User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বেস্ট
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ এর গল্প বরাবরই ভালো লাগে,লাগবে না কেন, তার বাচনভঙ্গি আর শব্দ সবই স্বাভাবিক এবং রসিক ভাবে উপস্থাপন আর প্রতিটি কথার মাঝে মনে হয় কিছু না কিছু রহস্য।থ্রিলার গল্প হিসেবে আমার বইটি পছন্দের।
Was this review helpful to you?
or
অমর কথা শিল্পি হুমায়ুন আহমেদের অনবদ্য রচনা এটি। এটি মিসির আলী সিরিজের প্রথম বই। সাবলিল ভাষায় অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা কিছু মানুয়ের জীবন চরিত। আশা করছি বইটি সবার ভাল লাগবে।
Was this review helpful to you?
or
মিসির আলী চরিত্র এক রহস্য - বৃদ্ধ মানুষ কেন এত প্যারা নিতে যায় বুঝি নাহ্। ?
Was this review helpful to you?
or
পড়ে দেখেন!? এক কথায় অসাধারণ! ???
Was this review helpful to you?
or
অসাধারণ। এক কথায় Mind Blowing. শুরুর দিকে পড়ে স্বাভাবিক মনে হলেও শেষটা যেন এক আগ্রহে ভরা কাহিনী। লেখকের চিন্তাধারা O My Good. বইটি পড়ার পর লেখকের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। মিশির আলী সমগ্রহের এটি প্রথম বই সম্ভবত।
Was this review helpful to you?
or
খুব ভালো বই।
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
সুন্দর পেকেজিং
Was this review helpful to you?
or
মিসির আলিসিরিজের বই গুলো আরো ৪/৫ বছর আগে পড়েছিলাম। হুমায়ুন আহমেদের লেখনি এতটাই শক্তিশালী বই পড়ে আপনি নিশ্চিত গোরের মধ্যে ডুবে যাবেন। উনার প্রায় বইগুলাই তখন পড়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে উনার বই পড়ে শুদু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। উনি খুব সুক্ষভাবে নাস্তিকতার প্রচার করেগেছেন। আল্লাহ আমাদের সবাইকে মাপ করুক। ইসলামকে ঝাপসা ভাবে দেখতেগেলে সংশয় তৈরি হতে পারে তাই আগে ইসলাম ও সুন্নাহ সম্পর্কে গভিরভাবে অধ্যায়ন করা আমাদের প্রত্যকের উচিত।
Was this review helpful to you?
or
বই টা খুব ই সুন্দর
Was this review helpful to you?
or
খুব অসাধারণ একটি বই। পড়ে অনেক ভাল লাগলো।।। হুমাউন আহমেদ বলে কথা
Was this review helpful to you?
or
মিসির আলি সিরিজের সব থেকে চমৎকার উপন্যাস দেবী।
Was this review helpful to you?
or
Good condition with timely delivery
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
অসাধারণ একটা উপন্যাস.......? আমি গভির ভাবে হুমায়ুন আহমেদকে সম্মান জানাই.....?
Was this review helpful to you?
or
অসাধারণ চমৎকার একটা গল্প ❤️❤️
Was this review helpful to you?
or
গা কাপিয়ে দেয়া বই। তওবা, তওবা, আস্তাগফিরুল্লাহ। তওবা, তওবা।
Was this review helpful to you?
or
অসাধারণ ৪/৫
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
humayun Ahmed er lekhar kotha na bollei chole uni je bhabe shokol bishoy shamne tule dhoren tar dhorontai onnorokom ek shundorjo Misir Ali ke niye likha ei boi tiotemoni shundor amr khub vlo legeche ..ebong rokomari keu dhonnobad Eto kom shomoye boiti sulvo mulle deyar jonne..
Was this review helpful to you?
or
খুব অসাধারণ এই ২টি বই।
Was this review helpful to you?
or
খুব ই ভাল একটি বই
Was this review helpful to you?
or
ভালোবাসা??
Was this review helpful to you?
or
Fantastic book
Was this review helpful to you?
or
ak kothay khubi valo legeche
Was this review helpful to you?
or
A book is a good aspects and worth of reading
Was this review helpful to you?
or
best book ever ??
Was this review helpful to you?
or
Just Awesome
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
Nothing to say about Misir Ali.... and the creator of his.. outstanding ❤️
Was this review helpful to you?
or
প্রিয় মিসির আলী
Was this review helpful to you?
or
❤️
Was this review helpful to you?
or
মিসির আলি সিরিজ এর প্রথম বই!
Was this review helpful to you?
or
Amazing book by Humayun Ahmed Sir! Totally recommended for book lovers!
Was this review helpful to you?
or
বইটি পড়ে মনে হলো যেন আমি এক থ্রিলিং এবং ভয়ের রাজ্যে বাস করছি।আমার মতো নতুন পাঠকদের জন্য বইটি অসাধারণ।???
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ!! এককথায় অনবদ্য।।?
Was this review helpful to you?
or
just wow.....
Was this review helpful to you?
or
oshadharo.porte paren
Was this review helpful to you?
or
অনেক দ্রুত বইটি পেয়েছি। যাকে দেওয়া হয়েছে উপহার হিসেবে সেও খুব ☺ খুশি
Was this review helpful to you?
or
হুমায়ৃন আহমেদ স্যার প্রেমে পড়ার জন্য এই একটি বইয়ি যথেষ্ট, ❤️ ভালোবাসা অভিরাম স্যার
Was this review helpful to you?
or
excelent service
Was this review helpful to you?
or
Amar pora humayun ahmed sir er one of the best creation.
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই...খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়েছি।থাঙ্ক ইয়উ রকমারি।
Was this review helpful to you?
or
মিসির আলী? ।দেবী ? ।অবশ্য মিসির আলী সিরিজের সব বই ই অসাধারণ । আমার মতে হুমায়ূন আহমেদ স্যারের অন্যতম সেরা সৃষ্টি ছিল মিসির আলী যা আমার সবচেয়ে প্রিয় । আমার অন্য কোনো কিছু পড়ে এতটা ভালো লাগে না যতটা মিসির আলী পড়লে লাগে । আর 'দেবী' আমার পড়া মিসির আলী সিরিজের প্রথম বই । হাস্যকর,তবে আমার মতে মিসির আলীর এক দুইটা সিরিজ NCTBর পাঠ্য হওয়া উচিত ।
Was this review helpful to you?
or
Debi novel by Humayun Ahmed is one of his outstanding novels. Humayun introduced his iconic character Misir Ali in this novel. Through this character, he started an exceptional style of having a rationalist in literature. He implied supernatural incidents in his engaging writing style. Debi story by Humayun Ahmed follows the life of Ranu and her paranormal powers. She goes to psychiatrist Mishir Ali for getting the answers to all her questions. One lonely girl named Nilu got connected with an unknown person on Facebook. She became curious to meet that person. But what happened to their luck? If you want to know you should read debi novel by Humayun Ahmed. In 2018, Debi story by Humayun Ahmed was turned into a supernatural movie, starring Chanchal Chowdhury as Misir Ali, Jaya Ahsan as Ranu, and Sabnam Faria as Nilu. The movie was directed by Anam Biswas.
Was this review helpful to you?
or
মোটামুটি লাগছে আমার কাছে,সিনেমাটা বেশি ভালো লাগেনাই
Was this review helpful to you?
or
আমার ভাই আমার বই লাগবে বই
Was this review helpful to you?
or
সত্যিই বইটি মুগ্ধ করার মতো।জ্ঞ্যানের তৃষ্ণা মেটানোর জন্য বইটি যথেষ্ট উপযোগী।শুধু এই বিষয়ের ছাত্র না, সবাই এই বইটি সমানভাবে উপভোগ করতে পারবে।শিখতেও পারবে অনেক কিছু।বইটি পড়ার পর ভালো লাগা কাজ করবেই।অনেক চিন্তার খোরাক যোগাবে বইটি।আমি সবাইকে রেফার করবো বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
I'm currently reading a collection of the Misir Ali series, and this story was the first one. I remember reading it way back in my teen years. Reading it now again, brought back a nostalgia for the 90s, and a remembrance of why Humayun Ahmed is so revered as he is. © Mushada Ali
Was this review helpful to you?
or
Good Book.....
