User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nothung to say
Was this review helpful to you?
or
I love this book ?
Was this review helpful to you?
or
খুবই জঘন্য একটা বই। প্রচুর পরিমানে ভূল। সম্পূর্ণ টাকা টাই নষ্ট।
Was this review helpful to you?
or
এখানে কি পুরো সাম্রাজ্য নিয়ে বলা আছে!!সিরিয়ালে যে নোংরামো করা হয়েছে তা এখানে নিরুপন করা হয়েছে কি??
Was this review helpful to you?
or
I Love This Book ?
Was this review helpful to you?
or
উসমানীয় সাম্রাজ্যের বিস্তারকালে, সুলতান সুলাইমান ব্যাক্তিগতভাবে তার সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, খাজনা ব্যবস্থা ও অপরাধের শাস্তি ব্যবস্থার বিষয়গুলোতে আইনপ্রণয়নসংক্রান্ত পরিবর্তন আনার আদেশ দেন। তিনি যেসব কানুনগুলো স্থাপন করে গেছেন, সেসব কানুনগুলো উসমানীয় সাম্রাজ্যে অনেক শতাব্দী ধরে প্রচলিত ছিল।[৫] সুলতান সুলাইমান যে শুধু একজন মহান রাজা ছিলেন তা নয়, তিনি একজন মহান কবিও ছিলেন।
Was this review helpful to you?
or
অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের উত্থান থেকে শুরু করে অটােমান সাম্রাজ্যের পতন পর্যন্ত (১২৯৯-১৯২৩) সমস্ত ঘটনার ধারাবাহিক বিবরণ রয়েছে এ বইয়ে । আছে সুলতান সুলেমান, তার দুই পত্নী হুররাম সুলতান, মহিদোিভরান গুলবাহার, পুত্র শাহজাদা মুস্তফা, শাহজাদা সেলিম, কন্যা মিহরিমােহ সুলতান ও উজির-ই-আজম ইব্রাহিম পাশার ব্যক্তিজীবনের নানা ঘটনা সম্পর্কে বিস্তৃত আলোচনা | ক্ষুদ্র অটােমান রাজ্য থেকে সাম্রাজ্যে পরিণত হবার প্রতিনিধিতে পরিণত হল: আরব অঞ্চল থেকে ইসলামী খিলাফত অটোমানদের কাছে কিভাবে পৌছালো তার ইতিহাস জানা যাবে এই বই থেকে। ঘটনাগুলোর পেছনে লুকিয়ে থাকা নানা তৎপরতার বিবরণও এ বইটির একটি বড় সম্পদ | বহু দুস্তপ্রাপ্য আলোকচিত্র ও ম্যাপী সন্নিবেশিত আছে। এ বইয়ে ।
Was this review helpful to you?
