User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রকমারি রিভিউঃ বইঃ হিমুর বাবার কথামালা। লেখকঃ হুমায়ূন আহমেদ। প্রকাশনীঃ অন্বেষা প্রকাশন। মূল্যঃ ১৬০ টাকা। পৃষ্ঠাঃ ৭০। হিমুর বাবা, যে কিনা হিমুকে মহাপুরুষ বানাতে চেয়েছিলো, ওনার হিমুকে দেয়া উপদেশের সংকলন এই বই। বইটি মুগ্ধকর। উপদেশগুলো মধ্যে আরো আছে জ্ঞানের কথা। আপনি যদি হিমুর বইগুলো পড়ে থাকেন, তবেই আপনি এই বইটি পড়ে বুঝতে পারবেন। আপনি যদি হিমুর বইগুলো পড়ে থাকেন তাহলে বইটি পড়ে আপনার অনেক ভালো লাগবে।
Was this review helpful to you?
or
যারা হিমু নাই তাদের জন্য এই বইটি নিষিদ্ধ কথাটি সত্য। কারণ আপনি যদি হিমু সিরিজের বাকি বই গুলো না পারেন, তাহলে এই বইয়ের মর্ম বুঝতে পারবেন নাই। বইটি এক কথা অসাধারণ। বইটিতে হিমু বাবার উপদেশগুলো পর , বইটি আপনার প্রিয় বইয়ের তালিকা আসতে বাধ্য!!
Was this review helpful to you?
or
সুন্দর লেগেছে বইটি।
Was this review helpful to you?
or
হিমুর বাবার কথামালা কোনো উপন্যাস নয় তবে হিমু চরিত্রেরই একটি অংশ। এই বইয়ে মূলত ময়ূরাক্ষী, দরজার ওপাশে, হিমু, পারাপার, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি, একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা, তোমাদের এই নগরে, সে আসে ধীরে, আঙুল কাটা জগলু, আজ হিমুর বিয়ে, হিমু রিমান্ডে, হিমুর মধ্য দুপুর উপন্যাসগুলোতে হিমুর বাবা হিমুকে যা বলেছেন সেই অংশটুকু আছে। আরও রয়েছে হিমুর বাবা এবং মহাপুরুষ সম্পর্কে হুমায়ূন আহমেদের নিজের কিছু কথা।
Was this review helpful to you?
or
• বইটা অসম্ভব সুন্দর। আমার অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাতের সবার ভালো লাগবে।
Was this review helpful to you?
or
সত্যিই বইটি মুগ্ধ করার মতো।জ্ঞ্যানের তৃষ্ণা মেটানোর জন্য বইটি যথেষ্ট উপযোগী।শুধু এই বিষয়ের ছাত্র না, সবাই এই বইটি সমানভাবে উপভোগ করতে পারবে।শিখতেও পারবে অনেক কিছু।বইটি পড়ার পর ভালো লাগা কাজ করবেই।অনেক চিন্তার খোরাক যোগাবে বইটি।আমি সবাইকে রেফার করবো বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
এই বইটি আমি ৫ বার ক্রয় করেছি, কারন যেই বই এটা পরেছে সেই এই বই টা নিয়ে চলে গেছে। প্রয়োজনে টাকা দিতে চেয়েছে কিন্তু নেই নি, কারন এটা কখনোই সম্ভব ছিলোনা।
Was this review helpful to you?
or
বই: হিমুর বাবার কথামালা জনরা: হিমুর বাবার উক্তি সংকলন লেখক: হুমায়ূন অাহমেদ প্রকাশনী: অন্বেষা প্রকাশ কাল: বইমেলা ২০০৯ পৃষ্ঠা: ৪৭ প্রচ্ছদ: ধ্রুব এষ মুদ্রিত মূল্য: ৮০৳ কাহিনী সংক্ষেপ: হুমায়ূন অাহমেদ এর সৃষ্ট চরিত্র গুলোর মধ্য অন্যতম হলো হিমু। যার প্রতি অাকৃষ্ট হয়ে হাজার হাজার যুবক যেমন তপ্ত রোদেও খালি পায়ে হেঁটে বেড়ায়। অাবার কখনোবা হলুদ পাঞ্জাবিতে ফিনকি ফোটা জ্যোৎস্না স্নানে মধ্য রাতে গৃহহারা হতে দ্বিধাবোধ করে না। এ চরিত্রের জন্য যেমন তিনি লক্ষ ভক্তের মন জয় করেছেন তেমনি ব্যাপক বিড়ম্বনার স্বীকারও হতে হয় তাকে। নানা জনের নানা প্রশ্নে, অনুরোধে লেখক বলছেন, "অামার অবস্থা হচ্ছে ভিক্ষা চাই না হলুদ চিতাবাঘ সামলাও।" যে হিমুকে নিয়ে এত কথা তার বাবার পরিচয় কী, কেমন দেখতে লোকটা, কী ধরনের পোষাক হবে তার? বইয়ে লেখক তার সংক্ষিপ্ত পরিচয় দেয়ার চেষ্টা করেছেন। নিজের ছেলেকে মহাপুরুষ বানানোর যে স্কুল তিনি খুলছেন তার কিছু নিতীমালা বা হিমুর বাবার নানা সময়ে দেয়া উপদেশের সংকলন নিয়েই এ বই। নিজস্ব মতামত: ছোট পরিসরের মধ্য মোটামোটি ছিল বইটি। লেখকের মতেই বইটা বানিজ্যিক উদ্দ্যেশ্য ছাড়া কিছু না কেননা উপদেশ বা কথাগুলো বিভিন্ন বইয়ের হিমুকে দেয়া তার বাবার উপদেশ। তবে নতুনত্ব লেখক ঠিকই একটু হলেও অানার চেষ্টা করেছেন। পোষাক নিয়ে কিছুটা রম্য কাহিনী, অার মহাপুরুষ বিষয়ক থিউরি দিয়ে। হিমুর বাবা তথা হুমায়ূন স্যারের নানা সময়ের বিশেষ কিছু উক্তি এক মলাটে হাতের কাছে পাওয়ার জন্য হলেও বইটা পড়া উচিত। উপদেশগুলোর মধ্যে দু'একটা লাইন প্রিয় বটে, ১. ঘুমাইয়া রাত নষ্ট করিও না। ২. ভয় পাশ কাটাইবার বিষয় নহে। ভয় অনুসন্ধানের বিষয়। ঠিকমতো এই অনুসন্ধান করিতে পারিলে জগতের অনেক অজানা রহস্য সম্পর্কে অবগত হইবে। ৩. কদাচ বিরক্ত মানুষের কাছে থাকিও না। বিরক্ত মানুষ ভয়ংকর। ৪. মানুষের মনে পরম করুনাময় কিছু কাঁটা বিঁধাইয়া দেন। এ কাঁটার নাম মন্দ কাঁটা। তুমি যখনই কোনো মন্দ কাজ করিবে তখনই এই কাঁটা তোমাকে স্মরন করাইয়া দিবে। তুমি অস্বস্তি বোধ করিতে থাকিবে। ব্যথা বোধ না-- অস্বস্তিবোধ।