User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘একাত্তরের অশোক’ খালেক বিন জয়েনউদ্দিন এর লেখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোটগল্পের বই । বাংলার এক ঐতিহাসিক ঘটনা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। এই ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত হয়েছে অনেক গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র। মহান মুক্তিযুদ্ধ নিয়ে রচিত সাহিত্য গুলো আমাদের এক একটা ইতিহাস। সত্য ঘটনার উপর নির্মিত হয় সেই সব সাহিত্য গুলো। দীর্ঘ নয় মাসে ঘটে গেছে কত ঘটনা আমাদের এই দেশের মানুষের সাথে। সব ঘটনা কি আর আমরা জানতে পেরেছি বা পারছি। কত ঘটনা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আমাদের দেশের আনাচেকানাচে। মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখা গল্প উপন্যাসের কাহিনী হয় তো বা কোথাও না কোথাও ঘটেছে। সে সব ঘটনা কাহিনী সেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের এক একটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তেমনি ‘একাত্তরের অশোক' বইটি সেই ঐতিহাসিক দিন গুলোর ঘটনা নিয়ে রচিত হয়েছে। এই বইয়ের প্রতিটি গল্প বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এখানে প্রতিটি গল্পে বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। কোন গল্পই এখানে কাল্পনিক নয়। অনেক গুলি ছোট ছোট গল্প নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থটি। এবং এখানের প্রতিটি গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক। বইয়ের শেষে আবার আমাদের মহান মুক্তিযুদ্ধ এর মূল ঘটনাগুলো গল্পাকারে বর্ণনা করা হয়েছে। উক্ত বইটির লেখক খালেক বিন জয়েনউদ্দীন আমাদের দেশের সাহিত্যের অঙ্গনে একটি সুপরিচিত নাম । তিনি শিশুতোশ রচনা ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন । প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি সাহিত্যচর্চা করে আসছেন । তিনি মহান মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং যশোর থেকে পাক বাহিনীর কাছে আটক হন এরপরে তাকে পাক বাহিনী অকথ্য নির্যাতন করেন। সাত মাস তিনি বন্দী ছিলেন । পচাত্তর সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তিনি ছড়া লিখে প্রতিবাদ করেন ।
Was this review helpful to you?
or
‘একাত্তরের অশোক’ খালেক বিন জয়েনউদ্দিন এর লেখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোটগল্পের বই । আমাদের দেশের সাহিত্যের অঙ্গনে খালেক বিন জয়েনউদ্দিন একটি সুপরিচিত নাম । তিনি শিশুতোশ রচনা ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন । প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি সাহিত্যচর্চা করে আসছেন । তিনি ১৯৫৪ সালের ২৪ এ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ায় জন্মগ্রহন করেন । ঢাকা কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন । ১৯৭৫ সালে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এম এ পাশ করেন । তিনি মহান মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং যশোর থেকে পাক বাহিনীর কাছে আটক হন এরপরে তাকে পাক বাহিনী অকথ্য নির্যাতন করেন। সাত মাস তিনি বন্দী ছিলেন । পচাত্তর সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তিনি ছড়া লিখে প্রতিবাদ করেন । তার লেখা একাত্তরের অশোক বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় হাবিব প্রকাশনী থেকে । বইটির প্রচ্ছদ ও অলংকরন করেছেন দেলোয়ার রিপন । বইতি তে যে গল্পগুলো রয়েছে সেগুলো আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা গল্প । এইগুলো আমাদের ইতিহাসের অংশ । এই ইতিহাস নিয়েই গল্পগুলো । এগুলো কোনো কাল্পনিক গল্প নয় , বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন লেখক গল্পগুলো তে । এছাড়াও ভিয়েতনাম যুদ্ধ কে নিয়ে লেখা মেকং নদীর কুলে গল্পটি এখানে দেওয়া হয়েছে , ঘটনা টি কাল্পনিক ভাবে লেখা হলেও তা বাস্তবতার সাথে সামঞ্জস্য করে লিখেছেন তিনি । এছাড়া অন্যান্য গল্পগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রচিত তাই এই বইটির গল্পগুলো আমাদের মহাম মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে অনেক সাহায্য করবে ।