User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By 880****314

      12 Jun 2024 12:35 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারন একটি বই।। ৫ম সিরিজের অপেক্ষায় আছি।। প্লিজ দ্রুত বের করে পাঠক মনের পিপাসা মেটান।।

      By MD. KAMRUZZAMAN

      27 Apr 2022 10:13 PM

      Was this review helpful to you?

      or

      good

      By MD ASADUL ISLAM

      21 Apr 2022 04:44 PM

      Was this review helpful to you?

      or

      আমার কাছে মোটামুটি ভালো লেগেছে।

      By md giasuddin

      27 Mar 2022 12:34 AM

      Was this review helpful to you?

      or

      খুবই ভালো লাগলো বইটি পড়ে। এই বইটি তে এক অজানা ইসলামিক ইতিহাস তুলে ধরা হয়েছে।

      By Shakil Ahmed

      14 Oct 2019 01:01 PM

      Was this review helpful to you?

      or

      ভালোলাগার একটি বই। তৎকালীন হিন্দু সমাজের নির্যাতিত সমাজ ব্যবস্থার কথা ফুটে উঠেছে। বিমলা যার উত্তম সাক্ষী। অপর দিকে বিমলা, কামিনীরা ইসলামের অমীয় সূধা পান করে এক নতুন জিবনের সূচনা করে। হিন্দু সমাজের বিপরীতে মুসলিম সমাজের আদর্শ ও চিন্তাচেতনার পার্থক্য ফুটে ওঠে বইটিতে। অসাধারণ একটি আশ্রিত উপন্যাস।

      By farjana jalal jibon

      13 Sep 2019 06:40 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারন একটি বই..আমার কাছে গতানুগতিক কাহিনি খুব একটা ভাল লাগে না..এই বই টা মুলত ইতিহাস আশ্রিত..ষোড়শ শতাব্দীর সেই হিন্দু মুসলমানদের দন্দ আর হিন্দু ধর্মের আড়ালে যে নৃসংশতা ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি ই অসাধারণ। আর ফুটে উঠেছে নারী শক্তি।নারী যা চাইলেই ঘুরে দাড়াতে পারে এই উপন্যাস এ তা আলোর ঝিলিক এর মত ফুটে উঠেছে।

      By Asifujjaman Sotej

      23 Oct 2024 07:36 PM

      Was this review helpful to you?

      or

      এইটা কোনো ইসলমিক উপন্যাস ভাবতেই লজ্জা করছে, এই বইয়ের ২ টা জিনিস খুবই জঘন্য লেগেছে- ১. পায়ে চুমু খাওয়া( যা স্পষ্ট বিদাত ও গুনাহ এবং ২. মুসলিম রাজারা ননমাহরাম মেয়েদের হাত ধরছে, বুকে জড়িয়ে ধরছে। এইসব কি ভাই? ইসলামে এইসব কীভাবে পান? এইসব ভন্ডামি ছাড়া কিছুই না। কাহিনী ভালো, কিন্তু কোনো ইসলামিক শিক্ষা নেই।

      By Md Hafijul Islam

      10 Sep 2022 09:06 AM

      Was this review helpful to you?

      or

      সুন্দর একটি সিরিজ

      By Md Mahmudullah

      26 Jul 2019 11:33 AM

      Was this review helpful to you?

      or

      লেখক বইটি এতো মনোমুগ্ধকর ও চমৎকার ভাষায় লিখেছেন তা নিঃসন্দেহে যেকোনো পাঠককে আকৃষ্ট করবে। বইটি পড়লে আমরা জানতে পারবো দেবতার নামে পূজারীরা কিভাবে নারীদের সম্রম নষ্ট করেছে এবং মুসলীমদের বীরত্ব গাথা ইতিহাস। মুসলিম গনের ন্যায়পরায়নতার দৃষ্টান্ত। ন্যায়পরায়ন হিন্দু রাজকুমারী এবং মুসলমানদের সহযোগিতা এবং অপরিসীম ভালবাসার দৃষ্টান্তও প্রতিফলিত হয়েছে। সবাই পড়ে দেখবেন। খুবই ভালো লাগবে।

