User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#Book_Review #দ্য_আলকেমিস্ট #লেখকঃ #পাউলো_কোয়েলো #ভাষান্তরঃ #অনুপ_সাহা #প্রকাশনীঃ #ঐশী_পাবলিকেশন্স এই বইটা নিয়ে আমার প্রথম কথা হচ্ছে বইটি কেন পড়বেন? সবকিছুর পেছনে কারন থাকে। এই যে বইটি কেন পড়বেন? তাঁর কারনও আমার কাছে আছে। সবাই হয়তো এই বইয়ের মূল চরিত্র এক রাখাল যুবক যার নাম সান্টীয়াগো এর মত নয়। কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখি, অজানাকে জানতে চাই, রহস্যময়তার দিকে আমাদের সবার আকর্ষণ। এই রাখাল যুবক কিভাবে খুব সাধারনভাবে তাঁর স্বপ্ন পুরন করলো, অজানাকে কিভাবে জানলো এবং রহস্যময়তার দিকে তাঁর আকর্ষণ অনুভব করলো তা পড়ে আমি অনেক অবাক হয়েছি। বইটা পড়ে জানলাম আসলেইতো “আমরা যখন কোন কিছু চাই, তখন সেটা পূর্ণ করতে সারা পৃথিবী আমাদের সাহায্য করে”। আর এ কথাটার সাথে আমি নিজেও পরিচিত। হয়তো আমরা অনেকেই তা অনুধাবন করতে পারি আবার হয়তো পারিনা। সান্টীয়াগো তাঁর ভাগ্যকে বোঝার চেষ্টা করেছিলো এবং তা খুব সহজ সাবলীল ভাবে। সে ভাগ্যের শেষ না দেখা অব্দি কখনো নিরাশ হয়নি। তাঁর ভাগ্যের শেষ দেখার বর্ণনা আমাকে আরো অবাক করেছে। আলকেমিস্ট কি? কারা এই আলকেমিস্ট? তাদের উদ্দেশ্য কি? সব কিছুর জবাব পাবেন এই বইতে। বইটি পড়তে পড়তে আপনি হারাবেন ভাগ্য অনুসন্ধানে অনবদ্য এক যাদুকরি বালকের বেশে। যেন মনে হবে আপনি সত্যি সত্যি এক অনুসন্ধানে নেমেছেন যার শেষ না করে কিছুতেই আপনি শান্ত হবেন না। #আমার_শেষ_কথাঃ আরো কিছু কথা বলা যেত কিন্তু বই এর ভিতরে আপনাদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। #আসলেই_জীবন_তাদের_কাছে_উদার_যারা_তাদের_ভাগ্যকে_অনুসন্ধান_করে। এই বইটি আমাদের এই শিক্ষা দেয় যে, বলতে গেলে, খুব কম মানুষই আছেন যারা হৃদয়ের কথা বোঝার মত প্রয়োজনীয় জ্ঞান, জীবন পথের সমস্ত শুভ লক্ষন এবং স্বপ্নকে বুঝতে পারে। তো আর দেরি না করে আমি যা বললাম তাঁর থেকেও বেশি এই বইটা উপভোগ করতে চাইলে সম্পূর্ণ বইটি পড়ে ফেলুন।
Was this review helpful to you?
