User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘কর্কটবৃক্ষের শব্দসবুজ শাখায়’ বইটি বাংলাদেশের অন্যতম সেরা কবি সৈয়দ শামসুল হক এর লেখা একটি অসাধারন কবিতার বই । সৈয়দ শামসুল হক ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭ ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন । বিংশ শতাব্দীর শেষাভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত । সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন । সৈয়দ শামসুল হকের শিক্ষাজীবন শুরু হয় কুড়িগ্রাম মাইনর স্কুলে। সেখানে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। এরপর তিনি ভর্তি হন কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে। এরপর ১৯৫০ খ্রিষ্টাব্দে গণিতে লেটার মার্কস নিয়ে সৈয়দ শামসুল হক ম্যাট্রিক পরীক্ষা অর্থাৎ বর্তমানের এস এস সি পরীক্ষায় উত্তীর্ন হন । তার লেখা কর্কটবৃক্ষের শব্দসবুজ শাখায় বইটি প্রকাশিত হয় ২০১৬ সালের ২৭ ডিসেম্বর তারিখে । বইটি প্রকাশিত হয় কবির ৮১ তম জন্মবার্ষিকীতে । বইটির প্রকাশনা সংস্থা পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশনী এবং এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । লেখক তার জীবনে অসংখ্য কবিতা লিখেছেন তার অগনিত পাঠকদের জন্য । এই বইটি তে লেখকের লেখা কবিতাগুলো প্রকাশ করা হয়েছে । তার প্রতিটি কবিতাই আপন বৈশিষ্টে উজ্জ্বল । অসাধারন কিছু কবিতার স্বাদ পেতে চাইলে পড়তে হবে অসাধারন এ বইটি ।