User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গল্প গুলো খুব ভালো এবং পেজ কোয়ালিটিও বেশ ভালো সায়েন্স ফিকশন পাঠকরা তাদের সংগ্রহে রাখতে পারেন
Was this review helpful to you?
or
এখানে "মানবী" গল্পটি নেই
Was this review helpful to you?
or
Favorite book
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
প্যাকেজিং, বই কোয়ালিটি অসাধারণ। আর হুমায়ূন আহমেদ স্যারের লেখা নিয়ে কোন কথা হবেনা! অতুলনীয়!
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
Great Book. Humayun sir er shobgulo Sci-fi uponnoash ek moroke.
Was this review helpful to you?
or
stories are good & unpredictable.. ??
Was this review helpful to you?
or
এই বইটি আমার কাছে ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
অসাধারণ ❤️
Was this review helpful to you?
or
বইটি সত্যিই অসাধারণ।রহস্য প্রেমিদের অবশ্যই বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
Awsome book.... Nothing to say.
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
হূমায়ুন আহমেদ এর একটা সায়েন্স ফিকশন আছে, যার প্লটটা পুরাপুরি মনে নেই, যা আছে তা হলো "একটা দেশ (হতে পারে) যেখানে তিন স্তরের মানুষ থাকে, যারা তৃতীয় স্তরে থাকে তারা স্বর্গের মত জীবন যাপন করে, আর যারা তৃতীয় স্তরে থাকে তারা অতি কষ্টে। তৃতীয় স্তরের ব্যাক্তিরা যদি কোন দোষ বা এমন কিছু করে তাহলে তারা আর তৃতীয় স্তরে পৌছাতে পারবে না" যদি কেউ জেনে থাকেন গল্পটার নাম কি তাহলে জানাবেন! থ্যাংকু।
Was this review helpful to you?
or
একজন বিজ্ঞান এর ছাত্র হিসেবে আমার সায়েন্স ফিকশান পছন্দের তালিকায় উপরে।এই ধরনের বই কল্পনার রাজ্যে নিজেকে ডুবিয়ে রাখতে খুব ই উপকা। আবার তিনি জ্ঞানের বিচিত্র সব বিষয় এই বই এ এনেছেন যা আমার খুব ভাল লেগেছে।সরবপরি বইটা খুব ই ভাল মানের
Was this review helpful to you?
or
Amazing book! :)
Was this review helpful to you?
or
Every science fiction novel by Humayun Ahmed is absolutely mind blowing. I don't know why they are so unpopular.
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ স্যারের হিমু কিংবা মিসির আলি চরিত্র দুটিকে যেভাবে আলো ফেলে দেখা হয়, সায়েন্স ফিকশন গুলো বেশিরভাগক্ষেত্রে তেমন আলোর সন্ধান পায় না। কিন্তু আমি মনে করি বাংলা সাহিত্যে তাঁর লিখা সায়েন্স ফিকশন গুলো "সায়েন্স ফিকশন" জগত কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সায়েন্স ফিকশন গল্প হলেই সবাই মনে করে কাট-খোট্টা সায়েন্স র কিছু থিওরি দিয়ে লেখক গল্প সাজান। কিংবা এমনভাবে লিখেন যাতে অনেকটা জোড় করেই সায়েন্স নিয়ে ছেলেখেলা হয়। হুমায়ুন আহমেদ স্যারের সায়েন্স ফিকশনগুলো অন্যরকম। সায়েন্স ফিকশন জগতে "ইমোশন" যে ম্যাটার করে উনি তা দেখিয়েছেন। যেমন শূন্য, ফিহা সমীকরণ গল্পগুলো। আমি মনে করি, বাংলা সায়েন্স ফিকশন জনরার একটি বেস্ট ডিল এই বইটি। ক্লাস ৫ এ থাকতে আমার দিদি "সেরা ৫ সায়েন্স ফিকশন " উপহার দিয়েছিল। তখন থেকেই এই জনরার প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। "ফিহা সমীকরণ" পড়ার পর আমি সায়েন্স ফিকশনের বলতে গেলে প্রেমে পড়ে যাই!!!! একজন মানুষ এত্তগুলা জনরায় সমান তালে দারুণভাবে লিখে গেলেন কিভাবে!!!! কিংবদন্তি!!!