or
‘দ্য আলকেমিস্ট’ আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বাধিক বিক্রিত পাউলো কোয়েলো এর লেখা অসাধারন একটি অনুপ্রেরনা মুলক উপন্যাস , বইটি কে ভাগ্য অনুসন্ধানের অনবদ্য এক জাদুকরী উপন্যাস বলা হয়ে থাকে । লেখক পাউলো কোয়েলোর জন্ম ব্রাজিলে । তিনি তার অসাধারন লেখালেখির মাধ্যমে অনেক দ্রুত প্রসিদ্ধি লাভ করেন । এছাড়াও বর্তমান বিশ্বে সর্বাধিক পঠিত লেখক হিসেবে স্বীকৃতি অর্জন করেন । তিনি তার জীবনে বহু অনুপ্রেরনা মুলক বই লিখেছেন । এর স্বীকৃতি স্বরুপ তিনি বহু আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন । তার লেখা অন্যতম সেরা বই দ্য আলকেমিস্ট বইটি বাংলাতে অনুবাদ করেছেন অনুপ সাহা । তিনি ১৯৬২ সালে যশোরে জন্মগ্রহন করেছেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষাতত্বে এম এ ডিগ্রি লাভ করেন । এই পর্যন্ত তার দুইটি গল্পগ্রন্থ ও পাচটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে । তার অনুবাদ করা দ্য আলকেমিষ্ট প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় ঐশী পাবলিকেশন্স প্রকাশনী থেকে । প্রচ্ছদ করেছেন জাহাঙ্গীর আলম । এইরকম বই যুগে যুগে আসে । বইটি পড়লে পাঠকের জীবন বদলে যেতে পারে । বইটি পৃথিবী জুরে ২০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে । উপন্যাস টি সান্টিযোগো নামের আব্দুলেশিয়ান অঞ্চলের এক রাখালের কাহিনী । যে একদম শুন্য হাতে তার ভাগ্য অনুসন্ধানে মিশরের মরুভুমি তে রত্নভান্ডার আবিষ্কার করতে ভ্রমন করতে শুরু করে । বাড়ি স্পেন দেশে ,তার যাত্রা পথে তার সৌভাগ্য হয় একজন আলকেমিষ্ট এর সাথে সাক্ষাত হওয়ার । এরপর কি হয় জানার জন্য পড়তে হবে বই টি । বইটি পাঠক দের কাছে অসাধারন লাগবে এইটা নিশ্চিত এবং বইটি পড়ে পাঠকরা প্রচুর অনুপ্রেরনা পাবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে সেটিও অবশ্যই বলা যায় । center a href="https://www.mahtab.online/browse-coupons/" Browse Coupons | Mahtab.Online - Best Coupon Site /a /center
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারন একটা বই।যা জীবনে এগিয়ে যেতে অনুপ্রানিত করে,হতাশা থেকে মুক্ত হতে সাহায্য করে।
Was this review helpful to you?
or
বইটির অনুবাদ টা খুব একটা ভালো লাগে নি।ফিলসফি টা অনুবাদে ঠিক ফুটে ওঠে নি।তবে ফিলোসি টা বেশ চমঠকার!
Was this review helpful to you?
or
পাওলো কোয়েলহোর লেখা "দ্য আলকেমিস্ট" বিশ্ব বিখ্যাত একটি উপন্যাস। ব্যক্তিগত জীবন বদলে দেওয়ার পিছনে এই উপন্যাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপন্যাসে দেখা যায় সান্তিয়াগো নামের স্পেনে জন্ম গ্রহণ করা এক কিশোর স্বপ্নে পাওয়া গুপ্তধনের সন্ধানে দীর্ঘ পথ পায়ে হেঁটে পারি দিতে। সাথে মেষ পাল নিয়ে সে এক পর্যায়ে মিশরে পৌছে যায়! মিশরে পৌঁছানোর পর তার সাথে দেখা হয় এক আলকেমিস্টের। দীর্ঘ উপন্যাসে তার পথপদর্শনে এক সময় তার ভিতরে থাকা আধ্যাত্বিক ক্ষমতায় গুপ্তধনের সন্ধান পায়। এটি পাওলো কোয়েলহোর লেখা একটি রূপকধর্মী উপন্যাস। যা মানুষের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব বিস্তারে সহায়ক।
Was this review helpful to you?
or
☆☆☆☆☆
Was this review helpful to you?
or
ভালো লেগেছে তবে যতটা আশা করেছিলাম তার ছেয়ে কম উপভোগ করেছি। Personal Rating : 7/10
Was this review helpful to you?
or
Books rating 5. Translation 2.5 Printing 2.5
Was this review helpful to you?
