User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ ডিসেম্বর চট্টগ্রাম থেকে আসার সময় ট্রেনে বসে বইটা পড়া শুরু করি। সম্পূর্ণ বইটা জুড়েই ছিল মজাদার সব লেখা। ছোট একটা বই, ছোট ছোট সব লেখা। কিন্তু বেশ সুন্দর ও একদম জটিলতা বর্জিত। একবার পড়া শুরু করার পর কখন যে শেষ হয়ে গেল টেরই পেলাম না। . বইটি থেকে ভালো লেগেছে এমন কিছু গল্প শেয়ার করি- গত রাত থেকে একটা গান শুনছি - 'আমার কন্ঠ হতে গান কে নিল ভুলায়ে'। রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া অসাধারণ এই গানটি শুনে মন ভরে গেছে। চাইলে আপনারাও শুনতে পারেন, ইউটিউবে আছে। গানের পেছনের গল্পটি এমন- "১৩২৯ সালে কলকাতা বিশ্বভারতীর তরফ থেকে 'বর্ষামঙ্গলের আয়োজন উপলক্ষে মহড়া চলছিল জোড়াসাঁকোর বাড়িতে। এর মধ্যের একদিন হঠাৎ ঠান্ডায় রবীন্দ্রনাথের গলা গেল বসে, বর্ষামঙ্গলে তাঁর নিজের আবৃত্তি করার কথা ছিল। সেই ভাঙা গলায় একটি গান রচনা করে সকলকে ডেকে শিখিয়ে দিলেন 'আমার কন্ঠ হতে গান কে নিল ভুলায়ে' গানটি। " . রবীন্দ্রনাথ বাংলাদেশের জামাই, অর্থাৎ তাঁর শ্বশুরবাড়ি আমাদের দেশে। যশোরের মেয়ে ভবতারিণী দেবীকে বিয়ের আগে দক্ষিণ ভারত থেকে রবীন্দ্রনাথের জন্য এক বিয়ের প্রস্তাব আসে। রবীন্দ্রনাথ সেখানে পাত্রী দেখতে গিয়ে পাত্রীর মা' কে পছন্দ করে আসেন! (এই ঘটনাটা ঐতিহ্য থেকে প্রকাশিত তাপস রায়ের 'রসিক রবীন্দ্রনাথ' বইটাতে খুব সুন্দরভাবে দেয়া আছে। বইটা হাতের কাছে থাকলে এই মজার ঘটনাটি আমি এখানেই জুড়ে দিতাম)। . আমরা সবাই জানি রবীন্দ্রনাথ একইসাথে কবি,সংগীত রচয়িতা, উপন্যাসিক, প্রাবন্ধিক,চিত্রকর, এবং সর্বোপরি একজন মনিষী। পিতার জমিদারী ও তিনিই দেখাশোনা করতেন। উনার একটা কোম্পানিও ছিল। নাম টেগোর এন্ড কোম্পানি। এই কোম্পানী দেনার দায়ে ডুবতে বসেছিল। . 'ছেলেবেলা' ও 'জীবনস্মৃতি' তে পড়েছি রবীন্দ্রনাথের শরীরে রোগ-বালাই তেমন ছিল না। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন 'শরীর ছিল বিশ্রীরকমের ভাল'। তারপরেও প্রতি ভোরে তিনি কুস্তি লড়েছেন কানা পালোয়ানের সাথে। এই বইতে এসে নতুন এক তথ্য পেলাম,সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ডায়েট করতেন! বইয়ে ব্যাপারটা এভাবে এসেছে- "কবি খাবার নিয়ে নাকি খুব বিচ্ছিরি রকম বাড়াবাড়ি করতেন। মাঝে মাঝে ডায়েট করতেন। না খেয়ে খেয়ে দূর্বল হয়ে পড়লে কেউ যদি কবি-পত্নীর দৃষ্টি আকর্ষণ করতো তবে কবী-পত্নী বলতেন, "তোমরা চেনো না; বললে জেদ আরো বাড়বে। না খেয়ে দূর্বল হয়ে সিঁড়ি উঠতে মাথা ঘুরে পড়ুন আগে, তারপর নিজেই শিখবেন-কারো শেখানো কথা শোনবার ধাতের মানুষ নন।" . এছাড়া বইটিতে আরো আছে রবীন্দ্রনাথের নাম 'গুরুদেব' কে দিয়েছিলেন, কেমন করে কার একটিমাত্র সুপারিশেই নোবেল পেলেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে হত্যার চেষ্টা,পতিসরে রবীন্দ্রনাথ, সংসার জীবনে রবীন্দ্রনাথ কেমন সাংসারিক ছিলেন, শিলাইদহের হাসিকান্না,রবীন্দ্রনাথের প্রথম প্রেম, শেষের কবিতার অমিত রায় কে ছিলেন সহ সর্বমোট ২১ টি ছোট ছোট মজাদার প্রবন্ধ। বইটি পড়ার পর আমার মনে হল যেন 'শেষ হইয়াও হইল না শেষ'। . ৬৪ পৃষ্ঠার ছোট্ট এই বইটি প্রকাশ করেছে পাললিক সৌরভ। মুদ্রিত দাম ২২০ টাকা মাত্র। বইটি আপনার মনকে আনন্দ দান করবে এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি।