User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুব ভালো
Was this review helpful to you?
or
এতো ভালবাসা যায়! এই বই না পড়লে বুঝতে পারতাম না। অসাধারন লেখনী।
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি বই! বারাকাল্লাহু ফিল কাতিব!
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি বই। সকলের পড়া উচিত।
Was this review helpful to you?
or
দুষ্টু মিষ্টি ভালোবাসার ছোট খুনসুটি পানার গল্প দিয়ে সাজানো হয়েছে দুজন দুজনার বইটি।খুব ছোট ছোট জিনিস গুলোর অভান্তরে গভীর ভালোবাসার অস্তিত এই বই পরলেই কিছুটা অনুমান করা যায়। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ত্যাগ, একে অন্যর প্রতি ভালোবাসা,শ্রদ্ধা,লেখক গল্প আকারে এ বইএ তুলে এনেছেন
Was this review helpful to you?
or
ধরণীর বুকে প্রথম যে সম্পর্ক স্থাপন হয় তা ছিলো "দাম্পত্য"। দুটি মানুষের মাঝে আল্লাহ এমন এক অদৃশ্য বন্ধন তৈরী করে দেন, যা অন্য সকল সম্পর্ক থেকে একেবারেই ব্যাতিক্রম। একটা শব্দ উচ্চারণ করেই যে সম্পর্ক শেষ করে দেয়া যায়, সে সম্পর্ক চলে বহু বছর পর্যন্ত। কখনো কখনো জান্নাত পর্যন্ত। এমনই ৩৯টি ছোট-ছোট দাম্পত্যজীবন এর গল্প নিয়ে রচিত "দুজন-দুজনার"। দাম্পত্যকলহ এর ভীড়ে দাম্পত্যজীবন এর মধুরতা আজ কেমন ম্লান। প্রায় সকলেরই একরাশ আক্ষেপ আর অভিযোগ দাম্পত্যজীবন নিয়ে। জীবনের যাঁতাকলে যেন হারিয়ে না পরে এই সম্পর্কের মাধুর্যতা। দাম্পত্য সম্পর্কেও প্রয়োজন একটু মেহনতের, এ মহাসত্য সময়ের সাথে অনেকেই যেন ভুলে যাই। একঘেয়ে জীবনে কখনো প্রয়োজন একটু নিয়মভঙ্গের আনন্দ। পাশের মানুষটাকেও আরেকবার মনে করিয়ে দেয়া প্রয়োজন, সে কতটা আপন। ছোট ছোট এই সমীকরণ বুঝতে রকেট সায়েন্স জানতে হয়না, কোটি টাকার ও প্রয়োজন হয়না। প্রয়োজন হয় অনুভূতি প্রকাশের, জানাবার। তাহলে হাজার বছর পরও মানুষটিকে "পুরোনো" বলে আক্ষেপ হবেনা বরং মনে হবে হীরা যত পুরোনো হয় ততই তো দামী। মন্তব্যঃ ছোট্ট এই বইটি হাসি-কান্না আবেগ অনুভূতিতে ভরপুর বিবাহিত জীবনের গল্পে টুইটম্বুর। পড়ার পর নিজের দাম্পত্যজীবন কে আরো একটু সুন্দর, মধুময় করার আশা করবেন পাঠকবর্গ। হয়তো আরেকবার উপলব্ধি করবেন 'প্রিয়মানুষ" টির গুরুত্ব।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ এর অসাধারণ একটি বই। দাম্পত্য জীবনের এক অসাধারণ বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ে দাম্পত্য জীবন অধিকাংশেরই সুখের হয় না। ঝগড়া-বিবাদ লেগেই থাকে। তবে ইসলামের নীতি হলো দাম্পত্য জীবনকে অবশ্যই সুখী করতে হবে মহান আল্লাহ তা'আলার জন্য। আর এই বইটির লেখক সেই প্রচেষ্টাই চালিয়েছেন। জীবন জাগার মত একটি বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
আজকাল নোংরামি ছাড়াও যে রোমান্টিক ছোটগল্প লিখে পাঠককে আমোদিত করা যায় তা বইটা না পড়লে বোঝা যাবে না। বেশ ভাল লিখেছেন। তবে আপনার লেখাগুলোকে নিয়ে একটা অখন্ড হলেই ভাল হত। আলাদা আলাদা সবগুলো বই কালেক্ট করার ঝক্কিটা কমত।
Was this review helpful to you?