or
অনুবাদ ভালো নয়। খুবই রোবটিক ছিলো অনুবাদ
Was this review helpful to you?
or
এক কথায় "টোটাল গারবেজ"। অনুবাদের জন্যও কিছু যোগ্যতা লাগে। কিনলে পস্তাবেন।
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ শিক্ষিত যুবক হয়েও ভ্রমণের উদ্দেশ্যে রাখালের মতো মেষ নিয়ে শুরু হয় সান্টিয়াগোর যাত্রা।ভ্রমণকালে যাত্রাপথে জিপসির কাছ থেকে তার বারবার দেখা সপ্নের ব্যাখ্যা শোনে শুরু হয় তার অনুসন্ধান।"স্বপ্ন হলো ঈশ্বর এর বাণী আর সবকিছুরই কোন না কোন মূল্য আছে"-তাই তার হৃদয়ে গেথে যাই মিশরের সেই গুপ্তধন পাওয়ার তীব্র ইচ্ছা।এরপর থেকেই শুরু হয় তার যাত্রা।আফ্রিকা যাওয়ার জন্য সে মেষ বিক্রি করে দেয় এবং বৃদ্ধ রাজার দেওয়া সেই উপদেশ(তুমি যখন কোন কিছু চাও সেটা পূর্ণ করতে সারা পৃথিবী তোমাকে সাহায্য করে কারণ সত্যিকার অর্থে চাওয়াটা পৃথিবীর কেন্দ্র থেকেই উৎথিত হয়) এবং পাথর দুটি(ইউরিম ও থামমিম) সঙ্গে নিয়ে সে চলতে থাকে।তারপর থেকেই একে একে কাঁচ বিক্রেতে,ইংরেজ বালক এর সাথে থেকে তার শুভ লক্ষণ গুলো অনুসরণ করে এগিয়ে চলতে থাকে কারণ সে শুনেছিল, সমস্ত সুখের মূল হলো পৃথিবীর সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা।"যে ভালোবাসা পৃথিবীর ভাষায় কথা বলে তা কখনোই সৌভাগ্যকে বঞ্চিত করেনা" এই সত্য মেনে নিয়ে মরুর মেয়ে ফাতিমাকে ছেড়ে সে তার ভাগ্য অন্বেষণ করতে মিশরের উদ্দেশ্যে রওনা হয় ২০০ বছর বয়সী আলকেমিস্ট এর সাথে এবং তার সহায়তায় সান্টিয়াগো সঠিক পথ খুজে পায় এবং বুঝতে পারে আলকেমির মহত্ত্ব এবং বুঝতে পারে সার্বজনিন ভাষায় পরিচালিত পৃথিবীর আত্মা সম্পর্কে।জীবন হচ্ছে বাজির লড়াই জীবন জীবনকে আকর্ষণ করে।যেখানে তোমার হৃদয় থাকবে সেখানেই তুমি তোমার রত্নভান্ডার খুঁজে পাবে।মরুভূমি হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক।তোমার হৃদয়ের মাঝেই তুমি সবকিছু খুঁজে পাবে কারন তা পৃথিবীর আত্মার অংশ।প্রতিটি জিনিস পরিবর্তিত হয় এবং এদের একটি ভাষা থাকে কিন্তু সব জিনিস একইরকম। আলকেমিস্ট এর কাছ থকে অনেক কিছু শিখে এবার সে নিজেই নিজের ভাগ্যকে অনুসরণ করতে থাকল এবং পিরামিডের কাছে রত্নভাণ্ডার না পেয়ে এবং ডাকাতদের হাতে মার খেয়ে তার মনে পরল ডাকাতদের নেতার সেই কথা।অবশেষে সান্টিয়াগো বুঝল আসল রত্নভাণ্ডার কোথায়! ♦#আমার_ব্যাক্তিগত_অভিমত♦ এটিই আমার পড়া শ্রেষ্ঠ উপন্যাস কারণ এই উপন্যাস সত্যিই অনেক অনুপ্রেরণামূলক,দুঃসাহসিক,কৌতূহলোদ্দীপক এবং অনেক তথ্যবহুল।