User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“শোভনের মহারাজ ও অদ্ভুত দিনরাত্রি” গ্রন্থটি রচনা করেছেন খায়রুল আলম সবুজ। এটি একটি কিশোর উপন্যাস, এখানে দুইটি উপন্যাস রয়েছে। একটি হলো ‘শোভনের মহারাজ’ এবং অন্যটি হলো ‘অদ্ভুত দিনরাত্রি’। এই দুটি উপন্যাসই বালক শোভনকে নিয়ে লেখা। শোভনের দুটি ঘটনা নিয়ে রচিত হয়েছে এই দুটি উপন্যাস। তেজস্বী অপরূপ একটি মোরগকে নিয়ে ‘শোভনের মহারাজ’ উপন্যাসটি এগিয়ে চলেছে। শোভনের একটি মোরগ আছে নাম যার মহারাজ। শুধু নামে নয় মহারাজ প্রকৃত ভাবে মোরগকুলের রাজা মহারাজা হয়ে উঠেছে তার বিভিন্ন কর্মকামণ্ডে। হাসির মজার একটি উপন্যাস এই ‘ শোভনের মহারাজ’ উপন্যাসটি। অদ্ভুত সব ঘটনা ঘটায় মহারাজ। মহারাজ অসাধারণ একটি মোরগ। তার সেই ঘটনা গুলো পাঠকদের বেশ আনন্দ দেবে। এই বইয়ের দ্বিতীয় বই ‘অদ্ভুত দিনরাত্রি’। এই উপন্যাসটি প্রকৃতি নির্ভর কাহিনী ভিত্তিক একটি উপন্যাস। অদ্ভুত সব ঘটনা নয়ে লেখক এই উপন্যাস রচনা করেছেন। অদ্ভুত সব ভৌতিক ঘটনার বর্ণনা রয়েছে এখানে। এই উপন্যাসে গ্রামবাংলার চিরকালের ভূত বিশ্বাসের কাহিনী রয়েছে। শিল্প সংস্কৃতি জগতে চির সবুজ এক নাম খায়রুল আলম সবুজ । যিনি পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে নিজের জীবন বাজি রেখে ছিলেন। স্বাধীনচেতা এই মানুষটি নিজেকে মেলে ধরেছেন শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখায় । তিনি একধারে লেখক, কবি, অনুবাদক, কণ্ঠশিল্পী, নাট্যকার, অভিনেতা, পরিচালক ও নাট্য নির্দেশক । অধ্যপনাও করেছেন দেশে ও দেশের বাইরে । কিন্তু তাঁর মন সায় দেয়নি চাকুরীতে । তিনি শিল্পবাড়ির প্রতিটি কক্ষে পা রেখেছেন বীরদর্পে । প্রতিটি ক্ষেত্রে তিনি হয়েছেন সফল । তাঁর লেখা বইয়ের সংখ্যাও কম নয়, তিনি বেশ কিছু সংখ্যক বই লিখেছেন
Was this review helpful to you?
or
‘শোভনের মহারাজ ও অদ্ভুত দিনরাত্রি’ খায়রুল আলম সবুজ এর লেখা একটি শিশু কিশোর দের গল্পের বই । লেখক খায়রুল আলম সবুজ এর জন্ম ১৯৪৯ সালের ২৪ ফেব্রুয়ারি বরিশাল জেলায় । তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মুখ । লেখালেখির পাশাপাশি তিনি মিডিয়া তে কাজ করে থাকেন । বাংলাদেশ টেলিভিশন এ কিছুদিন চাকরি করে পরে ছেড়ে দিয়েছেন এরপরে দেশে বিদেশে কিছুদিন অধ্যাপনা করেছেন । তিনি জীবনে মোট ৭০ টির মত বই লিখেছেন । অগ্রনী ব্যাংক শিশু সাহিত্য পুরষ্কার , মধুসুদন একাডেমী পুরষ্কার সহ অনেকগুলো পুরষ্কার পেয়েছেন তিনি । তার লেখা এই শোভনের মহারাজ ও অদ্ভুত দিনরাত্রি বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইতি প্রকাশিত হয় হাবিব প্রকাশনী থেকে । বইতির প্রচ্ছদ ডিজাইন ও অলংকরন করেছেন দেলোয়ার রিপন। খাইরুল আলম সবুজের লেখা দুইটি অসাধারন কিশোর উপন্যাস নিয়ে লেখা এই বইটি । প্রথম টি শোভনের মহারাজ এ এক অপরুপ মোরগকে নিয়ে লিখা বই। শোভন অন্যরকম একটি ছেলে । তার মধ্যে প্রকৃতি এমনভাবে সেধে গেছে যে এই বিচিত্র প্রকৃতির নিরস্তর ঘটে যাওয়া ঘটনা সে যতই দেখে ততই আপ্লুত হয় । ঘরের পোষা মুরগি ডিমে তা দেওয়ার আগে সে একটি ফার্মের মুরগির ডিম এনে সেইখানে রেখে দিলো । নির্দিষ্ট সময় পরে সেই ডিম ফুটে বেরিয়ে এলো মহারাজ । অসাধারন একটি কাহিণী শিশু কিশোরদের জন্য । পরেরটি অদ্ভুত দিনরাত্রি । এখানেও শোভনের মতো আরেকটি বালক কে নিয়ে কাহিনী । তাকে নিয়েই রচিত এ বইটি কিছুটা ভুতুরে এবং গ্রামবাংলার চিরকালের ভুতবিশ্বাস কাহিনী এটা । যার শেষ টা এক কথায় অসাধারন । খাইরুল আলম সবুজ এর লেখা অসাধারন শিশুতোষ গল্পগুলি এক কথায় অসাধারন ।