User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Omama Fuzail

      16 Mar 2024 05:05 PM

      Was this review helpful to you?

      or

      ফেরা এটি খুব সুন্দর একটি বই। একজন নওমুসলিমের কাহিনী তুলে ধরা হয়েছে ?

      By Mehedi Hasan

      26 Feb 2024 10:05 PM

      Was this review helpful to you?

      or

      মাশাআল্লাহ অনেক সুন্দর বই।

      By Rakib Hossain

      09 Aug 2019 11:03 AM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ অসাধারণ একটা বই

      By Riaj Hossain

      10 May 2019 11:07 AM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ অসাধারণ একটা বই। উনারা সত্যের পথে ফিরে এসছেন। বইটা পরে খুব ভালো লাগলো। ?

      By Tasnim Ara Mim

      17 Nov 2018 08:16 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_রিভিউ_প্রতিযোগিতা_নভেম্বর_২০১৮ বইঃ ফেরা লেখকঃ : সিহিন্তা শরীফাহ , নাইলাহ আমাতুল্লাহ প্রকাশনীঃসরোবর মুল্যঃ১৮০ টাকা ধরনঃ বিবিধ বর্তমান দুনিয়াতে কিছু বিশ্বাস, কিছু ভ্রান্ত ধারনা এখনো আছে যেগুলো সত্যের চারপাশে মাকড়সার জালের মতো ছড়িয়ে থেকে সত্যকে ঢেকে দিতে চেয়েছে সবসময়। কিন্তু সত্য তো সবসময়ই উজ্জল তাই এক সময় না এক সময় সেটা বের হয়ে এসেছে হাজার মিথ্যের অন্তরাল থেকে। গল্পের মুল চরিত্র হলো দুই বোন। কর্নেলিয়া স্টেফানি এবং তার ছোট বোন। একটি সুখী পরিবারে তাদের বসবাস।ছোটবেলা থেকে যাদের বিচরন খুব শালীনতার সাথে হয়েছে। কর্নেলিয়া স্টেফানি ম্যান্ডোজ ছিল বড় মেয়ে, ছোটবেলা থেকে নিজেকে তৈরী করেছে একজন পরিপূর্ণ ধর্মবান মানুষ হিসেবে। একজন ধর্মপ্রান মানুষ হিসেবে যা যা করতে হয় তার সবটুকুই করেছে। বড় হওয়ার সাথে সাথে বই পুস্তকের সাথে পরিচিতি লাভ করতে গিয়ে তার মনে আসে নতুন প্রশ্ন। প্রশ্নগুলো এরকম, কে তার সৃষ্টিকর্তা?? তার অস্তিত্বের প্রমান কতোটুকু!!! সে যা কে তার ঈশ্বর বলে জানে সেই কি আসলে সৃষ্টিকর্তা??? নাকি এতোদিন সে যে সব বিশ্বাসের উপর নিজেকে প্রতিষ্ঠিত করে দন্ডায়মান ছিলো সবই মিথ্যা যুক্তি?? এইসকল প্রশ্নের উত্তর খুজতে গিয়ে তাকে মেলামেশা করতে হয় নতুন কিছু মুখের সাথে, সব প্রশ্নের উত্তর বের করতে গিয়ে তারার মতো জ্বলজ্বল করা সত্য তার সামনে উকি দিতে থাকে। কি করবে তাহলে এখন?? সত্য কে গ্রহন করবে নাকি এই মিথ্যার উপর ভর করে যেভাবে মানুষ যুগে যুগে তার পুরো জীবনি কাটিয়ে দিয়েছে তাদের দলের অন্তর্ভুক্ত হবে???? আরা সত্যকে গ্রহন যদি সত্যিই করে থাকে তাহলে পরবর্তী জীবন টা তাদের কেমন ছিলো??? স্রোতের সাথে গা ভাসিয়ে ভালোভাবেই কেটেছিলো?? নাকি পদে পদে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রতিমুহুর্তে লান্ঞ্ছনার স্বীকার হতে হয়েছে!!!! আর পরিবার তাদেরকে কতোটুকু গ্রহনযোগ্যতার সাথে মুল্যায়ন করেছিলো??? বইটি পড়ার সময় বারবার মনে হচ্ছিল একজন অমুসলিম মেয়ে যতোটুকু শ্রদ্ধাবোধ দিয়ে আমার ইসলাম কে গ্রহন করেছে, আমি এই ধর্মের একজন ভাগ্যবান মানুষ হয়েও তার কোন অংশ কি ধারন করতে পেরেছি?? একটা পাপবোধ বারবার কাজ করছিলো।। বইটা তে সংগ্রাম গুলোর বর্না এতো সুন্দর করে লিখেছে, যে বইটা পড়ার পরেও অনেক দিন রেশ কাটেনায় আমার।।। যারা পড়েন নাই তারা বইটি পড়ুন। ধর্ম নিয়ে যুদ্ধের আরেকটি সত্য ঘটনা জানুন।।