or
‘সুলতান সুলেমান ও অটোমান সাম্রাজ্য’ বইটি কনক মনিরুল ইসলামের লেখা একটি বই । উপন্যাস টি সুলতান সুলেমান ও অটোমান সম্রাজ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া কাহিনী এর । সুলতান সুলেমান এর রাজ্য পরিচালনা ও তার ভেতরের বিভিন্ন শত্রুতা , বিশ্বাসঘাতকতা ইত্যাদি বলা হয় । সুলতান সুলেমান এর প্রথম স্ত্রী গুলবাহার । গুলবাহার ও অনেক গুরুত্বপুর্ন একটি চরিত্র । প্রথম স্ত্রী হিসেবে তার রাজমাতা হওয়ার কথা ছিল , সে কি পেরেছিল? আলেক্সান্দ্রা প্রথমে থাকে সুলতানের উপপত্নী । এরপর উপপত্নী থেকে সে বৈধ স্ত্রী এর সন্মান পায় যা তাকে সুলতান দান করে । এরপর সে কিভাবে ধীরে ধীরে সম্রাজ্যের অন্যতম চালিকাশক্তি হয়ে ওঠে তা বলা হয়েছে গল্পটি তে । এছাড়াও রাজমাতা হাফিসা সুলতান, ইব্রাহিম , আব্বাস এই চরিত্র গুলো উপন্যাসের অনেক গুরুত্বপুর্ন চরিত্র । বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত আছে রোমাঞ্চকর কাহিণী, যা একটি অসাধারন থ্রিলারধর্মী উপন্যাসের থেকে কম নয় । রাজ্যের ভেতরে বিশ্বাসঘাতকতা কখন কোন পর্যায়ে চলে যায় তা দেখতে দেখতে কখন বইটি শেষ হয়ে যাবে পাঠকের তা বোঝানো যাবেনা । বইটি প্রেম , প্রেম , ঘৃনা, ইর্ষা আর ষড়যন্ত্রের অসামান্য একটি উপন্যাস, পড়লে যে কোনো পাঠকেরই ভালো লাগবে । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় শব্দশৈলী প্রকাশনী থেকে । প্রচ্ছদ করেছেন সোহেল আনাম । অটোমান সম্রাজ্যের উথান থেকে শুরু করে অটোমান সম্রাজ্যের পতন পর্যন্ত এই বইটি তে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিবরন দেওয়া হয়েছে । এছাড়াও বইটিতে বহু দুষ্প্রাপ্য আলোকচিত্র ও ম্যাপ সংযুক্ত করা হয়েছে । অসাধারন এ ঐতিহাসিক বইটি সকলেরই ভালো লাগবে ।
Was this review helpful to you?
or
বাংলা উসমান শব্দটির তুর্কী উচ্চারণ হল অটোমান। আর এই উসমানীয় সাম্রাজ্য দীর্ঘকালব্যাপী যিনি দাপটের সাথে শাসন করেছেন তিনি হলেন সুলতান সুলেমান। ধারণা করা হয় তিনি মহামতি আলেক্সান্ডারের চেয়েও শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে অটোমান জাতিকে বিশ্বের কাছে এক অপরাজেয় জাতি হিসেবে গড়ে তোলেন। লেখক কনক মনিরুল ইসলামের দাবী বিভিন্ন মিডিয়ায় সুলতান সুলেমানকে একজন হেরেমের সুলতান হিসেবে দেখানো হয় যা মোটেই কাম্য নয়। ইতিহাস বিকৃতির রোষানলে হারিয়ে গেছে সম্রাট সুলেমানের নায়কোচিত আধিপত্যের গল্প। আর তাই সঠিক ইতিহাস চর্চায়রত লেখক সত্যিটা সামনে নিয়ে এসেছেন ‘সুলতান সুলেমান ও অটোমান সাম্রাজ্য’ বইটির মাধ্যমে। ধারাবাহিকভাবে সবলিল ভঙ্গিমায় প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। অটোমান সাম্রাজ্যের পূর্বের ইতিহাস ও উত্থান থেকে শুরু করে এই সাম্রাজ্যের পতন পর্যন্ত উল্লেখযোগ্য কোন ইতিহাসই বাদ রাখেন নি লেখক। এছাড়াও সুলতান সুলেমানের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আছে অজানা অনেক কথা। ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুসলিম সাম্রাজ্যের এই শাসক কে নিয়ে লেখক যথেষ্ট রেফারেন্স ব্যবহার করে প্রকৃত তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। আর শুধু গৎবাধা ইতিহাসই নয় বরং ক্ষমতা, রাজনীতি, ষড়যন্ত্র আর প্রেমের পূর্ণাঙ্গ রূপ আছে বইটি জুড়ে। তাই আশা করা যায় বইটি পড়ে এই গ্রেট ম্যাগনিফিসেন্ট হিরো কে জানার সাথে সাথে তার প্রতি ভালোলাগাটাও জিইয়ে থাকবে শেষ পর্যন্ত।