Was this review helpful to you?
or
মিসির আলী সিরিজের অসাধারণ এক গল্প
Was this review helpful to you?
or
‘দেবী’ যারা মুভি দেখেছেন কিন্তু বইটি পড়েননি তাদের জন্য আফসোস! কেনো না এই বই পড়ার মাঝে আর এর উপর ভিত্তি করে যে মুভি তৈরি করা হয়েছে তা রাতদিন তফাত!! মিসির আলি সিরিজের প্রথম উপন্যাস! সাইকোলজি কাকে বলে বইটি পড়লে বুঝবেন! উপন্যাসের প্রধান চরিত্র রানু, সে প্যারাসাইকোলজিকাল অসুখে ভোগে, সে তার আসেপাশে কোন এক অস্তিত্ব টের পায়! সে স্বপ্নে ভবিষ্যত দেখতে পায়, এই ঘটনা শুরু হয় তার গ্রামের বাড়িতে সে যখন ছোট ছিলো তখন তার জীবনে এক ঘটনা ঘটে, গ্রামের পুরনো মন্দিরে এক দেবী মু্র্তি ছিলো, সেখানে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে! তার পর থেকে এই অবস্থা! ‘দেবী’ মুভি যারা দেখেছেন, কিন্তু বইটি পড়েননি, আজই অর্ডার করে বইটি নিয়ে নিন! পড়ে দেখুন আলাদা মজা আছে! প্যারাসাইকোলজি লাভার্সরা বইটি সংগ্রহ করতে পারেন! খুব ভালো লাগবে আপনাদের!!
Was this review helpful to you?
or
Humayun Ahmed is my favourite author because all of his novels are so mistrious. 'Debi' is one of those. It’sone of my favourite novels. It's mistrious, scary, and amazing . I became so scared when I started to read this novel but at the last I felt amazing. It’s really an amazing creation of his.
Was this review helpful to you?
or
হুমায়ন স্যারের অমর সৃষ্টি মিসির আলিকে নিয়ে লেখা প্রথম বই এই দেবী। রানু মনে করে ছোটবেলায় তার ভেতর দেবী ঢুকে গেছে। প্রতি রাতেই সে অদ্ভুত শব্দ পায়। রাতে হঠাৎ জেগে উঠে। রানুর এই সমস্যা ঠিক করতে রানুর স্বামী মিসির আলীর কাছে যায়। মিসির আলী যুক্তি দিয়ে রানুকে বোঝাতে চেষ্টা করে। বইটি পড়ার সময় প্রতিটি মূহুর্তে উত্তেজনা অনুভব করেছি। এর আগে কখনো এমন রহস্যোপন্যাস পড়িনি। বইটি একই সাথে পাঠক এবং সমালোচকদের কাছে সমানভাবে জনপ্রিয়। আমার কাছেও বইটি খুবই ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
দেবী বইটি হুমায়ূন আহমেদের এক অনন্য সৃষ্টি। আমার পড়া মিসির আলীর গল্পগুলোর মধ্যে সবচেয়ে সেরা একটি বই। ভয় আর রহস্যের একটি সুন্দর সংমিশ্রণ ফুটে উঠেছে এই গল্পে। এক মেয়ে তার জীবনের সমস্যা নিয়ে মিসির আলীর কাছে আসে তার সমাধান চাইতে। মিসির আলী মেয়েটির অতীত ঘেটে দেখতে গিয়ে আবিষ্কার করেন মেয়েটি সম্পর্কে একের পর এক জটিল আর দম বন্ধ করা তথ্য। কি ছিল মেয়টির অতীত জীবনে, কেন সে সাহায্য চায় মিসির আলীর কাছে আর মিসির আলী কি পারবে মেয়েটিকে সাহায্য করতে? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পড়ে ফেলেন হুমায়ূন আহমেদ এর বিখ্যাত উপন্যাস 'দেবী'।
Was this review helpful to you?
or
আমার পড়া মিসির আলী সিরিজের প্রথম বইটি ছিল ‘দেবী’। অসম্ভব সুন্দর একটি বই। মানসিকভাবে অপ্রকৃতস্থ রানুকে কেন্দ্র করে এগিয়ে গিয়েছে ‘দেবী’র কাহিনি। রানুর সমস্যা, সমস্যার কারণ নির্ণয় ও মিসির আলীর অসম্ভব সুন্দর বিশ্লেষণী ক্ষমতা পাঠক মন কে আকৃষ্ট করে। বইয়ের প্রথম পাতা খুললে শেষ পাতায় না পৌঁছনো পর্যন্ত বই ছেড়ে উঠা সম্ভব নয়। রহস্য উপন্যাস যাদের প্রিয় আশা করি তাদের এই বইটি খুব ভালো লাগবে...........
Was this review helpful to you?
or
বুক রিভিউ: "দেবী" শুধু সুন্দর বললে ভুল হবে অসাধারণ একটি বই। মিসির আলি সমগ্রের বই এটি। এ বইটিতে আমার প্রিয় চরিত্র আনিস ।অনেক ধৈর্য ছেলে টির এতো সব ঝামেলার মাঝেও বউকে ছেড়ে দেয় নি। সমস্ত ঝামেলা মিটিয়ে দিতে পারে কি মিসির আলি বই টা পড়লেই বুঝতে পারবেন। আমার প্রিয় একজন লেখক এর প্রিয় একটি বই ♥️"দেবী"♥️
Was this review helpful to you?
or
মিসির আলি সিরিজের প্রথম বই দেবী। এই বই থেকেই বাংলা সাহিত্যে এক নতুন অমর চরিত্র সৃষ্টি হয় যার নাম মিসির আলি। অত্যন্ত সুন্দর ও সম্মোহনী লেখনির মাধ্যমে লেখক হুমায়ুন আহমেদ আমাদের নিয়ে যায় এক অনন্য সুন্দর রহস্যময় জগতে। আবশ্যক পাঠ তালিকায় থাকার মত বই।
Was this review helpful to you?
or
নিঃসন্দেহে 'দেবী' বইটার প্রশংসা পাওয়ার অধিকার আছে। কারণ হিসেবে অনেকেই বুঝে নিবেন যে, এটা 'মিসির আলী' সিরিজের মতো একটা জনপ্রিয় সিরিজের বই। হ্যাঁ, ঠিক যেন তাই। তবে এটাই একমাত্র কারণ বললে ভুল হবে। এই গল্পে "হুমায়ুন আহমেদ" পাঠককে আটকে রাখার ক্ষমতা রাখেন। যে গল্প নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে- সে বই একবার তো কিনে পড়াই যায়, তাই না??
Was this review helpful to you?
or
সুন্দর একটি গল্প। ভাল লেগেছে পড়ে।
Was this review helpful to you?
or
হুমায়ন আহমেদের কি এক দারুন মায়াবী ভৌতিক গল্প এই দেবী !! --অসাধারণ
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ স্যার এর পড়া শ্রেষ্ঠ এবং রহস্যজনক বইগুলোর মধ্যে দেবী একটি বলে আমার কাছে মনে হয়েছে! মিসির আলীর সবগুলো বই এর মধ্যে দেবীর মিসির আলীকে সবচেয়ে বেশি ভালো লেগেছে! সত্যি বলতে দেবী বইটি কেবল পার্ট ১। আর এটা জানা যায় বই এর একদম শেষ পৃষ্ঠায় । মন টা তখন এত খারাপ হয় বলার মত না। তবে এইটুকু বলা যায় যে যদি কেউ বইটি পরেন তাহলে এর ২য় পার্ট না পড়া পর্যন্ত শান্তি পাবেন না। ২য় পার্ট এর নাম নিশীথিনী যা শেষ পৃষ্ঠায় লিখা থাকে। এবং আমি প্রথম পর্ব পড়ার পরের দিন ই ২য় পর্ব কিনে পড়েছিলাম । সত্যি বইটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে ফেলে !
Was this review helpful to you?
or
Humayun Ahmed introduced his iconic lead Misir Ali in this book and I believe it started a unique trend in Bangladesh literature of having a rationalist solve apparently supernatural incidents in Ahmed's inimitable writing style.
Was this review helpful to you?
or
'দেবী' হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় সিরিজ মিসির আলীর প্রথম উপন্যাস। 'দেবী' উপন্যাসে হুমায়ূন আহমেদ প্রথম মিসির আলী কে পরিচয় করিয়ে দেন আমাদের সাথে। মিসির আলী একজন অতি সাধারণ মানুষ। যিনি মানুষের মন নিয়ে পড়ালেখা করেন এবং মাঝে মাঝে চেষ্টা করেন অতিপ্রাকৃতিক কিছু বিষয়ের ব্যাখ্যা দিতে। দেবী উপন্যাসে দেখা যায় রানু নামের এক নববিবাহিত মহিলার অলৌকিক ক্ষমতা ও মানসিক সমস্যার সমাধানের জন্য মিসির আলীর স্মরণাপর্ণ হতে। তার স্বামী আনিসের মতে রানু অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী। রানুর সাথে মিসির আলীর কথা বলার এক পর্যায়ে মিসির আলী রানুর অতীতের দুর্ঘটনা সম্পর্কে জানতে পারে। মিসির আলীর মতে রানুর অডিটরি হ্যালুসিনেশন সমস্যায় ভুগছেন। এই সমস্যা কে কেন্দ্র করে উপন্যাসের ঘটনাবলী আবর্তীত হতে থাকে। অতীন্দ্রিয়তা আর যুক্তির মাঝে রহস্য রেখে হুমায়ূন আহমেদ সাবলীল ভাষায় উপন্যাসটি শেষ করেন। "দেবী" উপন্যাসের অতিপ্রাকৃতিক ক্ষমতার প্রভাব আমাদের কল্পনা কে শিহরিত করবেই।
Was this review helpful to you?