      By Md. Saiful Islam Sohel

      03 Aug 2018 02:57 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা মাসঃ আগষ্ট সপ্তাহঃ ১ম পর্বঃ ২ বইয়ের নামঃ ফেরা লেখিকাঃ সিহিন্তা শরীফাহ ও নাইলা আমাতুল্লাহ সম্পাদকঃ শরীফ আবু হায়াত অপু শরয়ী সম্পাদনাঃ সানাউল্লাহ নজির আহমদ প্রকাশনীঃ সমকালীন পৃষ্ঠাঃ ১২০ মূল্যঃ ১৫০ (মুদ্রিত) বইয়ের কাহিনী, ঘটনা আমাদের কল্পনার জগতকে নাড়িয়ে দেয়। এই নাড়িয়ে দেওয়া বাক্যসমষ্টির মাঝে কিছু হয় সত্য, কিছু হয় অলীক কল্পনা৷ বইয়ের পাতায় লিখা প্রত্যেকটা বাক্য যদি সত্য হয় তবে সেই বই পড়ার সময় যে কল্পনা ভেসে ওঠে সেই কল্পনাও শতভাগ বাস্তব। পড়া শেষে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। নিজের অজান্তেই রেখে দিতে হয় সযতনে মনের গভীরে। ঠিক এমন একটি বই হলো "ফেরা"। কর্নেলিয়া স্টেফানি ম্যান্ডেজ একজন খ্রিষ্টান বালিকা। ছোটবেলায় ইশ্বরের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। বলা যায় পূর্ণ ধার্মিকদের একজন ছিলেন এই ম্যান্ডেজ। চার্চে গিয়ে প্রার্থনা করা, বড়দিনে ট্রিনিটির আত্মার প্রতি সম্মান দেখিয়ে তাদের উদ্দেশ্য করে নত হওয়া, প্রতিরাতে ঘুমাবার পূর্বে রোসারি মালা জপ করতে করতে ঘুমিয়ে পরা। এসবই ছিলো একজন ধার্মিক খ্রিষ্টান বালিকার প্রতিদিনের দিনলিপি। বাবা একজন ধর্মান্তরিত খ্রিষ্টান। যিনি পূর্বে ছিলেন মুসলিম। সময়ের সাথে সাথে বড় হওয়া ম্যান্ডেজ আস্তে আস্তে ধর্ম সম্পর্কিত বিষয়ের দিকে ঝুঁকে পরেন। এক পর্যায়ে বুঝতে পারেন যে, ধর্ম বলে কিছু নেই। এসবই মানুষের সৃষ্টি। কিছুদিন ছিলেন গোঁড়া নাস্তিক। এরপর একদিন পেলেন ইসলাম ধর্মের দেখা। এই ধর্মটাকে কিছুটা বাস্তব ও বিজ্ঞানসম্মত ঠেকলো তার কাছে। শুরু করে দিলেন গবেষণা। বইপত্র ঘাঁটতে ঘাঁটতে একসময় বুঝতে পারলেন- পৃথিবীতে একটি ধর্ম আছে যেটা সকল ধর্মের উর্ধ্বে। সত্য ধর্ম। ইসলাম। বিভিন্ন তথ্য ঘেঁটে তিনি ইসলামের ছায়াতলে চলে আসলেন। আনুষ্ঠানিকভাবে ইসলাম পালন না করলেও তিনি ইসলামের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতেন। প্রতি ওয়াক্ত নামাজ পড়তেন। গভীর রাতে নামাজে বসে কাঁদতেন। তিনি তার প্রথম সিজদা সম্পর্কে বলেন- "স্রষ্টার উদ্দেশ্যে মাটিতে মাথা ঠেকানোর সাথে