User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুবই তথ্যবহুল বইটি। পাঠক সহজেই বুঝতে পারবে নাস্তিকদের সরূপ। কীভাবে বাংলাদেশে তাদের সূত্রপাত হল, কীভাবে তারা প্রচারকার্য চালাচ্ছে- বইটি সবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই, ভালো লাগলো পড়ে।❤️ ধন্যবাদ আব্দুল আল মাসুদ❤️
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
আল্লাহ হাফিজ
Was this review helpful to you?
or
নাস্তিকতার অদ্যপান্ত নিয়ে চমৎকার একটি বই। নাস্তিকতার অনেক বিষয়কে একত্রে আনা হয়েছে এখানে। আব্দুল্লাহ আল মাসউদ ভাইয়ের এই বইটে আপনারা পড়ে দেখতে পারেন
Was this review helpful to you?
or
ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
very Inspiring book... I love this book, i alwys looking for motivational and self improvemnt books. This book in my area of interest. I belive this "The first and foremost benefit of reading self-help books is the experience puts the reader on a path to where they can read, practice the strategies learned, and make improvements in their lives without having to ask others for help."
Was this review helpful to you?
or
ভাল ও তথ্যবহুল বই
Was this review helpful to you?
or
নিকট কয়েক বছরে নাস্তিক দের বিরুদ্ধে লেখালেখির ময়দানে বিরাট একটি অভ্যুত্থান ঘটে গেছে। সম্ভবত এই বইটি এক্ষেত্রে সর্বপ্রথম লেখা বই। যদিও বইটি সম্পর্কে জানা শোনা মানুষের কম কিন্তু বইটির মধ্যে নাস্তিকতার ঘোড়ার কথা বলা হয়েছে। কিভাবে নাস্তিকতা এদেশে ছড়ালো এবং কারা এই কাজগুলো করল বইটিতে রেফারেন্স সহকারে তুলে ধরা হয়েছে। বইটি সম্পর্কে না জেনে কিনেছিলাম কিন্তু কেনার পরে বইটির তথ্য গুলো দেখে আপ্লুত হয়েছি।
Was this review helpful to you?
or
অনেক ভালো একটি বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। আজ এই বইটি পড়ে শেষ করলাম। এই বইটিতে লেখক আবদুল্লাহ আল মাসউদ অত্যন্ত সুন্দর ভাবে নাস্তিকতার স্বরূপ তুলে ধরেছেন। নাস্তিকতা দ্বারা স্রষ্ঠায় অবিশ্বাস বুঝালেও আমরা দেখতে পাই তথাকথিত নাস্তিকেরা শুধুমাত্র ইসলামকেই আক্রমনের লক্ষবস্তু বানিয়েছে। এর মূল কারণ আমার কাছে মনে হয়েছে যে, মানুষের মধ্যে সহজাত খারাপ প্রবৃত্তি আছে যা একমাত্র ইসলাম ধর্ম নিয়ন্ত্রণ করতে বলে; যেটা প্রবৃত্তির প্রাবল্যের কারণে নিয়ন্ত্রণে অক্ষমেরা নাস্তিকতায় ঝুকে পরে। নাস্তিকতার জবাব ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের মাধ্যমে দেয়া উচিত। কাউকে কুপিয়ে বা হত্যা করা কখনই সঠিক কোনো সমাধান নয়। এতে বরং ইসলামকে হেয় করা এবং ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসাবে উপস্থাপন করা সহজ হয়। এরূপ বিভিন্ন বিষয় বইটিতে অত্যন্ত সহজ ভাষায় লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। আস্তিক- নাস্তিক সকলের জন্যই বইটি পড়ার প্রয়োজনীয়তা অনুভব করি।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
এই বই টা সবার পড়া উচিত
Was this review helpful to you?
or
আবদুল্লাহ আল মাসউদ নাস্তিকতা বিশ্বে কিভাবে এলো অতঃপর বাংলাদেশে কিভাবে কাদের হাত ধরে সূত্রপাত হলো। কালের পরিক্রমায় সেটা কিভাবে অনলাইনে চলে আসলো, কিভাবে তারা তাদের প্রচারকার্য চালাচ্ছে - এসব সম্পর্কে জানতে নাস্তিকতার স্বরূপ সন্ধান বইটি অবশ্য পাঠ্য।
Was this review helpful to you?
or
নাস্তিকতার স্বরূপ সন্ধান বই টা নাস্তিকদের কঠিন প্রশ্নের জবাবে কোরআনের আলোকে বিজ্ঞানের বিবর্তনে যৌক্তিক ব্যখ্যা দিয়ে ইশ্বর আছেন তার উপযুক্ত প্রমাণ দিয়েছেন। যারা শুধুমাত্র বিজ্ঞানকে বিশ্বাস করে, আল্লাহ নেই এই অদ্ভুত যুক্তি দেখিয়েছেন। তাদের যুক্তির উপর পাল্টা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে, পৃথিবীর স্রষ্টা অবশ্যই কেউ আছে। এই বিশ্বজগৎ আপনা আপনি সৃষ্টি হয় নি। রহস্যময় মহাবিশ্বেরর সব রহস্যই যেখানে উৎঘাটন করতে পারেনি। তথাকথিত বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী(সুবিধাবাধী) নাস্তিকগণ, সেখানে রহস্যময় মহাবিশ্বেরর স্রষ্টা মহান আল্লাহ তায়ালার অস্তিত্ব আছে কী নেই, প্রমাণ করতে চান যুক্তি আর বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে।
Was this review helpful to you?