or
'দেবী' মুভি দেখেই যদি ভাবেন দেবী পড়ে ফেলেছেন তবে আপনি ভুল করছেন। মুভির সাথে বইয়ে চরিত্র আর গল্পে সামান্য মিল ছাড়া আমি আর কিছুই মিল পাইনি। মুভির থেকে বইটি বেশি রোমাঞ্চকর, ভৌতিক। হুমায়ুনআহমেদ এর চরিত্র মিসির আলির কাছে এক অদ্ভুত মেয়ে আসে মেয়েটির নাম রানু্। রানু মেয়েটি খুব সুন্দর। রানুর এক অদ্ভুত ক্ষমতা সম্পর্কে টের পান মিসির আলি। রানু সব বলে দিতে পারতো। এদিকে রানুর স্বামী আনিস রানুকে নিয়ে বেশ চিন্তিত। অন্যদিকে রানুদের বাড়িওয়ালার দুই মেয়ে নিলু আর বিলু। নিলু পত্রিকায় বিঙাপন দেখে এক যুবককে চিঠি লেখা শুরুকরে। কিন্তু নিলু টের পায় না সামনে কি বিপদ অপেক্ষা করেছিল। এভাবেই 'দেবীর' গল্প এগোতে শুরু করে। গল্পে হরর এলিমেন্ট রয়েছে ভরপুর। কাউকে ভয় পাওয়াতে চাইলে বইটি গিফট করা যেতেই পারে। আমি সাজেস্ট করবো 'দেবী' বইটি রাতে জানলা না খুলে পড়ার জন্য। নয়তো ভয় পেতে পারেন। ১৩২ টাকা দামের বইটি আপনাকে নিরাশ করবে না সাথে আপনাকে ভৌতিক রহ্যসের স্বাদ দিবে।
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র "মিসির আলি"র পথচলা এই "দেবী" বইয়ের মাধ্যমে........ মিসির আলি সিরিজের প্রথম বই হচ্ছে দেবী..........মিসির আলির বয়স ৪০-৫০-এর মধ্যে। তার মুখ লম্বাটে। সেই লম্বাটে মুখে এলোমেলো দাড়ি, লম্বা উসখো-খুসকো কাঁচা-পাকা চুল। প্রথম দেখায় তাকে ভবঘুরে বলে মনে হতে পারে; কিছুটা আত্মভোলা, মিসির আলির স্মৃতিশক্তি বেশ ভালো.....মিসির আলি অত্যন্ত বুদ্ধিমান এবং সব কিছু যুক্তিসহ বিচার করেন.......।। দেবী বইয়ে অত্যন্ত নিখুঁতভাবে হুমায়ূন আহমেদ এই চরিত্র টিকে ফুটিয়ে তুলেছেন...। পাঠ্যপ্রতিক্রিয়াঃ মিসির আলির বই মানেই অনেক রহস্য আর উত্তেজনা ভরপুর...... দেবী উপন্যাস পুরো রহস্যেই ঘিরা, এ রহস্য যেনো শেষ হতে চায় না.........উপন্যাসের মুক্ষম চরিত্র হচ্ছে রানু যে অস্বাভাবিক এবং অতিপ্রাকৃত শক্তির অধিকারী...... সে অনেক কিছুই আগে বুঝে যায়..... অস্বাভাবিক আচরনের কারনে রানুর স্বামী আনিস রানুকে ঠিক করার জন্য মিসির আলির কাছে যায়,মিসির আলি বরাবর ই নিজের যুক্তির সাহায্যে রানুর সমস্যার সমাধান করতে গিয়েও করতে পারেন নি..... একসময় রানুর সখ্যরা গড়ে উঠে বাসার মালিকের বড় মেয়ে নীলুর সাথে.....নীলুর সাথে এক ছেলের পরিচয় হয়..... শেষ পর্যায়ে ছেলেটি নীলুকে মারতে চায় এবং সেখানে অদ্ভুত এক অদৃশ্য শক্তির মাধ্যমে নীলু বেচে যায়...........উপন্যাসটি পড়ার সময় একটার পর একটা টুইস্ট আসছিলো..... পুরোটা সময় একটা উত্তেজনার মধ্যে কাটাচ্ছিলাম যে কি হবে শেষ পর্যন্ত...।।।। কিন্তু রহস্যটা রহস্যই থেকে গেলো.....লেখক সেটা ক্লিয়ার করেন নি..... :| বই থেকে পছন্দের কিছু কথাঃ ১.তরলমতি মেয়েরা মাঝে মাঝে অদ্ভুত কান্ডকারখানা করে বসে ২.কালো এবং অসুন্দরী মেয়েদের জেদ কখনো থাকেনা। এদের জীবন কাটাতে হয় একাকী ৩.মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে, ততদিন মানুষের বয়স বাড়ে না ৪.মাঝে মাঝে এমন দুই-একটা জিনিস খুব যায়। তবু কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে ৫.সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যে সব মানুষের শখ মিটে গেছে, তারা খুব অসুখী মানুষ ৬.মৃত্যুর সময় কেউ পাশে থাকবে না। এরচেয়ে ভয়াবহ বোধহয় আর কিছু নেই ৭.নাম মনে না করতে পারার একটিই কারণ- মানুষের প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকলে নাম মনে থাকতো ৮.সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে ৯.অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না বইটা খুব সুন্দর.....এই উপন্যাসের দ্বিতীয় খন্ড হচ্ছে নিশীথিনী..... একসাথে দুইটা না পড়লে মজা পাবেন না...... মিসির আলি আমার প্রিয় চরিত্র তাই
Was this review helpful to you?
or
মিসির আলী যে কিনা যুক্তিনির্ভর মানুষ, যার কাছে ভৌতিক বলে কোন বিশ্বাস নেই। যে মনে করেন পৃথিবীতে যা হচ্ছে সবকিছুর পেছনে যুক্তি রয়েছে। এই যুক্তিবিদ মিসির আলীর প্রথম বই দেবী মিসির আলী সিরিজে। রানু এখানে মুল চরিত্র। রানু একজন বিবাহিত মেয়ে, কিন্তু প্রতি রাতেই কি সব স্বপ্নদেখে তার ঘুম ভাঙে। স্বামী আনিস কিছু কিছু অস্বাভাবিকতা দেখে এবার রানুকে নিয়ে যেতে চাই মিসির আলীর কা। অনেক কষ্ট করে ঠিকানা বের করে অবশেষে নিয়ে যেতে সক্ষম হয় রানুকে? কি হয়েছিলো সেখানে? রানুর সমস্যার কি কোন সমাধান হয়েছিলো শেষমেষ?? মিসির আলী সিরিজের মধ্যে আমার পড়া বেস্ট বই ছিলো দেবী। আশা করি ভালো লাগবে সবার।।
Was this review helpful to you?
or
The Best ever Misir Ali Book
Was this review helpful to you?
or
ভালো লাগে নাই।। হুমায়ুন আহমেদ এর সবচেয়ে বাজে তম বই এটা। ব্যক্তিগত অভিমত
Was this review helpful to you?
or
ভালো লেগেছে
Was this review helpful to you?