Was this review helpful to you?
or
The stories are great. Actually you can't judge the story will buying it online. All you have to care is about the packaging, quality, printing, is there any mistake on the written printing, is the book long lasting etc. Because we know the story(heard from other of course). But some idiots write review about the story on Rokomari. But everybody knows it. Nobody wants your opinion. Here's my review about the book. The delivery packaging was good. But the delivery man wasn't polite. Didn't mind. The book quality is good and the printing is good. No major mistakes. But there are a lot of spelling mistakes. The man who typed is a horrible type writer! I want the publisher and Rokomari to take action about this kind of mistakes. Because there can't be any mistakes in business! Wishing luck and may Allah bless Humayun Ahmed jannat. Ameen.
Was this review helpful to you?
or
⭐⭐⭐⭐⭐
Was this review helpful to you?
or
banglali sudhu dam tai dekhe. lekhok je kosto kore lekhe, eta ar tader chokhe pore na....
Was this review helpful to you?
or
First I read this book when i was in class 9. It was the time when i was passing leisure time after my 1st term exam. On that time i got this book. I was very excited to read the book and finished it very quickly. At first i was not sure if i will like it or not.But after reading the book I enjoyed every story of this book. I was always fond of science fiction books so this one is also no different.
Was this review helpful to you?
or
Wonderful collection.
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বুক_রিভিউ_কন্টেস্ট বইয়ের নামঃ সায়েন্স ফিকশন সমগ্র লেখকঃ হুমায়ুন আহমেদ ধরণঃ সায়েন্স ফিকশন প্রকাশনীঃ অন্বেষা প্রথম প্রকাশঃ বইমেলা, ২০০৯ সাল মূদ্রিত মূল্যঃ ৮০০ টাকা পৃষ্ঠাসংখ্যাঃ ১০২৪ টি প্রচ্ছদঃ ধ্রুব এষ রেটিংঃ ৯.৭৫/১০ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার লেখালেখি জীবনে সায়েন্স ফিকশন খুব কমই লিখেছেন। বাংলাদেশে সায়েন্স ফিকশনের পাঠক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। বাংলার সায়েন্স ফিকশনের অন্যতম পথিকৃৎও বলা যায় হুমায়ুন আহমেদকে। সায়েন্স ফিকশন সমগ্র বইটিতে তাঁর লেখা মোট ২২টি সায়েন্স ফিকশন জায়গা পেয়েছে। এগুলোর নাম এখানে দিয়ে দিচ্ছি- (১) তোমাদের জন্য ভালোবাসা (২) তারা তিনজন (৩) অন্য ভুবন ( মিসির আলী ) (৪) ইরিনা (৫) অনন্ত নক্ষত্রবীথি (৬) কুহক (৭) ফিহা সমীকরণ (৮) শূন্য (৯) নি (১০) তাহারা (১১) পরেশের ' হইলদা ' বড়ি (১২) আয়না (১৩) নিউটনের ভুল সূত্র (১৪) যন্ত্র (১৫) নিমধ্যমা (১৬) ওমেগা পয়েন্ট (১৭) ইমা (১৮) দ্বিতীয় মানব (১৯) অঁহক (২০) জাদুকর (২১) কুদ্দুসের একদিন (২২) সম্পর্ক সায়েন্স ফিকশনগুলোতে আমার সবচেয়ে ভালো লেগেছে মানবিকতার বিষয়টি। অন্যান্য সা.