User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
দারুন!!
Was this review helpful to you?
or
শাহেদ জামান ভাইয়ের অসাধারণ কাজের একটা। অনুবাদের তার আবার ফিরে আসা উচিত।
Was this review helpful to you?
or
বইটি মুলত প্রাচীন মিশরের কাহিনি নিয়ে রচিত। এখানে তুলে ধরা হয়েছে সাড়ে তিন হাজার বছর আগে আক্রান্ত মিশরের ইতিহাস। শক্ররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে প্রাচীন শহর লুক্সরকে। নিশ্চিত পরাজয় জানা স্বত্বেও লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে ফারাও এর উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান টাইটা। কিন্তু আচমকাই মোড় দেখা দিল মিশরের ভাগ্যে, পুরনো বন্ধুর সাহায্যে যুদ্ধে বিজয়ী হয় লুক্সর। এদিকে আবার যুদ্ধে বিজয়ী হয়ে ফিরতে না ফিরতেই টাইটার বিরুদ্ধে আনা হয় দেশদ্রোহীতার অভিযোগ। টামোসের মৃত্যুর পর পরই মিশরের বুকে নেমে আসে এক অন্ধকার যুগ। মিশর কি এই অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসতে পারবে? আবার কি ফিরে আসবে মিশরের সুদিন? এসব কাহিনী নিয়েই রচিত উইলবার স্মিথ এর ফারাও।
Was this review helpful to you?
or
#REVIEW:- Book: Pharao_Writer: Willbour Smith_Translator: Shahed jaman# WOW!!! What a historical fiction book that is!! I am extremely fascinated with the presentation and translation of that book. Seemingly I was lost in the stage of ancient Egypt and Taita was telling and showing me the whole story. The sea voyage, the wars, the jail, the fight in front of fountain, the journey, the romantic tale and finally the last war; all of the thrill and fantasy I have closely experienced by reading that book. Writer Willbour Smith has just defined the atmosphere of 3,500 years back Ancient Egypt superbly and a great thanks to the interpreter Shahed Jaman to create the whole fiction simple to take on for the tropical reader. After all, that was a majestic experience reading this novel.Just love it!!
Was this review helpful to you?
or
Name : River God (Ancient Egypt-6). Author : Wilbur Smith. Genres : Historical Historical Fiction, Fiction, North Africa Egypt, Adventure, Fantasy.
Was this review helpful to you?
or
দারুন বই একটা।
Was this review helpful to you?
or
‘প্রাচীন মিশরের কাহিনীঃ ফারাও’ বিখ্যাত লেখক উইলবার স্মিথ এর লেখা ফারাও সম্রাজ্য নির্ভর অসাধারন একটি বই । লেখকের পুরা নাম উইলবার এডিসন স্মিথ । তিনি দক্ষিন আফ্রিকার উত্তর রোডেশিয়া তে ৯ জানুয়ারি ১৯৩৩ সালে জন্মগ্রহন করেন । তিনি প্রথমে দক্ষিন আফ্রিকার সমাজ ব্যবস্থা নিয়ে সাংবাদিকতার ইচ্ছা করে থাকলেও পরে চার্টাড একাউন্টটেন্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন । ১৯৬৪ সালে তার প্রথম উপন্যাস হোয়েন দ্য লায়ন ফিডস উপন্যাস প্রকাশ হওয়ার পরে তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন । তিন মোট পয়ত্রিশ টি উপন্যাস লিখেছেন । তার লেখা অনেক উপন্যাস অন্য ভাষায় অনূদিত হয়েছে । বইটি অনুবাদ করেছেন শাহেদ জামান । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলাতে । বইটির প্রকাশনা সংস্থা রোদেলা প্রকাশনী এবং এর প্রকাশক রিয়াজ খান । প্রচ্ছদ করেছেন রাজিবুর রহমান রোমেল । পৃথিবীর ইতিহাসের প্রায় সাড়ে তিন হাজার বছর আগের মিশর এর কাহিনী বইটি তে লিখেছেন উইলবার স্মিথ । ফারাও রাজা টামোস গুরুতর আহত হয়েছে । প্রাচীন শহর লুক্সরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে শত্রু রা । ফারাও এর উপদেষ্টা এবং সেনাবাহিনীর অধিনায়ক টাইটা প্রস্তুতি নিয়েছে চুড়ান্ত লড়াই এর জন্য । কিন্তু অবস্থা সম্পর্কে সকলেই জ্ঞাত যে পরাজয় অবিশ্বম্ভাবী । আর এই পরাজয়ের মাধ্যমে মিশর এর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে । ওই অন্তিম মুহুর্তে দেখা দিল পুরাতন বন্ধু । একত্রিত হয়ে তারা শত্রুকে হটিয়ে দেয় । কিন্তু ততোক্ষনে মারা গেছেন টামোস । তার পরে সিংহাসনে বসেছে নতুন এক ফারাও , যে কিনা একজন বদ্ধ উন্মাদ । তার জন্য সম্পুর্ন জনপদই বিপর্যয়ের মুখে পড়ে যায় । যেভাবেই হোক থামাতে হবে তাকে । কি হবে এরপর ? ফারাও সম্রাজ্য কি তাদের অবস্থান ধরে রাখতে পারবে ? জানতে হলে পড়তে হবে উইলবার স্মিথ এর লেখা অসাধারন এ বইটি ।
Was this review helpful to you?
or
সাড়ে তিন হাজার বছর আগে আক্রান্ত হয়েছে প্রাচীন মিশর। গুরুতর আহত হয়েছেন ফারাও টামোস। প্রাচীন শহর লুক্সরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে শত্রুরা। ফারাও-এর উপদেষ্টা, এবং সেনাবাহিনীর অধিনায়ক টাইটা প্রস্তুতি নিয়েছে চূড়ান্ত লড়াইয়ের। কিন্তু মনে মনে সে জানে, পরাজয় প্রায় অবশ্যম্ভাবী। এবার নির্ধারিত হয়ে যাবে মিশরের ভাগ্য। শেষ মুহূর্তে দেখা দিল পুরনো বন্ধু, মোড় ঘুরে গোল যুদ্ধের। হার মেনে নিয়ে পিছিয়ে গেল শত্রুরা। কিন্তু বিজয়ীর বেশে লুক্সর ফিরতে না ফিরতেই আটক করা হলো টাইটাকে, দেশদ্রোহের অভিযোগ আনা হলো তার বিরুদ্ধে। টামোস মারা গেছেন, আর তার মৃত্যুর সাথে সাথে নতুন করে এক অন্ধকার রাজত্বের শুরু হয়েছে মিশরের বুকে । সিংহাসনে বসেছে নতুন এক ফারাও, যে কিনা বদ্ধ উন্মাদ । যে ভাবেই হােক এই কাহিনি বিস্তৃত হয়েছে লুক্সর স্বর্ণমন্দির থেকে স্পার্টার দুর্গ-প্রাসাদ অবধি। মানুষের সাথে মানুষের উন্মাদনার এক সম্মোহনী বর্ণনা তুলে ধরেছেন লেখক উইলবার স্মিথ।
Was this review helpful to you?
or
কিছু কিছু সময় কোন কোন বই পড়ার পর মনে হয় যে কিভাবে একটি সম্ভাবনাময় গল্পের প্লটের এভাবে অপমৃত্যু ঘটতে পারে। তখন মাথায় চিন্তা আসে যে লেখক কি মনে করেন যে তিনি যা লিখবেন তাই পাঠক গোগ্রাসে গিলবে। এই উপন্যাসেও তাই হয়েছে। হতে পারতো একটি সুন্দর ফ্যান্টাসি হয়ে গেল "কিছুই না"। ভালো লাগেনি।