User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত_ও_রকমারি_ডট_কম_আয়োজিত_বুক_রিভিউ_প্রতিযোগীতা গল্পটি এক প্রত্নতত্ত্ববিদ ড. এরিক লিডনারের স্ত্রী লুইস লিডনারকে নিয়ে। মিসেস লিডনার সবসময়ই ডুবে থাকেন উদ্ভট সব ভাবনায়, ভয় ও আতঙ্কের মধ্যে। যেখানে তিনি স্বামী, সহকর্মী ও বন্ধুদের মাঝে যথেষ্ট নিরাপদই ছিলেন। তবুও তিনি সারাক্ষণ ভয়ে থাকতেন এবং একটি বিচ্ছিন্ন হাত, জানালায় টোকা দেওয়া মৃত মানুষের মুখ ও অদ্ভুত সব জিনিস দেখতে থাকেন। ড. লিডনার স্ত্রীর এই অবস্থায় মিসেস লিডনারের সার্বক্ষণিক দেখভালের জন্য একজন নার্স নিয়োগ করেন। ড. লিডনারের বন্ধু ডা. রাইলির পরামর্শে নিয়োগপ্রাপ্ত হন নার্স অ্যামি লিথেরান। . নার্স লিথেরান ড. লিডনারদের কাছে হাসানিয়াতে আসার পর খেয়াল করেন মিসেস লিডনারকে অনেকেই ঠিক পছন্দ করেন না। হঠাৎ করেই এক দুপুরে রহস্যজনকভাবে খুন হয় মিসেস লিডনার। যে সময় তিনি খুন হয়, তখন কারো পক্ষেই তাকে খুন করা সম্ভব ছিলো না। . সেসময় সিরিয়া থেকে হাসানিয়া হয়ে বাগদাদে যাচ্ছিলেন এরকুল পোয়ারো। ডা. রাইলির অনুরোধে তিনি কেসটা হাতে নিয়েই দেখলেন প্রত্যেকেরই খুন করার জোরালো মোটিভ ছিল। . মিসের লিডনার কার বা কিসের জন্য আতঙ্কিত ছিলেন? খুন হবার দুদিন আগে জানালায় উঁকিঝুঁকি দিতে দেখা গিয়েছিলো অচেনা এক আগন্তুককে, সে’ই বা কে? লিপিবিশারদ ফাদার ল্যাভিগনি শুরু করেন রহস্যজনক আচরণ এবং শেষদিকে তিনিও রহস্যজনকভাবে নিখোঁজ হন। . এরমাঝেই আরো একজনের বিভৎসভাবে মৃত্যু ঘটে। তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসে আরো অনেক কিছু। . সব তদন্ত ও ব্যাখ্যা নার্স লিথেরানের জবানিতে পোয়ারোর মাধ্যমে “মার্ডার ইন মেসোপটেমিয়া”-তে পাঠকদের জন্য হাজির করেছেন “দ্য কুইন অফ ক্রাইম” খ্যাত আগাথা ক্রিস্টি। পাঠ প্রতিক্রিয়া : . দুর্দান্ত একটি বই। শুরুতে কিছুটা ধীরগতির হলেও, মাঝামাঝিতে এসে বেশ দুর্দান্ত গতিতে এগিয়েছে। বেশ টানটান উত্তেজনাময় ছিল এবং গল্পটি শেষ করে উঠার মত আকর্ষণ ধরে রেখেছে। বৈচিত্রময় এক কাহিনী। এন্ডিংটা খুব ভালো লেগেছে। বইটি শেষ করে দারুণ তৃপ্তি পেয়েছি। বর্ণনাভঙ্গি খুব ভালো লেগেছে। মনে হচ্ছিলো পোয়ারোর সাথে সাথে আমিও কেস সল্ভ করছি! . অনুবাদকের প্রথম অনুবাদ। প্রথমবার হিসেবেই বেশ ভালো করেছেন। শুরুতে ও মাঝামাঝিতে একটু ম্যাড়ম্যাড়ে লেগেছিল, আর বাকি সবটা একদম সাবলীল, ঝরঝরে ও মসৃণ অনুবাদ ছিল। তবে প্রথম অনুবাদ হিসেবে বিবেচনা করলে আমাএ মতে অনুবাদটা বেস্ট ছিল। . পুরো বইয়ে দুয়েকটা বানান ভুল বা প্রিন্টিং মিস্টেক বাদে আরর কোনো ভুল চোখে পড়েনি। পড়তে বেশ আরাম লেগেছে। প্রুফ রিডিং ও অলংকরণ বেশ ভালো লেগেছে। বইয়ের বাইন্ডিং ও কাগজের মান বেশ ভালো। প্রচ্ছদটাও বেশ ভালো লেগেছে। একদম গল্পের সাথে মানানসই। পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি বইটি পড়ে ফেলার জন্য। By: কাব্য ওয়াহিদ