User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাশা-আল্লাহ!
Was this review helpful to you?
or
first impression is good.
Was this review helpful to you?
or
#review_s উসূলুল ইমান" (أصول الإيمان) একটি আরবি শব্দগুচ্ছ, যার অর্থ: ঈমানের মৌলিক ভিত্তিসমূহ। ঈমানের আভিধানিক অর্থ: স্বীকৃতি দেওয়া। কোন বিষয়ে বিশ্বাসের প্রকৃতি বা ধরনের নাম হলো আকীদা, আর কোন আকীদা বা বিশ্বাসকে স্বীকৃতি দেওয়ার নাম হলো তার উপর ঈমান আনা। অর্থাৎ ইমান ও আকীদা পরস্পরের প্রতি পরস্পরের সূর্য ও আলোর সর্ম্পকের চেয়েও গভীরতম সম্পর্কিত। “হে ঈমানদারগণ! তোমরা ঈমান আন আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি এবং সে গ্রন্থের প্রতি যা আল্লাহ তাঁর রাসূলের উপর অবতীর্ণ করেছেন ও সে গ্রন্থের প্রতিও যা তার পূর্বে তিনি নাযিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর গ্রন্থসমূহ, তাঁর রাসূলগণ ও শেষ দিবসের প্রতি কুফরী করে সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো।" - (সূরা ৪; আন-নিসা ১৩৬) ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের সৌভাগ্য অর্জন করতে পারবেন না বরং তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নামে। যুগে যুগে আল্লাহ তা'আলা বহু নবী-রাসুল প্রেরণ করেছেন, তাদের মূল্য লক্ষ্যই ছিল ইমানের দাওয়াত পৌঁছানো। পুনরুজ্জীবিত করার পর কেউ বলতে পারবে না হে পরওয়ারদিগার আমাদের কেউ এ বিষয়ে অবগত করেনি। ইসলামে ঈমানের ছয়টি মূলনীতি রয়েছে- ১. আল্লাহ্র প্রতি ঈমান। ২. ফিরিশতাদের প্রতি ঈমান। ৩. আল্লাহ্র কিতাবসমূহের প্রতি ঈমান। ৪. রাসূলদের প্রতি ঈমান। ৫. আখিরাতের প্রতি ঈমান। ৬. তকদির (ভালো-মন্দ) এর প্রতি ঈমান। এগুলোকে উসুলুল ইমান বলা হয়। এই ছয়টি বিশ্বাস ইসলামের অন্যতম স্তম্ভ এবং এগুলোকে মেনে নেওয়া ইসলামের মূল বিশ্বাসের অংশ। সেই মূল বিশ্বাসের অংশগুলো ঘিরেই "উসূলুল ইমান" বইটি রচিত। . . বইটি মূল তিনটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে- ১. আল্লাহ তা'আলার প্রতি ইমান ২. ইমানের রুকনসমূহ ৩. আকিদার সাথে সংশ্লিষ্ট মাসআলা . প্রথম অধ্যায়ে: তাওহীদুর রুবূবিবিয়্যাহ (প্রভূত্বের একত্ববাদ), তাওহীদুল উলুহিয়্যাত(ইবাদাতে আল্লাহর এককত্ব), তাওহীদুল আসমা ওয়াস-সিফাত(নাম ও গুণাবলীতে আল্লাহর এককত্ব) সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তা'আলা-কে ঘিরেই এ অধ্যায়ের আলোচনা। . দ্বিতীয় অধ্যায়ে: ফিরিশতাদের উপর, আসমানী কিতাবসমূহ, রাসূলগনের উপর, আখিরাতের উপর, আল্লাহর ফয়সালা ও তাকদিরের উপর ইমান নিয়ে ধারণা দেওয়া হয়েছে। . তৃতীয় অধ্যায়ে: ইসলাম, ইমান, ইহসান, বন্ধুত্ব-শত্রুতা স্থাপন, সাহাবাদের হক তাদের প্রতি আমাদের করণীয়, মুসলিমদের ইমান ও সাধারণ মুসলিমদের প্রতি কর্তব্য, দলবদ্ধ থাকা ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার আবশ্যকতা নিয়ে সংশ্লিষ্ট মাসলা মাসায়েল প্রদান করা হয়েছে। অর্থাৎ, তিনটি অধ্যায় জুড়ে দোনিয়া থেকে আখিরাত ও জান্নাত-জাহান্নাম পর্যন্ত ইমানের উপর বিষয়ভিত্তিক ধারণা দেওয়া হয়েছে। . . বইটি পড়ার সময় কিছুটা রিডিং ব্লকে পরেছিলাম, কারণ ইমান বিষটাই অনেক সেনসেটিভ, পড়া এবং মাথায় ধারণ করা কিছুটা