User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে ভালোভাবে শিক্ষা নেওয়ার যে প্রক্রিয়া এই বই থেকে সেটা শিখতে পারবো।
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
জীবন জাগার গল্প নিয়ে লেখা হুদহুদের দৃষ্টিপাত। জীবন চলার পথে যে অবস্থানে থাকি, যে ঘটনার মুখোমুখি হই সেটাকে নতুন দৃষ্টিতে, পজিটিভ দিক লক্ষ্য করে বিবেচনা করব এবং আশেপাশের মানুষগুলোর একটা দিক দেখেই বিচার করব না। নিজের মনকে সুন্দর চিন্তা ভাবনা দিয়েই সাজিয়ে, সুস্থ থাকার চেষ্টার অনুপ্রেরণা হুদহুদের দৃষ্টিপাত ।মোট ৫২ টি গল্প নিয়ে সাজানো হুদহুদের দৃষ্টিপাত। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- নবীর জন্য সাহাবীদের প্রচন্ড ভালবাসা। নিজে ক্ষুধার্ত থাকা সত্তেও নবীর জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসা, নিজের বাবা ইসলাম গ্রহনে আনন্দিত হওয়ার চেয়ে নবীর চাচা ইসলাম গ্রহন করলে নবীজী বেশি খুশি হতেন, সেই চিন্তায় সাহাবীর কান্না। নবীজী কে না পেয়ে খেজুর গাছের কান্না! সুবাহানাল্লাহ।এক মহৎপ্রান ডাক্তারের গল্প । নিজের সন্তানের দাফন বাকি সত্তেও ছুটে এসেছেন আরেক বাবার সন্তানের চিকিৎসা করতে।ঘরের উপদেশ! হুম ঘরের দিকে তাকালেই অনেক হতাশা দূর হবে। ঘরের ছাদ, জানালা, জামা, দেখিয়ে দেয় নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। নিরাশ না হয়ে, নিজের উন্নতি করতে হবে।শিক্ষার উদ্দেশ্য কারো থাকে লোক দেখানো, আবার কারো চিন্তা টাকা উপার্জন। সত্যিকারের শিক্ষা হচ্ছে তাই যা অন্যের জন্য কাজ করে, অন্যের বিপদে উপকার করে।সন্ত্রাসের সংজ্ঞা নিয়ে বিস্তর আলোচনা। যারা বলে মুসলিমরা সন্ত্রাসী, তাদের জন্য বেশি কিছু উদাহরণ দেওয়া আছে বইটিতে।ছোটবেলায় বাবা এবং এখন বাবা। অনেক পরিবর্তন সন্তানের। বাবার ভালবাসা এখন আর পছন্দ হয় না। আল্লাহর সন্তুষ্টি কামনা করা, একটি পিপড়া হত্যা না করে। কারন পিপড়াও আল্লাহর তাসবীহ পাঠ করে। খাবার ডাসবিনে না ফেলে, কাক,কুকুরের জন্য রেখে দেওয়া। এতেও আল্লাহ সন্তুষ্ট হবেন। এমন অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা এই বই থেকে পাওয়া যাবে।