User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যারা জীবনানন্দ কে নিয়ে একাডেমিক পড়াশোনা করছেন তাদের জন্য বইটি হয়তো প্রয়োজনীয় কিন্তু আমরা যারা শুধুমাত্র ভালবেসে মনের আনন্দে জীবনানন্দ পড়ি তাদের জন্য এই বইটি প্রয়োজনীয় না। অনেকদিন পর কোন বই মনের ইচ্ছার বিরুদ্ধে পড়লাম।
Was this review helpful to you?
or
‘জীবনানন্দ ও তার কাল’ জীবনানন্দ দাশ এর জীবনী নিয়ে লেখা একটি বই । বইটি শুধু জীবনানন্দ দাস এর জীবনী বললে ভুল হবে । কারন বইটি তে জীবনানন্দ দাস এর জীবনী ছাড়াও তখনকার পারিপার্শিক বিভিন্ন বিষয় লেখা হয়েছে । বইটি লিখেছেন হরিশংকর জলদাস , তিনি বাংলাদেশের একজন ঔপন্যাসিক । জন্ম ১২ অক্টোবর, ১৯৫৫, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলেপল্লিতে। জীবনের প্ৰায় মধ্যাহ্নে লিখতে বসা । সাহিত্যকর্মের জন্য পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য ইত্যাদি । কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০১২ সালে । জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা ছিলেন ঢাকা জেলার বিক্রমপুর পরগণা নিবাসী । তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক এবং অধ্যাপক। তাকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলা হয়ে থাকে । তিনি তার কবিতা তে সবসময়ই খাটি বাংলা ভাষা ব্যবহার করেছেন যা সচরাচর দেখা যায় না । তিনি তার এই স্বল্প সময়ের লেখালেখির মধ্যেই ব্যপক জনপ্রিয়তা লাভ করেছিলেন । বিংশ শতাব্দীর শেষার্ধকাল অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে। রবীন্দ্র-পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান কবি হিসাবে তিনি সর্বসাধারণ্যে স্বীকৃত। তাকে বাংলাভাষার শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করা হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয়েছে অবসর প্রকাশনা সংস্থা থেকে এবং বইটির প্রকাশক এফ রহমান । প্রচ্ছদ ও অলংকরন করেছেন সব্যসাচী হাজরা । বইটি তে জীবনানন্দ দাসের ৫৫ বছর এর জীবনকে সাজিয়ে লিখা হয়েছে । পাশাপাশি তখনকার দিনের ভারতবর্ষ ও বহির্বিশ্ব সকল কিছুই লেখা হয়েছে । জীবনানন্দ এর সাথে রবীন্দ্রনাথ ,নজরুল , বুদ্ধদেব , সুধীন্দ্রনাথ , বিষ্ণু , সুভাষ , অমিয় এরকম আরো অনেকের জীবন এর নানা কথা বলা হয়েছে বইটি তে ।
Was this review helpful to you?
or
হরশংকর জলদাস এর জন্ম ১৯৫৫ সালে চট্রগ্রামের পতেঙ্গায় ।তাঁর বাবা যুধিষ্ঠির জলদাস পেশায় ছিলেন জেলে। বংশের প্রথম শিক্ষিত বানাবার স্বপ্ন দেখেন এবং যুধিষ্ঠির তিনি তাকে স্কুলে পাঠান। শৈশবে পরিবারের অভাব মেটাতে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন বর্তমানে বাংলার অধ্যাপক ড. হরিশংকর জলদাস। তিনি বাংলাদেশের একজন ঔপন্যাসিক। তিনি একাধিক উপন্যাস লিখেছেন। জেলেজীবনের উপর তিনি উচ্চতর গবেষণা করেছেন এবং লিখেছেন একাধিক বই। তাঁর লেখায় মূলত প্রাধান্য পেয়েছে জেলেজীবন এবং তাদের সংগ্রামের গল্প। তিনি অধ্যাপনার কাজে ছিলেন, পরে বিভিন্ন সমস্যার কারনে সেই কাজ ছেড়ে হাতে কলম তুলে নেন এবং একে একে লিখে ফেলেন কয়েকটি অসাধারন বই । তিনি সবসময় দলিত মানুষদের নিয়ে লেখালেখি করেন । তিনি নিজেও প্রান্তিক সমাজের মানুষ, অসাধারন নিজস্ব ভাষা দিয়ে তিনি তার কথাসাহিত্যের জগত তৈরী করেছেন । সাহিত্যকর্মের জন্য পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য ইত্যাদি । কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ২০১২ সালে। লেখক হরিশংকর জলদাসের “জীবনানন্দ ও তাঁর কাল” বইটির মাধ্যমে জীবনানন্দ দাশের জীবন সম্পর্কে সামগ্রিক ভাবে জানা যাবে। আজ পর্যন্ত জীবনানন্দকে নিয়ে নানা ধরনের বই লেখা হয়েছে। কেউ তার কবিতার নান্দনিকতা নিয়ে বই লিখেছেন, কেউ জীবনানন্দের ওপর পাশ্চাত্য প্রভাব কতটুকু—তা নিয়ে তাদের বইতে বিচার-বিশ্লেষণ করেছেন। তার জীবনীও লিখেছেন কেউ কেউ। কিন্তু ‘জীবনানন্দ ও তার কাল'- এর মত গ্রন্থ বোধহয় এই প্রথম। উল্লেখ্য, এই বইটি তত্ত্বমূলক নয়, তথ্যবহুল। এই গ্রন্থে জীবনানন্দের ৫৫ বছরের জীবনকে সালওয়ারি বিন্যস্ত করা হয়েছে। স্বাভাবিক কারণে কেন্দ্রভূমিতে জীবনানন্দ দাড়িয়ে থাকলেও সম-সময়ের অন্যান্য সাহিত্য-কুশীলবরা এই গ্রন্থে উপেক্ষিত হননি।