User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: প্রেতযোনি লেখক: তিলোত্তমা মজুমদার ধরণ: পশ্চিমবঙ্গের উপন্যাস প্রকাশনী: আনন্দ পাবলিশার্স প্রকাশকাল: অক্টোবর ২০১৬ প্রচ্ছদ: তারকনাথ মুখোপাধ্যায় পৃষ্ঠা: ২১৬ মূল্য: ২০০ (কলকাতা) রকমারি মূল্য: ৩৬০ টাকা মা-বাবা, দুই বোন আর প্রবাসী ভাই নিয়ে নীপাদের সংসার। বোনদের মধ্যে সে দ্বিতীয় আর সবচেয়ে সুন্দরী। সংস্কারমুক্ত, আধুনিক এবং স্বচ্ছল তাদের পরিবার। নিজের রূপ নিয়ে অহংকারী নীপা ব্যক্তি জীবনেও খুব স্বার্থপর। তার নিজের স্বার্থের জন্য সে, যে কোনো কাজ করতে কার্পণ্য করে না। ভালোবাসা আর বাস্তব জীবনকে সে সিনেমার মতো মনে করে। মাত্র চৌদ্দো বছর বয়সে, প্রেমিক মনোজের হাত ধরে ঘর ছাড়ে সুন্দরী নীপা। পালিয়ে বিয়ে করে কয়েকদিন পর গিয়ে স্বামীর বাড়িতে উঠলো। ঘরে পা দিয়েই বুঝতে পারলো, সে এক বিপরীত পরিবেশে প্রবেশ করেছে। যেখানে অন্ধকার, গোঁড়ামি আর কুসংস্কার ডালপালা মেলে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। তখন থেকেই তার জীবনে নেমে আসলো মধ্যযুগীয় কায়দায় শরীরিক নির্যাতন, যার নেতৃত্ব দিচ্ছে তার শাশুড়ি, সরোজ আর মনোজের বিধবা মা। যিনি এই পরিবারের কর্তামা হিসেবে পরিচিত। তার কথাই এই পরিবারে আইন। এই বিপরীত পরিবেশে অনভ্যস্ত নীপা চেষ্টা করলো নিজেকে মানিয়ে নিতে। তারপরও একটু এদিক সেদিক হলে শাশুড়ির ছড়ির আঘাত, খাওদাওয়া বন্ধ করে দেয়াসহ নানারকম নির্যাতন চলে। তার ভালোবাসার মানুষ সব দেখেও চুপকরে থাকে, তাকেও চুপকরে থাকতে বলে।ভালোবাসার এই বিপরীত রূপ দেখে সে অসহায় হয়ে পড়লো। বিয়ের পর থেকেই স্বামীর বিকৃত যৌন নির্যাতনের শিকার নীপা, মনোজদের পরিবারে আশ্রিত মনোজের জ্যাঠতুতো বৌদির সাথে তার পরকীয়ার ব্যাপারে একদিন জানতে পারলো। কিন্তু গোপনে স্বীকৃত এই সম্পর্ক নিয়ে নীপার কিছুই করার ছিল না, যেখানে তার শাশুড়িই এইরকম একটি সম্পর্ক চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। এরই মাঝে বয়স চৌদ্দো না পেরোতেই পুত্র সন্তানের মা হলো নীপা। এর মাসখানেক পর ভাসুর সরোজের হাতে ধর্ষিত হলো একদিন। কিন্তু অসহায় নীপা কোনো বাধা দিতে বা প্রতিবাদ করতে পারেনি। কারণ, সে জানে, এই কুকর্মে তার শাশুড়ি ও মনোজের পূর্ণ সমর্থন ছিল। এই সময় একদিন নীপা পালিয়ে তার বাবার বাড়িতে চলে আসে। নিজের বড় বোনের ভালোবাসার মানুষ রঞ্জনকে স্বার্থপরের মতো বিয়ে করে। ভালো মানুষ রঞ্জন নিপাকে অসহায় ভেবে তার ছেলেসহ আপন করে নেয়। কিছুদিন পর নীপা কন্যা সন্তানের মা হয়। কিন্তু, এই জীবনেও সে সুখী হতে পারে না। কারণ তার চাহিদার বিস্তৃতি ব্যাপক। এরই মাঝে লটারি পেয়ে ছেলে-মেয়ে আর স্বামীকে নিয়ে উন্নত জীবনের আশায় আমেরিকা চলে যায়। সেখানে গিয়েও উচ্চাভিলাষী নীপার তৃপ্তি ঘুচে না। এক সময় তার থেকে বয়সে অনেক ছোট একজনের প্রেমে পড়ে তাকে বিয়ে করে। তারপর একদিন সে আবিষ্কার করে, তার নিজের মেয়ে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। #পাঠ_প্রতিক্রিয়া: বইটির কাহিনী আমার কাছে গতানুগতিকই মনে হয়েছে। তবে একজন অতি আবেগপ্রবণ, স্বার্থপর কিশোরীর একটি ভুল সিদ্ধান্ত, তার এবং তার পরিবারে জন্য কীরকম অভিশাপ নিয়ে আসতে পারে লেখক সুন্দর করে বর্ণনা করার চেষ্টা করেছেন। বইয়ের বেশ কয়েকটি জায়গায় লেখক যৌনতার বর্ণনা নিয়ে এসেছেন, যা কিছু ক্ষেত্রে আমার কাছে সামঞ্জস্য লেগেছে। আবার কখনো মনে হয়েছে এই বিষয়টি এ জায়গায় না হলেও হতো। আরেকটি ব্যাপার, ২১৬ পৃষ্ঠার এই বইয়ে কাহিনীকে ছোট করতে একটু তাড়াহুড়ো করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। মোটের ওপর বইটি আমার কাছে ভালোই লেগেছে।