User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“কথার আলপনা” বইটি লিখেছেন গার্গী ভট্টাচার্য্য। গার্গী ভট্টাচার্য্যের জন্ম হবিগঞ্জ জেলায়। তিনি ২০০১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস করেন। পরবর্তীতে তিনি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সমাজবিজ্ঞান বিভাগ থেকে এফ.ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মহাখালী, ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। বিভিন্ন বিষয়ে লেখালেখি, সামাজিক গবেষণা এবং সংগীতের প্রতি রয়েছে তাঁর গভীর অনুরাগ। তাঁর গবেষণা মূলক গ্রন্থের মধ্যে অন্যতম একটি ‘জাতবর্ণের রঙে হিন্দু চা শ্রমিক'। এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ‘কথার আলপনা’ বইটিতে লেখক সমাজের বিভিন্ন বিষয়, প্রাত্যহিক জীবন যাপনের ছোটখাটো বিষয়, সামাজিক মানুষের বিভিন্ন আচরণ, বিভিন্ন মানসিক ব্যঞ্জনার তিক্ত মধুর সুর ইত্যাদি বিষয় গুলো ফুটিয়ে তুলেছেন। বইটিতে মোট ২৭টি রচনা রয়েছে। বইটির প্রথম রচনা ‘পুরনো কাসুন্দি’ এখানে লেখক রাজা বাদশাহ, রাণী, বেগমদের ইতিহাস তুলে ধরেছেন। আগেরকার দিনে একজন রাজার বহু রাণী, বেগম থাকতো। এখানে উল্লেখ্য করা হয়েছে মোঘল বাদশাহ আকবর এর কথা। আকবর ছিলেন একজন প্রেমিক বাদশাহ। আকবরকে নিয়ে অনেক সাহিত্য, চলচ্চিত্র তৈরি হয়েছে। বইটির দ্বিতীয় রচনা ‘এ লাজ কোথায় রাখি'। এখানে আমাদের সমাজের সম্মানীয় শিক্ষকদের কথা বলেছেন লেখক। বর্তমানে আমাদের সমাজে শিক্ষকরা কিভাবে অসম্মানিত হচ্ছে, কিভাবে তাদের হেয় করা হচ্ছে তা লেখক তুলে ধরেছেন। আমাদের সমাজে সবচেয়ে মর্যাদার অধিকারী শিক্ষক, সেই শিক্ষককে আজ অপমান করা হচ্ছে। হারাছেন শিক্ষকরা তাদের মান মর্যাদা। আমাদের সমাজের এমন কিছু সমস্যা, সামাজিক বিষয় নিয়ে বইটির রচনা গুলো রচিত হয়েছে।