or
"দেবী" হুমায়ুন আহমেদের এক অন্যতম রহস্যময় উপন্যাস। অসংখ্য কাল্পনিক ঘটনার রহস্য উদ্ঘাটন নিয়ে সাজানো হয়েছে গল্পটি। কাল্পনিক জগতের ভয় আমাদের অনেকেরই। দিন-রাত হঠাৎ কোনো শব্দ শুনলেই মনে হয়, কোনো ভূত বা অন্যকিছু। আর সে ধরণের ভয়। অস্বাভাবিক ঘটানা নিয়ে গল্পটি। গল্পটির মাধ্যমে পরিচয় ঘটে হুমায়ুন আহমেদের সৃষ্টি অন্যতম চরিত্র মিসির আলী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। বিভিন্নযে কাল্পনিক ঘটনার যুক্তিগত ব্যাখ্যা দিয়ে মানুষের ভুল ভাঙ্গান। গল্পটিতে দেখা যাবে, মিসির আলী একজন শ্রুতি ভ্রমগ্রস্থ ও এক্সট্রা সেন্সরি পারসেপশন সমৃদ্ধ তরুণীর রহস্য উন্মোচনের চেষ্টা করেন। তরুণীর নাম রানু, যে কিনা একজন বিবাহিতা স্ত্রী। রানু এমন একটি মেয়ে যে কিনা ভবিষ্যৎ বলে দিতে পারে। রানুর স্বামীর নাম আনিস, আর সে একজন সাধারণ কর্মচারী। তাদের জীবন সুখের মনে হলেও আসলে তা ছিল না। গল্পের প্রথমদিকে একদিন হঠাৎ রাতে ভয় পেয়ে যায় রানু। দিন-রাত অদ্ভুত শব্দ শুনতে পেত রানু, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে পেতো। আর এসব ঘটনার কারণেই আনিসের দেখা হয় মিসির আলীর সাথে। রানু ও আনিস যে বাসায় থাকতো, সে বাড়ির বাড়িওয়ালার দুই মেয়ে ছিল। আর তার বড় মেয়ের নাম ছিল নীলু, যে কিনা এই গল্পের আরেকটি অন্যতম চরিত্র। গল্পের শেষ পর্যায়ে দেখা যায়, রানু খুব অসুস্থ হয়ে পড়ে এবং আনিসকে বলতে থাকে "নীলুর খুব বিপদ, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে।" আর এক পর্যায়ে সে মারা যায়। আর রানুর মারা যাওয়ার পর থেকে নীলু চেহারা একবারে রানুর মতো হয়ে যায়। আসলে কী হয়েছিলো রানুর সাথে, সে কী সত্যিই কোনো ভূত-প্রেতের প্রভাবে ছিলো। আর নীলুর কোন বিপদের কথা বলছিলো রানু, নীলুর সাথে কী হয়েছিলো? খুবই সুন্দর ও অসম্ভব রহস্যময় একটি গল্প। গল্পটি পড়ার সময় পরবর্তী রহস্য জানার জন্য একটা উদ্দীপনা কাজ করবে। রহস্য উদ্ঘাটন করতে করতে আসল রহস্য জানার পর একটা ধাক্কা খেয়ে যাওয়ার মতো। যারা রহস্য উদ্ঘাটন করতে ভালোবাসে, তাদের জন্য খুবই উপযোগী একটি বই।
Was this review helpful to you?
or
মিশির আলী সিরিজের প্রথম বই দেবী। মিশির আলী যেমন সবকিছু যুক্তি দিয়ে সমাধান করতে পছন্দ করেন তেমনি প্রকৃতির কিছু অমীমাংসিত রহস্য তার নিজ জায়গায় রেখে দিতেও তিনি পছন্দ করেন যা এই বইটিতে দেখানো হয়েছে। অতিপ্রাকৃত ঘটনা নিয়ে প্রকাশিত এই বইটি একাধারে যেমন রহস্য ঘেরা তেমিন সামান্য ভয় পাওয়ার স্বাদও দিয়েছে বটে। যারা মিশির আলী পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে।
Was this review helpful to you?
or
One of my friend gave this book to me.It was my first book of Humayun ahmed and it was also the first book of Misir Ali that I have read.Before read this book I did not know that Humayun ahmed is such a great writer. And Misir Ali is one of his famous character.I love this book much and also it is the most popular book of Humayun ahmed. There is also a movie based on this book.
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ হলেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় লেখক । তিনি বাংলাদেশের পাঠকদের কাছ অনেক জনপ্রিয় একজন লেখক ।পাঠকদের কাছে তার লেখা 'মিসির আলি' এবং 'হিমু' সিরিজ খুবই জনপ্রিয় ।দেবি হচ্ছে মিসির আলি সিরিজের প্রথম বই । এই বইটি আমার পড়া প্রিয় বই গুলোর একটি। বইটি পড়তে আমার ভালো লেগেছে ।
Was this review helpful to you?
or
অনেক ঘটনা ঘটবার আগেই টের পেয়ে যায় রানু। সেসব সে বলতেও থাকে সবাইকে, বেশিরভাগ সময় তার স্বামীকে। কিন্তু কেন এমন হয়? এগুলো সবই কি কাকতালীয়? নাকি কোনো দৈব শক্তি ভর করে রানুর মাঝে? এই শক্তির মাঝে কি লুকিয়ে আছে বহুকাল আগে মারা যাওয়া এক নারী? তার সাথেই কি তবে রানু কথা বলে আনমনে? এই সব সমস্যার ব্যবচ্ছেদ করবেন এবার মিসির আলী। অদ্ভুত এক রোমাঞ্চের মুখোমুখি হতে যাচ্ছেন। আজই বইটি আপনার কাছে নিন।
Was this review helpful to you?
or
Debi is a positive superstitious novel from Honourable Sir Humayun Ahmed. It is a story about a girl who has some problems and supernatural powers with her. The story was horror but gives a very strong massage to us. Recently a film was made base on this novel. Two of the works are so good. Anyone can find enjoyment by reading it.
Was this review helpful to you?
or
জগৎ কতো বিচিত্র। কতো ঘটনাই না ঘটে এই ধরণীর মাঝে।
Was this review helpful to you?
or
বইঃ দেবী লেখকঃ হুমায়ূন আহমেদ সামান্য ভৌতিক, কিছুটা রহস্য আর একটুখানি ভালোবাসার আবেশে তৈরি হুমায়ূন আহমেদ সাঁরের তৈরি অসাধারণ একটি সৃষ্টিকর্ম। দেবী উপন্যাসটির প্রধান চরিত্র রানুর অস্বাভাবিক মনস্তত্ত্বিক সমস্যার জন্য তার স্বামী আনিস মিসির আলীর সাহায্য গ্রহণ করেন। একে একে উঠে আসতে থাকে রানুর এই অস্বাভাবিকতা। এভাবেই গল্পটি এগিয়ে যেতে থাকে। অসাধারণ একটি উপন্যাস।
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের সব লেখা পড়তে ভালো লাগে ।গল্পের মধ্যে সব সময় মজার বিষয় খুঁজে পাওয়া যায় ।এই গল্পে মিসির আলি চরিত্রের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ অসাধারণ একটি রহস্য উদঘাটন করেছেন। সব মিলিয়ে বেশ রহস্যময় এবং আকর্ষণীয় একটি বই। সবাইকে পড়ার অনুরোধ করা হলো ।
Was this review helpful to you?
or
মিসির আলির প্রথম বই। রহস্য ও লজিক গল্পের মারপ্যাঁচে দারুণভাবে দানা বেঁধেছে। ভাষা ও সাবলীল। যারা রোমাঞ্চ ও ভয় উপভোগ করেন তাদের অনন্য লাগবে বলে আমার বিশ্বাস।
Was this review helpful to you?
or
বই :দেবী লেখক :হুমায়ূন আহমেদ প্রকাশনী :অবসর প্রকাশনা সংস্থা মূল্য :১৪০ ধরণ :রহস্য (মিসির আলী ১ম বই ) সত্য বলতে কি লিখবো? প্রথমত এই বইয়ের রিভিউ এই গ্রুপে অনেক দ্বিতীয় লেখক হুমায়ূন আহমেদ স্যার উনার নামটি লেখতে গেলেই আমার আঙ্গুল কাপে। রাণু বয়স পনেরো ষোল এক কথায় রুপবতী তার স্বামী আনিস তারা যে বাসায় ভাড়া থাকে তার বাড়িওয়ালার দুই মেয়ে বিলু আর নিলু তারা দুইজনই রাণুর রুপের মুগ্ধ। রাণু মাঝে মাঝে উলংগ একজন মানুষকে দেখে, মাঝে মাঝে বাচ্চাদের মতো হাসে, মাঝে মাঝে কোন এক মেয়ের সাথে কথা বলে এই নানান সমস্যা সমাধানের জন্য আনিস মিসির আলীর কাছে আশ্রয় নেয়, মিসির আলী মানুষটা যুক্তি দিয়ে এই মানুষিক সমস্যার সমাধানের চেষ্টা করে কিন্তুু রাণু মেয়েটা অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা অধিকারী। এই ভেতর গল্পের শুরু এবং শেষের দিকে সুন্দর একটি পরিসিমা। যারা বইটি এখনো পড়া সুযোগ হয়নি তাদেরকে বললো দ্রুত পড়ার জন্য।
Was this review helpful to you?
or
দেবী হুমায়ুন আহমেদের রচিত সেরা রচনাগুলোর অন্যতম।।। গল্পের প্লট খুবই সুন্দর। সকল চরিত্র খুবই অসাধারণ।
Was this review helpful to you?
or
তুলনাহীন
Was this review helpful to you?
or
amr pora best boi ❤ golpo ta eto mysterious na porle bujhar upay nai
Was this review helpful to you?
or
কিছু গল্প আছে যার ধারা পাঠককে বইয়ের ভেতর টেনে নিয়ে যায়। যে বইটি সম্পর্কে বলতে চলছি তা এমনি একটি গল্প যার ধারা আপনাকে মোহিত করবে। হৃদয়ের কোণে লুকিয়ে থাকা মুক্ত সত্তাকে নাড়া দেবে, নিঃশব্দে বলে যাবে অনেক কিছু ।
Was this review helpful to you?
