User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Good book.
Was this review helpful to you?
or
বইটি মূলত আমি কিনেছিলাম আউটসোর্সিং সম্পর্কে ভালো করে জানবার জন্য,যাইহোক বইটি আমার কাছে ভালোই লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে বইটি বিগিনারদের জন্য ভালো হবে তাছাড়া বইটি একটি দিকনির্দেশনামূলক বই,অর্থাৎ বইটি আপনিই পড়বেন এবং নিজে থেকেই প্র্যাক্টিস করে শিখতে হবে।আশা করি বইটি সবার ভালো লাগবে।ধন্যবাদ।
Was this review helpful to you?
or
a book with a lot of outsourching tips.Well done writer.Go ahead
Was this review helpful to you?
or
Excellent information about outsourcing. so everyone can buy this book.
Was this review helpful to you?
or
আমি ১ম খন্ড কিনেছিলাম। যতটুকু মানসম্মত ভেবেছিলাম তার কিছুই নেই। upwork.com এ কিভাবে একাউন্ট খুলতে হয় সেটা লিখে ও কিছু সফল ছেলেমেয়ের কথা শুনিয়ে শেষ করে দিয়েছেন প্রথম খন্ড। অথচ প্রথম খন্ডে থাকা উচিত ছিল কি কি যোগ্যতা দরকার ফ্রি ল্যান্সিং এ এবং এই যোগ্যতাগুলো বিকাশে কি কি স্টেপ নেয়া প্রয়োজন এই বিষয়টি। কিন্ত লেখক এত গুরুত্ব দিয়ে upwor.com এ একাউন্ট খোলা শিখাচ্ছেন দেখে সত্যিই আশ্চর্য হলাম! একাউন্ট যে কেউই খুলতে পারে একটু বুদ্ধির অধিকারী হলেই। কিন্ত দক্ষতা যে কেউ যখন তখন অর্জন করে ফেলে না। দক্ষতা ছাড়া মার্কেট প্লেসে নামাই উচিত নয় যেখানে লেখক দক্ষতা উপর কোন গুরুত্ব না দিয়েই সরাসরি একাউন্ট খোলাচ্ছেন আপওয়ার্কে! আমি আমার তিক্ত অভিজ্ঞতা বললাম। কমেন্টে যারা ভালো মন্তব্য করছেন তাদের ধন্যবাদ। তবে এটা ভাবার কারণ নেই যে সব কমেন্ট বাস্তবতা বহন করে। Look! আমিও কিন্ত এদের কমেন্ট দেখেই কিনেছিলাম!
Was this review helpful to you?
or
This book is not special as I thought before reading.
Was this review helpful to you?
or
Best Book For Freelancing
Was this review helpful to you?
or
Money has been wasted. I did not like
Was this review helpful to you?
or
লেখক মোঃ আমিনুর রহমান গত কয়েক বছর ধরে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে কম্পিউটার এবং ইন্টারনেটের সমস্যা ও তার সমাধান নিয়ে লিখছেন। তাঁর “আউটসোর্সিং ৪: অভিজ্ঞদের অভিজ্ঞতা থেকে” বইটি মোট ১৬টি নিবন্ধ নিয়ে সাজানো হয়েছে। নিবন্ধগুলো হলো- চাকরি করবেন নাকি ফ্রিল্যান্সিং?/ কোন কাজটি শিখবেন?/ আমার গ্রাফিক্স ডিজাইন কাজের অভিজ্ঞতা / আমার ওয়েব ডেভেলপমেন্ট কাজের অভিজ্ঞতা / আউটসোর্সিং : চক চক করলেই সোনা হয় না / ইল্যান্সের সেরা ফ্রিল্যান্সার / প্রোগ্রামিং কেন শিখতে হবে? / যশোর জেলার সেরা ফ্রিল্যান্সার / সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন / আউটসোর্সিং ও ট্রেনিং সেন্টার বাণিজ্য / আমি যেভাবে ফ্রিল্যান্সার হলাম / আমার সফল হওয়ার গল্প / রিস্ক না নিলে সাফল্য আসে না / আমি যেভাবে শুরু করি / শুরুটা অনেক বন্ধুর ছিল / ধৈর্য ধরে শুরু করা।পাঠকদের সুবিধার্থে “আউটসোর্সিং: চক চক করলেই সোনা হয় না” নিবন্ধ থেকে শুরুর কিছু অংশ তুলে দিচ্ছি- “অনার্স শেষ করতে ৪-৫ বছর সময় লাগে, তারপর মাস্টার্স শেষ করতে ১-২ বছর। তারপর জবের জন্য প্রস্তুতি নিতে আরো ৬ মাস থেকে ১ বছর। অর্থাৎ আপনাকে একটা জব পেতে ৭-৮ বছর সময় ব্যয় করতে হচ্ছে। তারপর জব পাচ্ছেন। জবের সেলারি কত? শুরুতে ধরলাম ২০-৩০ হাজার টাকা। এই পরিমান টাকা যদি আপনি আউটসোর্সিং করে মাসে আয় করতে চান তাহলে আপনাকে টানা একবছর সময় দিতে হবে, প্রতিদিন ৮-১০ ঘন্টা করে। আপনি যদি কোথাও তিন মাসের কোর্স করেন (কোর্স না করলেও) এবং তার সাথে যদি প্রতিদিন ৮-১০ ঘন্টা করে সময় দেন তাহলে তিন মাস পর আপনি মাত্র কাজ শুরু করতে পারবেন। শুরুতে আপনার ইনকাম তেমন একটা হবে না। আপনি প্রতিদিন ৮-১০ ঘন্টা করে চেষ্টা চালিয়ে গেলে ধীরে ধীরে আপনার ইনকাম বাড়বে। এক বছর পর আপনি মাসে ২০-৩০ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন। তারপর থেকে প্রতি বছরই আপনার ইনকাম দ্বিগুন করে বাড়বে।”
Was this review helpful to you?
or
fine
Was this review helpful to you?
or
fine
Was this review helpful to you?
or
This is good either
Was this review helpful to you?
or
I think this is one of the finest books of outsourcing
Was this review helpful to you?
or
Helpful book .