সাথে ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। সেই আল্লাহর কৃতজ্ঞতায়, যিনি আমাকে নিজ অনুগ্রহে একজন মুসলিমাহ হিসেবে সম্মান দান করেছেন।" শুধু ম্যান্ডেজই নন। তিনি তাঁর জানতে পারা এই সত্যটা বোনের কাছে প্রকাশ করেন। বোনও আসল সত্যটা বুঝতে পারে। এবার আরও সহজ হয়ে গেল। দুজনে একসঙ্গে মুহাম্মদপুরের আল আমীন মসজিদে গিয়ে প্রকৃত সত্যধর্ম গ্রহন করে নিলেন। ইসলাম গ্রহনের আনন্দ সম্পর্কে তার বক্তব্য- "ইচ্ছা করত কোন উঁচু বিল্ডিং এর ওপর দাঁড়িয়ে চিৎকার করে ঘোষণা দেই, আমি মুসলিম হয়েছি। আমি একজন মুসলিমাহ।" কি অপরূপ এই অনুভূতি! আমাদের এই খ্রিষ্টান বালিকা, ম্যান্ডেজই বইটির লেখিকা সিহিন্তা শরীফাহ এবং তার বোন, আরেক লেখিকা নাইলা আমাতুল্লাহ। তারা তাদের জীবনের উন্মোচিত সত্যের পেছনের ও সামনের গল্পগুলো বইয়ে তুলে এনেছেন। এই গল্প শুধু জীবনের গল্প নয়। এই গল্পটা ফিরে আসার। খুব ছোট বইটি। আমি হাতে পাওয়ার পরই পড়তে বসে যাই। বিশ্বাস করুন, উঠতে পারিনি। এক বসায় শেষ করে ফেলেছি৷ সাবলীলভাবে বর্ণনা করা। বাক্যের পর বাক্য গোছানো। অদ্ভুত এক ভালবাসা নিয়ে একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে গিয়েছি। একজন নওমুসলিমের মুসলিম হওয়ার আগে এবং পরের কষ্টকর ধাপগুলো পার হয়ে ইসলামের অভ্যন্তরে প্রবেশের চমৎকার একটি বর্ণনা। আমি মুগ্ধ৷ ঈমানও বেড়ে গিয়েছে শতগুণ। আমার বিশ্বাসের নীড়ে ধরা ফাটলগুলি পূর্ণ করার জন্য যথেষ্ট বই। আপনারা যারা ঈমান নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা বইটি পড়ে নিজের ঈমান বাড়িয়ে নিতে পারেন। এই ভাললাগা এই ভালোবাসাগুলো ভাগ করে নিতে পারেন কল্পনায়। বইয়ের প্রিন্ট, কাগজ, মলাট এককথায় অসাধারণ ছিলো। সমকালীন প্রকাশনী এতো ভালো করে বই প্রকাশ করে তা জানা ছিলো না। গাঁটের টাকা খরচ করে বইটি কিনলে পয়সা উসূল হয়ে যাবে। ভাবতে হবে না একটুও। রেটিং- ১০/১০। অসাধারণ একটি বই। এর চেয়ে কম রেটিং দেওয়ার সাধ্য আমার নেই। আপনিও পড়তে পারেন বইটি এবং দুটি জীবনের সাথে একাত্মতা প্রকাশ করে মিশে যেতে পারেন নতুন এক দুনিয়ায়। যে দুনিয়ায় আপনার না জানা অনেক সমাধান রয়েছে। যা হয়তো খুঁজে বেড়াচ্ছেন অনেকদিন ধরে। সেগুলোও। শুভ পঠন। রিভিউ লিখেছেনঃ তাহসিন ধ্রুব

