User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: কবিতার কাছে যাবো জনরা: কাব্যগ্রন্থ লেখক: হাফিজ রহমান প্রকাশনী: মানুষজন প্রকাশ কাল: বইমেলা ২০১৬ পৃষ্ঠা: ৬৪ প্রচ্ছদ: প্রদীপ ঘোষ মুদ্রিত মূল্য: ১৪০ সার সংক্ষেপ: কবি ও কবিতা যেন একে অন্যের পরিপূরক। কবির মনের নিগূঢ়তম ভাবনা প্রকাশ পায় কবিতার ছন্দ অলংকরনে। কবি হাফিজ রহমান তার কবিতায় তুলে এনেছেন প্রকৃতির ষড় ঋতুর নানা বৈচিত্র্যপূর্ণ পরিবেশের বর্ণনা। কাব্য গ্রন্থের একটা কবিতা এমন, "হেমন্তে হাঁটি না অামি বহুকাল এি মেঠোপথে, ভোরের মিঠে রোদে ঘুমঘুম চোখে সেই কবে হেঁটেছিলাম! লাউয়ের সবুজ ডগা কিশোরীর মত হাত মেলে ডেকেছিল অালিঙ্গনে। .......... ভাবছি ফিরে যাব, শিশির ধৌত সেই অালপথে, সেই ধানের ছড়ার ফাঁকে একটু একটু করে খুঁজব জীবন, ফেলে এসেছি যা নিতান্ত হেলায়।" এ কবিতার মধ্য দিয়ে একদিকে যেমন কবির ফেলে অাসা জীবনে ফিরে যাবার অাশা তেমনি অাছে প্রকৃতির হেমন্ত রূপের বর্ণনা। অাবার তার কবিতায় কখনো বা দেখা যায় বিরহানলে দগ্ধ এক প্রেমিকের কাকুতি তার প্রিয় কেউ ফিরে অাসার জন্য। অপেক্ষার প্রহর গুনে কাটানো বিরহী প্রেমিকের রূপ কবিতার ভাষায় প্রকাশ করছেন তিনি। প্রেম-বিরহের বাইরেও কবি লিখেছেন একাত্তরের চেতনা নিয়ে 'হৃদয়ে একাত্তর, রক্তে কেনা পতাকা, অাটই ফাগুন' নামে রক্তাত ইতিহাসের কবিতা। যেখানে অাছে রক্তঝরা একাত্তরে বাঙালির হৃদয়ের কথা। তার কবিতায় উঠে এসেছে জীবনের গল্প, 'সোনালী দিন' নামক কবিতায় কবি ফিরে গেছেন শৈশবের তার স্মৃতিময় দিনগুলোতে। কখনও শৈশব কখনও কৌশরের চঞ্চলতা অাবার কখনও যৌবনের প্রেমের কাব্যে রচিত এ কাব্যগ্রন্থ কবিতার কাছে যাবো। নিজস্ব মতামত : অক্ষর, মাত্রা, ছন্দ বিষয়ক জ্ঞান অামার নাই বললেই চলে। তবে কবিতা পড়ে তৃপ্তি পাই, তৃষ্ণাতুর হৃদয়ের পিপাসা মেটাই। সেই জ্ঞান থেকে যতটা বুঝেছি কবি হফিজ রহমানের 'কবিতার কাছে যাবো' কিছু সময়ের জন্য যেন কবিতার মাঝে হারিয়ে ফেলার মত বই। বেশ কিছু কবিতা ভালো লাগলেও কিছু কিছু কবিতা কেন জানি অতটা ভালো লাগেনি স্রেফ প্রেমের অাবেগ মনে হইছে কিছুটা অপরিনত বয়সের কবিতার মত। তবে সেটা খুবই কম ২/৩ টা কবিতা বাদে বাকি গুলো বেশ উপভোগ্য ছিল। কবি তার লেখা দুটো বই নিজে কুরিয়ার করে পাঠাইছেন। তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। শুভ কামনা রইল তার জন্য, যাতে অারো পরিনত, সুন্দর সাবলীল লেখা তিনি অামাদের উপহার দিতে পারেন।