User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নবীনের সাথে প্রবীণের যে মেলবন্ধন করার পদপে নিয়েছিলো লিটলম্যাগ ‘অমিত্রাক্ষর’ তা অনেকাংশেই সফল হয়েছে বলা যায়। দীর্ঘ পথপরিক্রমায় অমিত্রাক্ষর নিজেকেই ছাড়িয়ে গেছে কেবল। ‘অমিত্রাক্ষর’-এর সব সংখ্যাই আলাদা আলাদাভাবে বিবেচনার দাবিদার- তবে ‘সোমেন চন্দের গল্প ও গল্পপাঠ সংখ্যা’টিকেই অনেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাবেন। অমিত্রার মূলত কবিতার কাগজ, সম্পাদক দায়বোধ থেকেই পুরোমাত্রায় কথাসাহিত্য নিয়ে কাজ করেছেন। বাংলা কথাসাহিত্যের আশ্চর্য প্রতিভা ২২ বছরে বয়সী সোমেন চন্দ। তার ২৮টি গল্প নিয়ে আলোচনা করেছেন খ্যাতিমান লেখকরা- বেগম আকতার কামাল, শান্তনু কায়সার, ইমতিয়ার শামীম, বিশ্বজিৎ ঘোষ, ভীষ্মদেব চৌধুরী, সুশান্ত মজুমদার, মহীবুল আজিজ, আখতার হুসেন, আহমাদ মাযহার, পারভেজ হোসেন, জাকির তালুকদার, রায়হান রাইন, মুহম্মদ হায়দার, মহি মুহাম্মদ, কাজী জাকির হোসেন, হামীম কামরুল হক, বদরুন নাহার, মুহম্মদ আকবর, শহীদ ইকবাল, তানভীর আহমেদ সিডনী, মোস্তফা তারিকুল আহসান, তারেক রেজা, চঞ্চল কুমার বোস, হোসনে আরা জলী, মিল্টন বিশ্বাস, আমিনুর রহমান সুলতান এবং রফিকউল্লাহ খান। ২০১২ সালে প্রকাশিত সংখ্যাটি সোমেন চন্দকে জানতে-বুঝতে অনেকটাই সহায়ক হবে। অনুজ-অগ্রজের সম্মিলনে বিশ্বাসী সম্পাদক আমিনুর রহমান সুলতান মনে করেন, ‘নবীনদের অংশগ্রহণ ছাড়া কোনো আয়োজনই পূর্ণতা পায় না। অগ্রজে-অনুজে চিন্তার বিনিময় হোক- এই বৈশিষ্ট্য ধারণ করে অমিত্রারের স্বপ্ন ও প্রস্তুতি ছিল। অমিত্রারের বেড়ে ওঠা এ বৈশিষ্ট্যকে ধারণ করেই ঘটছে। কেননা অগ্রজের অভিজ্ঞতা আর অনুজের পদচারণাতেই সাহিত্যের সৃজনশীলতার প্রতিষ্ঠা আসে। আমাদের দেশে অগ্রজরা যেমন অনুজদের প্রতি উদাসীন, অনুজরা তেমনি অগ্রজদের প্রতি। সম্পাদক হিসেবে আমিনুর রহমান সুলতানের সফলতা এখানেই- যে তরুণের প্রথম লেখাটিই ধারণ করেছিলো ‘অমিত্রার’ আজ সেই তরুণরা লেখালেখিতে, মিডিয়ায় প্রতিষ্ঠিত। চারা থেকে বৃক্ষ হওয়ার পথে আছেন কেউ কেউ। ছোটকাগজ-বড়কাগজের আদর্শিক দ্বন্দ্ব, প্রতিষ্ঠানবিরোধী মনোভাব অনেক লিটলম্যাগই ধারণ করে। সপক্ষে বিপক্ষে বিতর্কও কম নয়। আমিনুর রহমান সুলতান বলেন, ‘আমাদের সাহিত্যের ক্ষেত্রে এই যে ভ্যাকুয়াম তা থেকে হয়তো ধার করা ধারণা এস্টাবলিশমেন্টের বাইরে থেকে লেখালেখির চিন্তাটা এসেছে তরুণদের থেকে। অমিত্রাক্ষর এ ধারণা গ্রাহ্য করে না। যারা এক সময় এস্টাবলিশমেন্টের বাইরে থেকে লেখালেখি করবেন এ ধারণা পোষণ করতেন তারা হাতেগোনা। তাছাড়া বাংলাদেশে পশ্চিমবঙ্গের মতো প্রতিষ্ঠান গড়েও ওঠেনি। হাতেগোনা দুয়েকজন বাদে তো সবাই বড় বড় কাগজে চুটিয়ে লিখছেন। শুধু লিখছেন বললেই শেষ হয় না। বড় বড় কাগজে বড় বড় পদও লুফে নিয়েছেন।’ ‘অমিত্রার’ তার ইশতেহারে জানান দিতে চায়- সাহিত্যের ভুবন এক অবাধ মুক্তাঞ্চল। সাহিত্যের পথ অনেক, গন্তব্য এক; এমন অনেক পথিককেই অমিত্রাক্ষর তার ক্ষুদ্র সামর্থ্যে সমবেত করতে চায়। প্রকাশের সুযোগ দিতে চায় নতুন চিন্তা ও নতুন লেখককে।