User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘একুশের পর বাঙালীর যেন নতুন জন্ম ঘটে, চেতনায় ও সৃজনশীলতায় নতুন এক দিগন্তের সাক্ষাৎ পায় বাঙালী। সাহিত্যের অন্য শাখার তুলনায় কবিতাই হয়ে ওঠে বাঙালীর সৃজন-বেদনার প্রিয় ক্ষেত্র। ওই দশকে, একসঙ্গে এত কবির আবির্ভাব, এত কবিতা, সম্ভবত আর কখনও লেখা হয়নি। ভাষা-আন্দোলনের অভিঘাতই বাংলাদেশের কবিতার বাঁকবদল ঘটিয়েছে, অভূতপূর্ব রূপান্তর ঘটেছে বাংলাদেশের কাব্যভাষার।’ ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করলে সে মিছিলে পুলিশ গুলি চালায়। সালাম, রফিক, বরকতদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। এ খবরে সারা দেশে ওঠা প্রতিবাদের ঝড়ে শামিল হন কবিরাও। একুশের ঘটনার প্রতিক্রিয়ায় প্রথম কবিতা রচিত হয় চট্টগ্রামে। কবিতার বজ্রশাব্দিক দাবি সেদিন হয়ে উঠেছিল সমগ্র বাঙালী জাতির দাবি। কবিতার মাধ্যমেই আছড়ে পড়ল ক্ষোভ, দুমড়ে মুচড়ে দিতে চাইল সকল অন্যায় অবিচার।ভাষাপ্রেমে বাঙালী পরীক্ষিত জাতি। হাজার বছরের বাঙালীর জীবন প্রবাহে যেসব আন্দোলন, সংগ্রাম, গৌরবগাথা অগ্রগণ্য, নিঃসন্দেহে বিংশ শতাব্দীর ভাষা আন্দোলন তার একটি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববাসী বিস্মিত হয়ে আছে বাঙালীর ভাষাপ্রীতিতে, বাঙালীর মহিমায়। ভাষার জন্য আত্মত্যাগ বাঙালীকে বিশ্বের মানুষের কাছে আদর্শিক স্থানে দৃষ্টান্তরূপে প্রতিস্থাপন করে সক্ষম হয়েছে। তহসিনা এ্যানির লেখা ‘নাটাই ছাড়া ঘুড়ি’ ঠিক তেমনি একটি বই। বইটি পড়লে শুধুমাত্র ভাষা আন্দোলনই নয়, বাংলার রূপও দেখা যাবে। বইটির একটি কবিতা ‘ভাষার গান’- ভালবাসি বাংলার মাটি/বাংলা ভাষার গান/দুখিনী মার সোঁদা গন্ধ/বকুল ফুলের ঘ্রাণ। এরকম আরও অনেক চমৎকার দেশাত্মবোধক কিছু কবিতা পাওয়া যাবে বইটিতে।
Was this review helpful to you?
or
কবিতায় ভাষা-আন্দোলনের প্রভাব সম্পর্কে আহমেদ মাওলার মুল্যায়ন- ‘একুশের পর বাঙালীর যেন নতুন জন্ম ঘটে, চেতনায় ও সৃজনশীলতায় নতুন এক দিগন্তের সাক্ষাৎ পায় বাঙালী। সাহিত্যের অন্য শাখার তুলনায় কবিতাই হয়ে ওঠে বাঙালীর সৃজন-বেদনার প্রিয় ক্ষেত্র। ওই দশকে, একসঙ্গে এত কবির আবির্ভাব, এত কবিতা, সম্ভবত আর কখনও লেখা হয়নি। ভাষা-আন্দোলনের অভিঘাতই বাংলাদেশের কবিতার বাঁকবদল ঘটিয়েছে, অভূতপূর্ব রূপান্তর ঘটেছে বাংলাদেশের কাব্যভাষার।’ ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করলে সে মিছিলে পুলিশ গুলি চালায়। সালাম, রফিক, বরকতদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। এ খবরে সারা দেশে ওঠা প্রতিবাদের ঝড়ে শামিল হন কবিরাও। একুশের ঘটনার প্রতিক্রিয়ায় প্রথম কবিতা রচিত হয় চট্টগ্রামে। কবিতার বজ্রশাব্দিক দাবি সেদিন হয়ে উঠেছিল সমগ্র বাঙালী জাতির দাবি। কবিতার মাধ্যমেই আছড়ে পড়ল ক্ষোভ, দুমড়ে মুচড়ে দিতে চাইল সকল অন্যায় অবিচার।ভাষাপ্রেমে বাঙালী পরীক্ষিত জাতি। হাজার বছরের বাঙালীর জীবন প্রবাহে যেসব আন্দোলন, সংগ্রাম, গৌরবগাথা অগ্রগণ্য, নিঃসন্দেহে বিংশ শতাব্দীর ভাষা আন্দোলন তার একটি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববাসী বিস্মিত হয়ে আছে বাঙালীর ভাষাপ্রীতিতে, বাঙালীর মহিমায়। ভাষার জন্য আত্মত্যাগ বাঙালীকে বিশ্বের মানুষের কাছে আদর্শিক স্থানে দৃষ্টান্তরূপে প্রতিস্থাপন করে সক্ষম হয়েছে। তহসিনা এ্যানির লেখা ‘নাটাই ছাড়া ঘুড়ি’ ঠিক তেমনি একটি বই। বইটি পড়লে শুধুমাত্র ভাষা আন্দোলনই নয়, বাংলার রূপও দেখা যাবে। বইটির একটি কবিতা ‘ভাষার গান’- ভালবাসি বাংলার মাটি/বাংলা ভাষার গান/দুখিনী মার সোঁদা গন্ধ/বকুল ফুলের ঘ্রাণ। এরকম আরও অনেক চমৎকার দেশাত্মবোধক কিছু কবিতা পাওয়া যাবে বইটিতে।