কষ্টসাধ্যের। আপনাদের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে এটি ধীরে ধীরে অধ্যায়ন করার মতো একটি বই। যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনার বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। আলহামদুলিল্লাহ বইটি থেকে আমি ইমানের যথেষ্ট সতেজ ধারণা পেয়েছি তাই সকলকেই বইটি সংগ্রহের জন্য অনুরোধ করব। কিছু বানানের ত্রুটি পেয়েছি, দাম অনুযায়ী পেজের মান যথেষ্ট ভালো ছিল। বইটির সর্বত্রই রেফারেন্স যুক্ত, এদিক দিয়ে অনেক ভালো হেল্পফুল বলা যায়। . . ইমান নিয়ে আমরা কতটুকুই সতর্ক আছি? আমাদের কাজ সুধু নামাজ, রোজা, হজ্জ, যাকাত পর্যন্তই সীমাবদ্ধ নয়। যথেষ্ট বিশুদ্ধ ইমানের জ্ঞান অর্জন করা ও জীবনধারাতেও তা প্রয়োগ করতে হবে (ফরজ)। কেননা- বিদ্যুৎবিহীন বাতি আর শিকড়বিহীন বট যেমন মূল্যহীন ঠিক তেমনই ইমানহীন মানব (আল্লাহর কাছে) একেবারেই মূল্যহীন। যদি ইমানই (মূল) না থাকে তাহলে আপনার কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কিন্তু আপনার যদি সরিষা পরিমাণও ইমান থাকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যদি চান তো আপনি জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করতে পারবেন। এতে বুঝা যাচ্ছে ইমান খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ একটি সম্পদ। আমি মনে করি ইমান ও আকীদা-কে বিশুদ্ধ করার সহায়ক হিসেবে উসূলুল ইমান" বইটি আপনাদের জন্য বেশ ভালো ভূমিকা রাখবে। . . . বই: উসূলুল ইমান। ভাষান্তরঃ ডা. মুহাম্মদ মানজুরে এলাহী, ডা. আবুবকর মুহাম্মদ জাকারিয়া (হাফিজাহুল্লাহ)। [পি এইচ ডি: ইসলামি বিশ্ববিদ্যালয়, মদীনা মোনাওয়ারাহ] পৃষ্ঠাসংখ্যা: ৩২০ (হার্ডকাভার) মুদ্রিত মূল্য: ৪২০৳ প্রকাশনায়: সবুজপত্র পাবলিকেশন্স . Writer: Md Shahariar Date: 11.03.25
Was this review helpful to you?
or
বইটি আকিদার জন্য একটি অনন্য বই।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটা অনেক তথ্য দেওয়া আছে কুরআন হাদিস দিয়ে ভরা প্রতিটি কথাই রেফারেন্স দেওয়া
Was this review helpful to you?
or
Alhamdulillah aqidar jonno best boi
Was this review helpful to you?
or
ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান এই বইটা ঈমানের মূলনীতি নিয়ে আলোচনা করছে।
Was this review helpful to you?
or
আকিদা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই পড়তে পারেন
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
জাযাকাল্লাহু খায়রান جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
Was this review helpful to you?
or
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ইসলামিক বিশুদ্ধ "ইমান ও আকিদা" শিখার সহজ,প্রাঞ্জল ও প্রথম সারির বইগুলোর মধ্যে অন্যতম।
Was this review helpful to you?
or
Really a good book ❣️.I will suggest everyone to this book
Was this review helpful to you?
or
বইটা খুবই ভালো
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
Very Good
Was this review helpful to you?
or
This is a very good book alhamdulila
Was this review helpful to you?
or
?
Was this review helpful to you?
or
মূল লেখকদেরই নাম নেই! কিন্তু অনুবাদকদের নাম আছে!