ফি লেখকদের লেখায় আমরা সাধারণত যান্ত্রিকতা বেশি দেখতে পাই। যারা যারা এসব পড়তে বোরিং হয়ে গেছেন, তারা হুমায়ুন স্যারের সা.ফি গুলো পড়তে পারেন। আবার একই লেখা বারবার অন্য কোনো সা.ফি তে খুব-খুব কমই উঠে এসেছে। তাই একেকটি লেখায় পাওয়া যাবে ভিন্নতার স্বাদ। আরো দারুণ বিষয় হচ্ছে হুমায়ুন স্যারের সা.ফি গুলোতে অনেক তথ্যমূলক জ্ঞান পাওয়া যায়। বেশিরভাগ সায়েন্স ফিকশনগুলোতে গ্রামীণ পরিবেশের স্পর্শ পাওয়া গেছে, যা সত্যিই উপভোগ্য। এই বিশেষ গুণ গুলোকে অন্যান্য সায়েন্স ফিকশন থেকে হুমায়ুন স্যারের সায়েন্স ফিকশনগুলোকে আলাদা করে রেখেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে 'শূন্য' গল্পটি। যারা এখনো সায়েন্স ফিকশন সমগ্র বইটি পড়েনটি তাদেরকে শূন্য গল্পটি সবার শেষে পড়ার পরামর্শ দিচ্ছি। যারা সিরিয়াস পাঠক তারা কিন্তু বইটা ধরেও দেখবেন না। আমার না, এটা লেখকের কথা। লেখকের ভাষ্যমতে সিরিয়াস পাঠকের কিন্তু মৃত্যু ঘটবে এই বই পড়লে। আর যারা নন-সিরিয়াস পাঠক, তাদেরকে লেখক বলেছেন, " কেঁও মি ছিয়া!" ( এর অর্থ জানতে হলে বইটি অবশ্যি পড়তে হবে! )। তো পড়ে ফেলুন সায়েন্স ফিকশনের অনন্য সম্ভার নিয়ে ঢাউস এই বইটি! পরিশিষ্ট: আমার মতের ভিত্তিতে সায়েন্স ফিকশনগুলোর মধ্যে সেরা ৫ টি উল্লেখ করছি - (১) শূন্য (২) ওমেগা পয়েন্ট (৩) অন্য ভুবন (৪) নি (৫) নিউটনের ভুল সূত্র - Stepheh Hawking Jr.
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের লেখা দারুন দারুন গল্প এবং উপন্যাস মিলিয়ে বইটিতে স্থান পেয়েছে মোট ২২ টি গল্প। প্রত্যেটি অসাধারণ। প্রতিটি গল্পই আমার অসাধারণ লেগেছে। এখনে একটি উপন্যাস "ওমেগা পয়েন্ট "কাহিনিতে রফিক চায় সাধারন মানুষের মত বাচতে। কিন্তু সেটা যেন অসম্ভব। পৃথিবীর বিজ্ঞানীরা তাকে গিনিপিগ বানিয়ে খেলছে নিদারুন এক খেলা যে খেলা আর ভালো লাগছে না রফিকের। রফিকের দুটি জীবন। দুটি জীবন বয়ে চলেছে পাশাপাশি। একটি জীবনে সে একজনের বাসায় থাকে এবং সে বাসার মেয়ে শেফাকে পড়াশোনা করায়। শেফা ভীষন ভালোবেসে তাকে। কিন্তু রফিকের এমনটা মনে হয়না। শেফালীর সবসময় রফিককে নিয়েই চিন্তা করে ফলে পড়াশোনায় বেশ একটা মনোযোগ দিতে পারেনা। যার ফলে পরীক্ষায় ডাব্বা। অংকে একদম কাচা সে অপরদিকে রফিক যাকে বলা হয় অংকের জাহাজ। কঠিন কঠিন অংকগুলি মুখে করতে পারে তাও কিছু সেকেন্ডে। রফিক আর শেফার ভালবাসার কথা যখন জানাজানি হয়ে যায় তখন শেফার বাবা উপায় না দেখে করে ভয়ঙ্কর এক প্লান।