      By TOKI TAHMID

      21 Apr 2018 07:37 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারন ভাল লাগার একটি বই। ইতিহাসকে কিভাবে ঘটনা থেকে তুলে এনে চেতনার মাঝে স্থান দেয়া যায়, এ বইয়ে লেখক তাই ফুটিয়ে তুলেছেন। বইয়ের প্রচ্ছদ খুবই আকর্ষণীয়। বাধাই বেশ ভালো মানের।সব মিলিয়ে পড়ার মত একটি বই।

      By Amir Khasru

      15 Mar 2023 05:00 PM

      Was this review helpful to you?

      or

      অনুবাদক জনাব আবুল কালাম সিদ্দিক একাধারে একজন লেখক,সফল অনুবাদক, সাংবাদিক, কলামিস্ট, ইসলামি চিন্তাবিদ ও সর্বোপরি একজন মেধাবী শিক্ষক। পেশাগত কারণে লেখকের সাথে আমার পরিচয় ও সখ্যতা। সম্পুর্ন আরবি শিক্ষায় শিক্ষিত হয়েও একজন মানুষ কতটুকু গবেষণা ও পড়াশোনা করলে এমন সাবলীল ও সুখপাঠ্য অনুবাদ করতে পারেন তার জ্বলজ্বলে উদাহরণ হচ্ছেন আবুল কালাম সাহেব। ঐতিহাসিক পটভুমির উপর নির্মিত উপন্যাস খানা উনি খুবই সুন্দর ও প্রাঞ্জল ভাষায় অনূদিত করেছেন। উনার ভাষা শৈলী, শব্দচয়ন বাক্য অলংকার ব্যবহার আমায় মোহিত করেছেন।

      By Asif Ahammad Rahat

      17 Apr 2022 02:33 AM

      Was this review helpful to you?

      or

      বইগুলো সত্যি অসাধারণ ছিলো। আমার পড়া অন্যতম সেরা ঐতিহাসিক সিরিজ উপন্যাস। লেখক গল্পের প্রতি মোড়ে মোড়ে রোমাঞ্চ, প্রকৃতির নিষ্ঠুরতা, প্রেম,যুদ্ধ ও ঐতিহাসিকতার অভূতপূর্ব মিলন ঘটিয়েছেন।

      By Abdul Majed

      20 Sep 2019 12:08 AM

      Was this review helpful to you?

      or

      রকমারি বুক রিভিউ। ১৯-০৯-২০১৯ বইয়ের নামঃরাজকুমারী - ১ : দ্য সিক্রেট অব দ্য টেম্পল। এই বইটি রাজকুমারী সিরিজের প্রথম বই।অসম্ভব ভালো লাগা মিশে গেছে এই বইটিতে। শুধু মাত্র রিভিউ দি য়ে বইটির ছায়া ফুটিয়ে তোলা কি সম্ভব??? মনগড়া এক প্রথা ভেঙ্গে বঙ্গ-বিহার-আসামের আকাশে উদিত হয় এক নতুন সুর্য। সত্যের এক নতুন সুর্যদয়। যে সত্যর ঝান্ডা হাতে নিয়ে আল্লাহ র তরফ থেকে দ্বিগবিজয়ী হয়ে উদিত হয় এক জাতি।