or
excellent book!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_এপ্রিল বই-দেবী লেখক-হুমায়ূন আহমেদ ঘরানা- হরর উপন্যাস প্রকাশনী-অবসর প্রকাশনা সংস্থা পৃষ্ঠা-৯৮ রকমারি মূল্য-১০৫ টাকা রেটিং- ৪.৫/৫ লেখক পরিচিতিঃ হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ – ১৯ জুলাই, ২০১২) ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। বই আলোচনাঃ মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙ্গে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকল, ‘এই, এই।’ আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। অল্প-অল্প বাতাস। বাতাসে জামগাছের পাতায় অদ্ভুদ এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকল, ‘এই, একটু ওঠ না। এই।’ ‘কী হয়েছে?’‘কে যেন ছাদে হাঁটছে।’ ‘কী যে বল! কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো।’ ‘প্লীজ, একটু উঠে বস। আমার বড় ভয় লাগছে।’ আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়। ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা বাতাসে পতপত করে উড়তে লাগল। রানু হঠাৎ দেখল, জানালার শিক ধরে খালিগায়ে একটি রোগামতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ‘ওখানে কে?’ বাইরে বৃষ্টি খুব বাড়ছে। ঝড়টর হবে বোধহয়। শোঁ-শোঁ আওয়াজ হচ্ছে জানালায়। একটি কাঁচ ভাঙ্গা। প্রচুর পানি আসছে ভাঙ্গা জানালা দিয়ে, শীত-শীত করছে। ‘রানু চল ঘুমিয়ে পড়ি।’‘সিগারেট শেষ হয়েছে?’‘হ্যাঁ।’ বিছানায় ওঠামাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকাল। বাতি চলে গেল সঙ্গে-সঙ্গে। শুধু এ অঞ্চল নয়, সমস্ত ঢাকাই বোধ করি অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ‘ভয় লাগছে রানু?’‘হ্যাঁ। ‘আচছা একটা হাসির গল্পটল্প কর। এতে ভয় কমে যায়। বল একটা গল্প।’‘তুমি বল।’ আনিস দীর্ঘ সময় নিয়ে এক জন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়–পাদ্রী তখন কী বলল? এর উত্তরটি হচ্ছে পাঞ্চ লাইন, কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করল না রানু। সে কি শুনছে না? আনিস ডাকল, ‘এই রানু, এই!’ রানু কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, ‘তুমি যেও না। খবরদার, যেও না!’ ‘কী আশ্চর্য, কেন?’‘একটা-কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে।’‘কী যে বল!’ ‘প্লীজ, প্লীজ।’ রানু কেদে ফেলল। ফোঁপাতে-ফোঁপাতে বলল, ‘তুমি গন্ধ পাচ্ছ না?’‘কীসের গন্ধ?’‘কর্পূরের গন্ধের মতো গন্ধ।’ রানু ঘুমের ঘোরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভাললাগে না, গা ছমছম করে। পাঠ্য প্রতিক্রিয়াঃ হুমায়ূন আহমেদ স্যারের অনবদ্য এক সৃষ্টি 'মিসির আলী।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিসির আলী যুক্তির সাহায্যে প্রতিনিয়ত কাটাকুটি করেন ভ্রান্ত ধারণা, অযাচিত জমে থাকা ভয়। সবসময় প্রচারবিমুখ এই মানুষের কাছে আসে নতুন এক রোগী। রানু। রানু এবং আনিস। সদ্য বিবাহিত। কাহিনীর শুরুতেই দেখা যায় এক ভয়াবহ রাতে হঠাৎ ভয় পায় রানু। এমন ব্যাপার প্রথম না। বেশ কবার। শেষের লাইন গুলি পরে গা সিউরে উঠেছিলো, বইটি শেষ করে বেশ কিছু সময় চিন্তা করলাম রানুকে নিয়ে, নিলুকে নিয়ে। বেশ মজার ছিল বইটি। ভয়াবহ, তবে মজার।
Was this review helpful to you?
or
দেবী/দেবী মুভি এবং বুক মিভিউ দেবী বইটি আগেই পড়া ছিল, কিন্তু যেহেতু মুভি দেখতে হবে-মুভি দেখার সময় সাসপেন্স ধরে থাকতে হবে। তাই সিনেমা দেখার পুর্বে বইয়ের অর্ধেক আর পরে বাকিটা পড়ে নিলাম। প্রথম কথা যেটা মনে হল-হুমায়ুন আহমেদ মনে হয় তখনো চিন্তা করেন নি যে মিসির আলি এত জনপ্রিয় হবেন। মিছির আলি নিয়ে পরে যে সিরিজ গুলো হয়েছে তার সাথে এই বইয়ের মিছির আলির একটু পার্থক্য আছে-আর তাকে যত রোগ শোক ভোগা দেখা নো হয়েছে তাতে আর দুই বই পড়ে বাচত কিনা সন্দেহ। তবে টেনশন নেই সিনেমা ত এত রোগ ভোগ বা মিছির আলীর উপর জোর দেয়া হয়নি। খালি রানু এবং রানু। এবং বাংলা সিনেমা যে ভৌতিক একটা প্রেক্ষাপটের উপর চলতে পারে ভালো ব্যবসা করতে পারে তার উদাহরন হতে পারে এই সিনেমা -যদিও মিসির আলি, হুমায়ুন আহমেদ একটা ফ্যাক্ট। বইয়ের সাথে সিনেমার তুলনা করব না। তবে সিনেমা দেখে যদি দেবী পরতে বসেন-তবে মিসির আলীর চেহারায় সেই চঞ্চল চৌধুরীই ভেসে উঠবেন। যতই বর্ননা অনুযায়ী আপনি আলাদা করেন। আমার একই কাজ হয়েছিল হ্যারি পটার পরে। কিছুতেই আর বইয়ের মত আসেনা কল্পনায়। সিনেমা বিশেষ করে ভুতের সিনেমা হলে দেখার মজা হল সাউন্ড ইফেক্ট। তাই পরামর্শ থাকবে বসুন্ধরা বা ব্লকবাস্টার বা শ্যামলীতে দেখলে মাঝে মাঝে মনে হবে সাউন্ড টা জমে ধরেছে-এই পিছন থেকে বোধহয় ঘিরে ধরল। আর আশেপাশে যদি মেয়ে দর্শকের চিল্লানি থাকে-যদিও দেবীতে তা হয়নি, যদি থাকে তবে সোনায় সোহাগা। একদম বুক ধড়পড় করে উঠবে। সিনেমার যুগে আবার রিভিশন দিয়ে নিতেই পারেন।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই-দেবী লেখক-হুমায়ূন আহমেদ ধরন-উপন্যাস পৃষ্ঠা-৯৮ মূল্য-১৪০ প্রকাশনী-অবসর হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর বাঙালিদের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। হুমায়ূন আহমেদ একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। মিসির আলী তার সৃষ্ট অন্যতম পাঠকপ্রিয় চরিত্র। দেবী নামের এই উপন্যাসের মধ্য দিয়েই এ চরিত্রকে লেখক পাঠকদের সামনে নিয়ে আসেন। এর পর চলে যায় অনেক দিন। ভক্তদের কাছে বাড়তে থাকে মিসির আলীর কদর। আর সেই সাথে বইয়ের সংখ্যাও। দেবী গল্পের শুরু এক মধ্যরাতের সময় থেকে, গল্পের কেন্দ্রীয় মেয়ে চরিত্র রানু। কিছুদিন আগে আনিসের সাথে তার বিয়ে হয়েছে। রানু অস্বাভাবিক কিছু বুঝতে পারে। তার মনে হয়, সে কোন অস্তিত্বের উপস্থিতি টের পাচ্ছে।কিন্তু যাই টের পাচ্ছে না কেন এটা স্বাভাবিক কিছু নয়। তার মতে সে অনেক বিপদ নিজে থেকেই বুঝতে পারে, তাকে কেউ এসে বলে যায়। সে স্বপ্নেও অনেক কিছু দেখে যা পরে সত্যি হয়ে ধরা পড়ে। সে প্রায়ই ঘুমের মাঝে হাসে । রানুর এসব সমস্যায় আনিস বেশ চিন্তিত হয়। তার অফিসের এক কলিগ তাকে মিসির আলীর কথা বলেন। আনিস রানুকে নিয়ে মিসির আলীর সাথে যোগাযোগ করেন। আনিসের মতে রানু অসুস্থ। মিসির আলি রানুর সাথে কথা বলেন। তার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। যা তাকে নিয়ে যায়, রানুদের বাড়ির এক পুরনো মন্দির পর্যন্ত। এভাবেই চলছিলো। রানুদের বাড়িওয়ালার মেয়ে নীলুর সাথে পত্রিকার মাধ্যমে এক লোকের পরিচয় হয়। সময় যেতে যেতে লোকটির সাথে তার ভালো সম্পর্ক হতে থাকে। একদিন নীলুকে তার বাড়ি নিয়ে যাবার কথা বলে লোকটি অন্য কোথাও নিয়ে যায়। সেখানে নীলু খুব বিপদে পড়ে। এবং এটা রানু কিভাবে জানি টের পায়! এরপর দেখা যায় সেখান থেকে নীলু ফিরে আসে একদম অক্ষত অবস্থায়। কি করে সম্ভব! কে তাকে রক্ষা করলো! দেবী এক রহস্যময় উপন্যাস।