Was this review helpful to you?
or
gd
Was this review helpful to you?
or
ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং এর অনেক তথ্য এখানে পাওয়া যাবে।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
মো. আমিনুর রহমান, লেখাপড়া করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে।গত বছরের শুরুতে ‘আউটসোর্সিং: শুরুটা যেভাবে’ শিরোনামে লেখকের এই লেখাগুলো প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে ধারাবাহিক ভাবে ছাপা হয়েছিল। সেই লেখাগুলোর সংকলন নিয়েই প্রকাশ করেছেন "আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর" বইটি। 'আউটসোর্সিং' বর্তমান পৃথিবীর একটি বহুল প্রচলিত শব্দ। এখন অনেকেই আর নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডেস্ক জবে উৎসাহী নয়। তার চেয়ে নিজের পছন্দমতো কাজ করে প্রয়োজনীয় টাকা উপার্জন করতে পারলেই অনেকে খুশি। এই বইটি পড়ে জানতে পারবেন আউটসোর্সিং শুরু করতে হবে কীভাবে, কোথায় কাজ পাওয়া যাবে, কোন কাজের কী যোগ্যতা লাগে, কীভাবে ওডেস্কে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে জবে আবেদন করবেন, ইন্টারভিউ হয় কীভাবে, অর্থ উত্তোলন করবেন কীভাবে, কীভাবে কোম্পানি দিবেন, কোম্পানির পেমেন্ট মেথড ভেরিফাই করবেন, কনট্রাকটরকে হায়ার করবেন কীভাবে, কনট্রাকটরকে পেমেন্ট দিবেন কোথায় থেকে, সমস্যার সমাধান পাবেন কোথায়, সহজে কাজ পাওয়ার কিছু টিপস, ফ্রিল্যান্সিং সাইট চিনবার উপায় এবং কয়েকজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প। বইটি সম্পর্কে লেখক মোঃ আমিনুর রহমান বলেছেন- "আউটসোর্সিং শব্দটি হয়তো শুনেছেন। আউটসোর্সিং করে অনেকে লাখ লাখ টাকা আয় করে এ কথাও হয়তো শুনেছেন। কিন্তু বিষয়টি কী, কীভাবে, কী করতে হয় এসব কিছুই জানেন না। এ বিষয়ে অভিজ্ঞ কারও কাছে জিজ্ঞেস করলেন, ‘ভাই, আউটসোর্সিং কী জিনিস? এর মাধ্যমে নাকি মাসে হাজার হাজার ডলার ইনকাম করা যায়?’ আপনার সে ভাই উত্তর দিলেন, ‘কেউ কেউ এর চেয়েও বেশি ইনকাম করেন। আপনি কম্পিউটারের কী কী জানেন?’ আপনি উত্তর দিলেন, ‘আমি তেমন কিছুই জানি না। এমএস ওয়ার্ড জানি, ফেসবুকে আমার একটা অ্যাকাউন্ট আছে, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান আছে এই আর কি?’ আপনার সে ভাই জানালেন, ‘আপনি কি মনে করেছেন ডলার ইনকাম করা এতোই সোজা? এখানে সারা বিশ্বের প্রোগ্রামারদের সাথে কম্পিটিশন দিয়ে জবে বিড করে কাজ পেতে হয়। আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ না।’ এ কথা শুনে আউটসোর্সিংয়ের প্রতি আপনার আগ্রহই নষ্ট হয়ে গেল, স্বপ্নটাও মরে গেল। আপনার ওই ভাই যদিও সত্যি কথাই বলেছেন তবু আপনার প্রশ্নের উত্তর এমনও হতে পারত, ‘আপনি কোনো আউটসোর্সিং সাইটে অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন। ওখানে ফেসবুকের বেশ কিছু কাজ পাওয়া যায়। যেমন ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেওয়া, ফেসবুকের ফ্যান পেইজে লাইক সংগ্রহ করে দেওয়া, ডেটা এন্ট্রিরও অনেক কাজ আছে। আপনি অল্প রেটে আবেদন করলে সহজেই কাজ পেয়ে যেতে পারেন। আপনি হয়তো শুরুতে বেশি ইনকাম করতে পারবেন না, তবে চেষ্টা চালিয়ে গেলে ধীরে ধীরে আপনার ইনকাম বাড়বে। তখন আপনি নিজেই বুঝে যাবেন কীভাবে, কী করতে হবে?’ এ ধরনের উত্তর শুনে আপনি অনেক উৎসাহিত হবেন। এই বইয়ে আমি যতটুকু সম্ভব আউটসোর্সিং বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। বইটি পড়ে যদি পাঠকেরা উপকৃত হয় তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে।"
Was this review helpful to you?
or
সংগ্রহে রাখার মত ৩ টি বই। খুব কম বইই পেয়েছি যেগুলো পুরোপুরি বাহুল্যবর্জিত আর দরকারি তথ্য দিয়ে ভরপুর। লেখকের ৩টি বইই আমার পড়া সেরকম বইগুলোর তালিকায় রাখতে মোটেও বেগ পেতে হয়নি। ধন্যবাদ এমন সময়পোগী বই লেখার জন্য।
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
nice books for newcomers.
Was this review helpful to you?
or
it's so so.
