User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত_ও_রকমারি_ডট_কম_আয়োজিত_বুক_রিভিউ_প্রতিযোগীতা একের পর এক মেয়ে নৃশংসভাবে খুন হচ্ছে। বাফেলো বিল ছদ্মনামে একজন সিরিয়াল কিলার এই খুনগুলো করার পর ভিক্টিমের গা থেকে চামড়া তুলে নিচ্ছে। কোনওভাবেই খুনিকে ট্রেস করতে পারছেনা এফবিআই। এরমধ্যে মিসিং হল সিনেটরের মেয়ে, বাফেলো বিল এর পরবর্তি শিকার। এফবিআই সিদ্ধান্ত নিল এই কেসের জন্য তারা আরেকজন সিরিয়াল কিলারের সাহায্য নিবেন। ডঃ হানিবল লেকটার পেশায় একজন সাইক্রিয়াটিস্ট ছিলেন। হঠাৎ করে সে সাইকো সিরিয়াল কিলার হয়ে উঠে। সে খুন করে ভিক্টিমের অঙ্গ প্রতঙ্গ খেয়ে ফেলতো, তাই তাকে লোকজন "হানিবল দ্যা ক্যানিবল" নামেই ডাকে। কুখ্যাত এই সিরিয়াল কিলার আট বছর ধরে একটা সুরক্ষিত জায়গায় বন্দি আছে। এফবিআই এর আচরন বিজ্ঞান বিভাগের প্রধান মি. ক্রফোর্ড সিদ্ধান্ত নিলেন লেকটারের সাথে কথা বলার জন্য শিক্ষানবিশ ক্ল্যারিস স্টার্লিং কে পাঠাবেন। কথামত স্টার্রলিং যায় লেকটারের সাথে কথা বলতে। হানিবল লেকটারের যে বুদ্ধিমত্তা সে ইচ্ছা করলেই বাফেলো বিলের প্রকৃত পরিচয় ধরে ফেলতে পারবে। এখন কথা হচ্ছে গিয়ে, লেকটার কি সাহায্য করবে বাফেলো বিলকে ধরতে? নাকি নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করবে? ব্যক্তিগত মতামতঃ বইয়ের প্রথমেই বলা আছে, এটা শতাব্দীর সেরা সাইকো থ্রিলার। আমারও এখন পর্যন্ত পড়া সবথেকে শ্রেষ্ঠ সাইকো থ্রিলার এটা। এর আগে রবার্ট ব্লচ এর সাইকো পড়ে ভাল লেগেছিল। এবার সাইলেন্স অব দ্যা ল্যাম্বস পড়ার পর সাইকোর জায়গা দখল করে নিয়েছে এটা। যাইহোক, হ্যাপি রিডিং । By: ᏚᎷᎯ ᏚᎷᎯ ᏚᎷᎯ