User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Valo boi
Was this review helpful to you?
or
ভালো একটা বই। অসাধারণ লেগেছে আমার কাছে
Was this review helpful to you?
or
Very good understanding
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Highly recommended
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন!!
Was this review helpful to you?
or
পবিত্র কুরআনের ভাষাশৈলী ও সাহিত্যশৈলী সম্পর্কে পূর্বজ্ঞান না থাকলে কুরআন তিলাওয়াত আপনার কাছে জটিল মনে হবে, আয়াতসমূহের সৃষ্টির রহস্য না জানলে আপনার কাছে অসঙ্গতি মনে হবে কিন্তু এই কুরআনই আবার আপনার কাছে মধুর লাগবে যদি এর মূলনীতি আপনার করায়ত্তে থাকে। কুরআনের মূল পাঠ সম্পর্কে যদি আপনি অবগত থাকেন তাহলে প্রতি পাতায় পাতায় আপনি ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফেলবেন, পুনরায় পড়তে যাবেন নতুন কিছু উপলব্ধি করবেন, একঘেয়েমি তো দূর বরং ভালোবাসায় মজে যাবেন ইনশা আল্লাহ। আর কুরআনকে বুঝতে সহায়ক একটি গ্রন্থ হতে পারে "কুরআন বোঝার মূলনীতি"। বই সম্পর্কে: ‘কুরআন বুঝার মূলনীতি’ একটি প্রাথমিক স্তরের শাস্ত্রীয় গ্রন্থ—উঁচু দরের কোনো ইল্মী গ্রন্থ নয়। এ বিষয়ে প্রথিতযশা আলিমদের যারা কলম ধরেছেন, হাজার পৃষ্ঠার আগে কেউ থামতে পারেননি। জাতি হিসেবে আমরা যেমন ‘বই-রাগী’, তাতে সেসব পড়ার ধৈর্য আমাদের ক’জনার হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। অথচ এই ফিতনাময় এ যুগে দীনের ওপর চলার জন্য বিষয়টা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। কুরআন বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় শাস্ত্রীয় বিষয়গুলো ড. বিলাল ফিলিপস্ তুলে ধরেছেন একেবারেই সংক্ষিপ্ত পরিসরে। এ দৃষ্টিকোণ থেকে ড. বিলাল ফিলিপসের এ ছোট্ট গ্রন্থটিকে দীনের ওপর চলতে আগ্রহীদের জন্য ‘গণমানুষের শাস্ত্রীয় গ্রন্থ’ বলা যেতে পারে। পাঠ প্রতিক্রিয়া: একজন মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই পবিত্র কুরআন ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে অবগত থাকতে হবে। অন্যথায় আমরা দ্বীনের উপর স্থায়ী হতে পারবো না। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমরা সহজ ভাবে বুঝতে পারলেও কুরআন পাঠের বেলায় তার উল্টোটা হয়। এজন্য অধিকাংশরাই কেবল রিডিং পড়ার মতো করে কুরআন তিলাওয়াত করে খতম শেষ করা। কিন্তু কুরআন শুধু তিলাওয়াত কিংবা প্রতি রমাদানে খতমের উদ্দেশ্যে নাজিল হয়নি। আমাদের জীবনকে সহজ করার জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন, আর কুরআনের শিক্ষা দেয়ার জন্য পাঠিয়েছেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। অর্থাৎ তাদাব্বুরের সাথে কুরআন তিলাওয়াত করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য বাঞ্ছনীয়। অন্যথায় কুরআনের মর্মকথা, মূল বাণী উপলব্ধি করা সম্ভব নয়। কুরআনের যে বিশেষত্ব রয়েছে সেগুলো জানার পর যদি আমরা অর্থসহ কুরআন তিলাওয়াত করি সেক্ষেত্রে আমাদের জন্য কুরআনের মর্মকথা, আদেশ, নিষেধ, উপদেশ, করণীয়গুলো বুঝা সহজ হয়ে যায়। "কুরআন বোঝার মূলনীতি" সেই বিশেষত্ব অনুধাবনের কাজটা অনেকটাই আঞ্জাম দিয়েছে। শুরুতেই কুরআনের তাফসীর বিষয়ক ধারণা এবং তাফসীর গ্রন্থাবলীর উৎকৃষ্টতার মানদণ্ডে তাফসীরের প্রকারভেদ উল্লেখ করেছেন। কুরআনের অর্থের অনুবাদ এবং সেগুলোর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন অনুবাদ পড়ার জন্য কোন কোন গ্রন্থগুলো গ্রহণীয় আর কোনগুলো বর্জনীয়। কুরআন যে অনন্য কিতাব তার উপলব্ধি আমাদের কয়জনের আছে? লেখক কুরআনের মূল আলোচ্য বিষয়, মু'জিযা, চ্যালেঞ্জ,ভবিষ্যদ্বাণী, প্রকৃতির বিস্ময়কর ঘটনাবলীর বর্ণণা, কুরআনের অসঙ্গতি, সংখ্যাতাত্ত্বিক অলৌকিকত্ব প্রতিটা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা দিয়ে কুরআনের অনন্যতার দলিল পেশ করেছেন সাধারণ পাঠকদের পাঠ উপযোগী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মজার বিষয় গুলো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কখনো কখনো কুরআনের কিছু আয়াত রহিত করেছেন আবার কোথাও কোথাও করেছেন প্রতিস্থাপন। এখন কেউ যদি কুরআনের মূলনীতি, প্রেক্ষাপট না জেনেই সে আয়াতগুলো পড়ে তাহলে অবশ্যই তাকে বিড়ম্বনার স্বীকার হতে হবে। সেই আয়াতগুলো নিয়ে বইটিতে চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন লেখক। বইটা পড়ার আগে আমি নিজেও জানতাম না যে কুরআন একাধিক ভাষায় নাজিল হয়েছে। জি অবাক হচ্ছেন নিশ্চয়ই। কুরআন আরবি ভাষাতেই নাজিল হয়েছে তবে গোত্রভেদে সে ভাষার ভিন্নতা থাকলেও একই অর্থবহন করতো। এছাড়া কুরআনে মাক্কী ও মাদানী সূরার যে বিন্যাস রয়েছে সে সম্পর্কে কোনো প্রাথমিক জ্ঞান ছাড়াই এতো বছর কুরআন খতম দিয়ে এসেছি। সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না মহান। প্রেক্ষাপটের ভিত্তিতে আল্লাহ ওহী পাঠাতেন, আবার সেই আয়াতগুলোর বিন্যাসও আল্লাহই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে দিতেন। মাক্কী ও মাদানী সূরা দুটো আলাদা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। দুটোর প্রেক্ষাপট ও ধরণও স্বতন্ত্র। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত নেই, আর যারা বিশ্বাসী তাদের জন্য রয়েছে স্পষ্ট নিদর্শন। বইটা পড়ার সময় এই বিষয়টাই মাথায় বেশি ঘুরপাক খাচ্ছিলো। বইটির প্রয়োজনীয়তা: কুরআন বোঝার মূলনীতি'র মতো জ্ঞানের মৌলিক শাখায় অজ্ঞতা থাকলে তা ইসলামী শিক্ষার ভিত্তিসমূহের ব্যাপারে মারাত্মক ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। ইসলামের বিকৃতিসাধনের অপতৎপরতায় লিপ্ত লোকদের জন্য এই অজ্ঞতা ভয়ানক সুযোগ তৈরি করে দেয়। ইসলামী আবরণের নেপথ্যে লুকিয়ে থাকা সকল পথভ্রষ্ট ফির্কার লোকেরা নিজেদের ভুল মতাদর্শের সমর্থনে কুরআনের বিভিন্ন আয়াত উপস্থাপন করে থাকে। তাই কুরআনের আয়াতের সঠিক ব্যাখ্যাই কেবল ঈমানদারদেরকে ওদের ফাঁদ থেকে সুরক্ষা দিতে পারে ইনশা আল্লাহু। পাঠ অবয়ব: সিয়ান পাবলিকেশন কখনোই বইয়ের প্রোডাকশন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, এই বইটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বইয়ের বাঁধাই, পৃষ্ঠ সজ্জা, পৃষ্ঠার মান সবকিছুই টপনচ মাশাআল্লাহ। বানান ভুল কিংবা টাইপিং মিসটেকও খুব একটা চোখে পড়েনি। বই পরিচিতি: বই: করআনা বোঝার মূলনীতি মূল: ড. আমীনাহ বিলাল ফিলিপস ভাষান্তর: জিয়াউর রহমান মুন্সী প্রকাশনায়: সিয়ান পাবলিকেশন প্রকাশকাল: ২০১৬ পৃষ্ঠা সংখ্যা: ৩১০
Was this review helpful to you?
or
অন্য রকম একটা বই। অসাধারণ!
Was this review helpful to you?
or
অনেক হাই লেভেলের বই। সাধারণ মানুষের জন্য বুঝা কষ্টকর