User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিয়ে দুজন নারী পুরুষকে আজীবনের জন্য এক করে। বছরের পর বছর দুজন পাশাপাশি থাকে একে অপরের সুখ দু:খে, আনন্দে বেদনায় সঙ্গী হওয়ার অভিপ্রায়ে। মালতী আর নয়নাংশুও এমন স্বপ্ন শপথ নিয়েই হয়তো তাদের নতুন জীবন শুরু করেছিল। কিন্তু তারপর? তারপর বহুবছর পরে, জীবন নাটকের কোনো এক অংকে কি এমন হল যে এক ঘরে থেকেও দু’জন অনেক দূরে? এ দূরত্বের জন্য কি একমাত্র মালতীই দায়ী? মালতীর অবৈধ প্রেমই কি সব যন্ত্রনার মূল? নয়নাংশুর কি কোনো ভূমিকাই নেই এখানে? সে কি কেবলই কলেরই পুতুল? নারী পুরুষের জটিল সম্পর্কের অনেক না বলা গল্প ”রাত ভ‘রে বৃষ্টি”, যা ছড়িয়ে আছে আমার আপনার সকলের চারিদিকে। কিন্তু আমরা তা দেখতে পাই না, হয়তো দেখেও দেখি না........
Was this review helpful to you?
or
যে বইগুলি সবসময় গতানুগতিক প্রেমের কাহিনী অনুসরণ করে গড়ে ওঠেনা, এই বইটি সেরকম একটি বই। প্রেম, বিয়ে, ভালোবাসা, সংসার, সন্তান আর শরীরের চাহিদা- এসব এক পাল্লায় ওজন করা চলেনা। সবকিছুই আপেক্ষিক, ধারাবাহিকভাবে একটার পর আরেকটা সাজিয়ে তারপর জীবন গড়তে হয়। ভালোবাসা কি তা তো আর সবাই জানেনা। কিংবা জানলেও সবার কাছে ভালোবাসার সংজ্ঞা একই নয়। আমাদের মনে হতে পারে তাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। কিন্তু তবুও কিছুকিছু ব্যাপারে তাকে আমার সহ্য হয়না। কিন্তু কেন হয় না? তাকে তো আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। একে অন্যকে মূল্য দেওয়া, একে অন্যকে বুঝতে পারার মধ্যে যে আনন্দ আর এই আনন্দের ফলে যে ভালোবাসার সৃষ্টি হয় তা অমূল্য। তুমি যেমন আমি তেমনই তোমাকে ভালোবাসতে রাজি, সেটাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসার মানুষকে নিজের ছাঁচে আলাদা করে গড়ে নেওয়ার কোনো মানে নেই। তাহলে তাকে আর ভালোবাসতে পারলাম কই? নিজেকেই তো আমি শুধু ভালোবাসি। এভাবে চললে চোখের সামনের পর্দা সরবে এবং ততক্ষণে হয়তো অনেক দেরী হয়ে যাবে। পাখি ততক্ষণে অন্য ডালে বাস। বাঁধার চেষ্টা করবে। কিংবা কে জানে বেঁধেও ফেলেছে।