এই জীবনে রফিক জানেনা তার দুটি জীবন আছে কিন্তু অপর জীবনে সে বুঝতে পারে তার দুটি জীবন আছে। আর বুঝতে পারে বলেই তাকে নিয়ে বিজ্ঞানীরা করছে ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট। যাদের উদ্দেশ্য রফিকের অপর জীবনটাকে কাজে লাগিয়ে বিজ্ঞানেরই উন্নতি সাধন করা। এভাবেই এগোয় কাহিনী। এরকম প্লাট মিসির আলী গল্পের নিষাদ গল্পেও পাওয়া যায় তারপরও আমার দারুণ লেগেছে। আশাকরি আপনাদেরও লাগবে। আর একটা গল্প নি আজকে কাহিনী সাইন্স শিক্ষক মবিনুর রহমানকে নিয়ে। মববিনুর রহমানের আছে অদ্ভুত এক ক্ষমতা। ক্ষমতা বলে সে নতুন নতুন জগৎ সৃষ্টি করতে পারে। এছাড়াও আরো অনেক ক্ষমতা আছে তার কিন্তু সে জানেনা তার ক্ষমতার কথা, তাই সেসব ব্যাবহার কি করে করতে হয় সেটাও জানা নেই। কিন্তু মবিনুর রহমান যখন তার ক্ষমতা সম্পর্কে জানতে পারলো তখন তার অপব্যবহার করলো, প্রকৃতির অপব্যাবহার করলো ফলে তার জীবনে নেমে আসলো বিষন্ন কালো ছায়া, এখন আর তার বাচার কোন পথ নেই অথচ কিছুদিন আগে ভাঙা চুড়া একটা ঘরে সে থাকতো। সবাই মনে করতো ঘরটা যেকোন সময় হুড়মুড়িগে পড়ে যাবে। কিন্তু দিনের পর পর দিনেও ঘর ভাঙ্গেনি। শুধু যে ভাঙ্গেনি তাই না ঘরের ভিতর রয়েছে বিষাক্ত সাপ তারা পর্যন্ত মববিনুর রহমানকে কামড়ায়নি। অথচ এর আগে অনেকর প্রান গেছে সাপের ছোবলে। তবে এটা সত্যি যে মবিনুর যা করেছে তা এক মেয়ের জন্য করেছিল, নিজের সবসবকিছুর বিনিময়ে ফিরিয়ে দিয়েছে একটি মেয়েকে। যে মেয়ে গল্পের নায়িকা এবং ভালবেসে মবিনুর কে। মববিনুর একজন বৃদ্ধ মানুষ তাকে ভালোবাসার কোন কারন যখন তার পরিবার খুজে পেলোনা তখন মবিনের বিরুদ্ধে শুরু করে দিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে যখন মবিনকে বাঁচাবার কেউ নেই ঠিক তখনই আসলো নি মানব রা। এই নি মানব অন্য জগৎ তৈরী করতে পারে। তাহলে কি তারা তৈরী করে দেবে মবিনুরের অন্যজগৎ। আর ছোট ছোট গল্প গুলো অসাধারণ, আশাকরি আপনাদের ভালো লাগবে।
Was this review helpful to you?
or
সবাই বলছে ৬০০ অনেক বেশি দাম। এই বইয়ে ২২টি বই ইনক্লুড আছে। যদি ৫০ টাকা করে আলাদা করে কিনতে গেলেও ১১০০ টাকা লাগবে, নিশ্চয় আপনি সবকটি বই ৫০ টাকা করে পাবেন না। happy reading..
Was this review helpful to you?
or
দামটা তুলনামূলক অনেক বেশীই হয়ে গেছে। আমার কাছে ৬০০ টাকা + ৫০ টাকা সার্ভিস চার্জ দিয়ে কেনাটা একবারেই বাড়াবাড়ি হয়ে গেছে। দামটা যেহেতু বেশী কাগজটা চাইলে আরো ভালো করা যেত। “অন্বেষা প্রকাশন” কে দামটা টা কমান না হলে আর একটু বেটার করেন। “রকমারি”কে বলছি, সার্ভিস চার্জ অনেক বেশী হয়ে গেছে। ৩০ টাকা অনেক ভালো ছিল। একটু ভেবে দেখবেন কমানো যায় কিনা।