      By murad

      03 Nov 2017 05:24 AM

      Was this review helpful to you?

      or

      হঠাৎ অন্ধকার আকাশে মেয়েটি যেন একটি তারার সন্ধান পেলো, নিকষ কালো আঁধারেও তারা নিজ মহিমায় মহিমান্বিত হয়ে জ্বলজ্বল করছে। দুই বোন। একজন বড়, আরেকজন ছোট। কাছাকাছি বয়সের। সম্পর্ক বন্ধুর মতো। একটি ধর্মের অনুসারী। খুব ভালো মানের ধার্মিক ছোট বেলা থেকেই। বড় বোন একটু ভিন্ন চিন্তা করে। নিজেকে প্রশ্ন করে। যেভাব সে জীবন পার করছে, সে যে বিশ্বাসের উপর আছে, তা কি রকমের? সত্য কি মিথ্যা? কোথাও যেন “কিন্তু কিন্তু” একটা ব্যাপার কাজ করছে। কিন্তু কোথায় সেই “কিন্তু”? কোথায় পাওয়া যাবে তাকে? খুঁজতে লাগলো। ধীরে ধীরে খুঁজে পেলো। ওটার কাছাকাছি চলে গেলো। এখন গ্রহণ করার পালা। কিন্তু গ্রহণ করাটা কি খুব সহজ? দুই বোন, ছোট ভাই, মা-বাবা মিলে সুখের সংসার। হটাৎ এই সংসারে কেমন যেন শুরু হয়ে গেলো। মা সারাক্ষণ কাঁদে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়। মেয়েরাও কাঁদে। বাবার নিয়ে কোনো মাথাব্যথাই নেই। কি সেই কারণ? কারণটা কি ঘরে “ফেরা” নিয়ে? ঘরে ফেরা হলে তো কারো চোখে পানি থাকার কথা ছিলোনা? তাহলে কি সেই ঘটনা? বড় বোনের লুকিয়ে লুকিয়ে ইসলাম শেখা, ধীরে ধীরে নানান পরিবর্তন। একপর্যায়ে ইসলাম গ্রহণ। তাকে দেখে ছোট বোনও শিখছে। মাকে এড়িয়ে। কেউ যেন না বুঝতে পারে। কিন্তু মা তো মা-ই। সন্তান দেখেই বুঝতে পারেন। বুঝলেনও। বুঝাতেনও। মেয়েরা না পারে মাকে কষ্ট দিতে, না পারে ওটা গ্রহণ করা থেকে বিরত থাকতে। এজন্যই মা কাঁদতেন। সারাক্ষণ কাঁদতেন। মেয়েরাও কাঁদতেন। দুই বোনের অনেকটা সংগ্রামই বলা যেতে পারে সেই ঘরে “ফেরা” নিয়ে। ফেরা হোকে আমাদেরও সেই নীড়ে, সেই নীড়ের বাহিরে যারা এখনো আছি।=অসাধারণ লাগলো পুরো বইটার প্রতিটি পাতা।

      By Muhammad Tanjim Farhat

      18 Oct 2024 09:09 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ ?

      By Jobayed hossain zihad

      24 Dec 2019 01:53 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ। দুই খিষ্টান বোনের ইসলামের ছায়াতলে ফিরে আসার অসাধারণ এক গল্প। এ যেন এক জীবনযুদ্ধ। সিহিন্তা শরীফা আর নাইলাহ খ্রিস্টান হয়েও আল্লাহর রহমতে ইসলামে সমর্পণ করেছে...ভুলে গেছে দুনিয়ার সব অাধুনিকতা ও মোহ। আর আজ মুসলমান হয়েও কিছু বোন আমরিকান স্টাইলে চলাফেরা অবিরাম উদরপূর্তি তাদের। আল্লাহ হেদায়েত দান করুক। মুসলমান বোনরা ইসলামের ছায়াতল থেকে বের না হয়...এবং ভুলে যেন যায় দুনিয়ার নোংরামি কিংবা নষ্টামি।।

