User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'সেরা সাত হিমু' বইটিতে হিমু চরিত্র নিয়ে হুমায়ুন আহমেদ স্যারের লেখা সাতটি উপন্যাস একসাথে পাওয়া যাবে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্টি অন্যতম এক শ্রেষ্ঠ চরিত্র এই হিমু। সে চলে তার নিজের মতো, পৃথিবীর কোন বাঁধাধরা নিয়ম সে মেনে চলে না। পৃথিবীর যাবতীয় মোহ তাকে আকৃষ্ট করতে পারে না। হিমু নিয়ে লেখা যেকোনো উপন্যাস কোন পাঠক একবার পড়লেই তার মনের ভেতর জেগে ওঠে হিমু হয়ে ওঠার এক নিঃশব্দ প্রয়াস। সকলেই এক-একটি হিমু হয়ে বেড়ে উঠতে চায়, চলতে চায় তার নিজের মতো স্বাধীনভাবে। প্রত্যেক পাঠকের মনের ভেতরেই সৃষ্টি হয় এক-একটি হিমু।
Was this review helpful to you?
or
হিমু হচ্ছে বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় ও কাল্পনিক চরিত্র। হিমু মূলত একজন বেকার যুবক যার আচরণ কিছুটা অস্বাভাবিক। চাকরির সুযোগ থাকলেও সে চাকরি কখনো করে না বলেই সে বেকার। তার আস্বাভাবিক চরিত্রের মধ্যে সে হলুদ পাঞ্জাবী পড়ে খালি পায়ে রাস্তাঘাটে দিন রাত ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে ভবিষ্যৎ বলে দিতে পারে। হিমুর আসল নাম হিমালয়। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ হিমু চরিত্র নিয়ে অনেক গুলা উপন্যাস রচনা করেছেন। বাঙলার সকল পাঠের কাছে হিমু চরিত্র খুবই জনপ্রিয়। হিমু চরিত্রের এমন সাতটি উপন্যাস নিরে সংকলন করা হয়েছে “সেরা সাত হিমু” বইটি। নব্বইশের দশকে হিমুর প্রথম উপন্যাস ‘ময়ূরাক্ষী’ প্রকাশিত হয়। প্রাথমিক সাফল্যের পর হিমু চরিত্র বিচ্ছিন্নভাবে হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাসে প্রকাশিত হতে থাকে। হিমু ও মিসির আলি হুমায়ুন আহমেদ সৃষ্ট সর্বাধিক জনপ্রিয় দুইটি কাল্পনিক চরিত্র।হিমু উপন্যাসে সাধারণত হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়। এছাড়াও কিছু বইয়ে বিভিন্ন সন্ত্রাস সৃষ্টিকারী ও খুনি ব্যক্তিদের সাথেও তার সু-সম্পর্ক ঘটতে দেখা যায়। হিমুর একজন বান্ধবী রয়েছে, যার নাম রূপা; যাকে ঘিরে হিমুর প্রায় উপন্যাসে রহস্য আবর্তিত হয়। নিরপরাধী হওয়া সত্ত্বেও সন্দেহভাজন হওয়ায় হিমু অনেকবার হাজতবাস করেছে এবং বিভিন্ন থানার ওসি ও সেকেন্ড অফিসারের সাথে তার বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে উঠে। হিমু চরিত্র নিয়ে রচিত উপন্যাস গুলোতে এই চরিত্র গুলোর দেখা পাওয়া যায়।
Was this review helpful to you?
or
‘সেরা সাত হিমু’ বইটি বিংশ শতাব্দীর বাঙালী জনপ্রিয় কথাসাহিত্যিকদের মাঝে অন্যতম হুমায়ূন আহমেদ এর লেখা তার অত্যান্ত জনপ্রিয় চরিত্র হিমু কে নিয়ে লিখা সাতটি উপন্যাস একত্রিত করে সম্পাদন করা একটি বই । লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশের লেখক দের মাঝে সবচেয়ে জনপ্রিয় লেখক । তিনি কিছু বিখ্যাত উপন্যাস চরিত্রের স্রষ্টা । তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র ইত্যাদি পাঠক দের মাঝে অত্যান্ত জনপ্রিয় । লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহন করেন । তিনি একাধারে একজন লেখক , নাট্যকার গীতিকার ছোটগল্পকার । তিনি তার কর্মক্ষেত্রের সবখানেই তার প্রতিভার ছাপ রেখে গেছেন । তিনি তার জীবনে তিন শতাধিক বই লিখেছেন । তার অনেক গ্রন্থই অন্য ভাষায় ছাপা হয়েছে । তার সকল গ্রন্থেই তার প্রতিভা বোঝা যায় । তার লেখা উপন্যাস গুলো বিশেষ করে আমাদের দেশের যুবসমাজ কে গভীরভাবে উদ্বেলিত করেছে । আমদের দেশের পাঠক সমাজে হিমু অনেক জনপ্রিয় একটি নাম। হুমায়ুন আহমেদ যে অসামান্য দুইটি চরিত্র সৃষ্টি করে গেছেন হিমু একটি । হিমু এর কাজ মিসির আলীর ঠিক উলটো । মিসির আলী সব সময় লজিক নিয়ে কাজ করেন পক্ষান্তরে হিমুর কাজ সব এণ্টি লজিক । তার পিতা তাকে মহামানব বানানোর চেষ্টা করে । সব প্রশিক্ষন দেওয়ার আগেই হিমুর পিতা মারা যায় । এরপরে হিমুর জীবনে ঘটে নানা ঘটনা । হিমু কে নিয়ে অসাধারন কিছু উপন্যাস আমাদের উপহার দিয়েছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ । সেখান থেকে অসাধারন সাতটি উপন্যাস নিয়ে রচিত হয়েছে সেরা সাত হিমু বই টি । বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অবসর প্রকাশনা সংস্থা থেকে এবং এর প্রকাশক এফ রহমান । বইটি তে আমরা আমাদের প্রিয় চরিত্র হিমু কে নিয়ে সাতটি অসাধারন উপন্যাস পাবো যা আমাদের সকলের কাছে ভালো লাগতে বাধ্য ।