User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
শোকার্ত তরবারি হাসান হাফিজুর রহমানের লেখা একটা কবিতার বই। মানবিক বোধবুদ্ধির ভিত্তিবৈভব নিয়েই কাব্যিকতার স্ফূরণ ঘটে। এ অর্থে সমাজের সর্বানুগ অসঙ্গতি অনাচার ও সমূহ সংস্থিতি কবির চোখে নিবিড়ভাবে ধরা পড়ে। কোনোরকম ধর্ম-বর্ণ, গোষ্ঠী-সম্প্রদায়, জাত-পাতের মধ্যে তা আবদ্ধ নয়। সর্বমানবিক ও সর্বকালিক সুষমা দ্বারা আচ্ছন্ন। ফলে একজন কবি ধীরে ধীরে সার্বজনীন আবেদন নিয়ে মূর্তমান হয়ে ওঠেন। এ অর্থে হাসান হাফিজুর রহমান বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে কবি ও একজন পরিপূর্ণ মানুষ। এ সুবাদে হাসান হাফিজুর রহমান কবি, সাংবাদিক, রাজনীতিক, সম্পাদক, প্রবন্ধকার, গল্পকার, সংগঠক ইত্যাদি পরিচয়ে বিভূষিত হন। দেশ ও জাতির প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে আত্মনিয়োগ করেছেন। বিশেষত, জাতীয় গুরুত্বপূর্ণ সঙ্কট-সম্ভাবনায় তার অবদান ছিল অবিস্মরণীয়।হাসান হাফিজুর রহমান কবি হিসেবে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। এই পরিচয়ে তার সমধিক কৃতিত্ব সবাইকে আবিষ্ট করতে সক্ষম হয়। তার কিছু কিছু কবিতা মানুষের মুখে মুখে উচ্চারিত হতে দেখা যায়। এসব কবিতায় আধুনিকতার সমূহ বৈশিষ্ট্যবিভা লক্ষণীয়। তার হাত ধরেই অনেক আধুনিক সার্থক বাংলা কবিতা রচিত হয়। ফলে বাংলা কবিতার অবয়ব-আঙ্গিক ও প্রকরণ-পরিচর্যার ক্ষেত্রে একটা নবদিগন্তের সূচনা ঘটে। প্রাত্যহিক জীবনবাস্তবতার সাথে নন্দনজগতের একটা মেলবন্ধন রচিত হয়। কবি হাসান হাফিজুর রহমান বিস্ময়কর সাফল্য অর্জন করেন। কবিতাশিল্পকে তিনি একেবারে মাটি ও মানুষের কাছাকাছি নিয়ে আসেন। প্রাত্যহিক জীবনবাস্তবতার সাথে অনিষ্ট করে কবিতার রূপনির্মিত গড়ে তোলেন। হাসান হাফিজুর রহমান রচিত ‘অমর একুশে’ কবিতাটি সবিশেষ গুরুত্বের দাবিদার।