User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘শিল্পীবিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি’ বইটি সৌমেন সাহা এর লেখা বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি কে নিয়ে লেখা একটি বই । লিওনার্দো দা ভিঞ্চি আমাদের অতি পরিচিত একটি নাম । তার অসাধারন শিল্পকর্ম মোনালিসা এখনো পৃথিবীর সকলের কাছেই একটি রহস্য । সৌমেন সাহা এর জন্ম ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসের ২২ সেপ্টেম্বর । খুলনা সেন্ট-জোসেফস উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় হত বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পিসি কলেজ, বাগেরহাট হতে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটিং হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এসসি ডিগ্রি অর্জন করেন। জনপ্রিয় বিজ্ঞান-লেখক হিসেবে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক বিজ্ঞান পত্র-পত্রিকায় তার প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তিনি খুলনার ঐতিহ্যবাহী প্রাশ্নিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক এবং একাধিকবার বিজ্ঞান প্ৰকল্প উদ্ভাবনের জন্য জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন । শিল্পীবিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় পান্ডুলিপি প্রকাশনী থেকে এবং বইটির প্রকাশক স্বপ্না নাথ । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । লিওনার্দো দা ভিঞ্চি শুধুমাত্র মোনালিসা এর চিত্রকরই নয় , বরং সে ছিলো অমর এক প্রতিভা । সে ছিলো নিজের যুগের সময়কালকে অতিক্রমকারী এক স্বপ্নদ্রষ্টা বিজ্ঞানী । শিল্প ও বিজ্ঞানের ক্ষেত্রে সমভাবে তিনি ছিলেন বিকশিত । তিনি ছবি একেছেন অল্প , কিন্তু বিভিন্ন যন্ত্রের নকশা করেছেন । সে হয় ত নিজে কিছু তৈরী করে যান নি , কিন্তু মানুষ কে দেখিয়ে দিয়ে গেছেন বিভিন্ন ভবিষ্যত । সে আমরা বর্তমানে বিমানে চলাচল করি , সে তার ঐ প্রাচীন যুগে সেই বিমান এর নকশা করে গিয়েছিলেন । তার এই সকল প্রতিভার ব্যপ্তি তুলে ধরেছেন লেখক সৌমেন সাহা তার লেখা শিল্পীবিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি বইটি তে ।
Was this review helpful to you?
or
লিওনার্দো দা ভিঞ্চির পূর্ণ নাম লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি।তিনি একজন ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত- ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৫শে এপ্রিল। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তাঁর শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গিল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তাঁর চিত্রকর জীবনের সূচনা হয়। তিনি শুধু একজন চিত্র শিল্পী নয় তিনি একজন স্বপ্নদ্রষ্টা বিজ্ঞানীও বটে। শিল্প আর বিজ্ঞানকে তিনি এক করে সৃষ্টি করেছেন নানা উদ্ভাবন। গির্জা ও রাজপ্রাসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক এবং সামরিক প্রকৌশলী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান জ্ঞানের প্রয়োগ, অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, জীববিদ্যা, গণিত ও পদার্থবিদ্যার মতো বিচিত্র সব বিষয়ের ক্ষেত্রে তিনি গভীর অনুসন্ধিৎসা প্রদর্শন করেন এবং মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। আনুমানিক ১৪৮২ সালে তিনি মিলান গমন করেন এবং সেখানে অবস্থানকালে তাঁর বিখ্যাত দেয়াল চিত্র দ্য লাস্ট সাপার অঙ্কন করেন। আনুমানিক ১৫০০সালে তিনি ফ্লোরেন্স ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন। এই সময়েই তিনি তাঁর বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা অঙ্কন করেন। জীবনের শেষকাল তিনি ফ্রান্সে কাটান। লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে এই অসাধারণ বই “শিল্পীবিজ্ঞনী লিওনার্দো দা ভিঞ্চি” লিখেছেন সৌমেন সাহা। এখানে লেখক লিওনার্দো দা ভিঞ্চি এর সকল দিক তুলে ধরেছেন।