Was this review helpful to you?
or
নিঃসার্থভাবে নিজের জানা জ্ঞান সবার সাথে শেয়ার করার একটি চমৎকার উদাহরন এই বই। পেশা হিসেবে শুধু ডাক্তাররাই নন, যেকেউই যে সরাসরি মানুষের উপকার করে দিতে পারে তাদের জীবন ও চিন্তা বদলে একটি বইএর মাধ্যমে তার প্রমাণ এই বইটি। আপনি এভাবে আরো বই লিখে যান দোয়া রইল অ্যান্ড স্যালুট টু ইউ।
Was this review helpful to you?
or
বইটিতে তেমন কিছু নেই...শুধুই লিঙ্ক দেয়া ...সব যদি লিঙ্ক দিয়েই করতে চান তাহলে বইয়ের দরকার কী ?
Was this review helpful to you?
or
যারা বুঝতে পারছেননা কিভাবে শুরু করবেন।কাজ শিখবেন কিভাবে তাদের কাজে আসবে।বইটা ভালই।
Was this review helpful to you?
or
Khub valo books
Was this review helpful to you?
or
If you don't know how to open any type of account (such as email/facebook) then this book is like finding a treasure filled with priceless amount of information), may be I too much give admiration about this book but believe me this book is good, there are some motivational words that really one of the best thing this book have, however I really find it basic and I don't recommend this book for those who have basic knowledge like how to open a facebook account and how to withdraw money from internet, I will recommend other books that write more about Freelancer's story of success.
Was this review helpful to you?
or
Nice guideline.
Was this review helpful to you?
or
Very good for new freelancer.
Was this review helpful to you?
or
LOOKS LIKE EFFECTIVE
Was this review helpful to you?
or
আউটসোর্সিং এ যারা ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য প্রয়োজনীয় ও সংগ্রহে রাখার মতো একটি বই। লেখকের জন্য শুভ কামনা রইল।
Was this review helpful to you?
or
The first book of Aminur Rahman was a great help for me. In fact, I got the book from Rokomari . As a beginner , I needed a guide line which was provided by this book. When I heard that he is going to publish another book, I became overwhelmed with joy. Because the way he presents the difficult topics , it becomes easier for all. I think those who are still thinking about joining in outsourcing , they must go through this book cause anybody can learn how to work from this book. I wish all the best for the author of this book. I hope to get more books on outsourcing from him.
Was this review helpful to you?
or
অসাধারন লিখনী । একজন সফল ফ্রিল্যান্সার হতে এই বইগুলি গাইডলাইন হিসেবে কাজ করবে বলে আমার মনে হয়।
Was this review helpful to you?
or
চারটি বই ই পড়েছি আমি।আউটসোর্সিং বিষয়ক অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইয়ে।নতুনদের জন্য এই বইটি অন্যতম।মার্কেটপ্লেস সম্পর্কে স্পষ্ট ধারণা,প্রোফাইল তৈরি,কাজে বিড করা সবকিছু বিস্তারিত আছে এই বইয়ে।কোন ধরণের কাজ এর জন্য কি যোগ্যতা বা কি দরকার তার ধারণা পাবে।তাই বলা যায় আউটসোর্সিং বিষয়ক বইয়ের কম্পলিট প্যাকেজ এটি
Was this review helpful to you?
or
বইটি এখনো হাতে পাইনি। তবে বইটি সম্পর্কে আগেই বলছি, বইটি ভালো হবে। কারণ, আমিনুর ভাইয়ের প্রথম বই দুটি কিনেছিলাম এবং বই দুটি অনেক ভালো ছিল।
Was this review helpful to you?
or
গানের চেয়ে বাজনা বেশী !
Was this review helpful to you?
or
Facebook,MS Word,Internet,
Was this review helpful to you?
or
বইটি ক্রয়ের জন্য অর্ডার করলাম কিন্তু এখন পর্যন্ত কোন সাড়া পাইলাম না।
Was this review helpful to you?
or
Amar dekha oshadharon ekti boi....jara kichu jane na outsourcing somporke tarao onk kichu jante parbe..........Darun boii.... 10 on 10....
Was this review helpful to you?
or
I have bought this book.
Was this review helpful to you?
or
Nice book.
Was this review helpful to you?
or
This book is really helpful for the new people who are getting involve themselves in outsourcing. Some people know outsourcing related activities but they don't how to approach to do job in that fields. This book will obviously help them to get in track to be success.
Was this review helpful to you?
or
যারা নতুন ফ্রীলেন্সিং এ তারা এই গ্রুপের ৩ টি বই ই সংগ্রহে রাখতে হবে। আমি মনে করি শফল ফ্রীলেন্সার হওয়ার জন্য এই ৩ টি বই খুবি জরুরী...
Was this review helpful to you?
or
আউটসোর্সিং এর কাজ গুলা ঘরে বসে কিভাবে শিখবেন , তার জন্য বই টা অনেক গুরুত্ব বহন করে ।
Was this review helpful to you?
or
অনেকে আউটসোর্সিং কি তা হয়তবা জানেন কিন্তু কিভাবে, কোথায় থেকে কাজ পাওয়া , তা জানেন না , কাজ গুলা কিভাবে , পোস্ট করতে হয় , কিভাবে নিজের কোম্পানি দেয়া যায় তা জানেন না ,পেমেন্ট কিভাবে পাবেন এ সব বিষয় গুলা , এই বইটা তে অনেজ সন্দুর ভাষা তে উল্লখ করা আছে , বই টা যারা আউটসোর্সিং কাজ করতে চায় তাদের জন্য অনেক উপকারি ।
Was this review helpful to you?
or
If you want to be a freelancer, then there is no alternative to take some suggestions and guidelines of a successful freelancer. Aminur Rahman vai is one of them. Once I was his student and his help was a great help to the entry of my freelancing career. His writing skill is very good. You should definitely read all of his three books. I was impressed to build my career as a freelancer after reading his first book. Hope for the best. -MD. Rabiul Auwal
Was this review helpful to you?
or
If you want to be a freelancer you have to know the basics, and Aminur Rahman vai is one of the finest freelancer of Bangladesh and he writes very well, you must read his 3 books and follow him on FaceBook,you will be surprised reading his writings, i am one of his student not the best one but i am having fun now...$$$$$$$$
Was this review helpful to you?
or
I like to thank Md. Aminur Rahman for his another wonderful initiative to enrich our outsourcing sector by providing important information for the new comers. The book is useful as well as inspiring for everyone. It helps us to move forward by overcoming all the hurdles. I wish the author will provide us with more resources next time. All the best for him. Thanks. Afroza Haider
Was this review helpful to you?
or
”আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে” বইটি কাল আমাকে লোকমান ভাই গিফ্ট করবে ভেবে শিহরন বোধ করছি, কারন কেউ যদি কোন কিছু গিফ্ট করে তো ভালই লাগে তারপর আবার আউটসোর্সিং এর বই।
Was this review helpful to you?
or
i want to read this all book..
