User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যের স্রষ্টা লিও টলস্টয়ের করেকটি কিশোর গল্প নিয়ে রচিত হয়েছে ‘টলস্টয়ের কিশোর গল্প' বইটি। টলস্টয়ের এই কিশোর গল্প গুলো অনুবাদ করেছেন এনায়েত রসুল। এনায়েত রসুল স্বনামখ্যাত শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী ও বেগম মেহের উন নিসা’র দ্বিতীয় পুত্র। ১৯৫৩ সালের ১২ জুন বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্ম গ্রহণ করেন। লেখাপড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ওপর। ছড়া লেখার মাধ্যমে লেখালেখির জগতে বিচরণ শুরু করেন। সব বয়সী পাঠকদের জন্যে লেখেন তিনি। তবে মূলত শিশুসাহিত্যিক তিনি। শিশুসাহিত্য সৃষ্টিতে তাঁর দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন। সেই দায়বদ্ধতা থেকে রচনা করে চলেছেন ছোটদের গল্প এবং অনুবাদ করছেন বিশ্বের সব বিখ্যাত লেখকদের বিখ্যাত সব গল্প। এরই ধারাবাহিকতায় তিনি অনুবাদ করেছেন লিও টলস্টয়ের কিশোর গল্প। সাহিত্যিক লিও টলস্টয়কে নিয়ে নতুন করে বলার কিছু নাই। পাঠকরা কম বেশি সবাই জানেন চেনেন এই লেখককে। লিও টলস্টয় যেমন জানেন অনেক ভাষা তেমনই তিনি সঙ্গীত শাস্ত্র এবং চিত্রাঙ্কন বিদ্যাতেও ছিলেন পারদর্শী। তিনি একজন জমিদার হয়েও সাধারণ মানুষের কথা ভেবেছেন,সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তাঁর মনের গড়ন ছিলো ভাবুকের, দার্শনিকের। সে জন্যই তিনি যখন গল্প উপন্যাস নাটক লেখা শুরু করেন সেখানে কোথাও অবাস্তব রোমান্টিক কল্পনা দেখা যায় না। তিনি যা নিজের চোখে দেখেছেন তাই তিনি তাঁর লেখায় তুলে ধরেছেন। তাঁর প্রতিটি লেখায় মানবতা ফুটে উঠেছে। আর সেই সব লেখা ছোটদের হৃদয় স্পর্শ করে যায়। তাঁর লেখা গল্প গুলি শিশু কিশোরদের প্রকৃত মানুষ তৈরিতে সহায়তা করে। ঈশ্বর সত্যদ্রষ্টা, মানুষ কি নিয়ে বাঁচে, দুই বৃদ্ধ, জীবে প্রেম করে যেই জন, ক্ষুদে শয়তান ও পাউরুটির খোসা এই পাঁচটি গল্প নিয়ে সংকলন করা হয়েছে উক্ত বইটি।
Was this review helpful to you?
or
‘টলস্টয়ের কিশোর গল্প’ বিশ্ববিখ্যাত লেখক লিও টলস্টয় এর লেখা শিশু কিশোর উপযোগী একটি বই । বইটি তে তার লেখা কয়েকটি সেরা শিশু কিশোর গল্প একত্রে প্রকাশ করা হয়েছে । লিও টলস্টয়ের পুরা নাম নিকলায়েভিচ টলস্টয় , তিনি ১৮২৮ সালের ২৮শে আগস্ট জন্মগ্রহন করেন । তিনি একজন খ্যাতিমান রুশ লেখক। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও বিবেচনা করা হয়। তার দুইটি অনবদ্য উপন্যাস যুদ্ধ ও শান্তি (ইংরেজি War and Peace) এবং আন্না কারেনিনা যা পৃথিবীর ইতিহাসের অন্যতম জনপ্রিয় দুইটি বই । তল্স্তোয়-এর জন্ম তুলা প্রদেশের ইয়াস্নায়া পলিয়ানা নামক জায়গায়। তিনি উপন্যাস ছাড়াও নাটক,ছোট গল্প এবং প্রবন্ধ রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান। ১৯১০ সালের ২০ নভেম্বররাশিয়ার আস্তাপোভো নামক এক প্রত্যন্ত স্থানের রেলওয়ে স্টেশনে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। তার মৃত্যুর পর ১৯২৮-১৯৫৮ এর মধ্যবর্তী সময়ে তার সাহিত্যকর্ম ৯০ খণ্ডে বিভক্ত হয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ প্রকাশিত হয় । তার গল্পসমুহ নিয়ে টলস্টয়ের কিশোর গল্প বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি অনুবাদ করেছেন এনায়েত রাসুল , যা চমৎকার ভাবে তিনি করেছেন । বইটি প্রকাশিত হয় হাবিব প্রকাশনী থেকে এবং বইটির প্রচ্ছদ ও অলংকরন করেছেন নুপুর আক্তার । লিও টলস্টয়ের জীবন ও অন্যরকম , তিনি জমিদার পরিবারে জন্মগ্রহন করা সত্বের বিলাসিতা বাদ দিয়ে বেছে নিয়েছিলেন গ্রামের জীবন , কৃষকের জীবন। তিনি অসংখ্য কিশোর গল্প ও উপন্যাস লিখেছেন তার জীবনে , এর থেকে বেছে দশটি সেরা গল্প নিয়ে রচিত হয়েছে এই বইটি যা পড়লে পাঠকেরা টলস্টয়ের লখা সম্পর্কে জানতে পারবেন এবং পাশাপাশি অসাধারন কিছু গল্পের স্বাদ পাবেন ।