User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
it was good.as expected
Was this review helpful to you?
or
আমেরিগো বনাসেরা (Amerigo Bonasera) বিচারের আশায় বসে ছিলো নিউইয়র্ক ক্রিমিনাল কোর্টে. তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেছে দুই যুবক. বিচারক তার রায় শোনাবে. কিন্তু সব আশা নষ্ট করে দেয় বিচারকের রায়. পরিবারের প্রভাবের কারনে ছাড়া পেয়ে যায় তারা. এ অবিচার মেনে নিতে পারেনি Amerigo. ভেঙ্গে পড়ে সে. একটু পরেই সে বুঝতে পারে একজনই পারবে তাকে সুবিচার. আর তিনি হলেন গডফাদার ডন কার্লেওনি. গায়ক হিসেবে একসময় হলিউড মাতিয়েছেন জনি ফনট্যানে (Johnny Fontane). কিন্তু এখন আর আগের মত গাইতে পারেন না. প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর ২য় স্ত্রীর সাথেও খুব সুখে নেই সে. এক রাতে স্ত্রীর সাথে ঝগড়া করে অপমানিত হন জনি. জনি সে রাতেই নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন. কারন একমাত্র গডফাদারই পারবে তার কেরিয়ার বাচাঁতে. নাজোরিন (Nazorine) একজন রুটি প্রস্ততকারক. তার স্ত্রী, কন্যা ক্যাথেরিন (Katherine) ও কর্মকর্তা এনযো (Enzo) তাকে সাহায্য করে. এনযো ইটালিয়ান আর্মিদের একজন কয়েদি. সে আমেরিকায় কাজ করে. সে ক্যাথেরিনকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়. যুদ্ধ শেষে তাকে ইটালি ফিরে যেতে হবে. ক্যাথেরিন জানায় তার বাবা যদি এনযোকে আমেরিকা থাকার ব্যবস্থা করে দিতে না পারে সেও ইটালি চলে যাবে. কি করবে নাজোরিন? সে জানে কে তাকে সাহায্য করতে পারবে. ডন কার্লেওনি. কথায় আছে "সব সমস্যারই সমাধান থাকে". উপরিউক্ত এ ব্যক্তিদের মতো আরো অনেকের কাছেই সব সমস্যার সমাধান হচ্ছে গডফাদার ডন কার্লেওনি. কিন্তু কে এই গডফাদার? ডন ভিটো কার্লেওনি (Don Vito Carleone) নিউইর্কের ৫টি মাফিয়া পরিবারের প্রধানদের মধ্যে একজন. সে তার পরিবারসহ থাকেন Long Island এর একটি বাড়িতে. সে একজন যুক্তিপূর্ন ব্যক্তি. যখনই কেউ তার কাছে সাহায্য চাইতে আসে সে তাদের খালি হাতে ফিরিয়ে দেয় না. তবে এর জন্য সাহায্যপ্রাপ্ত ব্যক্তিকে কথা দিতে হয় যে তাকে যখনই ডন কোন সাহয্যের জন্য ডাকবে তা তাকে পালন করতে হবে. কার্লেওনি পরিবারের সাথে অন্য ৪ পরিবারের বিবাদ শুরু হয় যখন ডন কার্লেওনিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়. এরপর শুরু হয় মাফিয়া রাজ্যের গল্প. ************* অনেক আগেই পড়া শুরু করেছিলাম বইটি. কিন্তু এ ধরনের বই আগে না পড়ার কারনে থেমে যাচ্ছিলাম বারবার. মুভিটি আগেই দেখে ফেলি এবং এতটাই ভালো লেগে যায় যে এরপর বইটি শেষ করতে সময় লাগে মাত্র ২ দিন. কথায় আছে "পাপ বাপকেও ছাড়ে না". বইটি অনেকটা তারই প্রতিচ্ছবি. প্রতিটি চরিত্রের রয়েছে আলাদা আলাদা গল্প যা অনেক সময় বাস্তবকেও হার মানায়. বিশেষ করে ডন কার্লেওনির গডফাদার হয়ে ওঠার গল্পটা এতটাই বিষ্ময়কর ছিলো যে বই থেকে চোখ সড়ানো সম্ভব হয়নি. গল্পের অন্যতম প্রধান চরিত্র ডনের ছোট ছেলে মাইকেল. কল্পনাকে বাস্তব করাই যেন তার কাজ. Happy Reading
Was this review helpful to you?
or
Another masterpiece of Mario Puzo!! A number-one New York Times bestseller in 1969, Mario Puzo’s epic creation!!!
Was this review helpful to you?
or
The Godfather is a crime novel written by Italian American author Mario Puzo. Originally published in 1969 by G. P. Putnam's Sons, the novel details the story of a fictional Mafia family based in New York City (and Long Beach, New York), headed by Vito Corleone. The novel covers the years 1945 to 1955, and also provides the back story of Vito Corleone from early childhood to adulthood. The book introduced Italian criminal terms like consigliere, caporegime, Cosa Nostra, and omertà to an English-speaking audience. It inspired a 1972 film of the same name. Two film sequels, including new contributions by Puzo himself, were made in 1974 and 1990. The first and second films are widely held in high esteem as examples of the cinematic arts . ------ Wikipedia