or
নাস্তিকতায় আমার হাতেখড়ি হয়েছিল ভার্সিটির দ্বিতীয় বর্ষে। সমবয়সী বন্ধুদের সঙ্গে স্রষ্টা আর দুনিয়াতে তার কর্তৃত্বের আলোচনা নিয়ে সংশয়ের শুরু। নেট ঘেঁটে মুক্তমনা ওয়েবসাইটের বিভিন্ন লেখনী পড়ে সংশয় মজবুত হতে শুরু করে। এই বইটি পড়তে যেয়ে মনে হয়েছে, নাস্তিকদের নয়, যেন নিজের অতীতের স্বরূপ সন্ধান করছি। কীভাবে মুসলিম পরিবারে বেড়ে উঠে কুর’আন তিলাওয়াত করতে শিখে, এসএসসিতে ইসলাম ধর্মে এ পেয়ে ভার্সিটির গণ্ডি পেরোতে না-পেরোতেই এই আমি নাস্তিক কিংবা সংশয়বাদী হয়ে উঠেছিলাম, এর প্রতি পাতায় যেন তারই নকশা দেওয়া আছে। নাস্তিকতার কারণ অনুসন্ধান করতে গিয়ে বর্তমান সময়ে একজন মানুষ কীভাবে নাস্তিক হয়ে ওঠে বা নিদেনপক্ষে ধর্মবিমুখ হয়ে ওঠে, তারই বিস্তারিত বর্ণনা আছে এখানে। মানবজাতির ইতিহাস কিংবা বাঙালির নিজ ইতিহাসে কীভাবে নাস্তিক এবং এর আড়ালে ইসলামবিদ্বেষী ধ্যানধারণা চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা স্পষ্ট বিবৃতি তুলে ধরা হয়েছে। গির্জার অত্যাচার ও অবিচার থেকে খ্রিষ্টধর্মের প্রতি সাধারণ মানুষের বিদ্রোহকে কীভাবে ইসলামের সাথে গুলিয়ে ফেলে ধর্মান্ধতার নামে ইসলামবিদ্বেষ ছড়ানো হচ্ছে, আছে তার বিবরণ। তাছাড়া নাস্তিকতা ও ইসলামবিদ্বেষ-প্রবণতা যে নতুন কিছু না, বরং ইসলামের দ্বিতীয় নাবি নূহ (তাঁর উপর শান্তি বর্ষিত হোক), তাঁর সময় থেকে এর শুরু এবং শেষ নাবি মুহাম্মাদ (তাঁর উপর বর্ষিত হোক আল্লাহর শান্তি ও অনুগ্রহ), তাঁর সময় থেকে আজ অবধি চলে আসছে, সেগুলোও তুলে ধরা হয়েছে। বইটির অন্যতম দিক হচ্ছে এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যারা নাস্তিকতা এবং বিশেষ করে ইসলামবিদ্বেষের পুরোধা ছিলেন, তাদের পরিচয় দেওয়া হয়েছে। তাদের কর্মপদ্ধতি উল্লেখ করা হয়েছে। ব্লগপূর্ব ও পরবর্তী যুগে কীভাবে নাস্তিকতা প্রসার হয়েছে, আর বর্তমান কারা তাদের নাস্তিকগুরুদের মশাল আগ বাড়িয়ে নিচ্ছেন, তাদের কর্মের খণ্ডচিত্রও আছে এখানে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কারা নাস্তিকতার বিষ ছড়ানোর পেছনে কলকাঠি নাড়ছেন, এবং কীভাবে নাস্তিকদের মূল্যমান নির্ধারণ করা হয়, সেই সূত্রও দেওয়া হয়েছে। সবশেষে নাস্তিকতা বা ইসলামবিদ্বেষীদের প্রোপাগাণ্ডা দমানোর জন্য বাস্তবভিত্তিক কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারেও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নিজে একসময় সংশয়বাদী ছিলাম বলে আমার কাছে বইটির বিষয়বস্তু ও গবেষণালব্ধ ফলাফল বেশ যথাযোগ্য মনে হয়েছে। নাস্তিক ও ইসলামবিদ্বেষী নিয়ে যারা কাজ করতে চান, যারা উঠতি-নাস্তিক, যারা সংশয়ের কবলে পড়েছেন, যারা এই মতাদর্শের প্রচার-প্রসারের পেছনের কাহিনি জানতে চান, সর্বোপরি সাধারণ মানুষ থেকে শুরু করে ‘আলিম সমাজের যারাই এই অসুখ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে রোধ করতে চান, তাদের সবার জন্য এই বই অবশ্যপাঠ্য।