      By Harun-Ar-Rashid

      10 Jul 2019 09:54 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_রিভিউ_প্রতিযোগিতা_জুন ? রিভিউ ? সাম্প্রদায়িকতা আর ঘৃণার অনলে যখন জ্বলছে মানবতার দেয়াল, ধর্মীয় গোঁড়ামির অনলে যখন পুড়ে অঙ্গার হয়ে গেছে লাখ লাখ বনি আদম, বিদ্বেষের অনলে যখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে শত সহস্র বাড়ি ঘর, ঠিক তখনই ষোড়শ শতকে ত্রাতা হয়ে বাংলা-বিহার-উড়িষ্যার আকাশে উদিত হয় সুলতান আলি কুলি খান, নাদের খান, শেখর, ফিরোজ খান, সাইয়িদ হায়দার ইমামসহ আরো অনেকে। প্রশস্ত বাহুর অধিকারী এ যোদ্ধারা জমিনের যে প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করে সে জমিনের প্রশস্ততা যেন মাথা নুইয়ে দেয় তাদের চরণতলে। এদের কারো তরবারি কোষমুক্ত হলে মেঘের আড়ালে লুকিয়ে থাকা বিজলীরা যেন আত্মগোপন করে গহিন অন্ধকারে। পাহাড়ের মতো অটল তাদের দৃঢ়তা। এই জানবাজ মুজাহিদদের কপালে সর্বদা লেগে থাকে সফলতার আলোকরশ্মি। সূর্যের কিরণের চেয়েও অধিক তেজি যার রশ্মি। এ যেন এক অনবদ্য ইতিহাসের চিত্তাকর্ষক উপাখ্যান। চেপে রাখা ইতিহাসের এক মোড়ক উন্মোচন। বাংলা-বিহার-উরিষ্যার সুরম্য অতীত আর ঝঞ্ঝাবিক্ষুব্ধ লড়াইয়ের দাস্তান প্রাঞ্জল ভাষায় বর্ণিত হয়েছে এ গ্রন্থে। এটি কেবলই একটি উপন্যাস নয়, এ গ্রন্থটি এমনই এক ইতিহাসের জানান দিয়ে গেছে যে ইতিহাস এ যাবৎ রচিত হয়নি ইতিহাসের গ্রন্থমালায়। "দ্য সিক্রেট অব দ্য টেম্পল" উপন্যাসে ষোড়শ শতকের বাংলার সুলতান আলি কুলি খানের বীরত্ব আর শৌর্যের কীর্তিগাথা ইতিহাসের মোড়ক উন্মোচন করেছেন লেখক সাহসী কলমের খোঁচায়। পাশাপাশি লেখক ফুটিয়ে তুলেছেন বাংলার বুক থেকে ইসলাম ও মুসলমানদের চিরতরে মুছে ফেলার এক করুণ ইতিহাস। এ যেন ইসলামের এক বিজয় নিশান স্বরূপ। "দ্য সিক্রেট অব দ্য টেম্পল" গ্রন্থ ইনসানিয়্যাতের ঝান্ডাকে উড্ডীন করেছে সদর্পে। সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবপ্রীতির বন্ধনকে তুলে ধরেছে সবকিছুর উর্ধ্বে। এ গ্রন্থের একদিকে রয়েছে উলঙ্গ লালসার অট্টহাসি, অন্যদিকে রয়েছে উৎপীড়িতের নিঃশব্দ ক্রন্দন। এ যেন শূণ্যতার মাঝে দেহহীন অস্তিত্বের এক আশ্চর্য আখ্যান। উপন্যাসটি পড়ার সময় অনেক বেগ পেতে হয়েছে। ভাষার কাঠিন্য বা কাহিনীর জটিলতার জন্য নয়, ধর্মীয় উপাসনালয়ের পুরুষ নামের হিংস্র হায়েনাদের নির্লজ্জ নির্দয় রূপের বর্ণনা পড়তে। দেবী বানানোর লোভ দেখিয়ে ধর্ষকামী-প্রতারক-উত্যক্তকারী আসাম রাজার বেহায়াপনার দৃশ্যপটের চিন্তা করতে। স্তম্ভিত হয়েছি ধর্মের নামে ভন্ডামির কথাগুলো অনুধাবন করে। লড়াই, রাজ্য, ষড়যন্ত্র, প্রেম, ভালোবাসা, বিরহ, অশ্রু আর যুদ্ধদিনের জমাট কাহিনী লুকিয়ে আছে রাজকুমারী-১ "দ্য সিক্রেট অব দ্য টেম্পল" এর পরতে পরতে। একটি রোমহর্ষক ঐতিহাসিক উপন্যাস হলেও এই বইয়ের আবেদন আমার মতে সময়োপযোগী। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান নবপ্রকাশ এর অবদান উল্লেখ করার মতো। একটি বানানও ভুল পাইনি পুরো বইটিতে। তাছাড়া কাগজ আর ছাপার কাজ গুলো ছিলো অত্যন্ত নিঁখুত ও প্রাণবন্ত। রেটিং ৫/৫ বই : দ্য সিক্রেট অব দ্য টেম্পল অনুবাদ : কাজি আবুল কালাম সিদ্দীক মূল্য : ৩০০ টাকা প্রকাশনী : নবপ্রকাশ পৃষ্টা : ২৬২ ? বই হউক বারোমাসি, বইয়ের সাথেই হউক আজন্ম সখ্য ?