যেহেতু মিসির আলী আছেন সেটা কখনই অযৌক্তিক রহস্য হতে পারে না। বইয়ের শুরু থেকেই রহস্য, রহস্য টাইপ একটা গন্ধ। যদিও ভৌতিক নয়, তবে গাঁ ছমছমে ভাবটা ঠিকই আসবে। পাঠক এ সময়টা বেশ উপভোগ করবেন। কাহিনীর ধাপে ধাপে ঘটনা গুলো বেশ ভড়কে দিবে পাঠককে। দেবী সিরিজের ২য় উপন্যাস হলো নিশীথিনী। মিসির আলী, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র। মিসির আলী সম্পর্কিত কাহিনীগুলো মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং প্রচন্ড যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। মিসির আলী অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি । এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। লেখক এ চরিত্রটির ধারণা প্রথম পান যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ফার্গো শহরে, স্ত্রীর সাথে গাড়িতে ভ্রমণের সময়। কিন্তু মিসির আলী চরিত্রের প্রথম উপন্যাস "দেবী" লিখেন তারও অনেকদিন পর। উপন্যাসের কাহিনী অনুসারে মিসির আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের "মনোবিজ্ঞান" বিভাগের একজন সহযোগী অধ্যাপক। লেখকের বর্ণনায়, মিসির আলীর বয়স ৪০-৫০-এর মধ্যে, মুখ লম্বাটে, মুখে এলোমেলো দাড়ি, লম্বা উসখো-খুসকো কাচা পাকা চুল, আত্মভোলা টাইপ, হাসি খুব সুন্দর, শিশুসুলভ, স্মৃতিশক্তি বেশ ভালো এবং তিনি মানুষের মন, আচরণ, স্বপ্ন এবং নানাবিধ রহস্যময় ঘটনা নিয়ে অসীম আগ্রহ রাখেন। মিসির আলী চরিত্রে হুমায়ুন আহমেদ, পরস্পর বিপরীতধর্মী দুটি বৈশিষ্ট্য 'যুক্তি' এবং 'আবেগ'কে স্থান দিয়েছেন। এ চরিত্রটি এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে, অনেকেই তাঁকে রক্তমাংসের মানুষ ভাবতে শুরু করেছেন। হুমায়ূন আহমেদ প্রায়ই এ প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে, মিসির আলী কি কোনো বাস্তব চরিত্রকে দেখে লেখা কিনা। রেটিং-৫/৫ রকমারি লিংক- https://www.rokomari.com/book/1207/দেবী
Was this review helpful to you?
or
রহস্যের এক রোলারকোস্টার রাইড!
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্যের অনন্য সৃষ্টি
Was this review helpful to you?
or
এই বইটা পড়ে আমার কাছে মনে হইছে এটা অনেক ভালো একটা বই
Was this review helpful to you?
or
"মিসির আলি" সিরিজের ১ম বই।বইটা পড়ার পর যদি কারো ২য় অংশ পড়ার ইচ্ছা না করে তাহলে উপন্যাস পড়া ছেরে দেব। (২য় অংশ-নিশিথিনি)
Was this review helpful to you?
or
আমাকে যদি জিজ্ঞেস করে কেউ হুমায়ূন আহমেদের সেরা সৃষ্টি কী? আমি নিঃসন্দেহে বলব মিসির আলী। যে মানুষ মিসির আলীর মত চরিত্র সৃষ্টি করতে পারেন, তার প্রতি মন থেকে শ্রদ্ধা এমনিই চলে আসবে।
Was this review helpful to you?
or
বইটি পড়ে ভালো লাগল
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ এর লেখা প্রতিটি গল্পেই , প্রতিটি কাহিনিই , প্রায় প্রতিটি চরিত্র ই রহস্যময় । তার লেখাতে কিছু ব্যাপার , কিছু ঘটনা থাকে যে গুলো আসলে অলোকিক ঘটনা । যেমনটা এই বই তার দেবী । বইটিতে প্রথমে রানু পরে নীলু দেবীর মতো হয় । লেখকের প্রায় প্রতিটি লেখাতেই যে বিষয় টি লক্ষ ককার মতো তা হল ভবিষ্যৎ বলতে পারা। তার প্রতিটি গল্পই অনেক বেশি রোমাঞ্চকর । বই টি পড়ার সময় বার বার রোমাঞ্চিত হতে হয়।
Was this review helpful to you?
or
এই বই আমার পড়ার আসল কারন ছিল এটি মিসির আলী চরিত্র এর প্রথম বই।।এই বই পড়ে প্রথম বারের মত আমি মিসির আলি চরিত্রতে মগ্ন হয়ে যাই।।এই বই এর প্রতিটি চরিত্র অসাধারন।।এই বই এর শুরু থেকে শেষ পর্যন্ত যে কেউ রহস্যের মধ্যে আটকে থাকবে।।এই বই টি এক কথায় সারাজীবন নিজের কাছে রাখার মত বই।।
Was this review helpful to you?
or
মিসির আলি মানেই রহস্য। বরাবরের মতো এই বইটি পড়েও চমকপ্রদ হলাম । ঘটনার আকস্মিকতায় একের পর পর রহস্য উদঘাটন হতে থাকলে। চাইছিলাম শেষে কী হয় তা জানার জন্য। কিন্তু শেষ হয়েও যেনো হলোনা শেষ। শেষের দিকটা মেনে নিতে পারলাম না । যেনো আরো কিছু আছে। আরো কিছু হওয়ার ছিলো।
Was this review helpful to you?
or
Another great novel of the "Misir Ali" series.This novel is full of psychological suspense.Misir Ali go through the case to solve the problem of the victim.Recently Joya Ahsan,a renowned actress in Bangladesh has turned this novel into cinema.But the appeal of this book is still the same.Respect for the legendary writer Humayun Ahmed.
Was this review helpful to you?
or
মিসির আলি সিরিজের প্রথম বই দেবি। হুমায়ুন আহমেদ তার মিসির আলি সিরিজের প্রথম বইটি রানু নামে এক নববিবাহিতা ও তার জগত সম্পর্কে লিখেছেন। রানুর সবসময় মনে হয় কেউ যেনো তাকে দেখছে; স্বপ্নেও সেই লোকটির উপস্থিতি রানুকে অসুস্থ করে তোলে। এ নিয়ে তার স্বামী বিচলিত। রোমাঞ্চকর কাহিনিটি সবারই ভালো লাগার কথা।
Was this review helpful to you?
or
হুমায়ুন স্যার এর অসাধারন এক ভৌতিক উপন্যাস!
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের এই বইটি পড়েছিলাম রাতের বেলা।সত্যি বলতেকি তখন মাত্র কলেজ জীবন শুরু করেছি।নিজেকে অনেক বড় ভাবতে এবং কোন কিছু পরোয়া করিনা এমন একটি ভাব।বন্ধুদের সাথে বাজি ধরে দেবী বইটি রাতের বেলা পড়া শুরু করেছিলাম।পরের লজ্জার কথা গোপনই থাক।বইটি আবার পড়ি প্রায় বার-তের বছর পর।হুমায়ূন আহমেদ ভৌতিক যে কোন বিষয় এবং রহস্য দারুন পছন্দ করতেন।নূহাশ-পল্লীতে মাঝে মাঝেই ভৌতিক আবহ সৃষ্টি করে মানুষ জনকে চমকে দিতেন তিনি।তার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমরা জানতে পেরেছি তার কিছু লেখার মাধ্যমে।আসলে বলতে গেলে হুমায়ূন আহমেদ নিজেই রহস্যময় চরিত্র।তার অনেক বইয়ের শেষ হয়েছে রহস্য নাভেঙ্গে।পাঠকদের দিয়েছেন সেই রহস্য ভাঙ্গার দায়িত্ব।দেবী বইটিও শেষ পৃষ্ঠাতেও রহস্য রেখেই শেষ করেছেন।হুমায়ূন আহমেদের সৃষ্ঠ চরিত্রগুলোর মধ্যে অন্যতম চরিত্র মিসির আলীর সাথে এই বইয়ের মাধ্যমে পাঠকদের পরিচয়।দেবী আলী সিরিজের প্রথম বই।মিসির আলী চরিত্রটি আসাধারন।হিউম্যান সাইকোলোজি উপর তার বিস্তর পড়া-লেখা আছে।লজিকের বাইড়ে একচুলও বিশ্বাস করেন না। অতিপ্রাকৃতিক বিষয়ের প্রতি আছে তার প্রচন্ড আগ্রহ।কাহিনীটি ষোল-সতের বছরর নতুন বিয়ে হওয়া রানু নামের একটি কিশোরী মেয়েকে ঘিড়ে।রানু কিছু কিছু ঘটনা আগেই জানতে পারে,মানে ভবিষ্যাৎ দেখতে পায়।রানুর সমস্যাটি সমাধানের জন্যই মিসির আলীর সাহায্য চায় রানুর স্বামী আনিস।
Was this review helpful to you?