or
বুক রিভিউঃ দুজন দুজনার, লেখকঃ মুহাম্মাদ আতীক উল্লাহ, রেটিংঃ ৫/৫, তরুন-তরুনীদের কাছে বিয়ে মানেই অন্যরকম ফিলিংস। প্রতিটা মানুষ স্বপ্ন দেখে নিজের জীবন সাথীকে নিয়ে সারা জীবন সুখে বসবাস করতে। কিন্তু অনেকের ক্ষেত্রে তা সুখকর হয়ে উঠে না। এমনটা কেন ঘটে, এর থেকে পরিত্রানের কোন উপায় আছে কিনা বইটার প্রতিটি অধ্যায়ে লেখক এসব বিষয় তুলে ধরেছে। সংসারে সুখ আনতে কি অনেক টাকা পয়সার প্রয়োজন নাকি ভালো বোঝাপড়া। কখন কে কাকে ছাড় দিবে। লেখক সংসার কিভাবে সুখী করা যায় এ বিষয়ে কিছু নসীহাহ করেছে। কিছু উত্তম আচরণ শিক্ষা দিয়েছে। বিশেষ করে বইটি নবদম্পতি বা বিবাহ ঘনিয়ে এসেছে এমন মানুষের জন্য খুব উপকারী।
Was this review helpful to you?
or
বুক রিভিউ : দু-জন দু-জনার : দাম্পত্য জীবনের গল্প
Was this review helpful to you?
or
বই: দু'জন দু'জনার জনরা: গল্প সংকলন লেখক: মুহাম্মাদ অাতীক উল্লাহ প্রকাশনী: দারুল ইসলাম প্রকাশ কাল: অক্টোবর ২০১৬ পৃষ্ঠা: ১১২ প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ মুদ্রিত মূল্য: ১৪০৳ কাহিনী সংক্ষেপ: দু’জন দু’জনার? আর কারো নয়? অবশ্যই অন্যেরও, তবে দু’জনের মাঝে এমন কিছু ‘রসায়ন’ আল্লাহ সৃষ্টি করে দেন, যা অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে হয় না৷ হ্যাঁ, গল্পগুলো বৈবাহিক জীবনের ছোটবড় ঘটনার সমন্বয়ে গড়া এক গল্পের সমাহার। যেখানে বিবাহিত জীবনে সুখী সংসার করার নানা রকম উপদেশ গল্পের ছলে দেয়া অাছে। কিভাবে একজন নারী একজন পুরুষেরর মন জয় করতে পারবে কিংবা একজন পুরুষ তার স্ত্রীর। বইয়ের একটা গল্প হচ্ছে এমন, এক দম্পতির নিজেদের মধ্যে কিছু ঝামেলা চলছিল দিন দিন তাদের সম্পর্কের অবনতি হচ্ছে এমন সময় ছেলে হুজুরের সাথে অালাপ করল তাদের সমস্যা নিয়ে। হুজুর বলল, "তুমি একটা কথা বল দেখি, তুমি যখন ফুল গাছে পানি দেও তখন কী ঘটে? - সেটা তাজা থাকে। গাছে থাকলে সেটা পুষ্টি পেয়ে অারো বড় হয়। - অার যদি না দাও? - তাহলে ফুল শুকিয়ে যাবে। - ফুল শুকিয়ে যাওয়ার পর পানি দিলে কী হবে? - সত্যিকার অর্থে শুকিয়ে গেলে পানি দিলেও অার কাজ হবে না। অামাদের সম্পর্কগুলোও তেমন ছোটখাট ভুল যদি ক্ষমা করতে না পারি এক অন্যকে তবে এক সময় সম্পর্কের ফুল শুকিয়ে যায়, তখন অার পানি দিলেও তা অার সতেজ হয় না। এমন ছোট ছোট বিশ্বাস-অবিশ্বাসের গল্প, ভালোবাসার গল্প, অভিমানের গল্প অার অাল্লাহর নেয়ামত ও পুরষ্কারের গল্প নিয়ে সাজানো একটা বই। নিজস্ব মতামত : সব গুলো গল্পই অনুপ্রেরণা মূলক। কেবল বিবাহিত জীবনেই নয় অবিবাহিতরাও তাদের প্রিয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কিছু উপদেশ গল্পের ছলে জেনে নিতে পারবে। ইসলামিক জীবন বিধান একজন মানুষককে সহজেই বদলে দিতে পারে। বদলে দিতে পারে তার দুঃখ কষ্টময় জীবনের পথ। সহজ সরল জীবন ব্যবস্থা তা মুসকিল অাসানের কিছু গল্প তাই মনে দাগ কাটার মত। তবে কিছু কিছু গল্প অামার কাছে অসম্পূর্ণ মনে হয়েছে। তাছাড়া বাকি সব ভালো ছিল। উপহারের বই সব সময়ই প্রিয়। তার মধ্যে এমন ইসলামিক গল্পের মাধ্যমে শিক্ষামূলক গল্প বেশ ভালো লাগলো। অাশাকরি ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।