User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"নাজমা পারভিন" আমাদের নাজমা,,,,, তার কবিতার বইটি গতকাল হাতে পেলাম & এক রাতেই পড়ে শেষ করলাম।চমৎকার তার চিন্তা ভাবনা এবংদূরদৃষ্টিসম্পন্ন একজন মানুষ। তার বইটি পড়তে পড়তে মৌসুমী ভৌমিকের একটি গানের লাইনই বার বার মনে পড়ছিল,,"আমি যা দেখি,তুমি তা দেখো কি!আমি যা ভাবি তুমি তা ভাবো কি!আমি যা শুনি তুমি তা শুনো কি!!!!!সত্যি বলছি "নাজমা পারভিন"যা দেখে,যেভাবে দেখে,সে যা ভাবে,যেভাবে ভাবে,সে যা শুনে,যেভাবে শুনে আমি বা আমরা সেভাবে দেখতে,ভাবতে এবং শুনতে কখনোই পারিনা,,,,তাইতো নাজমা পারভিন লেখিকা আর আমার মত অধম পাঠকই রয়ে গেলাম। তরে নাজমা পারভিনের মত লেখিকার জন্য আমি সারা জীবন পাঠক থাকতেও রাজি। নাজমা,তোর জন্য অনেক অনেক শুভ কামনা,,,,আরো অনেক বড় লেখিকা হবি তুই এই কামনা সর্বদা,সব সময়।তোর সততা আমি অাগেই দেখেছি,এবার তোর লেখনীর সাথে পরিচিত হয়ে ধন্য হলাম। আমি তার ফেসবুক পাঠক ছিলাম,,,এবছর বইমেলায় আমার প্রমোশন হলো।আমি নাজমার বইয়ের পাঠক হলাম। নাজমা পারভিনের"অদ্ভূত এইসব হালচাল" বইটি আমার অদ্ভূত ভালো লেগেছে,,,,
Was this review helpful to you?
or
‘দূরবাসিনী’ নাজমা পারভিন এর লিখা একটি কবিতার বই । নাজমা পারভিন এর পৈত্রিক বাড়ি মাগুরার মোহাম্মদপুরের নিভ্রত পল্লী তে । জন্ম খুলনার ডুমুরিয়ায় ১৯৮৫ সালের ৩ আগস্ট । বাবার সরকারী চাকরি করার সুবাদে তিনি বেশ কয়েকটি জেলাতে বেড়ে উঠেছেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন । পড়াশোনা চলাকালীন অবস্থায়ই তিনি কবিতা লেখার শুরু করেছেন । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের অক্টোবর মাসে । বইটির প্রকাশনা সংস্থা মুক্তভাষ ফাউন্ডেশন । বইটির প্রচ্ছদ করেছেন তারিক ফেরদৌস খান । দূরবাসিনী বইটি লেখিকার লেখা দ্বিতীয় কবিতার বই । তার লিখা প্রথম কবিতার বই অদ্ভুত এইসব হালচাল ব্যাপক জনপ্রিয় বই হয়েছিল । লেখিকার লিখা কবিতা ও ছড়ার বই ব্যাপক সমাদৃত । কর্মজীবনে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে কর্মরত আছেন । লেখিকা ছোট ছোট অর্থবহ কবিতা দিয়ে তার বই সাজিয়েছেন । তার লিখা কবিতাগুলো ছোট ছোট কিন্তু প্রচন্ড অর্থবহ হয়ে থাকে । প্রথম বইটি তে সমাজের নানা অসঙ্গতি নিয়ে লিখে থাকলেও এই বইটি তে তিনি প্রেমের অর্থাৎ রোমান্টিক কবিতা দিয়ে সাজিয়েছেন , কবিতাগুলো এর লাইনে লাইনে অর্থবহ কথা ও তালের অসাধারন সমন্বয় দেখা যায় । প্রতিটি কবিতাই ব্যতিক্রমধর্মী । গতানুগতিক কবিতার চর্চা থেকে সাহস করে তিনি কবিতা লিখেছেন যার জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য । প্রতিটি কবিতার জন্য যথোপযুক্ত নাম নির্বাচন করে তিনি যুক্ত করেছেন যা কবিতার মান বোঝার জন্য যথেষ্ট । প্রথম কবিতা দূরে দূরে রই থেকে শুরু করে শেষ কবিতা তবু তুমি আছো এর মধ্যে সকল কবিতাই কবিতা প্রেমী ও বিশেষ করে রোমান্টিক কবিতা প্রেমী পাঠক দের কাছে ভালো লাগবে সেইটা নির্দিধায় বলা যায় ।