      By Sajid Al Aman

      21 Aug 2022 01:12 PM

      Was this review helpful to you?

      or

      বইটি ভালো লেগেছে। তবে কিছু ব্যাপার যেমন রাজাদের নারীদের ভোগের চিত্রগুলো বিশেষভাব ফুটিয়ে তোলা হয়েছে। যা একদম ভালো লাগেনি। আর মুসলিম নেতাদের হিন্দু মেয়েদের ব্যাপারে অতিরঞ্জন মহাব্বত জড়িয়ে ধরা, বুকে নেয়া এগুলো আদৌ তাঁরা করেছেন কিনা কে জানে। এগুলো অতিরঞ্জন মনে হয়েছে। মুল লেখক থেকে অনুবাদের সময় অনুবাদকের এসব ব্যাপারগুলো একটু সাজিয়ে গুছিয়ে লেখা উচিত ছিল বলে আমি মনে করি।

      By murad

      03 Nov 2017 04:22 AM

      Was this review helpful to you?

      or

      এ এক অনবদ্য ইতিহাসের চিত্তাকর্ষক উপাখ্যান। এক চেপে রাখা ইতিহাসের মোড়ক উন্মোচন। উপন্যাসটি শুরু একজন নারীর করুন দুঃখগাঁথা কাহিনী দিয়ে। বিমলা দেবী। ভদ্রেক নামক ছোট্ট এক গ্রামের রাম দাসের কন্যা। রূপে গুনে অনন্যা বিমলা জগন্নাথ মন্দিরে আরতি ও অর্চনার মেলায় ধর্মীয় অনুষঙ্গ হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে গমন করে বান্ধবী কামিনীর সাথে। আসাম, ভুটান, নেপাল, বাংলা ও হিন্দুস্থানের দূর-দূরান্ত থেকে হাজার হাজার তীর্থযাত্রী নিজ নিজ কুমারী কন্যাদের নিয়ে সমবেত হয় এই জগন্নাথ মন্দিরে। উদ্দেশ্য জগন্নাথ দেবতার পূজা অর্চনা করা। নিয়ম মত শত শত সুন্দরী কন্যাদের মধ্য থেকে বিমলাকে সেরা সুন্দরী কন্যা হিসেবে বাছাই করা হয় এবং দেবতা ভগবানের দেবী হিসেবে মুল্যবান মুকুট পরানো হয়। বিমলা জানতো সে শুধুই দেবতার দেবী হিসেবে আগামী একবছরের জন্য জগন্নাথ দেবী রূপে নিযুক্ত হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে বিমলা অনুভব করে তার ওপর শারীরিক অত্যাচার হচ্ছে এবং মন্দিরের মহাত্মা ও মহাদেব উভয়ই জগন্নাথ দেবতার অবতার হিসেবে নিজেদের দাবি করে রাতভর পাশবিক অত্যাচার চালায়।বাংলা-বিহার-উড়িষ্যার সুরম্য অতীত আর ঝঞ্ঝাবিক্ষুব্ধ লড়াইয়ের দাস্তান প্রাঞ্জল ভাষায় বিবৃত হয়েছে এ গ্রন্থে। এ গ্রন্থ কেবল একটি উপন্যাস নয়, এ গ্রন্থ এমন এক ইতিহাসের জানান দিয়ে গেছে- যে ইতিহাসের তালাশ ছিলো না বহুদিন ইতিহাসের পাতায়। ষোড়শ শতকের বাংলার সুলতান আলি কুলি খানের বীরত্ব আর শৌর্যের কীর্তিগাথা যেমন মোড়ক খুলেছে সাহসী কলমে, তেমনি মুখোশ উন্মোচিত হয়েছে সেইসব লোকদের, যারা একদিন বাংলার বুক থেকে মুছে দিতে চেয়েছিলো ইসলাম ও মুসলমানিত্বের পরিচয়। এ গ্রন্থ মুলকে বাঙলায় ইসলামের এক বিজয় নিনাদ। এ গ্রন্থ ইনসানিয়্যাতের ঝাণ্ডাকে উড্ডীন করেছে সদর্পে। সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবপ্রীতির বন্ধনকে তুলে ধরেছে সবকিছুর ঊর্ধ্বে। লড়াই, রাজ্য-রাজা, ষড়যন্ত্র, প্রেম, ভালোবাসা, বিরহ, অশ্রু আর যুদ্ধদিনের জমাট কাহিনি সাজানো আছে ‘রাজকুমারী’র পরতে পরতে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!