Was this review helpful to you?
or
মা শা আল্লাহ
Was this review helpful to you?
or
সবার পড়া উচিৎ
Was this review helpful to you?
or
ইমানের মোলিক নীতিমালা নিয়ে অসাধারণ একটা বই ড. মানজুর ইলাহি কে আল্লাহ কবুল করুন আমিন
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
Great book for aqidah
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ দারুন উপযোগী বই।।
Was this review helpful to you?
or
সেরা একটি বই,, ইমান নিয়ে জানার বাংলা ভাষার সেরা বই
Was this review helpful to you?
or
একদম সংক্ষেপে জিনিস গুলো উপস্থাপন করা হয়েছে.... নওমুসলিম দের জন্য খুবই ভালো একটা বই . তবে সাধারণ মুসলিম দের জন্য খুবই সংক্ষিপ্ত. আরো বিস্তারিত লেখা দরকার ছিল
Was this review helpful to you?
or
ফিতনার এই যুগে নিজের ঈমান ধরে রাখা মুশকিল।তার ওপর চারপাশের বিভিন্ন কথা।বহু ইতস্ততার ভেতরে এইটা এমন একটা বই যেটা মানুষের ঈমান নিয়ে ভাবতে শেখাবে।কলেবর কোন ভ্রান্ত লেখকের কিতাব নয় এইটা।উম্মতের সবচেয়ে দামী মানুষ গুলোর মধ্যে উনারা অন্যতম।প্রত্যেক মুসলিমেরই পড়া উচিত কিতাবটি।
Was this review helpful to you?
or
⦁ বইয়ের নাম: উসূলুল ঈমান। ⦁ লেখক: মদীনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আলিম। ⦁ অনুবাদক : ড.আবু বকর মুহাম্মদ যাকারিয়া ও ড.মঞ্জুরে ইলাহী। ⦁ প্রকাশনায়: সবুজপত্র পাবলিকেশন। ⦁ পৃষ্ঠা সংখ্যা : ৩৬০। ⦁ মুদ্রিত মুল্য : ২৮৫ টাকা মাত্র। . প্রারাম্ভিকা, . ঈমান হল হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম। যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গোনাহে হ্রাসপ্রাপ্ত হয়। এ প্রসঙ্গে প্রিয়নবী মুহাম্মদূর রসূলুল্লাহ (ﷺ) বলেন, "ঈমান হলো আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রসুলগণের প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস আনবে, আর তাক্বদীরের ভালমন্দের প্রতি বিশ্বাস রাখবে। --- [স্বহীহ্ মুসলিম, হা/০১] . উপরোক্ত হাদীসের আলোকে বলা যায়, আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রসুলগণের, আখিরাতের প্রতি এবং তাক্বদীরের ভালমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ‘ঈমান’। . বইটিতে যা পাবেন : . মানবজীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ, অপরিহার্য ও তাৎপর্যপূর্ণ বিষয় হলো ঈমান। কুরআন সুন্নাহ'র আলোকে ঈমানের মৌলিক কিছু উসূল রয়েছে। সেই উসূল সম্পর্কিত মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্কলারের যৌথ প্রচেষ্টার ফসল হল "উসূলুল ঈমান" নামক এই গ্রন্থখানি। আলোচ্য গ্রন্থের লিখকগন হলেন - ড. সালেহ ইবনে সা’দ আস সুহাইমী, ড. আব্দুর রাজ্জাক ইবন আব্দুল মুহসিন আল আব্বাদ ও ড. ইবরাহীম ইবন আমের আর রুহাইলী। এটি অনুবাদ করেছেন বাংলার দুই নক্ষত্র উস্তায আবু বকর যাকারিয়া ও মঞ্জুরে ইলাহী (হাফিয্বাহুমুল্লাহ)। . ইসলামে উছূলী ফের্কাবন্দীর বা বিভক্তির অধিকাংশ ক্ষেত্রে মূল কারণ হল আক্বীদাগত বিভ্রান্তি। তাই প্রথম অধ্যায়েই তাওহীদুল রুবূবিয়্যাহ, তাওহীদুল উলূহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত নিয়ে বিস্তর আলোচনা রাখা হয়েছে। . ঈমানের অবশিষ্ট রুকনসমূহ’ ও আক্বীদাহ'র সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলা’ – পরবর্তী দুটি অধ্যায়ে এর আলোচনা পেশ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে বিভিন্ন পরিচ্ছেদে ঈমানের মৌলিক বিষয়গুলো তথ্য-প্রমাণসহ বর্ণিত হয়েছে। বাংলা ভাষাভাষীদের জন্য ‘উসূলুল ঈমান’ বিষয়ক এটিই পূর্ণাঙ্গ গ্রন্থ। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলি সাবলীল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে। অনুবাদকের বানানরীতি, উপস্থাপনা এবং ভাষাশৈলী অত্যান্ত চমৎকার। সার্বিক দিক বিবেচনায় আমার কাছে বইটি সময়োপযোগী, যৌক্তিক ও জ্ঞান পিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে। . আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা গ্রন্থটির লেখক ও অনুবাদকদের উত্তম প্রতিদান দিন এবং আমাদেরকে সুরভিত ঈমানে বলীয়ান হওয়ার তাওফ্বীক দান করুন, আমীন ইয়া রাব্বাল আলামীন। . . . রিভিউ লেখক : আখতার বিন আমীর। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Was this review helpful to you?