or
রকমারি বুক রিভিউ। দেবী by হুমায়ন আহমেদ। বইটি সত্যিই চমৎকার। বরাবরের মত হুমায়ন স্যারের সৃজনশীলতার ছাপ পাওয়া যায় বইটিতে। বইটির শুরু থেকে শেষ পর্যন্ত এক প্রকার টানটান উত্তেজনার ছাপ স্পষ্ট। বইটা না পড়লে সত্যি বলছি কিছু একটা মিস তো করবেন ই।
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ বরাবরই একজন একজন ভালো উপন্যাসবিদ হওয়ার প্রমান পাওয়া যায় তার প্রতিটি লেখার মধ্যে। দেবী উপন্যাসটি তার একটি অনবদ্য সৃষ্টি। যার মধ্য দিয়ে পরে মিসির আলি সিরিজ নামে বই বের হল। বরাবরই আমি তাঁর বই পড়ার চেষ্টা করি এবং এই বইটির বিভিন্ন রিভিও দেখে আমিও বইটি পড়ার আগ্রহ পাই।
Was this review helpful to you?
or
বইটি মোটামুটি মানের।বেশি ভালো লাগেনি।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই - দেবী লেখক - হুমায়ূন আহমেদ প্রকাশ - অবসর প্রকাশনা সংস্থা ঘরনা - সমকালীন উপন্যাস দাম - ১৪০/- রেটিং - ৫/৫ .......... হুমায়ূন আহমেদ স্যারের অনবদ্য এক সৃষ্টি 'মিসির আলী।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিসির আলী যুক্তির সাহায্যে প্রতিনিয়ত কাটাকুটি করেন ভ্রান্ত ধারণা, অযাচিত জমে থাকা ভয়। সবসময় প্রচারবিমুখ এই মানুষের কাছে আসে নতুন এক রোগী। রানু। রানু এবং আনিস। সদ্য বিবাহিত। কাহিনীর শুরুতেই দেখা যায় এক ভয়াবহ রাতে হঠাৎ ভয় পায় রানু। এমন ব্যাপার প্রথম না। বেশ কবার। আনিস যোগাযোগ করে প্রফেসর মিসির আলীর সাথে। মিসির আলী টের পান রানুর উচ্চ মাত্রার ইএসপি ক্ষমতা। কাহিনীসূত্রে এগিয়ে আসে রানুর বাড়িওয়ালা এবং তার দুই মেয়ে। বড় মেয়ে নীলু। বেশ শান্ত মেয়েটি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া এক অজ্ঞাত যুবকের সাথে জড়িয়ে পড়ে বন্ধুত্বে। সেই বন্ধুত্ব নীলুকে নিয়ে যায় একাকী এক ঘরে। ইতিমধ্যে মিসির আলী রানুর ব্যাপারে জানতে গিয়ে আবিষ্কার করেন রানুর কৈশোরকালের দূর্ঘটনাকে। বেরিয়ে আসে একটি ভাঙা মন্দির আর একজন দেবীর সংশ্লিষ্টতা। নীলুর সাথে কি ঘটেছিল সে রাতে। কেন রানু একই রাতেই পড়ে যায় ভয়াবহ অসুস্থতায়। রানু কে? দেবী? নাকি মানবী? জানার জন্য আছে 'দেবী' বইটা ....... এক কথায় অসাধারণ একটি বই। একেবারেই স্যারের নিজস্ব ভঙ্গীমায় লেখা। প্রতিটা পাতায় মুগ্ধতা। এমন বৃষ্টির রাতে বইটা যদি আপনার সঙ্গী হয়ে থাকে তবে আপনি যেমন ভাগ্যবান। ভাগ্যবান আপনার সময়টাও। বই পড়ুন। থাকুন বইয়ের সাথে।
Was this review helpful to you?
or
যে সময়ে এ বইটি লেখা হয়েছে তখন এরকম গল্প কল্পনা করায় ছিল মুশকিল
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটি বই। কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষে কিনেছিলাম। হুমায়ূন আহমেদ স্যারের প্রতিটি বই অসাধারণ। দেবী তার অন্যতম একটি উপন্যাস। শীগ্রই নিশীথিনী নিতে চাই।
Was this review helpful to you?
or
মিসির আলী সমগ্রের ১ম বই পেয়ে গেলাম । এটা নেওয়ার পর ২য় বইটা (নিশীথিনী) না নিয়ে পারলাম না। অর্ডার করার পর মাত্র ২ দিনে বই পাবো আশা করিনি। যাই হোক খুব ভালো বই । একবার নিয়ে দেখতে পারেন ।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই-দেবী লেখক-হুমায়ূন আহমেদ ঘরানা- হরর উপন্যাস প্রকাশনী-অবসর প্রকাশনা সংস্থা পৃষ্ঠা-৯৮ রকমারি মূল্য-১০৫ টাকা রেটিং- ৪.৫/৫ স্বাধীনতা পরবর্তি শ্রেষ্ঠ লেখক হুমায়ূন স্যারের সৃষ্ট চরিত্র মিসির আলী। দেবী উপন্যাসের মাধ্যমে মিসির আলীর পথচলা শুরু হয়। দেবীর পাঠকপ্রিয়তা লেখককে অনূপ্রাণীত করে পরের উপন্যাসের জন্য। কেন্দ্রীয় চরিত্র নববধু রানু। আনিসের সাথে তার বিয়ের বেশি দিন হয় নি। রানুর কোন অশরীরি অস্তিত্বের উপস্থিতি বুঝতে পারে। কোন বিপদ আসার আগে সে নিজে থেকেই বুঝতে পারে। তার মনে হয় কোন বিপদ আসার আগে "কেউ একজন তাকে এসব বলে যাচ্ছে"। রানুদের বাড়িওয়ালার মেয়ে নীলুর সাথে পত্রমিতালীর মাধ্যমে এক লোকের গভীর বন্ধুত্ব হয়। একদিন নীলুকে তার বাড়ি নিয়ে যাবার কথা বলে লোকটি অন্য কোথাও নিয়ে যায়। সেখানে নীলু খুব বিপদে পরে এবং অদ্ভুত ভাবে রানু সব বুঝতে পারে। এরপর দেখা যায় সেখান থেকে নীলু ফিরে আসে একদম অক্ষত অবস্থায়। কি করে সম্ভব? কে তাকে রক্ষা করলো??? রানু প্রায়ই ঘুমের মাঝে হাসে । এমনকি সে স্বপ্নেও অনেক কিছু দেখে যা পরে সত্যি সত্যি ঘটে। রানুর এমন অবস্থায় আনিস বেশ চিন্তিত বোধ করেন। আনিসের মতে রানু অসুস্থ। তার অফিসের এক কলিগ মিসির আলীর সন্ধান দেন। আনিস রানুকে নিয়ে মিসির আলী সাহেবের কাছে যায়। মিসির আলী রানুকে নিয়ে যায় তাদের গ্রামের বাড়ির এক পুরনো মন্দির পর্যন্ত। অবশেষে কি আনিসের ধারনা সঠিক হবে নাকি রানু এমন ক্ষমতা নিয়েই জন্মেছেন??? কি রহস্য লুকিয়ে আছে ? #পাঠ_প্রতিক্রিয়া:- মিসির আলী সাহেবের চরিত্রের একটি দিক হুমায়ূন স্যারের সাথে পুরোপুরি মিলে যায়। মিসির আলী সাহেবের বাসায় কাজের মানুষ আসলে তা বেশি দিন টিকতো না। কাজের মানুষগুলোর উপরে প্রচুর অত্যাচার করা হতো। প্রধান অত্যাচার হলো তাদের নিয়মিত পড়াতেন। যখন মিসির আলী পড়া শুরু করি তখন থেকেই মনে হতো হুমায়ূন স্যার এই চরিত্রের মধ্যে নিজের কিছু গুন তুলে ধরেছেন। হুমায়ূন স্যার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে আমার প্রিয় চরিত্র মিসির আলী। দেবী উপন্যাসটা অনেক ভালো লেগেছে। একা একটি অন্ধকার ঘরে বসে পড়লে হয়তো ফুল ফিলিংসটা পেতাম। শুধু একটা জায়গা খটকা লেগেছে তাহল নীলু এমনি এমনি কি করে অক্ষত অবস্থায় ফিরে আসলো??? এটা লেখক ক্লিয়ার করেন নি। নাকি আমি তাড়াহুড়া করে পরেছি বলে মাথার উপর দিয়ে গেলো? নাকি লেখক ইচ্ছা করেই রহস্য রেখে দিয়েছে। কিন্তু মিসির আলী যেখানে ভূত বিশ্বাস করেন না সেখানে এমন রহস্য রাখাটা কতটুকু ঠিক তা বুঝতে পারছি না। অসাধারন একটি উপন্যাস না পড়লে পড়ে নিন দ্রুত।
Was this review helpful to you?
