User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Awesome book
Was this review helpful to you?
or
শহীদ জননী জাহানারা ইমাম এর “জীবন মৃত্যু” বইটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটি ছোট গল্প নিয়ে বইটি সংকলন করা হয়েছে। আবার আসিব ফিরে, জীবন মৃত্যু, রায়বাঘিনী, পাগড়ি, নেই মানা,স্বপ্নের দালান, আসাদের মা এই গল্প গুলি বইটিতে রয়েছে। এই বইয়ের প্রতিটি গল্প মুক্তিযুদ্ধ ভিত্তিক। একাত্তরের মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের ছেলে মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমী শহীদ হন। এছাড়া যুদ্ধের সময় তাঁর স্বামী, মুক্তিযুদ্ধের সহযোগী, দেশপ্রেমিক শরীফ ইমামও ইন্তেকাল করেন। জাহানারা ইমাম তিনি খুব কাছ থেকে মুক্তিযুদ্ধ দেখেছেন এবং তিনি তার ছেলে, পরিবার পরিজন হারিয়েছেন মুক্তিযুদ্ধে। তাই তাঁর লেখার মধ্যে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র ফুটে ওঠে। এই গ্রন্থের প্রতিটি গল্প যেন এক জীবন্ত সাক্ষী। আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের সঠিক কাহিনী জানতে হবে। জানতে হবে এদেশের বীর শহীদরা আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করে গেছেন। কিভাবে পাকিস্তানি হানাদাররা এদেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দেশের মানুষ পার করেছে দিন তা জানতে হলে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে হবে। এই বইটি পড়ে আমরা জানতে পারবো আমাদের মুক্তিযুদ্ধের কাহিনী। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। জাহানারা ইমামের বাবা সৈয়দ আবদুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট । ব্যক্তিত্বময়ী জাহানারা ইমাম দীর্ঘ সময় স্কুলকলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। একজন সংস্কৃতিক কর্মী হিসেবে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে মানুষের মনোজগতে তিনি পৌছে দিয়েছিলেন তার অধীত জ্ঞান সম্ভার। একাত্তরে বাঙালীর স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে তিনি একাতােতা ঘোষণা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে চরম মৃত্যু, দুঃস্বপ্নভরা বিভীষিকার মধ্যে জাহানারা ইমামের ত্যাগ ও সতর্ক সক্রিয়তা দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ হয়ে আছেন। মুক্তিযুদ্ধের শহীদের বেদনা বিধুর মাতৃহৃদয় এবং ইমামকে কেন্দ্র করে। শহীদ রুমীর মাতা পরিণত হয় শহীদ জননীতে ।
Was this review helpful to you?
or
‘জীবন মৃত্যু’ শহীদ জননী জাহানারা ইমাম এর লিখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস । জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ । ত্রিশ ও চল্লিশ দশকের রক্ষণশীল বাঙালি মুসলমান পরিবার বলতে যা বোঝায়, সে রকম একটি পরিবারেই তিনি জন্মেছিলেন । জাহানারা ইমামের বাবা সৈয়দ আবদুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট । একাত্তরের মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের ছেলে মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমী শহীদ হন। এছাড়া যুদ্ধের সময় তাঁর স্বামী, মুক্তিযুদ্ধের সহযোগী, দেশপ্রেমিক শরীফ ইমামও ইন্তেকাল করেন। ২৬ জুন ১৯৯৪ সালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিশিগানের ডেট্টয়েট নগরীর সাইনাই হাসপাতালের বেডে ৬৫ বছর বয়সে জাহানারা ইমাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত শোক সপ্তাহ এবং ৬ জুলাই জাতীয় শোক দিবস পালন করে। তার লেখা জীবন মৃত্যু বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯০ সালের জানুয়ারি মাসে এবং এর দ্বিতীয় মুদ্রন প্রকাশিত হয় ২০১ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় চারুলিপি প্রকাশনী থেকে এবং এর প্রকাশক হুমায়ুন কবির । বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । জাহানারা ইমাম এর লেখা অনেকগুলো ছোট গল্প একত্রিত করে প্রকাশিত হয় এ বইটি । জাহানারা ইমাম নিজে খুব কাছ থেকে মহান মুক্তিযুদ্ধ কে দেখেছেন তাই তার লেখা বইগুলো অসাধারন । মুক্তিযুদ্ধ আমাদের বাঙ্গালীর জীবনে একটি বিশাল ঘটনা । ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে পাকিস্থানী হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙ্গালীর ওপর বর্বর হামলা চালায় । এরপর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি । এই জন্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সকলের জানা দরকার । শহীদ জননী এর এই বইটির গল্পগুলো আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে সাহায্য করবে ।