User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সাযযাদ কাদির রচিত “হাইড্রা ও হারকিউলিস” বইটি হারকিউলিস সিরিজের একটি শিশুতোষ গল্পের বই। লেখক সাযযাদ কাদির রচিত হারকিউলিস সিরিজের তিন নম্বর সিরিজ এই বইটি। লেখক সাযযাদ কাদির এর জন্ম ১৮৪৭ সালের ১৪ই এপ্রিল । তার জন্ম হয় টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে । তার পিত্রালয় একই জেলার দেলদুয়ারে । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও পরে এম এ পাশ করেছেন উক্ত বিশ্ববিদ্যালয় থেকেই । হারকিউলিস শিশু কিশোর বয়স্ক সবার কাছে সমান জনপ্রিয় এক চরিত্র। হারকিউলিস ছিলেন গ্রীক পুরাণ অনুযায়ী গ্রীসের সর্বশ্রেষ্ঠ বীর। তিনি যেমন সাহসী, শারীরিক শক্তি সম্পন্ন ছিলেন, তেমনি ছিলেন দয়ালু। প্রকৃতপক্ষে হারকিউলিস হলো গ্রীক বীর ‘হেরাক্লেস' এর রোমান পুরাণের নাম। গ্রীকরা তাকে দেবতা এবং মর্তের বীর এই দুই পরিচয়েই পূজা করতো। তাঁর জন্ম থিবিসে। তিনি দেবরাজ জিউসের পুত্র। তাঁর মা একজন আক্লমিনা একজন মানুষ। জিউসের সন্তান হবার জন্য হারকিউলিসের জীবনের শেষ পর্যন্ত হেরা তাকে কখনই ক্ষমা করেননি। হারকিউলিস যখন শিশু তখনই হেরা তাকে হত্যা করার জন্য দুটি সাপ পাঠান। কিন্তু তাকে মারতে পারে না সাপ দুটি। ঘুমন্ত শিশু হারকিউলিস ঘুম থেকে জেগে উঠলো এবং শিশু হওয়ার সত্তেও ঐ ভয়ঙ্কর প্রাণীর দুটি গলা ধরে মেরে ফেললো। অস্বাভাবিক শক্তি থাকার জন্যে সামান্য অসাবধানতার জন্যেই হারকিউলিসের হাতে মানুষ মারা যাওয়ার একাধিক ঘটনা রয়েছে। বাল্যকালে তিনি একবার রাগের মাথায় শিক্ষকের মাথায় বীণা দিয়ে প্রচণ্ড আঘাত করে হত্যা করেন তিনি। হারকিউলিসের বিভিন্ন অভিযান নিয়ে রয়েছে গল্পের পর গল্প। তিনি নানা স্থানে গিয়েছিলেন আর স্থাপন করেছিলেন আরো অনেক কীর্তি। লারনা নামের হ্রদে হাইড্রা নামে এক অতিকায় সর্পদানব বাস করতো। হাইড্রা খুবই ভয়ঙ্কর ছিল। এই হাইড্রাকে বধ করে হারকিউলিস। সেই বধের কাহিনী নিয়ে এই বইটি রচিত হয়েছে।
Was this review helpful to you?
or
‘হাইড্রা ও হারকিউলিস’ সাযযাদ কাদির এর লেখা একটি শিশুতোষ গল্পের বই । হারকিউলিস এর নাম আমাদের সকলেরই কম বেশী জানা । হারকিউলিস এক মহা শক্তিধর মানুষ , যাকে নিয়ে গল্প উপন্যাস এমনকি চলচ্চিত্র এর কমতি নেই । এই হারকিউলিস কে নিয়ে শিশু থেকে শুরু করে কিশোর এমনকি প্রায় সকলেই আগ্রহ রাখে । লেখক সাযযাদ কাদির তার এ বইটি শিশুদের উপযোগী করে প্রকাশ করেছেন হাইড্রা ও হারকিউলিস নামে । কবি ও বহুমাত্রিক লেখার লেখক সাযযাদ কাদির এর জন্ম ১৮৪৭ সালের ১৪ই এপ্রিল । তার জন্ম হয় টাঙ্গাইলের মিরের বেতকা গ্রামের মাতুলালয়ে । তার পিত্রালয় একই জেলার দেলদুয়ার এ । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও পরে এম এ পাশ করেছেন এইখান থেকেই । শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন করটিয়া সাদত কলেজ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি তে । এর পরে তিনি সহকারী সম্পাদক ছিলেন সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক সংবাদ এর । তার লেখা হাইড্রা ও হারকিউলিস বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় । বইটি প্রকাশিত হয় চিত্রা প্রকাশনী থেকে । প্রচ্ছদ ও অলঙ্করন করেছেন আইউব আল আমিন । গ্রিক মহানায়ক হেরাক্লিস এর রোমান নাম হারকিউলিস । এই হারকিউলিস নামেই সে সারা বিশ্বে পরিচিত । তার খ্যাতি জগত জোড়া । তার পিতা জিয়াস কে রোমবাসী জানে জুপিটার নামে । তার মা একজন মানবিনী নাম আল্কমিনি । অমিত বলশালী হারকিউলিস প্রাচীন বিশ্বের মহাবীর , দুরদুরান্তে সে ছুটে যায় দুঃসাহসিক অভিযানে । সেই সকল অভিযান নিয়েই প্রকাশিত হয়েছে হাইড্রা ও হারকিউলিস বইটি । অসাধারন একটি শিশুতোষ বই সাযযাদ কাদির এর লেখা এই হাইড্রা ও হারকিউলিস বইটি ।