      By Tamjid Shajol

      19 Dec 2019 04:46 PM

      Was this review helpful to you?

      or

      কঠিন এক বাস্তবতার গল্প, এক নতুন শাশ্বত অস্তিত্ব খুঁজে পাওয়ার গল্প বলা রয়েছে। দুই বোনের গল্প, শাশ্বত ধর্মে ফিরে আসার, 'কর্নেলিয়া স্টেফানি' থেকে 'সিহিন্তা শরিফা' এবং 'নাইলাহ আমাতুল্লাহ' হয়ে উঠার গল্প। পরিপূর্ণ দ্বীন খুঁজে পাবার এক কঠিন সংগ্রামী জীবনী উঠে এসেছে লেখায়। কিভাবে মা, বাবা নিজ জন্মসূত্রে পাওয়া ধর্ম, সমাজ ত্যাগ করে অন্য এক অচেনা ধর্মে নিজেকে সঁপে দেয়া যায় তা বলা আছে। প্রথমে মনে হতে পারে বোরিং টাইপের কিন্ত আপনি পড়তে থাকলে ঠিকই অন্য জগতে প্রবেশ করবেন। একটা দীর্ঘ এডভেঞ্চার! আমার অনেক জায়গায় পড়তে গিয়ে চিন্তার খোরাক জুগিয়েছে । কোথাও আবার শিহরন জেগেছে। কখনওবা হেসেছি, কান্না করতেও ইচ্ছে করেছে। বড় বোনের গল্প কিছুটা কাব্যিক মনে হলেও ছোট বোনের গল্প আপনাকে রিয়েলিস্টিক একটা অনুভূতি দিবে (দুটোই সত্য ঘটনা)। শত সংগ্রামের পর 'মালিকের' সান্নিধ্যে পাওয়া পৃথিবীতে আসাই সার্থক। দুবোনের হিদায়াতের গল্প আপনাকেও ভাবিয়ে তোলবে, বিবেকে নাড়া দিবে, অনেক প্রশ্ন জাগাবে। আমার অন্তত তাই হয়েছে। নীচে একটা হুবহু উদ্ধৃতি তুলে ধরছি। "এদেশের মানুষেরা নিজেদের মুসলিম বলে দাবি করে অথচ ইসলামে যা নেই, যা করতে নিষেধ করা হয়েছে সেটাই বেশি করে মেনে চলে। অবৈধ কাজ গুলোকে বৈধ বানিয়ে নিয়েছে তারা। কুরআন পড়ে অর্থ না বুঝেই, সালাতে কী পড়ছে না পড়ছে অধিকাংশই তা জানেনা। তরুণ প্রজন্মের মধ্যে একশ্রেণীর 'মুসলিম' তৈরি হয়েছে যাদের নামে আর সার্টিফিকেট ইসলাম খুঁজে পাওয়া যায়। এদেশের মুসলিমদের দেখলে বোঝা যায় না এরা মুসলিম, নাকি হিন্দু ধর্মের অনুসারী। তারা হয়তো হজ করে- অথচ ইসলামের জ্ঞান শূন্যের কোঠায়। আর যারা জানে তারা নিজেদের ইচ্ছামত কিছু মানে তো কিছু মানে না। আল্লাহর ভয়, যাকে তাকওয়া বলা হয় তা- মানুষের মধ্যে নেই বললেই চলে।" (১৯, পৃষ্ঠা ৫৬)

      By ALVI AL FARIS

      08 Sep 2019 11:42 PM

      Was this review helpful to you?

      or

      কি বলব আমি মুগ্ধ।

      By Sabiha Sultana

      08 Feb 2017 10:02 AM

      Was this review helpful to you?

      or

      Very Nice Book. So much inspiring....

