User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘বিবর্ন যাতনা’ এম মনজুরুল ইসলাম এর লেখা একটি বই । এম মঞ্জুরুল ইসলাম এর ১৯৯৪ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন । এরপরে বগুড়ার শিবগঞ্জের চককানুতেই তার বসবাস । সে আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে গনিতে অনার্স এ শেষ বর্ষে অধ্যায়নরত । তার লেখা কয়েকটি ছোটগল্প নিয়ে প্রকাশিত হয়েছে এ বইটি । বর্তমানে ছোটগল্পের পাঠক সংখ্যা চোখে পড়ার মতো । অসংখ্য ছোট গল্পের পাঠক দেখে অনুপ্রাণিত হয়ে অনেক ছোট গল্প এর সাহিত্য চর্চা হচ্ছে বর্তমানে । কারন ছোট গল্প আকারে ছোট হলেও ভালো লেখকের হাতে তা হয়ে ওঠে অসাধারন । একজন লেখক তার একটি ছোট গল্পে অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন । অনেকেই ধৈর্য ধরে উপন্যাস পড়তে পছন্দ করেন না, তাদের জন্যই এই বইটি লিখেছেন তরুন প্রতিভাবান লেখক এম মনজুরুল ইসলাম । তার লেখা এ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে । বইটি প্রকাশিত হয় সাহস পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং বইটির প্রকাশক নাজমুল হুদা রতন । বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । বইটি তে প্রথম গল্পের নাম দেওা হয়েছে নিশীতে ফেরা এবং শেষ গল্প বিবর্ন যাতনা । শেষ গল্পটির নামে বইটির নামকরন করা হয়েছে । এই দুইটি ছাড়াও আরো আটটি গল্প প্রকাশ করা হয়েছে বইটি তে , লেখক তরুন হলেও তার লেখা পড়লে পাঠক কিছু ভালো গল্পের স্বাদ পাবেন । প্রতিটি গল্প আলাদা আলাদা কাহিনী নির্ভর ও আলাদা আলাদা ঘটনা নিয়ে লেখা এবং এই জন্য সবগুলো গল্পের নামকরন করা হয়েছে গল্পের সাথে সামঞ্জস্য রেখে । অসাধারন কিছু গল্প পড়তে চাইলে পড়তে হয়ে এম মনজুরুল ইসলাম এর লেখা এ বইটি ।
Was this review helpful to you?
or
Khubi valo books.pore onk moja paben apnara.dam hisab korle khub beshie nh.kine dekhte paren..
Was this review helpful to you?
or
“বিবর্ণ যাতনা” বইটির লেখক এম মনজুরুল ইসলাম। এই গ্রন্থটি কয়েকটি ছোট ছোট গল্প নিয়ে রচিত হয়েছে। গ্রন্থটিতে মোট দশটি ছোট গল্প আছে। বইটির শুরুটা হয়েছে ‘নিশীথে ফেরা' গল্পটি দিয়ে আর শেষ হয়েছে ‘বিবর্ণ যাতনা' গল্পটি দিয়ে। শেষ গল্পটির নামে গ্রন্থটির নামকরণ করা হয়েছে। ছোট গল্প কথাসাহিত্যের একটি বিশেষ রূপবন্ধ যা কাহিনীভিত্তিক এবং দৈর্ঘ্যে হ্রস্ব, তবে ছোটগল্পের আকার কী হবে সে সম্পর্কে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেই। সাহিত্যে এক বিশেষ জায়গা করে নিয়েছে ছোট গল্প। শেষ হয়েও শেষ হয় না ছোট গল্পের কাহিনী। অল্পের মধ্যেই লেখক একটি কাহিনীকে সুন্দর ভাবে রূপ রসে উপস্থাপন করেন ছোট গল্প। আর এই গ্রন্থের গল্প গুলিও এর ব্যাতিক্রম নয়। অসাধারণ ভাবে লেখক এখানে সব কয়টি গল্প উপস্থাপন করেছেন। মানুষের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় অনেক না পাওয়ায়, অপূর্নতায়। এমনই কাহিনীর ছুঁয়া পাওয়া যাবে এই গল্প গুলিতে। এম মনজুরুল ইসলাম এর ১৯৯৪ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন । এরপরে বগুড়ার শিবগঞ্জের চককানুতেই তার বসবাস । সে আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে গনিতে অনার্স এ শেষ বর্ষে অধ্যায়নরত । এর পাশাপাশি তিনি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তরুণ একজন লেখক তিনি। তরুণ লেখক হিসাবে তিনি অনেক সুন্দর ভাবে রূপ রসে ফুটিয়ে তুলেছেন গল্প গুলোকে। ব্যস্ত নগরের ব্যস্ত মানুষের এই জীবন। ব্যস্ত জীবনে পাঠকদের মধ্যে ছোট গল্প গুলোর দিকে বেশি আগ্রহ। ছোট গল্পের পাঠক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর বর্তমান তরুণ লেখকরা অসাধারণ সব ছোট গল্প সৃষ্টি করছেন। তেমনই এক অসাধারণ একটি গল্পের বই “বিবর্ণ যাতনা”।