User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
the book is great for me
Was this review helpful to you?
or
আরো ছবি থাকার দরকার ছিল।
Was this review helpful to you?
or
গালিভার'স ট্রাভেলস হল অ্যাংলো-আইরিশ লেখক ও ধর্মযাজক জোনাথন সুইফট রচিত একটি ইংরেজি উপন্যাস। বইটির পুরো নাম ট্রাভেলস ইনটু সেভারেল রিমোট নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, ইন ফোর পার্টস। বাই লেমুয়েল গালিভার, ফার্স্ট আ সার্জন, অ্যান্ড দেন আ ক্যাপ্টেন অফ সেভারেল শিপস । বইটি ১৭২৬ সালের ২৮ অক্টোবর প্রথম প্রকাশিত হয়। ১৭৩৫ সালে বইটির সংস্করণ করা হয়। এই উপন্যাসে সুইফট মানব চরিত্রকে ব্যঙ্গ করেছেন এবং সাহিত্যের প্রচলিত ভ্রমণবৃত্তান্ত ধারাটির প্যারোডি করেছেন। গালিভার'স ট্রাভেলস সুইফটের সবচেয়ে বিখ্যাত রচনা। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ মনে করা হয়। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে একাধিক নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছিল। বইটি বাংলায় অনুবাদ করেছেন শেখ আবদুল হাকিম। ছোটদের কাছে খুবই জনপ্রিয় একটি বই এইটি। আজকাল হয়তো আমরা ছোট্ট, ক্ষুদ্র কিছুকে পিচ্চি বলে ডাকি । একসময় এই পিচ্চিদেরই বলা হতো “লিলিপুট”। আজও হয়তো কেউ কেউ ডাকেন । অনেকেই ছেলেবেলায়, মেয়েবেলায় স্কুলে পড়া গালিভার’স ট্রাভেলস নামের এই বইটিতেই প্রথম এই “লিলিপুট” শব্দটি পেয়েছেন । শব্দটির জন্ম এখান থেকেই। বইটির প্রধান চরিত্র লেমুয়েল গ্যালিভার। গ্যালিভার বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে অভিযানে গিয়েছেন। সে একবার এক অভিযানে গিয়ে জাহাজ ডুবির শিকার হন এবং যখন তার ঘুম ভাঙ্গে তখন সে দেখে তাকে সুতা দিয়ে বেধে রাখা হয়েছে এবং কথা বলছে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ । বইটিতে এই ক্ষুদ্র মানুষ গুলো লিলিপুট নামে পরিচিত ছিল। এই লিলিপুট শব্দটি বেশ বিখ্যাত হয় এই বই থেকে। অসাধারণ এই বইটি ছোট বড় সবারই ভালো লাগার মত একটি বই। আশা করি সবার বইটি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
‘গ্যালিভার্স ট্রাভেলস’ জোনাথন সুইফট এর লেখা একটি অসাধারন বই । জোনাথন সুইফট ছিলেন বিখ্যাত অ্যাংলো-আইরিশ প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক-কবিতা লেখক ও পাদ্রী । তিনি ডাবলিনের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের ডীন নিযুক্ত হয়েছিলেন । ১৭২৬ সালে গালিভার'স ট্রাভেলস নামের একটি ইংরেজি উপন্যাস রচনা করে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ মনে করা হয়। এছাড়াও, এ টেল অব এ টাব (১৭০৪) ও এ মডেস্ট প্রোপোজাল (১৭২৯) নামের ছোট গল্পগুলোও তার অবিস্মরণীয় কীর্তিরূপে স্বীকৃত । ইংরেজি সাহিত্যে সুইফটকে সবচেয়ে জনপ্রিয় ব্যাঙ্গাত্মক-কবিতা লেখক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। রাজনৈতিক অঙ্গনে প্রথমে হুইগ ও পরে কনজারভেটিভ (টোরি) দলের জন্যে ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছিলেন তিনি। তার লেখা এই বইটি ২৬০ বছরের পুরনো , তবে এখনো জনপ্রিয় একটি বই । বইটি বাংলা তে অনুবাদ করে প্রকাশিত হয় ২০১ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় প্রতীক প্রকাশনা সংস্থা থেকে এবং এর প্রকাশক নূর ই মোনতাকিম আলমগীর । বইটির প্রধান চরিত্র লেমুয়েল গ্যালিভার নামের এক ইংরেজ ডাক্তার । সে তার জীবনে একাধিক সমুদ্র অভিযানে বেরিয়ে বিচিত্র এবং অবাক করে দেওয়ার মত অনেক অভিজ্ঞতা অর্জন করেন । সে একবার এক অভিযানে গিয়ে জাহাজ ডুবির শিকার হন এবং যখন তার ঘুম ভাঙ্গে তখন সে দেখে তাকে সুতা দিয়ে বেধে রাখা হয়েছে এবং কথা বলছে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ । এদের সাথে সে কিছুদিন সময় কাটিয়ে পুনরায় আবার অভিযানে যান । এর পরে সে যান এক দানব এর রাজ্যে । অসাধারন এ গল্পগুলো লিখেছেন জোনাথন সুইফট তার এ বইটি তে যা বড়দের কাছে একরকম স্বাদ পৌছে দিবে আবার ছোটদের কাছে তা হবে অত্যান্ত রোমাঞ্চকর বই ।