Was this review helpful to you?
or
rfg
Was this review helpful to you?
or
This is good book
Was this review helpful to you?
or
খুবই কাজে এসেছে বইটি। লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
কিভাবে ওর্ডার করব
Was this review helpful to you?
or
It is an awsome book. It is helping me to be a freelancer. Thanks to Mr. Aminur Rahman.
Was this review helpful to you?
or
কম্পিউটার বিষয়ে অনভিজ্ঞ কারও জন্য খুবই হেল্পফুল।
Was this review helpful to you?
or
wow eta amr onek khub legece..Master Thank you so much.. :-)
Was this review helpful to you?
or
I think it is very helpful for beginner. If one want to be a freelancer, it is recommends for him. Thank you Aminur Vai for writing such a book.
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম, ভাইয়া, আমি রকমারী ডটকম থেকে আপনার 'আউটসোর্সিং' বইটি কিনে Odesk সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। আপনার বই পড়ে যথেষ্ট উপকার হয়েছে। আমি আমার চেষ্টায় আমার প্রোফাইল ৮০২% করেছি। কিন্তু কোন কাজ পাইনি। কবে কাজ পাবো জানি না। তবে ধৈর্য্য হারায়নি। এখন আপনার এই বইটি কেনার জন্য সিদ্ধান্ত নিলাম। আশা করি কাজ করতে পারবো।
Was this review helpful to you?
or
It Deserves :)
Was this review helpful to you?
or
আশা করি প্রথম বইয়ের মত এটাও অনেক বেশি জনপ্রিয় হবে। :D
Was this review helpful to you?
or
I Think it is the best book I have seen on Freelancing. I hope It will change the mind set of Non-IT students and professionals about outsourcing. Thanks Aminur Rahman for his great attempt. I have listened that He has written a another Book on Freelancing. Waiting to see this book in BOOK Fair 2014. Whether You are IT 0r Non-It, Its not a matter. Matter is what you love and like to do. So lets get the book and start new journey!
Was this review helpful to you?
or
লেখকের প্রখম বই অনলাইনে আয়ের পথ নির্দেশিকা ছিল। খুবই সাবলিল বলার ভঙ্গি বইটিকে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। আশা করি পথের সন্ধান দেয়া এ লেখকের হাত ধরে শিখিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসটিও সফল হবে।
Was this review helpful to you?
or
Aminur Rahman er outsourcing niye lekha prothom boi ami porechi..outsourcing kivabe shuru korte hoi tar puru dharona deya chilo boi ta te ja khub e helpful..akhon wait korchi second boi er jonno...Aminur ke shuvo kamona dichhi or notun boi tar jonno..
Was this review helpful to you?
or
আমি মনে করি এই বইটি একমাত্র বই ”আউটসোর্সিং” সম্পর্কে আগে কেউ কি বাংলা ভাষায় এ সম্পর্কে লিখছে কি? লিখে থাকলে আমার জানা নাই। আশা করি এই বইটি পাঠকের প্রত্যাশা ১০০% পূরন করবে।
Was this review helpful to you?
or
আমি এই লেখকের আগের বইটি পড়েছি, খুব ভাল লিখছে। আশা করি আগের বইয়ের চেয়ে এ বইটি আরোও ভাল হবে এবং পাঠকদের প্রত্যাশা যখাযথ ভাবে পূরন করবে .........
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারণ!!! এই ধরনের কাজ প্রিয় লেখকের কাছে সব সময় আশা করি। লেখকের প্রথম বইটির মত এই বইটিও দেশের তরুনদের জন্য বেশ উপকারে আসবে বলে মনে করি।
Was this review helpful to you?
or
নতুনদের জন্য বইটি কিছুটা ভাল । যা তাদের অনলাইনে আয় সম্পর্কে কিছুটা ধারনা দিতে পারে। বিশেষ করে ওডেস্ক সম্পর্কে পরিচিতি দিবে।
Was this review helpful to you?
or
আউটসোর্সিং কাজ করার জন্য বইটি খুব ই সহায়ক . অনেক গুরত্বপূর্ণ একটা বই . বইতে যে সব বিষয় গুলো সম্পর্কে আলোচনা করা হয়াছে সেই সব কাজ গুলো শিখতে পারলে অবশ্যই ভালো করা যাবে . লেখক কে ধন্যবাদ এইরকম একটা বই পাঠক দের উপহার দেবার জন্য .
Was this review helpful to you?
or
আউটসোর্সিং কাজ করার জন্য বইটি খুব ই সহায়ক . অনেক গুরত্বপূর্ণ একটা বই . বইতে যে সব বিষয় গুলো সম্পর্কে আলোচনা করা হয়াছে সেই সব কাজ গুলো শিখতে পারলে অবশ্যই ভালো করা যাবে . লেখক কে ধন্যবাদ এইরকম একটা বই পাঠক দের উপহার দেবার জন্য .