যে শিক্ষাগুলো পেয়েছি এই উপন্যাস থেকে তার কিছু হলো..... ♦সব ভালো জিনিসগুলো বুঝার চেষ্টা করতে হবে। ♦সবসময় নিজ হৃদয়কে অনুসরণ করতে হবে। ♦নিজের সিদ্ধন্ত নিজেকেই নিতে হবে। ♦স্বপ্ন ছাড়া মানুষ বাচতে পারে না কারণ স্বপ্নই জীবনকে আনন্দমুখর করে তোলে। ♦কোন কিছু শেখার পদ্ধতি বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নরকম। ♦সবসময় অধিকতর ভালো হওয়ার চেষ্টা করতে হবে। ♦টাকা থাকলে মানুষ কখনো নিঃসঙ্গ হয় না! ♦বর্তমানেই বাস করতে হবে কারণ এটিই মূল।অতীত যা একসময় বর্তমান ছিল এবং ভবিষ্যৎ যা কিছুকাল পর বর্তমান হবে। Life will be a party for you, a grand festival because life is the moment we’re living now.” ― Paulo Coelho, The Alchemist নিজের জীবন নিয়ে গভীরভাবে বুঝতে এই বইটি সত্যিই অনন্য।তো আর দেরি কিসের সংগ্রহ করে পড়ে ফেলুন এই অসাধারণ বইটি...... By: Myin Uddin
Was this review helpful to you?
or
‘দ্য আলকেমিস্ট ইতোমধ্যেই আধুনিক ক্লাসিক সাহিত্যের মর্যাদা অর্জন করেছে। এ হচ্ছে স্যান্টিয়োগো নামের আব্দুলেশিয়ান অঞ্চলের এক রাখাল যুবকের যাদুকরী কাহিনী, যে শূন্যহাতে তার ভাগ্য অনুসন্ধানে মিশরের মরুভূমিতে রত্নভাণ্ডার আবিষ্কার করতে ভ্রমণ শুরু করে। বাড়ি স্পেন দেশে, তানজিয়ের-এর পথে এবং শেষতক মিশরের মরুভূমিতে যাত্রা করে যেখানে তার সাথে একজন আলকেমিস্ট-এর সাক্ষাৎ হবার সৌভাগ্য অপেক্ষা করে । কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে, বলতে গেলে, খুব কম মানুষই আছেন যারা হৃদয়ের কথা বোঝার মতো প্রয়োজনীয় জ্ঞান, জীবন পথের সমস্ত শুভ লক্ষণ এবং সর্বোপরি স্বপ্নকে বুঝতে পারে ।
Was this review helpful to you?
or
‘দ্য আলকেমিস্ট’ আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বাধিক বিক্রিত পাউলো কোয়েলো এর লেখা অসাধারন একটি অনুপ্রেরনা মুলক উপন্যাস , বইটি কে ভাগ্য অনুসন্ধানের অনবদ্য এক জাদুকরী উপন্যাস বলা হয়ে থাকে । লেখক পাউলো কোয়েলোর জন্ম ব্রাজিলে । তিনি তার অসাধারন লেখালেখির মাধ্যমে অনেক দ্রুত প্রসিদ্ধি লাভ করেন । এছাড়াও বর্তমান বিশ্বে সর্বাধিক পঠিত লেখক হিসেবে স্বীকৃতি অর্জন করেন । তিনি তার জীবনে বহু অনুপ্রেরনা মুলক বই লিখেছেন । এর স্বীকৃতি স্বরুপ তিনি বহু আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন । তার লেখা অন্যতম সেরা বই দ্য আলকেমিস্ট বইটি বাংলাতে অনুবাদ করেছেন অনুপ সাহা । তিনি ১৯৬২ সালে যশোরে জন্মগ্রহন করেছেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষাতত্বে এম এ ডিগ্রি লাভ করেন । এই পর্যন্ত তার দুইটি গল্পগ্রন্থ ও পাচটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে । তার অনুবাদ করা