যক্তিগত অর্জনের সাথে রয়েছে প্রতিষ্ঠানিক অর্জন । তিনি বাংলাদেশ একাডেমী অফ এগ্রিকালচার স্বর্নপদক পেয়েছেন । তার লেখা ধান এবং সাধারন কিছু কথাবার্তা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় নবরাগ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আবদুল মালেক ।প্রচ্ছদ করেছেন শহিদুল ইসলাম রনি । বইটি তে ধান এবং আনুষাঙ্গিক কিছু বিষয় নিয়ে লেখা হয়েছে । এর সবগুলো লেখাই দৈনিক বেলা অবেলার কথা নামক কলামে প্রকাশিত হয়েছে । ধানবিজ্ঞান আপাতদৃষ্টি তে যেমন লাগুক না কেন , তা আসলে অনেক জটিল বিষয় । তবে লেখক পাঠকদের বোঝার সুবিধার্থে তা বেশ সহজ করে প্রকাশ করেছেন । বইটি তে ধান এর আনুষাঙ্গিক অনেক বিষয় নিয়ে লেখা থাকলেও বেশিরভাগ লেখার মুল বিষয় হচ্ছে ধান নিয়ে বিভিন্ন সমস্যা , কারন সমস্যা সম্পর্কে জানাটাই আসলে বেশী দরকার । লেখক সেই কাজটিই করেছেন বইটি তে । অসাধারন এ তথ্যমুলক বইটি সকলের নিকটই ভালো লাগবে এবং ধান উৎপাদন এর সাথে জড়িত মানুষের অনেক উপকার হবে তা নিঃসন্দেহে বলা যায় ।