User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সেরা সাতটি কিশোর উপন্যাস নিয়ে সংকলন করা হয়েছে “সেরা সাত কিশোর উপন্যাস”। সুর্যের দিন , বোতল ভুত , নুহাশ এবং আলাদীনের আশ্চর্য চেরাগ , একি কান্ড , হিমু মামা , ছেলেটা ,রাক্ষস খোক্কস এবং ভোক্কস এই অসাধারন কয়েকটি কিশোর উপন্যাস এই গ্রন্থে পাওয়া যাবে। হুমায়ূন ভক্তদের জন্য খুবই আনন্দের বিষয় এটি যে তারা সাত সাতটি উপন্যাস একই মলাটে পাবে। হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম বলতে প্রধানত বোঝায় বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বিরচিত গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী, আত্মজীবনীমূলক উপাখ্যান, কিশোর উপন্যাস , ভ্রমণ কাহিনী, অনুবাদ, কবিতা, সঙ্গীত এবং চিত্রকর্ম। ২০১৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয় জাদুঘর হুমায়ূন আহমেদের সকল প্রকাশিত গ্রন্থ সংগ্রহ ও সংরক্ষণ করেছে। বাংলাদেশের কিশোরদের কাছে হুমায়ূন আহমেদের কিশোর উপন্যাস খুবই জনপ্রিয়। তাঁর কিশোর উপন্যাস শুধু কিশোরদের কাছে জনপ্রিয় নয় বড়দের কাছেও সমান জনপ্রিয়। তাই এই বইটি কিশোর তরুণ যুবক সকল শ্রেণীর পাঠকের জন্য আনন্দের বিষয়। লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশের লেখক দের মাঝে সবচেয়ে জনপ্রিয় লেখক । তিনি কিছু বিখ্যাত উপন্যাস চরিত্রের স্রষ্টা । তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র ইত্যাদি পাঠক দের মাঝে অত্যান্ত জনপ্রিয় । এছাড়াও তিনি এই চরিত্রগুলো ছাড়াও আরো অনেক বই লিখে গিয়েছেন যা পাঠক সমাজে বেশ জনপ্রিয়। এই বইটির সবগুলি উপন্যাসই অসাধারণ। এখানে ‘সূর্যের দিন' উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস, ‘বোতল ভুত' উপন্যাসটি ফ্যান্টাসি প্রকৃতির উপন্যাস, ‘নুহাশ এবং আলাদীনের আশ্চর্য চেরাগ’ উপন্যাসটি হুমায়ূন আহমেদের ছেলে নুহাশকে নিয়ে লেখা কিন্তু এখানে নুহাশ থাকে ছোট একটি মেয়ে। এমন সব সাতটি কিশোর উপন্যাস নিয়ে রচিত হয়েছে বইটি।
Was this review helpful to you?
or
‘সেরা সাত কিশোর উপন্যাস’ বইটি বিংশ শতাব্দীর বাঙালী জনপ্রিয় কথাসাহিত্যিকদের মাঝে অন্যতম হুমায়ূন আহমেদ এর লেখা সেরা সাতটি কিশোর উপন্যাস নিয়ে প্রকাশিত একটি বই । লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশের লেখক দের মাঝে সবচেয়ে জনপ্রিয় লেখক । তিনি কিছু বিখ্যাত উপন্যাস চরিত্রের স্রষ্টা । তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র ইত্যাদি পাঠক দের মাঝে অত্যান্ত জনপ্রিয় । এছাড়াও তিনি এই চরিত্রগুলো ছাড়াও আরো অনেক বই লিখে গিয়েছেন যা পাঠক সমাজে ব্যপকভাবে সমাদ্রিত । তিনি যতদিন লেখালেখি করেছেন তার জনপ্রিয়তার কাছাকাছি ও কেউ আসতে পারে নি । তিনি ছিলেন প্রচন্ড শক্তিশালী একজন লেখক । এমনকি তার মৃত্যুর এতো দিন পরেও তার জনপ্রিয়তা এখনো শীর্ষে । তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে সফল কথাসাহিত্যিক । তার লেখা বই থেকে অসংখ্য নাটক সিনেমা রচিত হয়েছে যা প্রচন্ড দর্শকপ্রিয় হয়েছে । তিনি শিশু কিশোর দের জন্যও তার কিছু লেখা লিখে গেছেন , বরাবরের মতো এই সকল গল্প ও ব্যপক জনপ্রিয় । তার লেখা সাতটি কিশো উপন্যাস নিয়ে সেরা সাত কিশোর উপন্যাস বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় প্রতীক প্রকাশনা সংস্থা থেকে এবং এর প্রকাশক নূর ই মনতাকিম আলমগীর । বইটির প্রচ্ছদ ও অলঙ্করন করেছেন সব্যসাচী হাজরা । হুমায়ুন আহমেদ এর অসাধারন সাতটি কিশোর উপন্যাস পাওয়া একটি ভাগ্যের ব্যাপার । এই জন্য প্রতীক প্রকাশনা সংস্থা কে ধন্যবাদ দিতেই হয় , কেননা তারা এ কাজটি করেছেন এই বইটি তে । সুর্যের দিন , বোতল ভুত , নুহাশ এবং আলাদীনের আশ্চর্য চেরাগ , একি কান্ড , হিমু মামা , ছেলেটা ,রাক্ষস খোক্কস এবং ভোক্কস এই অসাধারন কয়েকটি গল্প পাওয়া যাবে এই বইটি তে যা পাঠকদের নিকট অসাধারন লাগবে ।