Was this review helpful to you?
or
আমি জানতাম না কি করে প্রোফাইল create করতে হয়।আমার হাতেখড়ি আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর বইটি পরে।মো. আমিনুর রহমানকে অনেক ধন্যবাদ বইটি লেখার জন্য।beginner দের জন্য যারা কিছু এ জানে না আউটসোর্সিং কি করে account খুলতে হয় ।স্পষ্ট করে ধাপে ধাপে সব লেখা আছে । ধন্যবাদ মো. আমিনুর রহমানকে
Was this review helpful to you?
or
আউটসোর্সিং কাজ করার জন্য কিকি জানা থাকা প্রয়োজন এবং আপনি কিভাবে আউটসোর্সি এর মাধ্যমে আয় করবেন তার বিস্তারিত তথ্য সমৃদ্ধ একটি আধুনিক বই.......আমি লেখক মোঃ আমিনুর রহমানকে ধন্যবাদ জানাই ......বস্তুনিষ্ঠ ও বর্তমান সময়ের চাহিদা পূরণে তার অসাধারণ শ্রম ও সুন্দর চিন্তার প্রতিফলনের জন্য.......
Was this review helpful to you?
or
গত বছর আমিনুর ভাইয়ের ‘আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর’ বইটা কিনি রকমারি.কম থেকে। বইটা পড়ে আমি খুব সহজে বুঝে যাই আসলে আমাকে কিভাবে কাজ শুরু করতে হবে। এই বছর উনি এই বইটা বের করছেন। আপনি আউটসোর্সিং শুরু করেছেন। ওডেস্ক/ফ্রিল্যান্সার.কম/ই-ল্যান্স বা অন্য কোথায় অ্যাকাউন্ট খুলেছেন। জবে বিড করতে গিয়ে সমস্যায় পড়ে গেছেন। আপনি হতাশ হয়ে যাচ্ছেন কাজের ধরণ দেখে। আপনি চিন্তায় পড়ে গেছেন, আপনি কি করবেন বুঝে উঠতে পারছেননা। আপনি বুঝতে পারছেন যে আপনাকে কাজ শিখতে হবে নচেৎ আপনি এগুতে পারবেননা। ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, কোথায় শিখবেন?? কি কি শিখবেন??? কিভাবে শিখবেন???? কি কি জানা থাকলে আপনি অনলাইনে কাজ পাবেন???? এই টাইপ বিষয়গুলো জানার জন্য আপনার এই একটা বই-ই যথেষ্ট। আমি আমিনুর ভাইয়ের বইয়ের প্রায় লেখাগুলো পড়েছি। অনেক সুন্দর আর দরকারি তথ্য পাবেন বইটাতে। না পড়লে পস্তাতে হবে। আমিনুর ভাইয়ের কথায় কাজ কাজ করতে করতে কাজ শিখবেন।
Was this review helpful to you?
or
Now I live at singapore. can I buy the book? can I pay money via my VISA card? I am ready to pay any Delivery Cost.
Was this review helpful to you?
or
রকমারী কে ধন্যবাদ, অর্ডার করার এক সপ্তাহের মধ্যেই বইটা পেয়েছি। তবে বইটা ঠিকমত আশা পূরণ করতে পারেনি। বইটা থেকে যতটা আশা করেছিলাম ঠিক ততটা পাইনি। আরও বিস্তারিত লেখা উচিৎ ছিলো।
Was this review helpful to you?
or
আমিনুল ভাই অনেক চমৎকার আর সাবলীলভাবে বইটি লিখেছেন। খুব সহজ ভাষায় আউটসোর্সিং সম্বন্ধে বুঝিয়েছেন, বুঝিয়েছেন কিভাবে ওডেস্কে একাউন্ট খুলতে হয়। এতো সহজভাবে তিনি একাউন্ট খোলাটা দেখিয়েছেন যে আমার মনে হয় একটা পিচ্ছি বাচ্চাও এই বই পড়ে ওডেস্কে খুব সহজেই একাউন্ট খুলতে পারবে। আমি ওডেস্ক এ একাউন্ট খোলার জন্য এই বইয়ের সাহায্য নিয়েছি। আমার মতে আউটসোর্সিং যারা শিখতে চান তাদের এই বইটি অবশ্য পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
This book will lead you to get elementary knowledge on outsourcing. Visiting the below link you can start outsourcing immediately. http://cashtorefer.com/Default.aspx?Refer=17250
Was this review helpful to you?
or
I want to buy this book.
Was this review helpful to you?
or
A truly helpful book for newcomers
Was this review helpful to you?
or
Boi ta porlam. Onek helpful mone holo natun puraton sobar jonno. Thanks Mr. Aminur Rahman
Was this review helpful to you?
or
বইটি কিনেছি। আশা করছি খুবই হেল্পফুল হবে বইটি।
Was this review helpful to you?
or
আউটসোর্সিং আমাদের দেশের একটি সম্ভাবনাময় খাত । ধন্যবাদ আমিনুর রহমানকে এরকম যুগোপযুগী একটা বই লেখার জন্যে । আপনার পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম ।
Was this review helpful to you?
or
Aaj boi ti kinlam. Jara outsourcing korte chay tader jonno boi ta khub dorkari.
Was this review helpful to you?
or
Thanks author!! this book will help me to familiar with outsourcing
Was this review helpful to you?
or
অউটসোসিং মার্কেট এ কাজ করেতে গিয়ে নতুন রা যে নানা ধররনের সমস্যা তে পড়ে তার সমাধান , এখানে লেখক অনেক সন্দুর ও সহজ ভাষাতে বর্ণনা করছেন । যার ফলে কাজ করতে গিয়ে নানান সমস্যা এর সমাধান ফ্রীল্যাসার এই বই পড়ে সমাধান করতে পারবে বলে আমার মনে হয় ।
Was this review helpful to you?
or
ভাল বই কাকে বলে? যে বইটা নিজের উপযোগিতা শেষ করে দিতে পারে অর্থাৎ যে বই একবার পড়ার পর আর পড়তে হয়না তাকেই ভাল বই বলা চলে। আমিনুর রহমানের প্রত্যেকটা বই এমন। ফ্রিল্যান্সিং শেখার জন্য তার বই দ্বিতীয়বার পড়তে হবে বলে মনে করিনা। এ বইয়ে আমারও একটা লেখা ছাপা হয়েছে বলে লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
For those who want to come to the new outsourcing profession, it is a great book.Much of this book will be useful for those who are outsourcing.Many successful people in this book, they have been successful in the outsourcing profession, all highlighting.