      By Sultan

      11 Oct 2019 11:49 AM

      Was this review helpful to you?

      or

      আত্মজীবনীমূলক ধারাতে লেখা হয়েছে বইটি। হৃদয়ের আবেগ আর আত্মার ভালোবাসা দিয়ে ভরা এর শব্দগুচ্ছ। বইয়ের প্রথমাংশে বড় বোনের গল্প। কীভাবে খ্রিষ্টান থেকে নাস্তিক হয়ে ওঠেন, তারপর আবার সত্যের খোঁজে ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নেন। নামধারী মুসলিমদের কারণে কেন, কীভাবে "ইসলাম" শব্দটায় ঘৃণা খুঁজে পান তিনি। নাস্তিকদের জীবনযাত্রায় কাদের জন্য ও কীভাবে আকৃষ্ট হন তিনি। আবার ইসলামের প্রতি তাঁর আকর্ষণের মূল কারণ কী? এসব কাহিনী বড় মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেছেন। আর মূল ঘটনা এখান থেকেই......... ইসলামের ছায়ায় এসেও কীভাবে পরিবারের সামনে ছাপিয়ে রেখেছেন তিনি। কতটা কষ্ট পুষেছেন দিলে। প্রকাশ্যে কেন বলতে পারছিলেন না এক আল্লাহর কথা। তার উপর আবার পরিবার থেকে খ্রিষ্টান ছেলের সাথে বিয়ের চাপ! কীভাবে সয়েছিলেন তিনি! আল্লাহকে কতোটা ভালোবেসেছিলেন! নিজের উপর অনুতাপ হয়! কেন এতো সহজে ইসলামের মত দৌলত পেয়েও আজ বঞ্চিত আমরা! দ্বিতীয় অংশে লেখা হয়েছে তার ছোট বোনের গল্প। তিনিও তার বড় বোনের মতই ইসলামে দীক্ষিত হয়েছেন। একসাথেই দুইবোন লুকিয়ে লুকিয়ে শিখেছেন কোরআন। রাতের নীরবতায় দিনের সালাতগুলো ক্বাযা আদায় করেছেন। রোজা-সিয়াম পালনে কতটা কষ্ট করেছেন! প্রথম রোজা পূর্ণ করতে পারার আনন্দ কতোটা সুখময় হতে পারে! এর সবই লিখেছেন, হৃদয়াঙ্গম হয়—এমনভাবেই লিখেছেন। তবে বড় বোনের "মুসলিম" হওয়াটা পরিবার জেনে গেলেও ছোট বোনের বিষয়টি বেশ পরে জানতে পারে তারা। বড় বোনের উপর দিয়েই ধকল গেছে বেশী। শেষ পর্যন্ত বড় বোনের বিয়ে হয়ে যায় একজন মুসলিমের সাথে। দাড়িবিহীন বেনামাজী নামধারী মুসলিম নয়, পরিপূর্ণ মুসলিমের সাথেই। যখন ছোট বোনের বিয়ের কথা ওঠে, তখন তার "মুসলিম" হয়ে যাওয়া প্রকাশ পায়। পদে পদে অলৌকিকভাবে আল্লাহর সাহায্য পেয়েছেন তিনি। বিভিন্ন বিপদে এসে থমকে দাঁড়ানোর আগেই পথ খুঁজে পেয়েছেন। শেষমেশ আল্লাহর রহমতে মুসলিমের সাথেই; পরিপূর্ণ মুসলিমের সাথেই ছোট বোনেরও বিয়ে হয়ে যায়। একেবারে শেষে "সিহিন্তার শেষ কথা" শিরোনামের ছোট লেখাটি পড়ে কারো দিল থাকলে সে অবশ্যই কাঁদবে। হৃদয়ের মোড় ঘুরিয়ে দেয়ার মতই ছোট সেই লেখাটি। মুসলমান হওয়ার সাত বছর পরে লিখেছেন। আল্লাহ, আপনি আমাদেরকেও কবুল করুন। বইসজ্জা : প্রথম ৩০ অধ্যায়ে বড় বোনের, আর তার পরের ১৩ অধ্যায়ে ছোট বোনের ফিরে আসার গল্প। কভারের শেষ পাতায় লেখিকাদ্বয়ের ছোট পরিচিতি দেয়া আছে। মলাটের শেষ পাতায় আকর্ষণীয় কিছু কথা সাজানো। বইয়ের প্রচ্ছদ মন কেড়ে নেয়ার মত। পৃষ্ঠাগুলোও চমৎকার, উন্নত। বিভিন্ন স্থানে টিকা যোগ করে কিছু ভুল সংশোধন করে দেয়া হয়েছে। এতে সমালোচনা করার মত কিছুই আমি পাইনি। উপসংহার : স্বচ্ছতাকে যারা ভালোবাসে, বইটি অবশ্যই তাদের সুখপাঠ্য হবে। মুসলিম এবং অমুসলিম উভয়ের জন্যই উপকারী বইটি। নাস্তিকদের মাঝে যাদের মাথায় "ঘিলুর" ছিঁটেফোঁটাও আছে, তারাও বইটি পড়ে বুঝতে পারবে, ইসলাম সত্য। আমি ব্যক্তিগতভাবে সবাইকে বইটি পড়তে উৎসাহ দিচ্ছি। গল্প-উপন্যাস বহু পড়েছেন। ফিরে আসার গল্প পড়ে দেখুন, ভালো লাগবে। বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। সমকালীন এর বানানরীতি একটু ভিন্ন; সরল। যুক্তাক্ষরগুলো স্পষ্ট। বুঝতে পারবেন, কোন অক্ষরের সাথে কোন অক্ষর যুক্ত হয়েছে। এমন ব্যবহার আগে দেখিনি আমি। "মুহাম্মাদ হোসাইন" ভাই ভাষা ও বানানরীতির কাজ করেছেন। এটা স্বাচ্ছন্দ্যেই পড়েছি। বইয়ের পৃষ্ঠা, কভার আর বাইন্ডিং সবই চমৎকার।

