User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাংলাদেশের একমাএ ভালো পণ্য যা সবাইকে মুগ্ধ করে
Was this review helpful to you?
or
রকমারি কর্তৃপক্ষ ও মনিটরিং ডিপার্টমেন্ট এর সদস্যদের আহ্বান জানাবো, এরূপ বিভ্রান্তকর বই কিশোর কিশোরীর জন্য সাজেস্ট না করতে। সে সঙ্গে অনুরোধ জানাবো মানবজাতির ভুল তথ্য এভাবে প্রচারকৃত বই সরিয়ে ফেলতে। একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় করার জন্য এরূপ বই ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত শিখাতে উল্লেখযোগ্য কাজ করবে অতএব ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, রকমারি কর্তৃপক্ষের এটা ঈমানি দায়িত্ব।
Was this review helpful to you?
or
Extreame wrong information
Was this review helpful to you?
or
wrong information book ?
Was this review helpful to you?
or
‘মানুষের কাহিনী’ বইটি লেখক সৈয়দ নাজমুল আবদাল এর লেখা একটি শিশু কিশোর বই । আমাদের দেশের সাহিত্য তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে । সাহিত্য এগিয়ে যাচ্ছে , যেদিকে লেখকেরা ও সাহিত্যিকেরা এগিয়ে নিয়ে যাচ্ছে । তবে দুঃখের বিষয় যে কিশোর সাহিত্য এর তেমন কোন অগ্রগতি নেই আমাদের দেশে । সাহিত্যের এ অংশে কেমন একটি শুন্যতা কাজ করে । কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষিতে শিশু কিশোরদের জন্য সুষ্ঠ সুন্দর সাহিত্যের প্রয়োজনীয়তা অনেক বেশী । সাহিত্য কে শুধুমাত্র গল্প বা কবিতা বা উপন্যাস হিসেবে দেখলেই চলে না । সাহিত্য এর মাঝে অনেক কিছু বিদ্যমান আছে । সুষ্ঠু সুন্দর সাহিত্য যেমন একটি সমাজ কে নিয়ে যেতে পারে সভ্যতার উপরের লেভেলে , তেমনি অসুস্থ্য ও ফালতু সাহিত্য একটি সমাজ কে নৈতিক অধঃপতনের নিম্নস্তরে নিয়ে যেতে পারে । সাহিত্য জিনিসটি শিশুদের জন্য একটি অন্যতম দরকারী জিনিস । কারন বর্তমানে আমাদের দেশের যুবসমাজ কেমন যে অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে । আজকের কিশোর আগামীর যুবক , কিশোর বয়সের সকল কিছুই মুলত যৌবনে তার নিয়ন্ত্রন করে । সুষ্টু পরিবেশে বেড়ে ওঠা একটি কিশোর যৌবনে তার জীবনে ভালো কিছু করতে পারে বা ভালো চিন্তা করতে পারে । এই কিশোর দের জন্যই লেখক সৈয়দ নাজমুল আবদাল লিখে যাচ্ছেন বই , তেমনি এই বইটি একটি । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের ডিসেম্বর মাসে । বইটি প্রকাশিত হয় পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রচ্ছদ ও অলংকরন করেছেন আইয়ুব আল আমিন । জীবনযুদ্ধে বেচে থাকার জন্য মানুষ কে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে । কখনো লড়াই করতে হয়েছে জঙ্গলের পশুর সাথে , আবার কখনো লড়াই করতে হয়ে প্রতিকুল পরিবেশের সাথে । সময়ের বিবর্তনে মানুষ এর মুখে এখন ভাষা এসেছে । ধীরে ধীরে গড়ে উঠেছে সভ্যতা । হাতে এসেছে হাতিয়ার । এই বইতি তে গল্পের মত সহজ ভাষায় মানুষের সেই ক্রম ইতিহাস বর্নিত হয়েছে , যা কিশোর পাঠকের জন্য উপযোগী করে লেখা । বইটি পড়লে পাঠকেরা মানুষের কাহিনী শুরু থেকে অনুধাবন করতে পারবে বলে বইটির নাম দেওয়া হয়েছে মানুষের কাহিণী । অসাধারন এ কিশোর বইটি সকলেরই ভালো লাগবে ।