or
ঈমানের উপর গুরুত্ব পূর্ণ একটি বই।
Was this review helpful to you?
or
ড.আবুবকর মুহাম্মদ জাকারিয়া এবং ড.মানজুরে ইলাহী বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম।
Was this review helpful to you?
or
বর্তমানের ফিতনার যুগে আপনার ইমান কখন যে হারিয়ে যাবে টেরই পাবেন না। মুসলিম হওয়ার জন্য যেসব বিষয়ের প্রতি ইমান আনা দরকার তার উপর পূর্নাঙ্গ ভাবে ইমান আনতে হবে। আর ইমানের মৌলিক বিষয়বস্তু বইটিতে বিস্তারিত পাবেন। আলহামদুলিল্লাহ ইমান সম্পর্কিত অনেক ভালো একটি বই।
Was this review helpful to you?
or
তাওহীদ বিষয়ক অনবদ্য একটি গ্রন্থ "উসুলুল ঈমান" এর বিষয়বস্তু আমাদের প্রখ্যাত ইমামদের কালজয়ী বিভিন্ন গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে,বিশেষ করে ইবন তাইমিয়্যা,ইবন আল-কায়্যিম, আব্দুল ওয়াহহাব থেকে। বিষয়বস্তুকে সংক্ষিপ্ত আকারে সহজ - সরল ভাষায় সাবলীলভাবে উপস্থাপন এ বইয়ের অন্যতম বৈশিষ্ট্য। বিস্তারিত রিভিউ:: "আমি জ্বিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি"---মহান আল্লাহর এই ঘোষণার মধ্যেই নিহিত রয়েছে তাওহীদের মূলমন্ত্র। এরই ধারাবাহিকতায় যুগে যুগে মানুষ যখন আল্লাহর একত্বের পথ থেকে সরে গেছে, আল্লাহ তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য মানুষের মধ্য থেকে নবী -রাসূল পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুওয়াত লাভের পর টানা তেরটি বছর মানুষকে শুধু আল্লাহর একত্ববাদ গ্রহণ ও তাদের আক্বীদাহ-বিশ্বাস সংশোধনের প্রতি আহবান জানাতে থাকেন।কেননা, এটাই মূলভিত্তি। এর পর থেকে আজ পর্যন্ত সকল সত্যপন্থী সংস্কারগন সমাজকে বিনির্মানের ক্ষেত্রে আম্বিয়া কেরামের এই আদর্শই অনুসরণ করেছেন। বর্তমানে নাস্তিক্যবাদ, সূফিবাদ, বৈরাগ্যবাদ, কবর পূজা এবং নানা রকম ভ্রান্ত বিদআতি মতবাদের ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছে। বিশুদ্ধ আক্বীদাহ জ্ঞান না থাকলে এ সব বিকৃত ও বিপদজনক মতবাদগুলো নির্ঘাত আমাদের গ্রাস করে ফেলবে।তাই, ইসলামের আসল উৎসগ্রন্থের আলোকে মুসলিমদের বিশুদ্ধ আক্বীদাহ জানানোর মহান প্রয়াসকে সামনে রেখে রচিত অত্র পুস্তকটি।
Was this review helpful to you?
or
যে ক'জন উচ্চ শিক্ষিত ও নির্ভরযোগ্য আলেম এদেশে আছেন তাদের মধ্যে শাইখ ডঃ মানজুরে এলাহি হাফিযাহুল্লাহ অন্যতম। এ বই সকল মুসলমানের একবার হলেও পড়া উচিত বলে আমি মনে করি। ফিতনার সময় যখন বেশিরভাগ মানুষই ইমানের মৌলিক বিষয় সম্পর্কে অজ্ঞ তখন ইসলামের ইল্ম পিপাসুদের জন্যে এই বই এক অমিয় সুধা।