      By Tuhin Mazhar

      05 Mar 2017 03:42 AM

      Was this review helpful to you?

      or

      বুক রিভিউঃ #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ ফেরা লেখাঃ সিহিন্তা শরীফা ও নাইলাহ আমাতুল্লাহ প্রকাশনঃ সরোবর পৃষ্ঠাঃ ১২০ ধরনঃ সত্যকে খোঁজা ---- দুই বোন। একজন বড়, আরেকজন ছোট। কাছাকাছি বয়সের। সম্পর্ক বন্ধুর মতো। একটি ধর্মের অনুসারী। খুব ভালো মানের ধার্মিক ছোট বেলা থেকেই। বড় বোন একটু ভিন্ন চিন্তা করে। নিজেকে প্রশ্ন করে। যেভাবে সে জীবন পার করছে, যে বিশ্বাসের উপর সে দন্ডায়মান, তা কি রকমের? সত্য কি মিথ্যা? তার কাছে কোথাও যেন "কিন্তু কিন্তু" একটা ব্যাপার কাজ করছে। কিন্তু কোথায় সেই "কিন্তু"? কোথায় পাওয়া যাবে তাকে? খুঁজতে লাগলো। ধীরে ধীরে খুঁজে পেলো। ওটার কাছাকাছি চলে গেলো। এখন গ্রহণ করার পালা। কিন্তু গ্রহণ করাটা কি খুব সহজ? দুই বোন, ছোট ভাই, মা-বাবা মিলে সুখের সংসার। হটাৎ এই সংসারে কেমন যেন শুরু হয়ে গেলো। মা সারাক্ষণ কাঁদে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়। মেয়েরাও কাঁদে। যদিও বাবার এ নিয়ে কোনো মাথাব্যথাই নেই। কি সেই কারণ? কারণটা কি ঘরে "ফেরা" নিয়ে? ঘরে ফেরা হলে তো কারো চোখে পানি থাকার কথা ছিলোনা? তাহলে কি সেই ঘটনা? বড় বোনের লুকিয়ে লুকিয়ে ইসলাম শেখা, ধীরে ধীরে নানান পরিবর্তন। একপর্যায়ে ইসলাম গ্রহণ। তাকে দেখে ছোট বোনও শিখছে। মাকে এড়িয়ে। কেউ যেন না বুঝতে পারে। কিন্তু মা-তো মা-ই। সন্তান দেখেই বুঝতে পারেন। বুঝলেনও। বুঝাতেনও। আবার এদিকে মেয়েরা না পারে মাকে কষ্ট দিতে, না পারে ওটা গ্রহণ করা থেকে বিরত থাকতে। এজন্যই মা কাঁদতেন। সারাক্ষণ কাঁদতেন। মেয়েরাও কাঁদতো। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতো। ----- দুই বোনের অনেকটা সংগ্রামই বলা যেতে পারে সেই ঘরে "ফেরা" নিয়ে। অসাধারণ লাগলো পুরো বইটার প্রতিটি পাতা। ---- বইটির রকমারি লিংকঃ https://www.rokomari.com/book/124720/ফেরা