Was this review helpful to you?
or
Very good book. This book has all kinds of necessary things for freelancers. I think this book will be helpful for freelancer. This book as a guide for freelancers.
Was this review helpful to you?
or
Excellent book for learning outsourcing. This is my favorite book. I think it will help us in the way of success.
Was this review helpful to you?
or
বর্তমান যুগকে বলা হয় তথ্যপ্রযুক্তির যুগ, অনলাইনে যোগাযোগ,কেনাকাটা, কাজ করা,রেল-বিমানের টিকেট কেনা,বুকিং কি করা যায় না এখন? এই যে রকমারি.কম থেকে বই কিনছেন এটাও তো অনলাইনে অর্ডার করে!! স্বভাবতই অনলাইনভিত্তিক ব্যস্ততা ও চাহিদা বৃদ্ধিতে অনলাইনে সৃষ্টি হচ্ছে ব্যাপক কর্মসংস্থান, এমনটি আমরা সবাই জানি। আউটসোর্সিং শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত, তাই নয় কি? হ্যাঁ- হয়তো আউটসোর্সিং এর মাধ্যমে যে লাখ লাখ টাকা আয় করা যায়- তেমনটিও শুনেছেন! আবার অনেকে একধাপ এগিয়ে উপরের সিমেস্টারের কিংবা এলাকার কোন ফ্রিল্যান্সার বড়ভাইয়ের টাকা আয়ের শ্রুতিমধুর গল্পও শুনেছেন! আউটসোর্সিং করে আপনিও আয় করবেন - এমন স্বপ্নও অনেকের মনে ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাবে উচ্চারিত হয়। তবে, বুঝতে পারছেন না আউটসোর্সিং কি? এটা কিভাবে আপনাকে অনলাইনে টাকা এনে দিতে পারে? কিধরনের কাজ আপনাকে করতে হবে? আউটসোর্সিং করতে কি ধরনের যোগ্যতা লাগে? ফ্রিল্যান্সাররা কি সবাই বিরাট বিরাট তথ্যপ্রযুক্তিবিদ? ইত্যাদি ইত্যাদি। এসব প্রশ্নের মারপ্যাঁচে আউটসোর্সিং এর যে স্বপ্ন ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাবে উঁকি দিতো,সেটও পালিয়ে যায় মনের দিগন্তের সীমানা পেরিয়ে। সেখান থেকে বেরিয়ে এসে আপনি পারবেন আবারও ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখতে, সফল হতে এবং অনলাইনে আয় করে প্রতিষ্ঠিত হতে—আপনাকে পারাবে এই বইটি। ফ্রিল্যান্সিং এর জগতে বেশ পরিচিত মুখ মো. আমিনুর রহমানের আউটসোর্সিং সংক্রান্ত অনেকগুলো লেখা দৈনিক প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে প্রকাশিত হলে, ব্যাপক সাড়া পড়ে পাঠকদের মাঝে— যা ঐ লেখাগুলোকে একত্রিত করে, আরও নতুন কিছু যোগ করে 'আউটসোর্সিং:শুরুটা যেভাবে এবং শুরু করার পর' বইটি প্রকাশিত করতে উৎসাহিত করে লেখককে। বইটিতে বেশ প্রাঞ্জল ভাষায় বর্ণিত হয়েছে আউটসোর্সিং সংক্রান্ত প্রত্যেকটি বিষয়। এবার দেখুন তো— 'আউটসোর্সিং' এর উপর কি ধরনের প্রশ্ন আপনার মনে জাগছে? যখন আপনি নতুন— - আউটসোর্সিং কি? - কি ধরনের কাজ পাওয়া যায়? - কোন কাজ করতে কি যোগ্যতা লাগে? - কাজ পাবেন কোথায় এবং কিভাবে? - কিভাবে কাজ খুঁজবেন? - আবেদন করবেন কিভাবে? - ইন্টারভিউ নেয় কিভাবে? - কিভাবে জব করবেন? - টাকা উঠাবেন কিভাবে? - সহজে কাজ পাওয়ার কিছু টিপ্স আছে কি? যখন আপনি কিছুটা দক্ষ হয়ে উঠবেন— - ওডেস্কে কোম্পানি দেবেন কিভাবে? - পেমেন্ট মেথড ভেরিফাই করবেন কিভাবে? - কন্ট্রাক্টরকে হায়ার করবেন কিভাবে? - কন্ট্রাক্টরকে পেমেন্ট দিবেন কিভাবে? - সমস্যার সমাধান পাবেন কোথায়? - ফ্রিল্যান্সিং সাইট কোনগুলো? চিনবেন কিভাবে? হ্যাঁ—আপনাকে অভয় দিচ্ছি আমি— আপনার এসব কটি প্রশ্নের উত্তর তো এ বইয়ে আছেই,সাথে পাবেন স্ক্রিনশট , প্রয়োজনীয় ছবি, একঝাঁক সফল ফ্রিল্যান্সারের সফলতার গল্প। যদি, হাতের কাছে ল্যাপটপটা রেখে মনোযোগ দিয়ে বইটি পড়া শেষ করেন— তবে, "ফ্রিল্যান্সার ভাই, শুভকামনা থাকলো আপনার জন্য!"