দ্য আলকেমিষ্ট প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় ঐশী পাবলিকেশন্স প্রকাশনী থেকে । প্রচ্ছদ করেছেন জাহাঙ্গীর আলম । এইরকম বই যুগে যুগে আসে । বইটি পড়লে পাঠকের জীবন বদলে যেতে পারে । বইটি পৃথিবী জুরে ২০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে । উপন্যাস টি সান্টিযোগো নামের আব্দুলেশিয়ান অঞ্চলের এক রাখালের কাহিনী । যে একদম শুন্য হাতে তার ভাগ্য অনুসন্ধানে মিশরের মরুভুমি তে রত্নভান্ডার আবিষ্কার করতে ভ্রমন করতে শুরু করে । বাড়ি স্পেন দেশে ,তার যাত্রা পথে তার সৌভাগ্য হয় একজন আলকেমিষ্ট এর সাথে সাক্ষাত হওয়ার । এরপর কি হয় জানার জন্য পড়তে হবে বই টি । বইটি পাঠক দের কাছে অসাধারন লাগবে এইটা নিশ্চিত এবং বইটি পড়ে পাঠকরা প্রচুর অনুপ্রেরনা পাবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে সেটিও অবশ্যই বলা যায় ।
Was this review helpful to you?
or
অনুবাদ ভাল নয়, সেই জন্য বইটি পড়ে কোন মজাই পেলাম না ।
Was this review helpful to you?
or
আমি যারপর নাই হতাশ এই বইটি রকমারি.কম-এ বিক্রি হচ্ছে দেখে। এটা নাকি আবার সর্বাধিক বিক্রিত বইগুলোর একটি। এর অনুবাদ এতই বিশ্রী যে বলার মত না। আমি রকমারি থেকে অর্ডার করে প্রথম ১০-১৫ পৃষ্ঠা পড়ে এতই বিভ্রান্ত হয়েছি যে পড়াই বন্ধ করে দিছি। একজন ইংরেজী প্রফেসরের অনুবাদ এতটা জঘন্য হতে পারে এই বই না পারলে বুঝতেই পারতাম না। দয়া করে এই বইটা রকমারি থেকে সরিয়ে ফেললেই বরং ভালো। একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বই-এর এমন অনুবাদ পড়ে অনেকেই মূল লেখক সম্পর্কে বিরূপ ধারণা পাবে। আর কারা এই বইয়ের র্যাটিং ৪ বা ৫ তারকায় সজ্জিত করেছেন, তাই ভেবে অবাক হচ্ছি।
Was this review helpful to you?
or
‘দ্য আলকেমিস্ট’ সত্যিই অনেক ভালো বই। কিন্তু রকমারি থেকে যে বইটি বিক্রি হচ্ছে তার মান খুবই হতাশাজনক। ঐশী পাব্লিকেশন্সের এই বইটি অসংখ্য ভুল বানানে ভর্তি এবং অনুবাদের মান অত্যন্ত নিম্ন পর্যায়ের। আমি জানিনা কোন প্রুফ রিডার এই বই চেক করেছে কিনা । অনুবাদ দেখে মনে হয়েছে অনুবাদকের সাহিত্য জ্ঞান প্রায় শূন্যের কোঠায় । এই বই কেনা পুরোপুরিভাবেই অর্থ ও সময়ের অপচয়। ভবিষ্যতে রকমারির কাছ থেকে দায়িত্বশীল বই নির্বাচন আশা করব ।
Was this review helpful to you?
or
বইটির ইংলিশ ভার্সন একটু পড়েছিলাম । খুবই ভাল লেগেছিলো । কিন্তু বাংলায় অনুবাদ আশানুরূপ হয়নি । আরো ভাল অনুবাদ হতে পারতো । তবে আমি বলব ইংলিশ ভার্শনটি পড়তে । সময় এবং টাকা অপচয় না করতে চাইলে এই অনুবাদটি কিনতে মানা করবো ।