      By আলাইসা আনআম

      11 Apr 2021 10:12 AM

      Was this review helpful to you?

      or

      বেশ কয়েকদিন আগে একটা বই পড়েছিলাম। নাম ফেরা। খ্রিষ্টান দুই বোনের নীড়ে ফেরার গল্পই হলো ফেরা। মুসলিম বাবা তাদের খ্রিষ্টান মাকে বিয়ে করার জন্য খ্রিষ্টান হয়ে যান।কিন্তু আল্লাহর পরিকল্পনা বুঝার সাধ্য কার আছে। আল্লাহ ঐ একজনের পরিবর্তে তার দুই মেয়েকেই আলোর পথের সন্ধান পাইয়ে দেন। কিন্তু তাঁদের এই নীড়ে ফেরার যাত্রাটা মোটেও সহজ ছিল না। কত কঠিন বাঁধা আর লড়াইয়ের সমুক্ষীণ হতে হয়েছিল তাঁদের, তা কেবল বইটি পড়ার মাধ্যমে কিছুটা উপলব্ধি করা সম্ভব ।বইটি পড়ে আরো জানা যাবে ইসলামের খুটিনাটি কিছু অজানা বিষয় ও বিধর্মীদের ইসলামের বিরুদ্ধে করা সুক্ষ্ম ও পরিকল্পিত চক্রান্ত। খ্রিষ্টধর্ম সম্পর্কেও কিছুটা বেসিক ধারণা পাওয়া যাবে। সিহিন্তা আপু কিন্তু কারো প্ররচনা বা অনুপ্রেরণায় ইসলামকে কবুল করেননি। রীতিমতো গবেষণার দ্বারা ইসলামই একমাত্র সত্য ধর্ম বলে প্রমাণ পেয়েছিলেন। কিন্তু কিভাবে? পরিবারের মধ্যে সবচেয়ে ধার্মিক খ্রিষ্টান মেয়েটি কেনই বা তার ধর্ম ত্যাগ করল সেটাই হলো বইটির একটি বড় রহস্য। যা কেবল বইটি পড়ার মাধ্যমেই জানা যাবে। বইটিতে একই সাথে সিহিন্তা আপু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের ইমান কতটা ঠুনকো। আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মানোর পরও তাঁর মূল্য দিতে জানিনা। কতটা সৌভাগ্যবান আমরা, আমাদের সলাত আদায় করার জন্য কোনো বাঁধা পেতে হয়না, লুকোচুরি খেলতে হয়না। ইসলামকে বুকে ধারণ করার জন্য লড়াই করতে হয়না, ত্যাগ স্বীকার করতে হয়না। তাই আমরা যারা জন্মসূত্রে মুসলমান আমাদের নীড়ে ফেরার পথটা কতটা সহজ। তবুও আমাদের চৈতন্য ঘটে না। আমার জীবনে পড়া সেরা বাস্তব গল্প ও মোটিভেশনাল বই এটি। বইটি পড়ার সময় অঝোর ধারায় কেঁদেছিলাম!

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!