Was this review helpful to you?
or
i also want
Was this review helpful to you?
or
হ্যালো ভাই, আপনার বই দুইটি অনেক ভাল কাজের। বই গুলি পড়ে অনেক উপকৃত হয়েছি।
Was this review helpful to you?
or
অত্যন্ত সময়োপযোগী লেখা। ধন্যবাদ আমিনুর রহমান।
Was this review helpful to you?
or
যারা ফ্রীলেন্সিং এ নতুন তাদের জন্য বইটি অনেক উপকারে আসবে।আমি নিজে একটি বই সংগ্রহে রাখব।আপ্নারা ও রাখতে পারেন।
Was this review helpful to you?
or
যারা আউটসোর্সিং শিখতে আগ্রহী তাদের জন্য বইটি খুবই দরকারী বলে আমি মনে করি । সুপাঠ্য এবং সাবলীল ভাষায় লিখিত আগের বইটির মত এই নতুন বইটিও আরো পাঠকপ্রিয়তা অর্জন করুক এই প্রত্যাশায় রইল । পাশাপাশি লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ।
Was this review helpful to you?
or
লেখকের প্রথম বইটা (আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর) পড়ে ওডেস্কে কাজ শুরু করি। এখন নিয়মিত কাজ করছি। শুরু করার জন্য প্রথম বইটা যেমনি সহায়ক ছিলো আমার মতো নবীনদের জন্য। এই বইটি তেমনি আউটসোর্সিং রিলেটেড কাজ শেখার সহায়ক হবে। যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজ শিখতে চান তারা বইটি সংগ্রহ করতে ভুলবেন না কিন্তু। আমার নিজেরও ছোট্ট একটা লেখা আছে। শুভ কামনা রইল লেখকের জন্য, ভবিষ্যিতেও যেন এমন বই উপহার দিতে পারেন আমাদের জন্য।
Was this review helpful to you?
or
আমাদের দেশে আউটসোর্সিং এখন অনেক জনপ্রিয় তবে একটি নির্দিষ্ট দলের কাছে। সবাই এটা জানে না। অনেকে তো ভালোভাবে নেই না। কিন্তু যারা করেন তারা ঠিকই জানেন ঘরে বসে কাজ করার কি মজা। আগের বইটি পড়ে আমার প্রোফাইল সম্পূর্ণ করতে খুবই উপকার হয়েছে। এই বইতে আমারো ১টি লেখা আছে। পুরা বইটি পড়ার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কিন্তু দেশের বাহিরে থাকাতে এই অপেক্ষা এখন অপেক্ষাই থেকে যাবে। আশা করি যাদের নিজের থেকে কিছু করার আগ্রহ, ফ্রিল্যান্স হওয়ার ইচ্ছা তারা এই বইটি পড়ে উপকৃত হবেন।
Was this review helpful to you?
or
ধন্যবাদ আমিনুর রহমানকে
Was this review helpful to you?
or
যারা নতুন freelancing এ তাদের জন্য খুবই উপকারী হবে বইটি। এখানে basic ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যাদের freelancer হওয়ার ইচ্ছা আছে তারা বইটি পড়ার মাধ্যমে সূচনা করতে পারেন। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
ধন্যবাদ আমিনুর ভাইকে। It will help to build up career with freelancing.
Was this review helpful to you?
or
This book is very much helpful for beginner. Who are interested on outsourcing they have to collect this book............
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই আউটসোর্সিং শুরু করার জন্য...
Was this review helpful to you?
or
This book is so much helpful for freelancers. Everyone can collect e copy of this book.
Was this review helpful to you?
or
Jara freelancer hote chai tader jonno boi ti onek kaje dibe.Pratomik porjaye jevabe suru korte hobe tar shob kichui boi tite ottonto sundor vabe deya ache.Asha kori boiti shongrohe rakhben.
Was this review helpful to you?
or
বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হচ্ছে আউটসোর্সিং। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ খুব সফলতার সাথে আউটসোর্সিং এ নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে সমর্থ হয়েছে। আমি মনে এই বিষয়ে আমাদের আর ও অনেক বেশি জানার দরকার আছে ।সেই ক্ষেত্রে আমিনুরের এই বইটি আমাদের কাংখিত চাহিদা পুরন করতে সক্ষম হবে।
Was this review helpful to you?
or
Very nice book with some real experienced people...
Was this review helpful to you?
or
যারা আউটসোসিং করছেন এবং করতে চান তাদের জন্য এই বইটি অনেক উপকারে আসবে। কারণ এই বইটিতে আউটসোসিং কাজের বিস্তারিত দেয়া আছে।
Was this review helpful to you?
or
SO HELPFUL....boyta really nice..kisher por ki korte hobe sheta kub shundor vabe bujano hoyeche chobi shoho..beginner der onek shahajjo korbe..thanks amin bai
Was this review helpful to you?
or
বইটা পরে কেমন লাগলো........................জানিনা তবে একটা কথা না বলেই পারছিনা, যাদু মানে লেখকের হাতে যাদু আছে।অসাধারণ সহজ-সরল ভাষা আর প্রচণ্ড রকমের উৎসাহমূলক যাদুকরী লেখায় লেখক প্রতিটি পর্ব সাজিয়েছেন। বইটি পরে আর কিছু হোক বা না হোক একজন মানুষ প্রচুর পরিমান উৎসাহ পাবে,তার অন্তত মনে হবে ইন্টারনেট শুধুমাত্র ফেসবুকিং বা ব্রাওজিং নয়,একটু সময় আর পরিশ্রম ব্যয় করে খুব সহজ ও সৎ ভাবে উপার্জন করে স্বাবলম্বী হওয়া সম্ভব।বইটি পরে একজন ছাত্র কিছুটা সময় আর পরিশ্রম ব্যয় করে উপার্জনের মাধ্যমে অন্তত নিজের হাতখরচটা চালাতে পারে।একজন গৃহিণী তার অবসর সময়টা কাজে লাগিয়ে বাড়তি কিছু অর্থ সংসারের কাজে লাগাতে পারেন।আর আমার মত স্বল্প-শিক্ষিত হতাশ বেকারদের জন্য বইটা রুপকথার যাদুর কাঠির মত।বইটা আমার কি উপকার করেছে তা বলবনা,বলব শুধু একটা কথাই এই বইটা পরার পর জীবনের হতাশা অনেকটাই কেটে গেছে,জীবনটা নতুন করে শুরু করার কিছু করার প্রচুর উৎসাহ পেয়েছি বইটা পরে।তাই বই এর লেখক প্রকাশক কে ধন্যবাদ জানাইএবং যাদের মাধ্যমে যাদুকরী বইটা পরার সৌভাগ্য হল সেই প্রিয় রকমারি.কম কে অশেষ ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Boi ta porlam. Onek valo legeche. boi ta natun jara outsourcing korte chay tader jonno onek upokari poratonder jonno o. boi ta pore ojana onek kichu janlam. thanks writer.