or
দারুণ একটা বই।
Was this review helpful to you?
or
কি হুমায়ুন আহমেদের নতুন পাঠক? সমস্যা নাই মিসির আলী নাম শোনেন নি? হুম আমি হুমায়ুন সিরিজের কাল্পনিক চরিত্র 'মিসির আলী'র কথা বলছি?. 'মিসির আলী' আমার পছন্দের একটা চরিত্র। 'মিসির আলী' সিরিজের প্রায় সব বই পড়ে ফেলেছি। তার মাঝে 'দেবী' একটা বই। যা 'Amazing' লেভেলের একটা বই। এমন কি এই বই নিয়ে মুভিও করা হয়েছে। আপনি নিজেও ভাবুন, বইটা কতটা অসাধারণ হতে পারে! আমি বইয়ের কাহিনী লিখছি না। ভিতরের গল্প পড়তে চাইলে 'একটু পড়ে দেখুন' এ ক্লিক করে পড়ে ফেলতে পারেন। এত ভাল একটা বই! কিছু না লিখলে হয়? কেন্দ্রীয় চরিত্রে রানু নামের একটা মেয়েকে বর্ণনা করা হয়েছে। যার কিছু অসাধারণ ক্ষমতা রয়েছে (আধিভৌতিক)। এই মেয়েটার সাথে অনেক কিছু হয়। এই গুলো আমি লিখছি না, লিখলে মজা নষ্ট। সত্যি অর্থে বইটা অনেক সুন্দর করে সাজিয়ে লেখা। একটারর পর একটা স্টেপ চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। লাস্ট এর দিকের কিছু একটু লিখছি। রানু মারা যায় কিন্তু তার সেই আধিভৌতিক ক্ষমতা সে অন্য একজন কে দিয়ে যায়। যার নাম নীলু। রানুকে দেখলে যেমন দেবী দেবী মনে হত, নীলুকেও এখন অইরকম লাগে (ক্ষমতা পাওয়ার পর)। মাঝখানের স্টেপ গুলা অনেক ইন্টারেস্টিং। মিসির আলীর কাছে নীলু কে নিয়ে যাওয়া হয়। মিসির আলী অনেক খুজা খুজি করে, রহস্যের সমাধানের জন্য। বইটা আসলেই Amazing একটা বই। আপনি 'রকমারি' থেকে অর্ডার করে বাসায় এনে পড়তে পারেন?.
Was this review helpful to you?
or
“দেবী” - হুমায়ূন আহমেদের মিশির আলী সিরিজের একটি চমৎকার রচনা। উপন্যাসটির প্রধান চরিত্র রানু নামক এক নববিবাহিতা, যে ঘরের বাইরে ও ভিতরে টের পায় কোনো একজনের অস্তিত্ব। তাকে সে অনুভব একেক সময় একেক রূপে। রানুর একটি বিশেষ গুণ হচ্ছে সে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে আগাম বলে দিতে পারে। আনিস রানুর স্বামী যার চোখে রানু একজন অপ্রকৃতিস্থ। রানুর চিকিৎসার জন্য আনিস যোগাযোগ করে মিশির আলির সঙ্গে এবং তাকে মিশির আলীর কাছে নিয়ে আসে। মিশির আলী রানুর কাছ থেকে তার অতীত জীবনের দুর্ঘটনার কথা জানতে পারেন আর বুঝতে পারেন তার অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। মিশির আলী রানুদের দেশের বাড়ি গিয়ে তার সম্পর্কে খোঁজখবর শুরু করেন। উপন্যাসের আরেক চরিত্র নীলু রানুদের প্রতিবেশী এবং মিশির আলীর ছাত্রী। নীলু তার একাকীত্ব কাটানোর জন্য পত্রের মাধ্যমে পরিচিত বন্ধুর সাথে দেখা করতে যায়। রানু তা স্বপ্নের মাধ্যমে জানতে পারে আর বুঝতে নীলুর খুব বিপদ - তাকে অপহরণ করে মেরে ফেলা হবে। রানু তাকে বাঁচাতে চেষ্টা করে। পারবে কী রানু তাকে বাঁচাতে…….?????? কিসের অস্তিত্ব টের পায় রানু……?????? কীভাবেই বা বলতে পারে ভবিষ্যৎ সে রহস্য উদঘাটন করতে হলে একদম শেষ পযর্ন্ত পড়তে হবে বইটি। হুমায়ূন আহমেদের সৃষ্টি মিসির আলী চরিত্রটা যাদের ভাল লাগে, এবং যারা বই পড়তে বা সংগ্রহ করতে ভালবাসেন তাদের জন্য চমৎকার একটি উপন্যাস "দেবী"।
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের অত্ত্যন্ত পাঠকপ্রিয় এবং একইসাথে সমালোচক প্রিয় 'মিসির আলি' সিরিজের প্রথম বই দেবী। যারা মিসির আলির সাথে কম-বেশী পরিচিত তারা সবাই জানেন, মিসির আলি কাজ করেন লজিক বা যুক্তি নিয়ে। কিন্তু 'মিসির আলি' সিরিজের বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, প্রকৃতির রহস্যময়তা যা কোন যুক্তি মানে না। এই বইটিও তার ব্যতিক্রম নয়। বইটির কেন্দ্রীয় চরিত্র রানু। গল্পটি শুরু হয় এক মাঝ রাতের বর্ণনা থেকে। রানু কিছু অস্বাভাবিক অস্তিত্বের উপস্থিতি টের পেতে থাকে, যার বাস এই মর্ত্যে নয়। অন্য কোন ভুবনে। রানুর স্বামী, আনিস, ব্যাপারটি নিয়ে বেশ বিচলিত বোধ করেন। রানুর এই অস্বাভাবিকতাকে অসুস্থতা ধরে নিয়ে আনিস সমস্যা সমাধানের জন্যে মিসির আলির শরণাপন্ন হন। মিসির আলি রানুর প্রচণ্ড ইএসপি ক্ষমতা টের পেয়ে তার ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। এভাবেই গল্পের কাহিনী এগোতে থাকে। এদিকে রানুদের বাসার বাড়িয়ালার দুই মেয়ে, বিলু আর নীলু। বিলু ছটফটে, বড় বোন নীলু শান্ত। একদিন পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখে নীলু একটি অপরিচিত মানুষকে ঝোঁকের বশে চিঠি লেখে। একসময় যুবকটির সাথে নীলুর বেশ ভাল সম্পর্ক গড়ে উঠে। কিন্তু তখন সরলমতি নীলু বুঝতে পারে নি, এই যুবকটির কারণেই তার জীবনের সবচেয়ে দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। মিসির আলি রানুর সাথে কথা বলে বেশ অদ্ভুত কিছু তথ্য পান। রানু এগার-বার বছর বয়সে একবার তার চাচাতো বোনের বিয়েতে চাচার বাড়ি গিয়েছিল। সেখানে নদীতে গোসল করতে নেমে তার এক ভয়াবহ অভিজ্ঞতা হয়। সে অনুভব করে কেউ একজন তাকে টেনে নদীর গভীরে নিয়ে যাচ্ছে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। সবচেয়ে রোমহর্ষক ব্যাপার, তাকে যখন উদ্ধার করা হয় তখন দেখা যায়, তার পা জড়িয়ে আছে এক মৃত মানুষ। তাহলে কি এই ঘটনার কারণেই রানুর ভিতরে একটা ভয় ঢুকে গেছে? যার ফলে তার মনগড়া অনেক অস্বাভাবিক ব্যাপার সে দেখতে ও শুনতে পায় নাকি অন্য কিছু? ঘটনার মূল কারণ খুঁজতে গিয়ে মিসির আলি আর কিছু ঘটনার সন্ধান পান। রানুদের আদি বাড়িতে একটি পুরনো ভাঙা বিষ্ণুমন্দির ও দেবী মূর্তি নিয়ে নতুন রহস্যের সৃষ্টি হয়। নীলুকেও একদিন সেই যুবকটি বাড়িতে নিয়ে যাবার কথা বলে এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখান থেকে কী এক অলৌকিক শক্তির সাহায্যে নীলু ফিরে আসে। কিন্তু এই অলৌকিক শক্তির উৎস কী? রানু আসলে কে? এই সবকিছু জানার জন্যে আপনাকে দেবী বইটি পড়তে হবে। যদিও বইটি ভৌতিক নয়, তবুও রাতের অন্ধকারে নির্জন ঘরে একা বসে বইটি পড়লে এর রস পুরোপুরি আস্বাদ করা যাবে বলে আমার ধারণা। বইটি আপনারা না পড়ে থাকলে অবশ্যই পড়বেন আশা করি।