User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
ডিটেকটিভ চিফ ক্যাপ্টেন জেরেমি জনসনের সনির্বন্ধ অনুরোধ রাখতে গিয়ে শুধু জাংগিয়া পরে হারলেমের ক্রাইম জোনে যেতে হলো রানাকে।ডাকপিওনের মত ছুটছে ও শহরের এদিক থেকে ওদিক। এখানে -ওখানে -সেখানে ভয়ানক সব বোমা পেতে রেখেছে লোকটা! উড়িয়ে দিতে চাইছে কমিউটার ট্রেন, স্কুলের কচি শিশু ও নিরীহ জনসাধারণকে! আসলে কি চায় লোকটা? যখন বোঝা গেল সত্যিই কি চায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠেকাতে গিয়ে অসহায়ভাবে বন্দী হলো রানা ও তার কালো বন্ধু জো মাইনার।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা বইয়ের নামঃ টাইম বম বইয়ের ধরণঃ স্পাই থ্রিলার / গুপ্তচরভিত্তিক রোমাঞ্চোপন্যাস। লেখকঃ কাজী আনোয়ার হোসেন প্রচ্ছদঃ রনবীর আহমেদ বিপ্লব প্রকাশনীঃ সেবা প্রকাশনী প্রকাশকালঃ ২০১৩ পৃষ্ঠাঃ ২৪৪ মুল্যঃ ৭৭ টাকা (মুদ্রিত মূল্য); ৬৯ টাকা (রকমারি মূল্য) লেখক পরিচিতিঃ জুলাই ১৯, ১৯৩৬, ঢাকা) একজন বাংলাদেশী লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। তাঁরা ছিলেন ৪ ভাই, ৭ বোন । তিনি ১৯৫২ খ্রিস্টাব্দে সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর জগন্নাথ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। ১৯৬১ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন। এছাড়া পেয়েছেন সিনেমা পত্রিকা ও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার। সার-সংক্ষেপঃ গনগনে তপ্ত নিউয়র্ক। বিখ্যাত এক দোকান ধসে পড়লো বোমার আঘাতে। জড়িয়ে পড়ল রানা সেই কেসে। ইচ্ছা করে না। অনিচ্ছাকৃতভাবেই। কারণ, হুমকি দিয়েছে টেররিস্ট, ওকে ডেকে না আনলে আরো বোমা ফাটবে শহরে। টেররিস্টের শর্ত মানতে ও ডিটেকটিভ চিফ ক্যাপ্টেন জেরেমি জনসনের অনুরোধ রাখতে গিয়ে শুধু জাঙ্গিয়া পরে রানা গেলে হারলেমের ক্রাইম জোনে। কিন্তু তাতেও কাজ হলো না। খেলা সবে শুরু। কিছুক্ষণ পর দেখা গেল তাঁকে ডাকপিওনের মত ছূটতে। শহরের এদিক থেকে ওদিক। এখানে ওখানে ভয়ানক বোমা পেতে রেখেছে লোকটা। উড়িয়ে দিতে চাইছে রেল কাউন্টার, স্কুল ও সাধারণ জনগণদের। আসলে কি চায় সে? যখন তা বোঝা গেল, তখন সত্যিই দেরি হয়ে গেছে অনেক। ঠেকাতে গিয়ে অসহায় ভাবে বন্দি হলো রানা ও তাঁর কালো বন্ধু জো মাইনার। বাইনারি বোমা দিয়ে ওদের সহ গোটা জাহাজ উড়িয়ে দিল শত্রুপক্ষরা। পাঠ-প্রতিক্রিয়াঃ আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে মাসুদ রানা ধরেছি। প্রথম বই ছিল হ্যাকার। যারা পড়েছেন, তারা জানেন, বইটা অসাধারণ। তখন থেকে আজ পর্যন্ত আমার মাসুদ রানা পড়া একবারও থামেনি। ছাত্র মানুষ তাই কম টাকায় বেশি পাওয়ার চেষ্টা সর্বদাই থাকে। তাই কখনো মাসুদ রানা সিংগেল বই কিনি। বিশেষ করে খন্ড বইগুলো। প্রথমত, তাতে পেট ভরে না। ঝুলে থাকতে অসহ্য লাগে। দ্বিতীয়ত, টাকার অভাব। তাই প্রতিবার ওয়েট করি ভলিউম বের হওয়ার। যা হোক, যা বলছিলাম, মাসুদ রানা শুরুর পর থেকে মোটামুটি বেশ কিছু বই পড়েছি। মজার ব্যাপার হচ্ছে, আমার কাছে কোন বই খারাপ লাগে নি। সব সময় একই রকম লেগেছে। হ্যা কিছু গল্প হাল্কা দূর্বল হলেও তা সুক্ষ্ম। পার্থক্য অতটা চোখে পড়েনি কখনো। সবই ভালো লাগে আমার। এবার বলি আলোচ্য বইয়ের কথা, টাইম বম রানার ইদানিংকালের বইয়ের মধ্যে অন্যতম। আমার কাছে যেসব গুটি কয়েক রানার সিংগেল বই আছে, তাঁর মধ্যে এটি অন্যতম। রানা সিরিজের ৪২৯ তম বই এটি। টাইম বমের কাহিনী সংক্ষেপ উপরেই বলেছি তাই আর বিস্তারিতয় যাবো না। সরাসরি বইয়ের দিকে নজর দেই। উপরে একবার বলেছি রানার মাঝে মাঝে কিছু কিছু গল্প আসে যা কিছুটা হাল্কা হয়ে যায়। ভালো টপিক হওয়া সত্ত্বেও কেমন যেন ফুটিয়ে তুলতে পারেনি, এরকম মনে হয়। আলোচ্য বইটি ওই ধাঁচের। তবে পার্থক্যটা অনেক সুক্ষ্ম। অনেক বছর রানা পড়ার অভ্যাস না থাকলে ব্যাপারটা ধরা যায় না। যারা নতুন নতুন রানা পড়ছেন, তাদের কাছে বেশ ভালো লাগবে বইটা। গল্পের লেখনী কিছুটা আলাদা রানার অন্যান্য বই থেকে। দৃশ্যপটের ধারাবাহিকতা রাখতে আমার একটু অসুবিধা হয়েছে। তবে শুরুটা ভালো ছিল। শেষে এসে ঘেটে গেছে। কিন্তু এর জন্য আমি রানার লেখককে দোষ দেই না। কারণ সবাই জানি রানা এডাপটেড গল্প নির্ভর সিরিজ। সো, মূল গল্প যেমন হবে রানাতেও সেই ইফেক্টটা কিছুটা হলেও পড়বে! তবে বইটি যেই এডাপটেশন করেছেন, তাঁর কাজে কোন ত্রুটি ছিল না। তাঁর ভাষা ও লেখনী শৈলী চমৎকার। বানানও নির্ভুল। এছাড়া বইটির বাঁধাই সুন্দর। দাম সাধ্যের মধ্যে। তবে প্রচ্ছদটা গতানুগতিক। সেবা প্রকাশনী ইদানিং প্রচ্ছদে ভালো নজর দিচ্ছেন। হরর, ওয়েস্টার্ন বা অনুবাদ্গুলো ছবি দেখলে তা টের পাওয়া যায়। আশা করি সেই দৃষ্টি যেন রানার দিকেও কিছুটা পড়ে। সব শেষে এটাই বলবো, যে পড়ে দেখুন। সময় কাটবে ভালোই। ঐযে আছে না, "সেবার বই প্রিয় বই অবসরের সঙ্গী" :D রেটিংঃ ৩.৭/৫