Was this review helpful to you?
or
সহজ, সরল প্রাঞ্জল ভাষায় লেখা একটি অসাধারণ বই। বইটি পড়ে মনে হয়েছে লেখক জানেন পাঠকের মনে প্রশ্নটি।
Was this review helpful to you?
or
I think that, it is one of the best book for the beginners. Thanks to writer and publisher.
Was this review helpful to you?
or
জীবনে সফল হবার জন্য অনেক চড়াই-উতরাই পার হতে হয়...। কত উঁচু-নিচু, এবড়ো-থেবড়ো সিঁড়ি পেরুতে হয়...। কৌশল ও নিয়ম-কানুন জানা থাকলে বন্ধুর পথও সহজে পাড়ি দেয়া যায়। জানা থাকলে মানা যায়। যারা অনলাইনে আয় করতে চান বা আউটসোর্সিং জগতের সাথে যাদের সখ্য করার ইচ্ছা। তাদের জন্য আমাদের গুরু মোঃ আমিনুর রহমান একখান বই লিখেছেন ‘আউটসোর্মিং ৩: সফল হবেন যেভাবে’। বইটি নতুন-পুরাতন সকল ফি্রিল্যান্সারের জন্য প্রয়োজনীয় একটি কিতাব। ইতোপূর্বের দুইটি বই পড়ে আমরা আমরা আউটসোর্সিং জগতে যারা এসেছি, তারা এ বইটিও সংগ্রহ করবেন। বইটিতে সফলতার বিভিন্ন মন্ত্র লেখা আছে। অনুসরন করলে নিশ্চয় সফল হবেন। যারা এ অঙ্গনে কাজ করতে এসে হতাশায় ভুগছেন, তারা বইটি অবশ্যই সংগ্রহ করবেন। এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি অতি প্রয়োজনীয় বই। ফ্রিল্যান্সারদের সফলতার পাশাপাশি আমি বইটিরও সাফল্য কামনা করছি। আশা করছি লেখকের পূর্বের দুইটি বইয়ের মতোই এটিও বেস্ট সেলার বুক এর কাছাকাছি যাবে। লেখককে এমন একটি বই উপহার দেয়ার জন্য সাধুবাদ জানাই।
Was this review helpful to you?
or
বইটি আমার মত যারা আউটসোর্সিং শুরু করেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য একটি অনন্য বই। বইটিতে প্রতিটিই বিষয় অসাধারণ মুন্সিয়ানার সাথে অত্যন্ত সহজ ও সুচারুভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে অনুপ্রেরনা মুলক লেখাগুলো নতুনদের জন্য অনেক উৎসাহজনক। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ১. গ্রাফিক্স ডিজাইন ২. গ্রাফিক্স ডিজাইন শিখবেন যেভাবে ৩. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ৪. গুগল এ্যাডসেন্স ৫. গুগল এ্যাডসেন্স থেকে মাসে হাজার ডলার আয় করছি যেভাবে ৬. ফ্রিল্যান্স আউটসোর্সিং : ছাত্র-ছাত্রীদের জন্য করনীয় ৭. অনুপ্রেরণার আদর্শ : স্টিভ জবস পরিশেষে একটাই কথা বলার যারা কাজ শিখতে চান তাদের জন্য বইটি অতুলনীয়।
Was this review helpful to you?
or
গত বইমেলায় প্রকাশিত লেখকের আগের বইটি আমি পড়েছি। আউটসোর্সিং এ আগ্রহী নতুনদের জন্য বইটি পথ প্রদর্শক। একই বিষয়ের উপর প্রকাশিতব্য এই বইটিও সেই ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার বিশ্বাস। বইটি কখন পাওয়া যাবে?
Was this review helpful to you?
or
শুরু টা যেভাবে এবং শুরু করার পর,,,নামটা চমৎকার। লেখেকের আত্ববিশ্বাস পড়ে মনে হচেছ নতুন হিসাবে যারা আউটসোর্সিং শুরু করতে চায় তাদের জন্য একটি চমৎকার বই,,,,,,tnks writter
Was this review helpful to you?
or
Every man wants to earn money online.But they can't get any proper instruction.This book may be helpful to all.
Was this review helpful to you?
or
আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে বই টা আসলেই উপকারি।গত বছর আউটসোর্সিং শুরুটা যেভাবে এবং শুরু করার পর বই টা রকমারি থেকে কিনেছিলাম ।বইটিতে অতি সহজেই খুব শুন্দর করে লেখা ছিল সব বিসয়ে।এই বার আমি আনন্দিত মো. আমিনুর রহমান তার পরের বইটিতে লিখেছে কিভাবে কাজ শিখব।বইটি যারা আউটসোর্সিং সম্পর্কে কিছু জানেন না তারা খুব সহজেই জানতে পারবে।
Was this review helpful to you?
or
ব্হইটি সহজ, সরল প্রাঞ্জল ভাষায় লেখা। পড়ে মনে হবে, লেখক যেন আগে থেকেই পাঠকের মনের প্রশ্নটি জানেন। ধন্যবাদ লেখক ও প্রকাশককে।